Sunday, October 11, 2020

Editorial Translation 1

 #October 11, 2020

The Daily Star
*******************************
প্রস্তুতকারক: সোহেল রানা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়
বাংলা টু ইংরেজি পেতে Group এর চোঁখ রাখুন আর Following করুন আমাকে।
****************************
#শিরোনাম: বগুড়ায় স্ত্রী হত্যার দায়ে গ্রেপ্তার এক ব্যক্তি
= Man arrested for killing wife in Bogura
===================================
#আজ ভোরে বগুড়ার ধুনট উপজেলায় এক মহিলাকে তার স্বামীর হাতে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
=A woman was allegedly killed by her husband in Bogura's Dhunat upazila early today.
#বগুড়া থানার অতিরিক্ত সুপারিন্টেন্ডেন্ট (শেরপুর সার্কেল) গাজীউর রহমান জানান, নিহত শেফালী বেগম (৪৫) উপজেলার পাছতুবি গ্রামের ইশারাত আলী আকন্দের স্ত্রী।
=The deceased was identified as Shefali Begum (45), wife of Esharat Ali Akanda of Pachthubi village in the upazila, said Gaziur Rahman, additional superintendent (Sherpur circle) of Bogura police.
#পরিবারের সদস্য ও স্থানীয়দের বরাত দিয়ে অতিরিক্ত এসপি গাজীউর জানান, পেশায় হস্তশিল্প কারিগর এশরাত একটি এনজিওর কাছ থেকে ঋণ নিয়েছিলেন তবে ঋণের কিস্তি পরিশোধ করতে পারেননি।
=Quoting family members and locals, additional SP Gaziur said Esharat, a handicraft artisan by profession, took loan from an NGO but could not pay the installment of the loan.
#আমাদের বগুড়ার সংবাদদাতা পরিবারের সদস্যদের বরাত দিয়ে এই পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ঋণ শোধ করার বিষয়ে লোকটি মাঝে মাঝে স্ত্রীর সাথে তর্ক করতেন।
=The man sometimes used to argue with his wife over repaying the loan, our Bogura correspondent reported, as per the police official quoting family members.

--------------------------------------------------------------------------------------------

পত্রিকা থেকে সংগৃহীত (১০ অক্টোবর, ২০২০)
#বাংলাদেশ বিষয়াবলী
০১. সম্প্রতি কবে পদ্মা সেতুর ৩২তম স্প্যান বসানো হয়?
উত্তরঃ ১০ অক্টোবর, ২০২০.
## দৃশ্যমান - ৪ হাজার ৮০০ মিটার।
## ৩১তম স্প্যান বসানো হয় - ১০ জুন, ২০২০.
০২. বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতান কবে মারা যান?
উত্তরঃ ১০ অক্টোবর, ১৯৯৪.
## জন্ম - ১০ আগস্ট, ১৯২৪.
০৩. বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন (বিএসএফআইসি) এর অধীনে বর্তমানে কতটি চিনিকল রয়েছে?
উত্তরঃ ১৫টি।
০৪. দেশের একমাত্র পাথর উত্তোলনকারী খনি কোনটি?
উত্তরঃ মধ্যপাড়া কঠিন শিলা কোম্পানি, পার্বতীপুর, দিনাজপুর।
## ২০০৭ সাল থেকে এই খনি থেকে পাথর উত্তোলন করা হচ্ছে।
## বর্তমানে দেশে পাথরের বাজার - ৬ হাজার কোটি টাকার।
#আন্তর্জাতিক বিষয়াবলী
০১. ২০২০ সালের শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী কে?
উত্তরঃ জাতিসংঘের সংস্থা বিশ্ব খাদ্য কর্মসূচী (WFP).
## ক্ষুধামুক্ত বিশ্ব গড়তে এবং সংঘাতকবলিত এলাকাগুলোয় শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখায় এই পুরস্কার প্রদান করা হয়।
## বিশ্ব খাদ্য কর্মসূচী (WFP) সম্পর্কিত কিছু তথ্য -
• প্রতিষ্ঠিত - ১৯ ডিসেম্বর, ১৯৬১ সাল।
• সদর দপ্তর - রোম, ইতালি (৮০টি দেশে অফিস রয়েছে)।
• প্রধান সংস্থা - জাতিসংঘের সাধারণ পরিষদ।
• বর্তমান প্রধান - ডেভিড বেইসলি, যুক্তরাষ্ট্র।
০২. ‘জি-২০’ বা ‘Group of Twenty’ কী?
উত্তরঃ অর্থনৈতিক জোট।
## ১৯টি সদস্য দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন মিলে এই জোট গঠিত।
## প্রতিষ্ঠিত - ২৬ সেপ্টেম্বর, ১৯৯৯.
## বর্তমান চেয়ারম্যান - কিং সালমান বিন আবদুল আজিজ, সৌদি আরব।
## ১৫তম জি-২০ সম্মেলন - ২১-২২ নভেম্বর, ২০২০; রিয়াদ, সৌদি আরব।
## সম্মেলন প্রতিপাদ্য ২০২০ - “অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি অর্জনের ধারায় উত্তরণ”।
## বি-২০ বা Businesss Twenty - জি-২০ দেশগুলোর ব্যবসায়ীদের জোট।
## বি-২০ এর বর্তমান চেয়ারম্যান - ইউসেফ আল-বেনিয়ান, সৌদি আরব।
০৩. জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এর বর্তমান প্রধান কে?
উত্তরঃ অ্যান্তোনিও ভিটেরিনো, পর্তুগাল।
০৪. ‘রুদ্রম-১’ কোন দেশের তৈরি পরমাণু বিকিরণরোধী ক্ষেপণাস্ত্র?
উত্তরঃ ভারত।
## গত ৯ অক্টোবর এই ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ভারত।
০৫. ‘বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস’ কবে পালিত হয়?
উত্তরঃ ১০ অক্টোবর।
## দিবস প্রতিপাদ্য ২০২০ - “সবার জন্য মানসিক স্বাস্থ্য : অধিক বিনিয়োগ অবাধ সুযোগ”।
০৬. ‘বিশ্ব ডিম দিবস’ কবে পালিত হয়?
উত্তরঃ অক্টোবর মাসের দ্বিতীয় শুক্রবার।
## দিবস প্রতিপাদ্য ২০২০ - “প্রতিদিন ডিম খাই, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াই”।
০৭. বর্তমান বিশ্বের দীর্ঘতম পদচারী-সেতু কোনটি?
উত্তরঃ ৫১৬ আরোকা, পর্তুগাল।
০৮. পরিযায়ী পাখি সংরক্ষনে পুরো পৃথিবীতে ‘বিশ্ব পরিযায়ী পাখি দিবস’ বছরে কত বার পালিত হয়?
উত্তরঃ দুইবার।
## ২০২০ সালে প্রথমবার পালিত হয় - ৯ মে এবং দ্বিতীয়বার পালিত হয় - ১০ অক্টোবর।
## দিবস প্রতিপাদ্য ২০২০ - “পাখিতে যুক্ত সমগ্র বিশ্ব”।
০৯. গণপ্রজাতন্ত্রী চীনের প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ মাও সে তুং (মাও জে দং)।
## সম্প্রতি হংকংয়ে তাঁর হাতের লেখা বেশ কয়েক ছত্র কবিতা সমৃদ্ধ একটি শিল্পকর্ম উদ্ধার করা হয়েছে।
#বিজ্ঞান ও প্রযুক্তি
০১. হোয়াইট হ্যাট হ্যাকার কে কী বলা হয়?
উত্তরঃ এথিক্যাল হ্যাকার।
০২. মানুষের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠবিশিষ্ট হয়?
উত্তরঃ চার।
০৩. ভাইরাস শব্দটির অর্থ কী?
উত্তরঃ বিষ।
০১. টেনিস পুরুষ র্যাঙ্কিংয়ে বর্তমানে শীর্ষ খেলোয়াড় কে?
উত্তরঃ নোভাক জোকোভিচ, সার্বিয়া।
“যদি উড়তে না পার, তবে দৌড়াও; যদি দৌড়াতে না পার, তবে হাঁটো; হাঁটতে না পারলে হামাগুড়ি দাও। যে অবস্থাতেই থাকো, সামনে চলা বন্ধ করবে না।” - মার্টিন লুথার কিং জুনিয়র (আফ্রিকান আমেরিকান নেতা)।
#নোটিশ – “এই পোস্টটি গ্রুপ থেকে কেউ শেয়ার করতে না পারলে, চাইলে আমার টাইমলাইন থেকে শেয়ার করতে পারেন।”
#সংগ্রহেঃ Smd Kabir Hossain.
----------------------------------------------------------------------------------

The Daily Star :অনুবাদ
Date: Sunday, October 11, 2020
prepared by : sadequl sadeq
Begum Rokeya University.
*******************************--*********************
-#headline:covid- 19: 24 die, 1,193 infected, 1,495 recover in 24 hours.
*Covid-19:=কোভিড -১৯
* 24 die,=২৪ জনের মৃত্যু
* 1,193 infected,=১১৯৩ জন সংক্রমিত
* 1,495 recover =১৪৯৫ জন সুস্থ
*in 24 hours= গত ২৪ ঘন্টায়
#শিরোনাম ঃগত ২৪ ঘন্টায় কোভিড -১৯ এ ২৪ জনের মৃত্যু ১১৯৩ জন সংক্রমিত ১৪৯৫ জন সুস্থ হয়েছেন।
.
The total number of deaths has now reached 5,524 and the death rate stands at 1.46 percent.
*The total number of deaths= মোট মৃত্যুর সংখ্যা
* has now reached 5,524=এখন পৌঁছেছে ৫৫২৪ জনে
* and the death rate stands=এবং মৃত্যুর হার দাড়িয়েছে
* at 1.46 percent.=১.৪৬ শতাংশ।
# এখন পর্যন্ত মৃত্যূর সংখ্যা ৫৫২৪ জনে পৌঁছেছে এবং মৃত্যুর হার দাড়িয়েছে ১.৪৬ শতাংশে।
A total of 1,193 new infections were recorded in the meantime taking the total number of people infected to 3,78,266, added the release.
*A total of 1,193 =মোট ১১৯৩ জন
*new infections =নতুন সংক্রমিত হয়েছেন
*were recorded =নথিভুক্ত করা হয়েছে
*in the meantime =এই সময়ে
*taking the total number of people infected=মোট সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে
* to 3,78,266, =৩,৭৮,২৬৬ জনে
*added the release.=বিজ্ঞপ্তিতে যোগ করেন।
# বিজ্ঞপ্তিতে আরো বলেন, মোট ১১৯৩ জন নতুন সংক্রমণ নথিভুক্ত করা হয়েছে ইতিমধ্যে মোট সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৩,৭৮,২৬৬ জনে।
The current positivity rate is 12.60 percent while the total positivity rate stands at 18.26 percent.
*The current =বর্তমানে
*positivity rate=সংক্রমণের হার
* is 12.60 percent =১২.৬০ শতাংশ
*while=যখক
* the total positivity rate stands =মোট সংক্রমণের হার দাড়িয়েছে
*at 18.26 percent.=১৮.২৬ শতাংশ।
#যখন মোট সংক্রমণের হার ১৮.২৬ শতাংশ তখন বর্তমানে সংক্রমণের হার ১২.৬০ শতাংশ।
-----------------------------------------------------------------

No comments:

Post a Comment