Assistant Programmer--50 Marks
1.a) Integrity rules in db
b) SQL Query: commission greater than 10%
c) remove duplicate data from table
2.a) 172.20.0.0/27 how many subnets and hosts per subnet
b) network topologies with features
3.a) FCFS, SJF and RR (Quantum=1)
b) Turnaround time of FCFS and SJF
4.Short question (2*10=20)
i) ++a vs a++
ii) overloading vs overriding
iii) polymorphism
iv) string variable
V) control structure in programming
vi) stack
vii) debugging
viii) increment and decrement process in c
ix) object in c++
x) data encapsulation
সিলিকন ভ্যালি কোথায় অবস্থিত ?
সিলিকন ভ্যালি (যুক্তরাষ্ট্র) হল ৩০০ বর্গমাইল এলাকা জুড়ে বিস্তৃত একটি জায়গা যা উত্তর ক্যালিফোর্নিয়া তে অবস্থিত। সান্ফ্রান্সিস্কো এবং স্যান হোসে এই দুই শহরের মাঝামাঝি এই সিলিকন ভ্যালি। ১৯৯৫ সালের পর সিলিকন ভ্যালি হয়ে উঠে ইন্টারনেট অর্থনীতি এবং উচ্চ প্রযুক্তি সঙ্ক্রান্ত বাণিজ্যিক কেন্দ্র।এখানেই জন্ম লাভ করেছে ইয়াহু!, গুগল, ইবে এর মত বড় ইন্টারনেট ডট কম কোম্পানি গুলো। ২০০০ সালে এখানে গড়ে ওঠা প্রায় ৪০০০ উচ্চ প্রযুক্তি কোম্পানি গুলো প্রায় ২০০ বিলিয়ন ডলারের বাণিজ্য করেছে আর এর সিংহভাগ হচ্ছে তথ্য প্রযুক্তি সম্পর্কিত বিনিয়োগের মাধ্যমে।
গাছের যে প্রাণ আছে, সেই কথাটা সর্বপ্রথম কে আবিষ্কার করেন?
বাঙ্গালী বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু সর্বপ্রথম আবিস্কার করেন যে গাছের ও প্রাণ আছে।
চীন, বাংলাদেশকে স্বীকৃতি দেয় কখন?
৩১ আগস্ট, ১৯৭৫
অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে.?
হোসেন শহীদ সোহরাওয়ার্দী
বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে?
১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর।
মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র 'Stop Genocide' -এর পরিচালক কে ছিলেন?
জহির রায়হান
পূর্ব-পশ্চিম বিখ্যাত ভারতীয় বাঙালি সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের বাংলা ভাষায় লেখা একটি বৃহৎ উপন্যাস
চিরস্থায়ী বন্দোবস্ত ১৭৯৩ সালে কর্নওয়ালিস প্রশাসন কর্তৃক ইস্ট ইন্ডিয়া কোম্পানি সরকার ও বাংলার ভূমি মালিকদের
the cruel birth of bangladesh
Archer Blood
মুক্তিযুদ্ধ চলাকালীন বাংলাদেশের অস্থায়ী সরকার বা মুজিবনগর সরকার গঠিত হয় ১৯৭১ খ্রিস্টাব্দের ১০ই এপ্রিল তারিখে।
man is born free and everywhere he is in chains
Rousseau
আগরতলা ষড়যন্ত্র মামলা পাকিস্তান আমলে পূর্ব পাকিস্তানে দায়ের করা একটি রাষ্ট্রদ্রোহের মামলা। পাকিস্তান সরকার আওয়ামী লীগ নেতা শেখ মুজিবুর রহমানসহ ৩৫ জন ব্যক্তির বিরুদ্ধে এই মামলা দায়ের করে।১৯৬৮ সালের
the wealth of nations
Adam smith
No comments:
Post a Comment