#গুরুত্বপূর্ণ সংস্থাগুলোর সদর দপ্তর দেশ ভিত্তিক: ফ্রি থাকলে পড়ে ফেল
#আমেরিকাঃ
১।জাতিসংঘের সদর দপ্তর= নিউইয়র্ক
২। UNDP এর সদর দপ্তর= নিউইয়র্ক
৩ UNICEF এর সদর দপ্তর= নিউইয়র্কে
৪। ইউএন উইমেন (UN Women) এর সদর দপ্তর=নিউইয়র্ক
৫। AP এর সদর দফতর= নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
৬। World Bank এর সদর দপ্তর=ওয়াশিংটন ডিসি
৭।IMF এর সদর দপ্তর= ওয়াশিংটন ডিসি
৮!IDA ( Int’l Development Association) এর সদর দপ্তর= ওয়াশিংটন ডিসি . –
#বৃটেনঃ
৯।কমনওয়েলথ এর সদর দফতর=লন্ডন
১০ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে বলা হয় – হোয়াইট হল, লন্ডন
১১। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল-এর সদর দপ্তর= লন্ডন
১২। রয়টার্সের সদর দপ্তর= লন্ডন, ব্রিটেন।. . .
#সুইজারল্যান্ড
১৩।আন্তজার্তিক রেডক্রস এর সদর দপ্তর= জেনেভা।
১৪। ২১। WHO এর সদর দপ্তর=জেনেভা
১৫।WTO এর সদর দপ্তর= জেনেভা।
১৬। WLO এর সদর দপ্তর= জেনেভা
১৭।ILO-এর সদর দফতর= জেনেভা।
১৮।WIPO এর সদর দপ্তর=জেনেভা
১৯ ।UNCTD এর সদর দপ্তর= জেনেভা
২০।ITU (Int’l Telecommunication Union) এর সদর দপ্তর= জেনেভা . .
#বেলজিয়াম
২১।ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর= ব্রাসেলস, বেলজিয়াম
২২। NATO এর সদর দপ্তর= ব্রাসেলস, বেলজিয়াম . .
#অস্ট্রিয়া
২৩। IAEA এর সদর দপ্তর=ভিয়েনা, অস্ট্রিয়া
২৪।OPEC এর সদর দপ্তর= ভিয়েনা,অস্ট্রিয়া
২৫। UNIDO এর সদর দপ্তর=ভিয়েনা,অস্ট্রিয়া . .
#হেগ_নেদারল্যান্ড
২৬।ICJ ( International Court of Justice) এর সদর দপ্তর=হেগ
২৭।OPCW (Organisation for the Prohibition of ChemicalWeapons) এর সদর দপ্তর= হেগ
২৮।আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর= হেগ . .
#ফ্র্যান্স
২৯।ইন্টারপোল সংস্থার সদর দপ্তর= লিও, ফ্র্যান্স
৩০। AFP এর সদর দপ্তর= প্যারিস, ফ্রান্স।
৩১।UNESCO’ এর সদর দপ্তর= প্যারিসে
#ইতালি
৩২। জাতিসংঘের বিশেষ সংস্থা ইফাদ (IFAD) এর সদর দপ্তর= রোম,ইতালি
৩৩।FAO এর সদর দপ্তর=রোম , ইতালি . .
#চীন
৩৪।NDB সদর দপ্তর- সাংহাই , চীন
৩৫।AIIB সদর দপ্তর- বেইজিং, চীন –
৩৬। IRRI-এর সদর দপ্তর= লস ব্যানোস,ফিলিপাইন
৩৭।এশীয় উন্নয়ন ব্যাংকের সদর দফতর=ম্যানিলা,ফিলিপাইন
৩৮।ইসলামী উন্নয়ন ব্যাংকের সদর দফতর= জেদ্দা, সৌদি আরব
৩৯।OIC এর সদর দফতর= জেদ্দা,সৌদি আরব
৪০।BIMSTEC এর সদর দপ্তর= ঢাকা
৪১।‘সিরডাপ’ (CIRDAP) এর সদর দপ্তর =ঢাকা
৪২। সার্কের সদর দপ্তর=নেপাল (কাঠমুন্ডু)
৪৩।D-8 (Developing 8) এর সদর দফতর=ইস্তাম্বুল, তুরস্ক
৪৪।UNU (United Nation University)= টোকিও, জাপান।
৪৫।ফিফার (FIFA) সদর দপ্তর= জুরিখ, সুইজারল্যান্ড
৪৬। আইসিসি এর সদর দপ্তর=দুবাই, (ইউনাইটেড আরব আমিরাত)
৪৭। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালে র সদর দপ্তর=বার্লিন,জার্মানি।
৪৮।PLO এর সদর দপ্তর= রামাল্লা, ফিলিস্তিন
৪৯।NAM এর সদর দপ্তর=সদর দপ্তরবিহীন
৫০।G-8 এর সদর দপ্তর=সদর দপ্তরবিহীন
৫১।G-77সদর দপ্তর=সদর দপ্তরবিহীন
#sanowarmathclub
No comments:
Post a Comment