Thursday, October 1, 2020

বিভিন্ন_পরিমাপক_যন্ত্রঃ


১.উচ্চতা পরিমাপক যন্ত্র-
অলটিমিটার;
-
২.সমুদ্রের গভীরতা নির্ণয়াক
যন্ত্র- ফ্যাদোমিটার
-
৩.ভূমিকম্প নির্ণয় করার যন্ত্র -
সিসমোগ্রাফ;
-
৪.ভূমিকম্পের তীব্রতা পরিমাপক
মাপার যন্ত্র- রিক্টার স্কেল;
-
৫.উড়োজাহাজের উচ্চতা মাপার
যন্ত্র -ওডোমিটার
-
৬.দিক নির্ণয়ন যন্ত্র- কম্পাস;
-
৭.সূর্যের কৌণিক দূরত্ব নির্ণয়ক
যন্ত্র- সেক্সট্যান্ট;
-
৮.শ্রবণ শক্তি পরীক্ষার যন্ত্র-
অডিও মিটার;
-
৯.হৃৎপিন্ডের গতি নির্ণয়ক যন্ত্র-
কার্ডিওগ্রাফ;
-
১০.বায়ুর চাপ নির্ণয়ক যন্ত্র-
ব্যারোমিটার;
-
১১.গ্যাসের চাপ নির্ণয়ক যন্ত্র-
ম্যানোমিটার;
-
১২.বায়ুর গতিবেগ নির্ণয়াক
যন্ত্র- ব্যারোমিটার;
-
১৩.সূক্ষ সময় পরিমাপক যন্ত্র-
ক্রনোমিটার;
-
১৪.তাপ পরিমাপক যন্ত্র-থার্মোমি
টার;
-
১৫.বৃষ্টি পরিমাপক যন্ত্র-
রেনগেজ;
-
১৬.দুধের বিশুদ্ধতা পরিমাপক
যন্ত্র- ল্যাকটোমিটার;
-
১৬.মানবদেহের রক্তচাপ নির্ণয়াক
যন্ত্র- স্ফিগমোম্যানোমিটার;
-
১৮.উদ্ভিদের বৃদ্ধি নির্ণয়ক
যন্ত্র-ক্রেসকোগ্রাফ
-
১৯.বায়ুর আদ্রতা নির্ণয়ক যন্ত্র-
হাইগ্রোমিটার;
-
২০.বাতাস/গ্যাসের ওজন/ঘনত্ব
নির্ণয়ক যন্ত্র- এ্যারোমিটার;
-
২১.উড়োজাহাজের বা মোটরগাড়ির
গতি নির্ণয়াক যন্ত্র-
ট্যাকোমিটার;

---------------------------------------------------------

ক। সমুদ্রের দ্রাঘীমাংশ নির্ণায়ক যন্ত্র- ক্রেনোমিটার
খ। উড়োজাহাজের গতি মাপার যন্ত্র- ট্যাকোমিটার
গ। তরলের আপেক্ষিক গুরুত্ত্ব মাপার যন্ত্র- হাইড্রোমিটার
ঘ। ভুমিকম্পের মাত্রা নির্ণায়ক যন্ত্র- সিসমোগ্রাফ/সিসমোমটার
ঙ। ভূমিকম্পের তীব্রতা মাপা হয়- রিক্টার স্কেলে
চ। অক্ষাংশ নির্ণায়ক যন্ত্র- সেক্সট্যান্ট
ছ। দিক নির্ণায়ক যন্ত্র- কম্পাস
জ। মানুষের রক্তচাপ নির্ণায়ক যন্ত্র- স্ফিগমোম্যনোমিটার
ঝ। হৃৎপিন্ডের ও ফুসফুসের শব্দ নির্ণায়ক যন্ত্র- স্টেথোস্কোপ
ঞ। হৃৎপিন্ডের গতি নির্ণয়ের যন্ত্র- কার্ডিওগ্রাফ
ট। হৃৎপিন্ডের কর্মক্ষমতা ও রোগ নির্ণয় করআ হয়- ইকো কার্ডিওগ্রাফ
ঠ। ১ মিলিমিটারের ছোট বস্তুর দৈর্ঘ মাপা হয়- ভার্নিয়ার স্কেলে
ড। কোনকিছুর দৈর্ঘ মাপা হয়- মিটার স্কেলে

No comments:

Post a Comment