বাংলাদেশে নিরক্ষর মুক্ত জেলা ৭ টি। প্রথম নিরক্ষর মুক্ত জেলা মাগুরা।
.
➡ সিরাজ চুমা লাগা! 😃
.
১/সি= সিরাজগঞ্জ
২/রা= রাজশাহী
৩/জ= জয়পুরহাট
৪/চু= চুয়াগাঙ্গা
৫/মা= মাগুরা
৬/লা= লালমনিরহাট
৭/গা= গাইবান্ধা
.
🔯লিখিত সংবিধান নাই😥
.
➡ESPN এর লিখিত সংবিধান নাই
.
১/E= England
২/S= Saudi Arabia
৩/S = Spain
৪/N= New Zealand
.
🔯মাদক উৎপাদনের ৩টি দেশ ( Golden Cresent)🙄
.
➡আপাই
১/আ= আফগানিস্তান
২/পা= পাকিস্তান
৩/ই= ইরান
.
🔯মাদক চোরাচালানের জন্যে বিখ্যাত ৩টি🤔 দেশ(Golden Ways)
.
➡নেভাবা
১/নে= নেপাল
২/ভা= ভারত
৩/বা= বাংলাদেশ
.
🔯মনে রাখুন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন কে আবিস্কার করেছে
.
➡ইট পরে নিচে
.
১/ই(ইলেকট্রন) = ট(টমসন)থমসন✔
২/প(প্রোটন) = রে( রাদারফোর্ড)
৩/নি(নিউট্রন) = চে( চ্যাডউইক)
.
🔯অনেক সময় দেখা যায় প্রশ্ন আসে সক্রেটিস, প্লেটো, এরিস্টটল কে কার শিক্ষক ছিল। চলেন দেখা নেয়া যাক
.
➡সালার পোলা আইসক্রিম আলা😑
.
১/সালার= সক্রেটিস
২/পোলা= প্লেটো
৩/আইসক্রিম = এরিস্টটল
৪/আলা= আলেকজান্ডার
➡(প্লেটোর শিক্ষক ছিলেন সক্রেটিস, এরিস্টটলের শিক্ষক ছিলেন প্লেটো, আলেকজান্ডারের শিক্ষক ছিলেন এরিস্টটল)
বাংলাদেশের ৬৪টি জেলার নাম মনে রাখার কৌশলঃ-
.
🌐 রাজশাহী বিভাগ 🌐
“_চাপাবাজ নাসির_”
♦চাপাইনবাবগঞ্জ
♦পাবনা
♦বগুড়া
♦জয়পুরহাট
♦নঁওগা
♦নাটোর
♦সিরাজগঞ্জ
♦রাজশাহী।
.
🌐 খুলনা বিভাগ 🌐
“মা মেয়ে ঝিয়ে সাত বাঘ খুন করে নড়াইয়্যা
যশোরের ডাঙ্গয় ফেলে”
♦মাগুড়া
♦মেহেরপুর
♦ঝিনাইদাহ
♦সাতক্ষীরা
♦বাগেরহাট
♦খুলনা
♦কুষ্টিয়া
♦নড়াইল
♦যশোর
♦চুয়াডাঙ্গা।
.
🌐 রংপুর বিভাগ 🌐
“পঞ্চ ঠাকুর লাল নীল রং এর কুড়িটি গাই দিল”
♦পঞ্চগড়
♦ঠাকুরগাঁও
♦লালমনিরহাট
♦নীলফামারী
♦রংপুর
♦কুড়িগ্রাম
♦গাইবান্ধা
♦দিনাজপুর
.
🌐 বরিশাল বিভাগ 🌐
“পপির ২(বর) ঝাল ভালোবাসে”
♦পটুয়াখালী
♦পিরোজপুর
♦বরগুনা
♦বরিশাল
♦ঝালকাঠী
♦ভোলা
.
🌐 ময়মনসিংহ বিভাগ 🌐
“নেত্রকোনার জাম শেরা”
♦নেত্রকোনা
♦জামালপুর
♦ময়মনসিংহ
♦শেরপুর
.
🌐 সিলেট বিভাগ 🌐
“মৌলভীর হবিগঞ্জে সুনাম ছিল”
♦মৌলভীবাজার
♦হবিগঞ্জ
♦সুনামগঞ্জ
♦সিলেট
.
🌐 চট্টগ্রাম বিভাগ 🌐
“ব্রাহ্মণ কুমিল্লার লক্ষীকে চাঁদে নেয় ফিরনী
চকবার খায়”
♦ব্রাহ্মণবাড়িয়া
♦কুমিল্লা
♦লক্ষীপুর
♦চাঁদপুর
♦নোয়খালী
♦ফেনী
♦চট্টগ্রাম
♦কক্সবাজার
♦বান্দরবান
♦রাঙ্গামাটি
♦খাগরাছড়ি
.
🌐 ঢাকা বিভাগ 🌐
“কিগো শরিফের মামু রানা গাজীর টাকাই সিন্ধুকে”
♦কিশোরগঞ্জ
♦গোপালগঞ্জ
♦শরিয়তপুর
♦ফরিদপুর
♦মাদারীপুর
♦মানিকগঞ্জ
♦মুন্সিগঞ্জ
♦রাজবাড়ি
♦নারায়ণগঞ্জ
♦গাজীপুর
♦ঢাকা
♦টাঙ্গাইল
♦নরসিংদী
---------------------------
#বঙ্গবন্ধু_স্যাটেলাইট - ১ (জেনে নিন A-Z, ৩৯তম ও ৪০তম বিসিএসে এখান থেকে ১-২ নম্বর থাকতে পারে)
=================================
* বিশ্বের ৫৭ তম দেশ হিসেবে স্যাটেলাইট যুগে প্রবেশ করলো বাংলাদেশ।
* উৎক্ষেপনের তারিখ- ১২.৫.২০১৮ (বাংলাদেশ সময়ে রাত ২:১৪মিনিট)
* উৎক্ষেপন স্থান- কেফ কেনেডি, ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র।
* গ্রাউন্ড স্টেশন- গাজীপুর ও বেতবুনিয়া
* কক্ষপথ দূরত্ব: আর্থ স্টেশন থেকে ৩৫ হাজার ৭৮৬ কিলোমিটার
* প্রকল্প ব্যয়:- ২৭৬৫ কোটি টাকা
*মেয়াদ : ১৫ বছর
* ওজন:-৩.৭ টন
* স্যাটেলাইটটি ডিজাইন ও তৈরি করেছে: থ্যালাস অ্যালেনিয়া স্পেস, ফ্রান্স
* স্যাটেলাইটটি উৎক্ষেপণকারী রকেট: যুক্তরাষ্ট্রের স্পেসএক্স কোম্পানির এর ফ্যালকন-৯
* অবস্থান: ১১৯.১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমার কক্ষপথে
* ট্রান্সপন্ডার:৪০টি
*৪০ টি ট্রান্সপন্ডারের মধ্যে ২০ টি রাখা হবে ভাড়া দেওয়ার জন্য।যা থেকে বৈদেশীক মুদ্রা আয় হবে।
*ইন্টারনেট ও টেলিযোগাযোগ সেবা সম্প্রসারণ হবে।
*ঝড় বা বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগে যোগাযোগ ব্যবস্থা সচলরাখতে সসহায়তা করবে এই স্যাটেলাইট।
* ব্যান্ডউইথ:১৬০০ মেগাহার্জ
* ফুটপ্রিন্ট/কভারেজ: ইন্দোনেশিয়া থেকে তাজিকিস্তান পর্যন্ত
* ভাড়া দিয়ে বছরে আয় হবে:১.৪০ কোটি ডলার
* প্রধান কাজ: টিভি চ্যানেলগুলোর স্যাটেলাইট সেবা নিশ্চিত করা
*স্যাটেলাইট নিয়ন্ত্রণে বিদেশি গ্রাউন্ড স্টেশন : ৩ টি( যুক্তরাষ্ট্র, ইতালি, কোরিয়া)। কিন্তু বাংলাদেশে গ্রাউন্ড স্টেশন ২ টি (প্রধান নিয়ন্ত্রণ কেন্দ্র - গাজীপুর জেলায় জয়দেবপুর, এছাড়া রাঙামাটি জেলার বেতবুনিয়া হলো আরেকটি কেন্দ্র ব্যাকআপ হিসেবে)
No comments:
Post a Comment