Tuesday, January 21, 2020

দুর্নীতি দমন কমিশনের সাজেশন



#বিষয়ভিত্তিক মানবন্টনঃ
১. বাংলা- ২০ টি- ২০ নম্বর
২. ইংরেজি- ২০ টি- ২০ নম্বর
৩. গণিত- ২০ টি- ২০ নম্বর
৪. সাধারণ জ্ঞান- ২০ টি- ২০ নম্বর
৫. সাধারণ বিজ্ঞান- ১৫ টি- ১৫ নম্বর
৬. কম্পিউটার ও তথ্য প্রযুক্তি- ৫ টি- ৫ নম্বর (বিশেষ দ্রষ্টব্য: ২০১৩ সালে ১০০ টি প্রিলিতে করা হয়েছে ১০০ নম্বর বরাদ্দ ছিল, ২০১৫ সালে ৮০ টি প্রশ্ন করা হয়েছে, ১০০ নম্বর, প্রতি প্রশ্নে বরাদ্দ ছিল ১.২৫ নম্বর) বিষয়ভিত্তিক কোন কোন টপিকগুলো বিশেষ গুরুত্ব বহন করে? বাংলা (২০ নম্বর) প্রস্ততির ধরন: বিসিএস ধরণের(২০১৩ ও ১৫ সালের Question based)
#গুরুত্বপূর্ণ টপিক:
#বাংলা সাহিত্য (প্রাচীনযুগ, মধ্যযুগ-মঙ্গলকাব্য, পিএসসির ১১ জন লেখক: ১. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ২. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ৩. মাইকেল মধুসূদন দত্ত, ৪. মীর মশাররফ হোসেন, ৫. রবীন্দ্রনাথ ঠাকুর, ৬. দীনবন্ধুমিত্র, ৭. কাজী নজরুল ইসলাম, ৮. জসীম উদ্ দীন, ৯. বেগম রোকেয়া, ১০. ফররুখ আহমেদ এবং
১১. কায়কোবাদ)
#বাংলা ব্যাকরণ (ধ্বনি, শব্দ, বাক্য, বাচ্য, সন্ধি, সমাস, সমার্থক শব্দ, প্রকৃতি প্রত্যয়, উপসর্গ, বাংলা বানান)
═►সহায়ক  বইঃ বাংলা অগ্রদূত/MP3 জর্জ সিরিজ।
#ইংরেজি (২০ নম্বর)প্রস্তুতির ধরণ: ব্যাংক প্রস্তুতি ধরণের
#গুরুত্বপূর্ণ টপিক:
1. Comprehension
2. Spelling
3. Sentence Correction
4. Phrase & Idioms 5. Appropriate Preposition
6. Subject Verb Agreement
7. Synonym-Antonym
(বিশেষ দ্রষ্টব্য: English Literature থেকে কোনো প্রশ্ন দুদকে আসে না)
═►সহায়ক  বইঃ English Tutor by Kabia Noor এবং saifur's vocabulary.
#গণিত (২০ নম্বর)
১. ঐকিক নিয়ম (Unitary Method)
২. ভগ্নাংশ ও দশমিক (Fraction & Decimal)
৩. নল ও চৌবাচ্চা (Pipes & Cisterns)
৪. নৌকা ও স্রোত (Boat & Stream)
৫. সময়-দূরত্ব-গতিবেগ (Time-Distance-Speed)
৬. ধারা (Series)
৭. শতকরা (Percentage)
৮. লাভ-ক্ষতি (Profit)
৯. অনুপাত-সমানুপাত (Ratio-Proportion) ১০. বয়স (Age)
১১. সমীকরণ (Equation)
১২. পরিমিতি (গণিতের প্রশ্ন বাংলা বা ইংরেজি যেকোনো একভাবে আসতে পারে। কারণ ২০১৩ সালে গণিত প্রশ্ন ইংরেজিতে এসেছিল এবং ২০১৫ সালে প্রশ্ন বাংলাতে এসেছে)
═►সহায়ক  বইঃ জর্জের Math Review.
#সাধারণ জ্ঞান (২০ নম্বর) আন্তজার্তিক
১. জাতিসংঘ ও বৈশ্বিক সংগঠন
২. পরিবেশ সংগঠন
৩. দেশ ও স্থানের উপনাম
৪. ভৌগলিক গুরুত্বপূর্ণ
৫. বিরোধপূর্ণ স্থান
৬. যুদ্ধ-চুক্তি-সম্মেলন
৭. সাম্প্রতিক বিশ্ব
৮. আন্তর্জাতিক নানা জরিপ
#বাংলাদেশ
১. ভৌগলিক অবস্থান ২. প্রাকৃতিক সম্পদ
৩. শিল্প ও অর্থনীতি
৪. জাতীয় দিবস
৫. ক্রীড়া ও খেলাধূলা
৬. মুক্তিযুদ্ধ
৭. সংবিধান
৮. বাংলাদেশের ইতিহাস
৯. জনসংখ্যা ও নৃগোষ্ঠী
১০. ঐতিহাসিক স্থান ও স্থাপনা
১১. সাম্প্রতিক বাংলাদেশ
═►সহায়ক  বইঃ আলাল’স GK/Basic View/MP3.
#কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি (৫ নম্বর)
১. কম্পিউটারের পেলিফেরালস (ইনপুট ও আউটপুট পেরিফেরালস)
২. অপারেটিং সিস্টেমস
৩. সফটওয়্যার
৪. কম্পিউটারের নেটওয়ার্কিং
৫. কম্পিউটারের সংগঠন
৬. কম্পিউটারের ভাইরাস
৭. ইন্টারনেট
৮. মোবাইল প্রযুক্তি
═►সহায়ক  বইঃ Easy computer.
#বি:দ্র: বিগত সালের প্রশ্ন ব্যাংকটা সাথে রাখতে পারেন।
(সংগৃহীত)

No comments:

Post a Comment