বাংলাদেশ ব্যাংক অফিসার
(জেনারেল)
-------------------------------------------------------
বাংলাদেশ ব্যাংক অফিসার
(জেনারেল) এর প্রস্তুতি সামনে রেখে কিছু বইয়ের নাম বলি যা আমি পড়েছি । আর পড়েছি
বলেই যে সব পারি তা নয় । বরং অযথা বই কিনে যেন অর্থের অপচয় না হয় সেদিকটায় নজর
দেয়া ।
বাংলাঃ
এমপিথ্রি জর্জ
সাহিত্য জিজ্ঞাসা (সৌমিত্র শেখর
)
লাল নীল দীপাবলি
লাল নীল দীপাবলি
ব্যাকরণঃ
৯ম-১০ম বোর্ড বই
এমপিথ্রি জর্জ
সাহিত্য জিজ্ঞাসা (সৌমিত্র শেখর
)
ইংলিশঃ
পিসি দাস
ক্লিফস টোফেল
কম্পিটিটিভ এক্সাম / মাস্টার্স
কমন মিস্টেক
ইউটিউব - টপিক বেজড সার্চ করে
বেসিক ডেভলপ করুণ )
সাইফুরস এনালজি
সাইফুরস ই-এমবিএ বই থেকে ইংলিশ
পার্ট
ওরাকল নেমোনিক ভকাবুলারি /
জিআরই ভকাবুলারি
ম্যাথঃ ক্রোনোলজিক্যাল অর্ডারে
শেষ করতে পারলে অনেক কামিয়াবি হবেন।
৯ম-১০ম জেনারেল ম্যাথ
৯ম-১০ম হায়ার ম্যাথ
একাদশ-দ্বাদশ জেনারেল ম্যাথ (
সমাবেশ , বিন্যাস , সম্ভব্যতা, অল্প
জ্যামিতি)
জাফর ইকবাল আনসারি ভাইয়ের ৭০০
এমসিকিউ পিডিএফ
ব্যাংক প্রিলির বিগত প্রশ্নের
যে কোন গাইড
মেন্টরস কিউ বুক
সাইফুর্স ম্যাথ
আগারওয়াল ম্যাথ
ওয়েবসাইড- এক্সামভেডা /
এফেয়ার্স ক্লাউড ( যদি পসিবল হয়)
ব্যাংক লিখিত গাইড বিগত বছরের
প্রশ্ন ( আরিফুর/ আনসারি/খাইরুল / বাজারের যে কোন একটা )
ইউটিউব - টপিক বেজড সার্চ করে
বেসিক ডেভলপ করুণ
সাইফুর্স জ্যামিতি
জিকেঃ
এমপিথ্রি জর্জ বাংলাদেশ
এমপিথ্রি জর্জ আন্তর্জাতিক
দৈনিক সংবাদ পত্রের
গুরুত্বপূর্ণ তথ্য নিজে নোট করা। ( ফরজে আইন)
কম্পিউটার
ইজি কম্পিটার
একাদশ -দ্বাদশ শ্রেণির
কম্পিউটার বিজ্ঞান
এক্সামভেডা থেকে কম্পিউটার
পার্ট ( আবশ্যক )
আমি যেসব বইয়ের নাম বললাম এর
বাইরে বই কেনার আদৌ প্রয়োজন ছাড়া বলে মনে করিনা । রিসেন্ট তথ্যের জন্য নিয়মিত নোট
করলে আর বই কিনতে হয় না । তখন চাইলে আপনিই বই লেখক হয়ে যাবেন ;) ।
আপনি যদি
এই বই গুলো ঠিকঠাক পড়ে ৬০% ডেলিভারি দিতে পারেন আপনি কোন চাকরির পরীক্ষায় আটকে
যাবেন না বলে আমি দৃঢ় ভাবে বিশ্বাস করি । বই কিনে টেবিল সাজানো বাদ দিয়ে বই পড়ার
অভ্যাস গড়ে তুলুন ।
বিঃদ্রঃ এমপিথ্রি বাদে কারো
অন্য সিরিজ ( যেমন- প্রফেসরস) পছন্দ থাকলে সেটাও পড়তে পারেন।
শুভ কামনায়
সহকারি পরিচালক ( সুপারিশ
প্রাপ্ত)
বাংলাদেশ ব্যাংক
--------------------------------------------------
No comments:
Post a Comment