০১. সম্প্রতি কবে পদ্মা সেতুর ৩২তম স্প্যান বসানো হয়?
উত্তরঃ ১০ অক্টোবর, ২০২০.
## দৃশ্যমান - ৪ হাজার ৮০০ মিটার।
## ৩১তম স্প্যান বসানো হয় - ১০ জুন, ২০২০.
০২. বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতান কবে মারা যান?
উত্তরঃ ১০ অক্টোবর, ১৯৯৪.
## জন্ম - ১০ আগস্ট, ১৯২৪.
০৩. বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন (বিএসএফআইসি) এর অধীনে বর্তমানে কতটি চিনিকল রয়েছে?
উত্তরঃ ১৫টি।
০৪. দেশের একমাত্র পাথর উত্তোলনকারী খনি কোনটি?
উত্তরঃ মধ্যপাড়া কঠিন শিলা কোম্পানি, পার্বতীপুর, দিনাজপুর।
## ২০০৭ সাল থেকে এই খনি থেকে পাথর উত্তোলন করা হচ্ছে।
## বর্তমানে দেশে পাথরের বাজার - ৬ হাজার কোটি টাকার।
০১. ২০২০ সালের শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী কে?
উত্তরঃ জাতিসংঘের সংস্থা বিশ্ব খাদ্য কর্মসূচী (WFP).
## ক্ষুধামুক্ত বিশ্ব গড়তে এবং সংঘাতকবলিত এলাকাগুলোয় শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখায় এই পুরস্কার প্রদান করা হয়।
## বিশ্ব খাদ্য কর্মসূচী (WFP) সম্পর্কিত কিছু তথ্য -
• প্রতিষ্ঠিত - ১৯ ডিসেম্বর, ১৯৬১ সাল।
• সদর দপ্তর - রোম, ইতালি (৮০টি দেশে অফিস রয়েছে)।
• প্রধান সংস্থা - জাতিসংঘের সাধারণ পরিষদ।
• বর্তমান প্রধান - ডেভিড বেইসলি, যুক্তরাষ্ট্র।
০২. ‘জি-২০’ বা ‘Group of Twenty’ কী?
উত্তরঃ অর্থনৈতিক জোট।
## ১৯টি সদস্য দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন মিলে এই জোট গঠিত।
## প্রতিষ্ঠিত - ২৬ সেপ্টেম্বর, ১৯৯৯.
## বর্তমান চেয়ারম্যান - কিং সালমান বিন আবদুল আজিজ, সৌদি আরব।
## ১৫তম জি-২০ সম্মেলন - ২১-২২ নভেম্বর, ২০২০; রিয়াদ, সৌদি আরব।
## সম্মেলন প্রতিপাদ্য ২০২০ - “অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি অর্জনের ধারায় উত্তরণ”।
## বি-২০ বা Businesss Twenty - জি-২০ দেশগুলোর ব্যবসায়ীদের জোট।
## বি-২০ এর বর্তমান চেয়ারম্যান - ইউসেফ আল-বেনিয়ান, সৌদি আরব।
০৩. জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এর বর্তমান প্রধান কে?
উত্তরঃ অ্যান্তোনিও ভিটেরিনো, পর্তুগাল।
০৪. ‘রুদ্রম-১’ কোন দেশের তৈরি পরমাণু বিকিরণরোধী ক্ষেপণাস্ত্র?
উত্তরঃ ভারত।
## গত ৯ অক্টোবর এই ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ভারত।
০৫. ‘বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস’ কবে পালিত হয়?
উত্তরঃ ১০ অক্টোবর।
## দিবস প্রতিপাদ্য ২০২০ - “সবার জন্য মানসিক স্বাস্থ্য : অধিক বিনিয়োগ অবাধ সুযোগ”।
০৬. ‘বিশ্ব ডিম দিবস’ কবে পালিত হয়?
উত্তরঃ অক্টোবর মাসের দ্বিতীয় শুক্রবার।
## দিবস প্রতিপাদ্য ২০২০ - “প্রতিদিন ডিম খাই, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াই”।
০৭. বর্তমান বিশ্বের দীর্ঘতম পদচারী-সেতু কোনটি?
উত্তরঃ ৫১৬ আরোকা, পর্তুগাল।
০৮. পরিযায়ী পাখি সংরক্ষনে পুরো পৃথিবীতে ‘বিশ্ব পরিযায়ী পাখি দিবস’ বছরে কত বার পালিত হয়?
উত্তরঃ দুইবার।
## ২০২০ সালে প্রথমবার পালিত হয় - ৯ মে এবং দ্বিতীয়বার পালিত হয় - ১০ অক্টোবর।
## দিবস প্রতিপাদ্য ২০২০ - “পাখিতে যুক্ত সমগ্র বিশ্ব”।
০৯. গণপ্রজাতন্ত্রী চীনের প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ মাও সে তুং (মাও জে দং)।
## সম্প্রতি হংকংয়ে তাঁর হাতের লেখা বেশ কয়েক ছত্র কবিতা সমৃদ্ধ একটি শিল্পকর্ম উদ্ধার করা হয়েছে।
০১. হোয়াইট হ্যাট হ্যাকার কে কী বলা হয়?
উত্তরঃ এথিক্যাল হ্যাকার।
০২. মানুষের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠবিশিষ্ট হয়?
উত্তরঃ চার।
০৩. ভাইরাস শব্দটির অর্থ কী?
উত্তরঃ বিষ।
০১. টেনিস পুরুষ র্যাঙ্কিংয়ে বর্তমানে শীর্ষ খেলোয়াড় কে?
উত্তরঃ নোভাক জোকোভিচ, সার্বিয়া।
“যদি উড়তে না পার, তবে দৌড়াও; যদি দৌড়াতে না পার, তবে হাঁটো; হাঁটতে না পারলে হামাগুড়ি দাও। যে অবস্থাতেই থাকো, সামনে চলা বন্ধ করবে না।” - মার্টিন লুথার কিং জুনিয়র (আফ্রিকান আমেরিকান নেতা)।
#নোটিশ – “এই পোস্টটি গ্রুপ থেকে কেউ শেয়ার করতে না পারলে, চাইলে আমার টাইমলাইন থেকে শেয়ার করতে পারেন।”
1. টেকসই উন্নয়ন প্রতিবেদন ২০২০:
বাংলাদেশের অবস্থান - ১০৯তম।
শীর্ষ অবস্থানে - সুইডেন।
সর্বনিম্নে অবস্থান - সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক।
বিশ্ব শান্তি সূচক ২০২০ (Global Peace Index 2020):
2. ২০২০ সালের বৈশ্বিক শান্তি সূচকে বাংলাদেশের অবস্থান কততম? - ৯৭ তম
১মঃ আইসল্যান্ড । 2nd: new zealand 3rd: Portugal
১৬৩ তম (সর্বশেষ অবস্থান): আফগানিস্তান।
3. বিশ্বব্যাংকের প্রকাশিত মানব উন্নয়ন সূচক - ২০২০ অনুসারে বিশ্বে শীর্ষে কোন দেশ?
উত্তরঃ সিঙ্গাপুর (দ্বিতীয় - চীনের হংকং, তৃতীয় - জাপান)। বাংলাদেশের অবস্থান ১২৩তম
## সর্বনিম্ন - সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক (১৭৪তম)।
## যুক্তরাজ্য - ১১তম, যুক্তরাষ্ট্র - ৩৫তম, চীন - ৪৫তম।
## দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে শ্রীলঙ্কা (১০৪তম)।
বাংলাদেশের অবস্থানঃ 2020
# অবকাঠামোর দিক দিয়ে বৈশ্বিক অবস্থান - ৯২তম।
# জ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে বৈশ্বিক অবস্থান - ৯৫তম।
# মানবসম্পদ ও গবেষণার ক্ষেত্রে বৈশ্বিক অবস্থান - ১২৯তম।
# রাজনৈতিক স্থিতিশীলতার দিক দিয়ে বৈশ্বিক অবস্থান - ১১০তম।
# কার্যকর সরকারের দিক দিয়ে বৈশ্বিক অবস্থান - ১১৭তম।
4. জার্মান বুক ট্রেড বোর্ড শান্তি পুরস্কার ২০২০ (2020 Peace Prize of the German Book Trade) পেলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন।
5. দেশের বাইরে প্রথম শহিদ মিনার- টোকিও, জাপান।
6. দেশের বাইরে প্রথম ভাষা স্মৃতিসৌধ - সিডনি, অস্ট্রেলিয়া।.
7. দ্য ব্যাংকারের ‘ফাইন্যান্স মিনিস্টার অব দ্য ইয়ার’ মুস্তফা কামাল
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বৈশ্বিক পর্যায়ে ‘ফাইন্যান্স মিনিস্টার অব দ্য ইয়ার’-এ ভূষিত হয়েছেন।
8. দেশের ‘লাইট ইঞ্জিনিয়ারিং’ পণ্যকে ২০২০ সালের বর্ষ পণ্য হিসেবে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিঃদ্রঃ বাইসাইকেল, মোটরসাইকেল, অটোমোবাইল, অটো পার্টস, ইলেকট্রিক ও ইলেকট্রনিক সামগ্রী, অ্যাকুমুলেটর ব্যাটারি, সোলার ফটো-ভল্টিং মডিউল ও বিভিন্ন খেলনা সামগ্রী লাইট ইঞ্জিনিয়ারিং খাতের অন্তর্ভুক্ত।
9. প্রথম বৈদ্যুতিক খুঁটিবিহীন নগরী - সিলেট
10. "১৭ মার্চ ২০২০ থেকে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত এই সময়কালটা মুজিব বর্ষ।"
11. ১০০ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড গড়েছে যুক্তরাষ্ট্রের কোন স্থান? উঃ Death Valley ; ৫৪.৪ ডিগ্রি
12. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে – লালমনিরহাট।
13. বিশ্বের সবচেয়ে বড় চিরহরিৎ বনাঞ্চল – আমাজন।
14. সংবাদ মাধ্যমের স্বাধীনতা সূচকে বিশ্বে ১৮০ টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান কততম? উঃ ১৫১তম
15. বিশ্বের দ্রুততম "Super Computer " কোনটি? উঃ Fujitsu Fugaku, জাপান।
16. ২০২০ সালে কোন বাংলাদেশী CPJ International Press Freedom Award এ ভূষিত হন? উঃ শহীদুল আলম
17. সম্প্রতি ভারতীয় কোন ডাক্তার কে 'গিনেস বুক অফ ওয়ার্ল্ড' "Longest Awareness Ribbon' পুরস্কারে ভূষিত করেছেন?
উঃ সুশোভন বন্দ্যোপধ্যায়
18. 'Cop-26' সম্মেলন কখন, কোথায় অনুষ্ঠিত হবে? উঃ ১-১২ নভেম্বর ২০২০; গ্লাসগো, স্কটল্যান্ড
19. 'Forbes'-র তথ্য মতে, সফল 'Thirty-Under-Thirty'-র তালিকায় জায়গা পাওয়া দুই বাংলাদেশি নারী কে?
উঃ ইশরাত করিম (আমাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা); রাবা খান (দ্য ঝাকানাকা প্রজেক্ট এর এন্টারটেইনার)
20. চতুর্থ বাঙালি হিসেবে নোবেল জয় করেন কে? - অভিজিৎ ব্যানার্জি (৬ষ্ঠ দম্পতি হিসেবে নোবেল পায়)
21.পাট, চিংড়ি ও কাঁকড়া থেকে 'PPE(Personal protective equipment)' তৈরী করেছেন কোন বাংলাদেশী উদ্ভাবক?
উঃ ড. মোবারক আহমদ খান
22.বাংলাদেশে সর্বোচ্চ রেমিটেন্স আসে - উঃ সৌদি আরব ;
২য়- যুক্তরাষ্ট্র ; ৩য় - সংযুক্ত আরব আমিরাত
23.WTO’s ‘World Statistical Review 2020' অনুযায়ী, পোশাক রপ্তানিতে একক দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান কততম? উঃ ২য়;
শীর্ষ-চীন ; ৩য়- ভিয়েতনাম
24.দক্ষিণ এশিয়ায় স্বাস্থ্যসেবায় মাথাপিছু সরকারি ব্যয়ে বাংলাদেশের অবস্থান কত তম?
উঃ সর্বনিম্ন (৮৮ ডলার); সর্বোচ্চ– মালদ্বীপ(২০০০ ডলার)
25.কানাডার মন্ত্রিসভায় প্রথম নারী অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন কে? উঃ ক্রিশ্চিয়া ফ্রিল্যান্ড
26. সহজে ব্যবসা সূচকে বাংলাদেশের বর্তমান অবস্থান – ১৬৮তম (১৮৯টি দেশের মধ্যে)।
27.২০১৯-২০ অর্থবছরে কত ডলারের পোশাক রপ্তানি হয়? উত্তরঃ ২ হাজার ৭৯৫ কোটি ডলার।
28. ফিফা র্যাঙ্কিংয়ে বর্তমানে বাংলাদেশের অবস্থান কত তম? উত্তরঃ ১৮৭তম।
29. উপসাগরীয় কোন দেশে সম্প্রতি প্রথমবারের মতো নারী বিচারক নিয়োগ দেওয়া হয়েছে? উত্তরঃ কুয়েত।
30. ঢাকার ঐতিহ্যবাহী ‘আহসান মঞ্জিল’ কে নির্মাণ করেন? উত্তরঃ জমিদার শেখ এনায়েতুল্লাহ।
31. ভারতে কে প্রথম ভাইসরয় নিযুক্ত হন? উত্তরঃ লর্ড ক্যানিং।
32. বিশ্বের প্রথম কোন নারী সাহিত্যিক পুলিৎজার পুরস্কার লাভ করেন? উত্তরঃ এডিথ ওয়ার্টন, যুক্তরাষ্ট্র।
33. কোন বাংলাদেশি নাগরিক সম্প্রতি বিশ্বের শীর্ষ ১০ চিন্তাবিদের তালিকায় স্থান পেয়েছেন?
উত্তরঃ মেরিনা তাবাশ্যুম (তৃতীয় অবস্থান)।
34. দেশে বর্তমানে সাক্ষরতার হার কত শতাংশ? উত্তরঃ ৭৪.৭০ শতাংশ।
35. বিশ্বে সামষ্টিক অর্থনীতির সূচনা হয় কবে? উত্তরঃ ১৯৩৬ সালে।
36. দেশে সম্প্রতি কোথায় পুরনো একটি গুহার সন্ধান পাওয়া গেছে? উত্তরঃ রাঙ্গুনিয়া, চট্টগ্রাম।
## ১৫০ বছরের পুরনো এই গুহার স্থানীয় নাম - বাদুর গুহা।
37. কোন নদীর তীরে মহাস্থানগড় অবস্থিত? উত্তরঃ করতোয়া। মহাস্থানগড় পরিচিত ছিল - পুণ্ড্রনগর নামে।
38. বিদায়ী ২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কত শতাংশ হয়েছে? উত্তরঃ ৫.২৪ শতাংশ।
## দেশের ইতিহাসে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি – ৮.১৫ শতাংশ (২০১৮-১৯ অর্থবছরে)।
39. সম্প্রতি বিশ্বের চতুর্থ দেশ হিসেবে কোন দেশ হাইপারসনিক প্রযুক্তির সফল পরীক্ষা চালিয়েছে?
উত্তরঃ ভারত।
40. সম্প্রতি দক্ষিণ এশিয়ায় প্রথম কোন দেশে ‘Global Center on Adaptation (GCA)’ এর আঞ্চলিক অফিস স্থাপন করা হয়? উত্তরঃ বাংলাদেশ।
41. ঢাকায় বর্তমানে ঐতিহ্যবাহী স্থাপনার সংখ্যা কতটি? উত্তরঃ ৭৪টি।
42. মুজিবনগর সরকার বাংলাদেশকে কয়টি প্রশাসনিক অঞ্চলে বিভক্ত করে? উত্তরঃ ১১টি।
43. প্রশিক্ষণপ্রাপ্ত বাঙালি গেরিলা যোদ্ধারা কবে দেশে প্রবেশ করে যুদ্ধ করেছে? উত্তরঃ জুন মাস।
44. দেশে বর্তমানে কয়টি কয়লাখনি রয়েছে? উত্তরঃ ৫টি।
## মোট কয়লার মজুত - প্রায় ৩০০ কোটি টন। ## কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র - ১৬টি।
45. বর্তমান বিশ্বের আলোচিত ইসরায়েল-আমিরাত ঐতিহাসিক চুক্তি সই কবে অনুষ্ঠিত হবে?
উত্তরঃ ১৫ সেপ্টেম্বর, ২০২০. ## চুক্তির ঘোষণা - ১৩ আগস্ট, ২০২০.
## এই চুক্তিতে অবদান রাখায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ২০২১ সালের শান্তিতে নোবেল পুরষ্কারের জন্য মনোনীত করা হয়।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল এবং দুই আরব দেশ সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের মধ্যকার শান্তি চুক্তির নাম কী? উত্তরঃ অ্যাব্রাহাম অ্যাকর্ড।
46. কোন আরব রাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের প্রথম শান্তি চুক্তি হয়? উত্তরঃ মিসর (১৯৭৯ সালে)।
## দ্বিতীয় আরব রাষ্ট্র - জর্ডান (১৯৯৪ সালে)।
## তৃতীয় আরব রাষ্ট্র - সংযুক্ত আরব আমিরাত এবং চতুর্থ আরব রাষ্ট্র - বাহরাইন; এই দুই দেশই চুক্তি করে - ১৫ সেপ্টেম্বর, ২০২০.
47. জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে শান্তিরক্ষী পাঠানোর দিক দিয়ে বাংলাদেশের বর্তমান অবস্থান কত তম?
উত্তরঃ প্রথম। ## ৬ হাজার ৭৩১ জন শান্তিরক্ষী পাঠানোর মধ্য দিয়ে বাংলাদেশ এই গৌরব অর্জন করলো।
48. কোন দুই দেশের সীমান্তে সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট অবস্থিত? উত্তরঃ চীন এবং নেপাল।
## চীনের মতে মাউন্ট এভারেস্টের উচ্চতা - ৮,৮৪৪.৪৩ মিটার এবং নেপালের মতে মাউন্ট এভারেস্টের উচ্চতা - ৮,৮৪৮ মিটার।
49. বিশ্বের প্রথম নারী চলচ্চিত্র নির্মাতা কে? উত্তরঃ অ্যালিস জি ব্লাসে, ফ্রান্স।
50. বাংলাদেশ সম্প্রতি জাতিসংঘের কোন অঙ্গসংস্থার ২০২১-২৩ মেয়াদের নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছে? উত্তরঃ UNDP, UNFPA, UNOPS.
51. মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে জাতিসংঘের প্রকাশিত ২০২০ সালের জন্য ১৭ জন ‘ইয়ং লিডার’ তালিকায় কোন বাংলাদেশি তরুণ স্থান পেয়েছেন? উত্তরঃ জাহিন রোহান রাজিন, প্রযুক্তিবিদ।
## প্রথম বাংলাদেশি তরুণ হিসেবে ২০১৬ সালের ‘ইয়ং লিডার’ তালিকায় স্থান পান - সওগাত নাজবিন খান।
52. সম্প্রতি দক্ষিণ এশিয়ার কোন দেশে ব্যক্তির জাতীয় পরিচয়পত্রে মায়ের নাম সংযুক্তির আইন পাস করা হয়েছে? উত্তরঃ আফগানিস্তান।
53. বাংলাদেশ সরকারের ব্যাংক ব্যবস্থায় সম্প্রতি চালু করতে যাওয়া শরিয়াহভিত্তিক ইসলামি বন্ডের নাম কী?
উত্তরঃ সুকুক।
54. দেশের মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনীকে কয়টি ব্রিগেড ফোর্সে ভাগ করা হয়েছিল? উত্তরঃ তিনটি। ## সেক্টর – ১১টি এবং সাব-সেক্টর – ৬৪টি।
55. যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো কৃষ্ণাঙ্গ ও দক্ষিণ এশীয় কোন নারীকে ভাইস প্রেসিডেন্টের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে? উত্তরঃ কামালা হ্যারিস।
## তাঁকে ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেনের রানিং মেট বা ভাইস প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দেওয়া হলো।
56. বাংলাদেশের প্রথম নারী আলোকচিত্রী কে? উত্তরঃ সাইদা খানম।
## গত ১৮ আগস্ট তিনি মৃত্যুবরণ করেন।
## তাঁর আত্মস্মৃতিমূলক বই – ‘স্মৃতির পথ বেয়ে’।
## পেশাজীবী আলোকচিত্রী যাত্রা শুরু – ১৯৫৬ সালে (বেগম পত্রিকার মাধ্যমে)।
57. ঢাকার রেসকোর্স ময়দানের নাম কবে সোহ্রাওয়ার্দী উদ্যান রাখা হয়? উত্তরঃ ১৯৭২ সালে।
58. বাংলাদেশ সংবিধানের কত নং অনুচ্ছেদে ‘সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান’ -এই কথা উল্লেখ আছে?
উত্তরঃ ২৭ নং অনুচ্ছেদে।
59. WTO এর প্রকাশিত ‘World Trade Statistical Review 2020’ অনুসারে বিশ্বে পোশাক রপ্তানিতে দ্বিতীয় শীর্ষ কোনটি? উত্তরঃ ইউরোপীয় ইউনিয়ন। ## শীর্ষে – চীন; একক দেশ হিসেবে দ্বিতীয় শীর্ষ – বাংলাদেশ।
60. সম্প্রতি কোন বাংলাদেশি স্থপতি ‘আগা খান পুরস্কার’ লাভ করেছেন? উত্তরঃ স্থপতি মেরিনা তাবাশ্যুম।
61. বাংলাদেশের কোন নদকে হাইকোর্ট সম্প্রতি ‘জীবন্ত সত্তা (লিগ্যাল পারসন)’ হিসেবে ঘোষণা দেয়?
উত্তরঃ তুরাগ নদ।
62. সদ্য প্রকাশিত মুদ্রানীতি অনুযায়ী বর্তমানে দেশের ব্যাংক রেট কত শতাংশ? উত্তরঃ ৪ শতাংশ।
63. ২০২০-২১ অর্থবছরের বাজেট দেশের কত তম বাজেট? উত্তরঃ ৪৯তম।
## বর্তমান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের – দ্বিতীয় বাজেট।
## বাজেটের আকার – ৫ লক্ষ ৬৮ হাজার কোটি টাকা।
## বাজেটের শিরোনাম – অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যৎ পথপরিক্রমা।
64. ২০১৯-২০ অর্থবছরে দেশে আসা প্রবাসী আয়ের পরিমাণ কত? উত্তরঃ ১ হাজার ৮২০ কোটি ডলার।
65. দেশে প্রথম ভার্চুয়াল আদালত বসে ১১ মে ২০২০.
66. What is the name of the artificial intelligence based telemedicine app made in the country? Enzaime
67. Which ministry won the 'United Nations Public Service Award 2020'? Ministry of Land
68. Who called Sheikh Mujibur Rahman "Forgotten Hero"? David Ludden
Corona Related:
1. বিশ্বের প্রথম Covid19 (Coronavirus) করোনা ভাইরাস আক্রান্ত ব্যক্তির নাম " উই গুইশিয়ান"
2. চীনের বাইরে প্রথম করোনা রোগী কোন দেশে পাওয়া যায়? =>থাইল্যান্ড (১৩ ই জানুয়ারি, ২০২০)
3. WHO বৈশ্বিক জরুরি অবস্থা জারি করেন?? =>৩০ জানুয়ারী, ২০২০
## WHO এখন পর্যন্ত ৩ টি রোগকে জরুরি অবস্থা জারি করছে।
4. করোনা ভাইরাস কে WHO মহামারী ঘোষণা করেন? =>১১ মার্চ ২০২০
5. WHO কভিড-১৯ নামকরণ করেন কবে? =>১১ ফেব্রুয়ারি, ২০২০
6. ইউরোপের প্রথম করোনামুক্ত দেশের নাম__মন্টেনিগ্রো
7. WHO এর বর্তমান মহাসচিব__তেদরোস আধানম গেব্রিয়েস
8. করোনা ভাইরাসের সংকটে প্রথমবারের মতো সরকার পতন হয় ইউরোপের কোন দেশে? উঃ কসোভো
9. বেসরকারি সংগঠন PPRC ও BIGD গবেষণার তথ্য, করোনাকালে রাজধানী ঢাকা ছেড়ে চলে গেছে কত শতাংশ দরিদ্র মানুষ? উঃ ১৬%
10. বিশ্বে এ পর্যন্ত কয় ধরনের করোনা ভাইরাস পাওয়া গেছে? উত্তরঃ ছয়। (বাংলাদেশে পাওয়া গেছে - চার ধরনের)। ## করোনা ভাইরাসে মোট প্রোটিন থাকে - ২৮টি।
11. ‘থ্রি সি’ শব্দটি কিসের সাথে সম্পর্কিত? উত্তরঃ করোনাভাইরাস।
## বিশ্ব স্বাস্থ সংস্থা করোনাভাইরাস বিস্তার রোধে তিনটি কাজ এড়িয়ে যেতে বলেছে; সেগুলো হলো - Close-contact sitting, Closed Spaces and Crowded Spaces. এগুলোকে একত্রে বলা হয় ‘থ্রি সি’।
12. অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকার যৌথ উদ্যোগে তৈরি করোনা টিকার নাম কী? উত্তরঃ এজেড১২২১.
14. প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা ভাইরাসের সংকটের কারণে দেশের বিভিন্ন খাতে মোট কতটি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন? উত্তরঃ ২১টি।
## প্রণোদনার পরিমাণ - প্রায় ১ লাখ ১২ হাজার ৬৩৩ কোটি টাকা।
15. বিশ্বে কোন দেশ lockdown নিয়ন্ত্রণে রোবট পুলিশ নিয়োগ করেছে? উঃ তিউনিসিয়া
16. বিশ্বের প্রথম কোন দেশ করোনা ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে? উত্তরঃ রাশিয়া।
## টিকার নাম – স্পুটনিক-৫ ## অনুমোদন দেওয়া হয় – ১১ আগস্ট, ২০২০.
17. বিশ্বের বৃহত্তম টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম কী? উত্তরঃ সেরাম ইন্সিটিউট, ভারত।
18. করোনা মহামারির কবল থেকে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে জাতিসংঘের গৃহীত কর্মসূচীর নাম কী?
উত্তরঃ Save our Future. ## কর্মসূচীর উদ্বোধন করা হয় – ৪ আগস্ট, ২০২০
১.সম্প্রতি কোন দেশ 'Sircon' হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে?
উঃ রাশিয়া
২.অক্সফোর্ড সংশ্লিষ্ট ট্র্যাকার 'Our World in Data' তথ্য মতে,করোনা পজিটিভের হারে সর্বোচ্চ কোন দেশ?
উঃ আর্জেন্টিনা ;প্রতি ১০ জনে প্রায় ৬ জন করোনায় সংক্রমিত।
৩.ঘুষ কেলেঙ্কারি, অর্থ পাচার ও ক্ষমতার অপব্যবহারের দায়ে কোন দেশের সাবেক ভাইস প্রেসিডেন্ট আহমেদ আদিবকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছে?
উঃ মালদ্বীপ
৪.জীবন পুনঃলিখন করে রসায়নে নোবেল পেলেন কোন দুই বিজ্ঞানী?
উঃ ইমানুয়েল শারপঁসিয়(ফরাসি) ও জেনিফার এ ডাউডনা(মার্কিন)
৫.নির্বাচন-পরবর্তী ব্যাপক বিক্ষোভের মুখে কোন দেশের প্রধানমন্ত্রী কুবাটবেক বরোনভ পদত্যাগ করেছে?
উঃ কিরগিজস্তান
৬.বাংলাদেশে কবে আন্তর্জাতিক ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে?
উঃ মার্চ, ২০২১
৭.বাংলাদেশে নিযুক্ত ইউনিসেফের বর্তমান প্রতিনিধির নাম কী?
উঃ বিরা মেন্ডোনকা
৮.আর্মেনিয়া-আজারবাইজানের মধ্যে বিরোধপূর্ণ অঞ্চল নাগোরনো-কারাবাখের আঞ্চলিক রাজধানীর নাম কী?
উঃ স্টেপানাকার্ট
৯.প্রথম নারী হিসেবে কে নৌপথে পৃথিবী প্রদক্ষিণ করেছেন?
উঃ জোয়ান ব্যারেট, ফ্রান্স
১০.মুজিব বর্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের ওপর শিশুদের নির্বাচিত লেখা নিয়ে সম্প্রতি প্রকাশিত বইয়ের নাম কী?
উঃ আমরা লিখেছি ১০০ মুজিব এবং শিশুদের নির্বাচিত আঁকা নিয়ে লেখা বই - আমরা এঁকেছি ১০০ মুজিব
_____________________________________________
#আজকের_সাধারণ_জ্ঞান
#পত্রিকা থেকে সংগৃহীত (১ নভেম্বর, ২০২০)
#বাংলাদেশ বিষয়াবলী
০১. বিশ্বব্যাংকের মতে, করোনাকালেও বাংলাদেশে প্রবাসী আয় কত শতাংশ বাড়বে?
উত্তরঃ ৮ শতাংশ।
## রেমিটেন্স প্রাপ্তিতে বিশ্বে অবস্থান হবে - ৮ম (শীর্ষে থাকবে - ভারত)।
## ২০২০ সালে এই আয় দাঁড়াবে প্রায় ২০ বিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় - ১ লাখ ৭০ হাজার কোটি টাকা)।
## গত ৩০ অক্টোবরে প্রকাশিত প্রতিবেদনে এই পূর্বাভাস দেওয়া হয়েছে।
০২. করোনা সংকটে কোন দেশ থেকে সবচেয়ে বেশি প্রবাসী বাংলাদেশি শ্রমিক দেশে ফিরে এসেছেন?
উত্তরঃ সৌদি আরব (প্রায় ৬১ হাজার)।
## ২৪ অক্টোবর পর্যন্ত প্রায় ২ লাখ ২৬ হাজার প্রবাসী দেশে ফিরেছেন, এর মধ্যে নারী শ্রমিক ২৫ হাজার ৪৩৬ জন।
## ফিরে আসা শ্রমিকদের মধ্যে ৭০ শতাংশ রয়েছেন জীবিকা সংকটে।
০৩. দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে মোট দেশজ উৎপাদন (জিডিপি) এর অনুপাতে প্রবাসী আয়ের ক্ষেত্রে বাংলাদশের অবস্থান কত তম?
উত্তরঃ চতুর্থ।
## দেশে জিডিপির প্রায় ৬.২ শতাংশের সমান প্রবাসী আয় আসে।
## এই তালিকায় শীর্ষে - নেপাল (আনুপাতিক আয় - ২৩ শতাংশ)।
০৪. বাংলাদেশে বর্তমানে বাংলা ভাষা সহ কতটি ভাষা প্রচলিত রয়েছে?
উত্তরঃ ৪১টি। (ক্ষুদ্র জাতিগোষ্ঠীদের ভাষা সহ)।
## সরকারি তথ্য মতে, দেশে মোট ক্ষুদ্র জাতিগোষ্ঠী সংখ্যা - ৫০টি।
০৫. সম্প্রতি দেশের কোথায় ‘ইন্দিরা মঞ্চ’ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে?
উত্তরঃ সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা।
০৬. পদ্মা সেতুর ৩৫ তম স্প্যান কবে বসানো হয়েছে?
উত্তরঃ ৩১ অক্টোবর, ২০২০.
## দৃশ্যমান অংশ - ৫ হাজার ২৫০ মিটার।
০৭. ভারতের দ্বিতীয় কোন রাজ্যের সাথে বাংলাদেশের নৌ বাণিজ্য শুরু হতে যাচ্ছে?
উত্তরঃ আসাম।
## সিলেটের কুশিয়ারা নদী দিয়ে এই বাণিজ্য চালু হবে।
## গত আগস্টে প্রথম রাজ্য হিসেবে ত্রিপুরার সাথে কুমিল্লার গোমতী নদী দিয়ে বাংলাদেশের নৌ বাণিজ্য শুরু হয়।
০৮. বাংলাদেশ ব্যাংকের বর্তমান বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ কত?
উত্তরঃ ৪ হাজার ১২০ কোটি ডলার।
## গত ২৯ অক্টোবর দেশের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ ৪ হাজার ১০০ কোটি ডলার ছাড়িয়ে যায়।
## গত ৮ অক্টোবর তা ৪ হাজার কোটি ডলারের মাইলফলক স্পর্শ করে।
#আন্তর্জাতিক বিষয়াবলী
০১. সম্প্রতি কোন দুই দেশে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে?
উত্তরঃ গ্রিস ও তুরস্ক।
## রিখটার স্কেলে ৭ মাত্রার এ ভূমিকম্পে এখন পর্যন্ত ২৮ জন নিহত হয়েছেন, ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যপক।
০২. গ্রিসের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কী?
উত্তরঃ কাইরিয়াকোস মিতসোকাতিস।
০৩. যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে কবে দুই প্রেসিডেন্ট প্রার্থী সমান সংখ্যক ইলেক্টোরাল ভোট পাওয়ার ঘটনা ঘটে?
উত্তরঃ ১৮০০ সালে।
## প্রেসিডেন্ট প্রার্থী - থমাস জেফারসন এবং এরোন বার।
## যুক্তরাষ্ট্রের নিম্ন কক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভ সংখ্যা - ৪৩৫ জন।
## আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনেও এমন আশঙ্কা করা হচ্ছে।
০৪. লামপেদুসা দ্বীপ কোন দেশে অবস্থিত?
উত্তরঃ ইতালি।
## সামোস দ্বীপ - গ্রিস।
০৫. বিশ্বজুড়ে সংঘাত প্রতিকার ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কবে ‘International Crisis Group (ICG)’ গঠিত হয়?
উত্তরঃ ১৯৯৫ সালে।
## বসনিয়া, রুয়ান্ডা ও সোমালিয়ার যুদ্ধ সংঘাতের পটভূমিতে এই প্রতিষ্ঠানের গোড়াপত্তন হয়।
## সদর দপ্তর - ব্রাসেলস, বেলজিয়াম।
০৬. বিখ্যাত বন্ড সিরিজের সিনেমার প্রথম জেমস বন্ড কে হয়েছিলেন?
উত্তরঃ শন কনারি।
## ১৯৬২ সালে বন্ড সিরিজের প্রথম সিনেমা ‘ডক্টর নো’ তে অভিনয়ের মাধ্যমে তিনি বন্ড দুনিয়ায় পা রাখেন।
## গত ৩১ অক্টোবর ৯০ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।
#বিজ্ঞান ও প্রযুক্তি
০১. ‘ফ্যান্সি বিয়ার’ কোন দেশভিত্তিক হ্যাকিং গ্রুপ?
উত্তরঃ রাশিয়া।
০২. অণুচক্রিকা কোথায় উৎপন্ন হয়?
উত্তরঃ অস্থিমজ্জায়।
#করোনাভাইরাস COVID-19 আপডেট - (2019-nCoV)
৩১ অক্টোবর, ২০২০ পর্যন্ত – সারা বিশ্বে
মোট আক্রান্ত – ৪ কোটি ৫৮ লাখ ৯৯ হাজার ৫১ জন (বাংলাদেশে আক্রান্ত – ৪ লাখ ৭ হাজার ৬৮৭ জন)।
মোট সুস্থ – ৩ কোটি ৩২ লাখ ৪৮ হাজার ৯৪৪ জন (বাংলাদেশে সুস্থ – ৩ লাখ ২৪ হাজার ১৪৫ জন)।
মোট মৃত্যু – ১১ লাখ ৯৩ হাজার ৭৪৪ (বাংলাদেশে মৃত্যু – ৫ হাজার ৯২৩ জন)।
সংক্রমণের বিস্তার – বিশ্বের প্রায় ২১৬টি দেশ ও অঞ্চলে।
#খেলাধুলা
০১. করোনার কারণে বন্ধ হয়ে যাওয়া হ্যান্ডবল ‘ফেডারেশন কাপ হ্যান্ডবল’ টুর্নামেন্টের মাধ্যমে কবে খেলায় ফেরে?
উত্তরঃ ৩১ অক্টোবর, ২০২০.
০২. স্বীকৃত টি-টোয়েন্টিতে এ পর্যন্ত সবচেয়ে বেশি ছক্কা কে মেরেছেন?
উত্তরঃ ক্রিস গেইল, ওয়েস্ট ইন্ডিজ (১০০১*টি)।
#সেরা_উক্তি
“অতীতকে বিদায় জানাতে সাহস লাগে। সেই সাহস দেখাতে পারলে জীবন তোমাকে নতুন কিছু উপহার দেবে।”
- পাওলো কোয়েলহো (বিশ্বখ্যাত ব্রাজিলিয়ান লেখক)।
No comments:
Post a Comment