Wednesday, January 22, 2020

English_BCS_Bank_Varsity - ENG04

১০ থেকে ৪০ তম বিসিএস এর Synonyms ও Antonyms সবগুলো একসাথে
Appall (মর্মাহত করা/আতঙ্কিত করা) --- dismay
(আতংকিত করা) [৪০তম]
Franchise (ভোটাধিকার) ---- privilege (নাগরিক অধিকার) [৩৮তম]
Appended (যোগ করা) ---- joined (যোগ করা) [৩৭তম বিসিএস]
Alluring (লোভনীয়)---- tempting (প্রলুব্ধকর) [৩৭তম]
proviso (শর্ত) ----Stipulation (শর্ত) [৩৭তম]
venerate (সম্মান করা) ---- Respect (সম্মান করা) [৩৬তম]
Initiative (উদ্যোগ)---- enterprise (উদ্যোগ) [৩৫তম]
Exponentialy (দ্রুতগতিতে) ----- Rapidly (দ্রুতগতিতে) [৩৫তম]
periphery (শেষ সীমানা, প্রান্ত) ---- Marginal areas (প্রান্তিক এলাকাসমূহ) [৩৫তম]
Authoritarian (স্বৈরশাসক) ---- Autocratic (স্বৈরাচারী)[৩১তম]
permissive (স্বাধীনচেতা) ---- liberal (উদার) [৩২তম]
Succumb (দাখিল করা) ---- submit (দাখিল করা) [৩৩তম]
Extempore (পূর্বপ্রস্তুতিহীন) ----- Impromptu (পূর্বপ্রস্তুতিহীন)[৩২তম]
Menacing (ভীতিকর) ---- Alarming (ভীতিকর) [৩২তম]
Courteous (ভদ্র) ---- gracious (ভদ্র) [৩২তম]
Sporadic (বিক্ষিপ্ত) ---- Scattered (বিক্ষিপ্ত) [৩১তম]
Omnipotent (সর্বশক্তিমান) ---- Supreme (সর্বশক্তিমান) [৩১তম]
Room ---- Space [৩১তম]
Condemn (নিন্দা করা) ---- Denounce (নিন্দা করা) [৩১তম]
Improvement (অগ্রগতি ) ---- Betterment (উন্নয়ন)/advancement (অগ্রগতি) [৩১তম]
pragmatic (প্রায়োগিক) ------ practical (প্রায়োগিক) [২৯তম]
precedence (অগ্রাধিকার) ----- priority (অগ্রাধিকার) [২৯তম]
Disinterested (নিরপেক্ষ ) ---- Neutral (নিরপেক্ষ)[২৯তম]
Bounty (মহত্ব) ---- generosity (মহত্ব) [২৭তম]
Obese (বেশ মোটা) ---- very fat (খুব মোটা) [২৭তম]
Magnanimous (মহানুভব) ---- generous (মহানুভব)[২৬তম]
Obdurate (অবাধ্য) ---- Stubborn (অবাধ্য) [২৪তম]
Gullibe (বিশ্বাস প্রবণ) ---- willing to believe anyone (অনায়াসে কোন কিছুতে বিশ্বাস করা) [বাতিলকৃত ২৪তম]
Viable (অর্থ করার যোগ্য) ---- that can be done [২৪তম বাতিলকৃত]
Handy (উপকারী) ---- Useful (উপকারী) [২৪তম বাতিলকৃত]
Resentment (রাগ) ----- anger (রাগ) [২৩তম]
Cohesive (দৃঢ়ভাব লেগে থাকে এমন) ---- Stick together (লেগে থাকা) [২০তম]
Infringe (ভঙ্গ করা) ---- Transgress (ভঙ্গ করা)[১৮তম]
Brochure (ব্রোশার, ছোট পুস্তিকা) ------ pamphlet (ছোট পুস্তিকা)[১৮তম]
Equivocal (অস্পষ্ট) ---- Mistaken (ভ্রান্ত) [১৮তম]
Illusive (অলীক/অবাস্তব) ----- Not certain (অনিশ্চিত) [১৮তম]
Efface (মুছে ফেলা) ---- Rub out (মুছে ফেলা) [১৭তম]
Intellectual (বুদ্ধিজীবী) ----- intelligent (মেধাবী) [১৬তম]
Intrepid (সাহসী) ---- fearless (নির্ভীক) [১৫তম]
Bootleg (চোরাচালান করা) ---- Smuggle (চোরাচালান করা) [১৫তম]
Incredible (অবিশ্বাস্য) ---- Unbelievable (অবিশ্বাস্য)[১৫তম]
scuttle (পরিত্যাগ করা) --- Abandon (পরিত্যাগ করা) [১৩ত্যাগ]
belated (ধীরগতিসম্পন্ন) ---- tardy (ধীরগতিতে চলে এমন )[১৩তম]
Sequences (অনুক্রম) ---- to follow (অনুসরণ করা) [১৩তম]
Competent (সক্ষম) ---- capable (সক্ষম) [১০তম]
Jovial (আমুদে) ---- Jolly (আমুদে)/Gay (হাসিখুসি) [১০তম]
Incite (খেপানো) ----- Instigate (খেপানো) [১১তম]
Delude (প্রতারিত করা) ---- Deceive (প্রতারণা করা) [১২তম]
euphemism (সুভাষণ) - inoffensive expression (কোমল অভিব্যক্তি) [১৩তম, ৩৮তম]
...
# Antonyms
Dearth (স্বল্পতা, অভাব)-----Abundance (প্রাচুর্য)
..................
Frugal (মিতব্যয়ী) ---- Extravagant (অপব্যয়ী, উড়নচণ্ডী) [৩৮তম]
Honorary (অবৈতনিক) ---- Salaried (বেতনভুক্ত) [১১তম]
Gentle (ভদ্র) ---- Rude (অভদ্র) [১১তম]
Supercilious (অহংকারী) ----- affable (বিনয়ী, ভদ্র, অমায়িক) [১৪তম]
Indifference (ইনডিফ্রেন্স, অনীহা) ---- ardour (উৎসাহ)
Sluggish(ধীরুজ) ---- Animated (প্রাণবন্ত) [১৭তম]
Inimical (শত্রুভাবাপন্ন) ---- Friendly (বন্ধুভাবাপন্ন)[১৭তম]
Recalcitrant (অবাধ্য) ---- Compliant (বাধ্য) [২৪তম]
Liability (দায়) ---- assets (সম্পদ) [৩১তম]
Hate (ঘৃণা করা) ---- Admire (প্রশংসা করা) [৩১তম]
Repeal (বাতিল করা) ---- Enact (আইনে পরিণত করা) [৩১তম]
Equity (ন্যায়পরায়ণতা) ---- Bias (পক্ষপাতিত্ব) [৩১তম]
Oblige (বাধ্য করা) ---- Bother (বিরক্ত করা) [৩২তম]
Cynical (নৈরাশ্যবাদী) ---- Gullible (অতিবিশ্বাস প্রবণ) [৩২তম]
Initiative (উদ্যোগ) ---- apathy (অনীহা)/indolence (নিস্ক্রিয়তা)[৩৬তম]
transitory (ক্ষণস্থায়ী) ---- permanent (স্থায়ী) [৩৬তম]
Hibernate (নিষ্ক্রিয় অবস্থায় থাকা) ---- livenliness (কর্মতৎপরতা, প্রাণবন্ততা)

[Collected ]
11

পুর্নরুপ

IQ পূর্ণরুপ কি??
= Inteligence Quoteint
I C U এর পূর্ন রূপ কি ?
= Intensive Care Unit
P T O এর পূর্ন রূপ কি ?
= Please Turn Over
OK এর পূর্ন রূপ কি ?
= Objection killed
C.E.O. এর পূর্ন রূপ কী?
Cheif Executive Officer
CGPA এর পূর্ন রূপ কি ?
Cumulative GPA
Md এর পূর্ন রূপ কি ?
Doctor of
Medicine.........Managing director.
GM এর পূর্ন রূপ কি ?
=Genarel manegar.
Rab এর পূর্ন রূপ কি ?
=Rapid action batalion
B G B এর অর্থ কী।?
=Border guard of Bangladesh
BDR এর পূর্ন রূপ কি ?
=Bangladesh rifels
__
____________________
● Dr. এর পূর্নরূপ — Doctor.
● Mr. এর পূর্নরূপ — Mister.
● Mrs. এর পূর্নরূপ — Mistress.
● Miss এর পূর্নরূপ — used before unmarried girls.
● M.P. এর পূর্নরূপ — Member of Parliament.
● M.L.A. এর পূর্নরূপ — Member of Legislative Assembly.
● M.L.C এর পূর্নরূপ — Member of Legislative Council.
● P.M. এর পূর্নরূপ — Prime Minister.
● V.P এর পূর্নরূপ — Vice President./ Vice
Principal.
● V.C. এর পূর্নরূপ — Vice Chancellor.
● D.C এর পূর্নরূপ — District Commissioner/Deputy Commissioner.
● S.P এর পূর্নরূপ — Police Super.
● S.I এর পূর্নরূপ — Sub Inspector Police.
________
____
ইন্টারনেট এবং আইসিটি সম্পর্কিত বিভিন্ন শব্দের পূর্ণরূপ :
১। Wi-Fi র পূর্ণরূপ — Wireless Fidelity
২। HTTP এর পূর্ণরূপ — Hyper Text Transfer Protocol.
৩। HTTPS এর পূর্ণরূপ — Hyper Text Transfer Protocol Secure.
৪। URL এর পূর্ণরূপ — Uniform Resource Locator.
৫। IP এর পূর্ণরূপ— Internet Protocol
৬। VIRUS এর পূর্ণরূপ — Vital Information Resource Under Seized.
৭। SIM এর পূর্ণরূপ — Subscriber Identity Module.
৮। 3G এর পূর্ণরূপ — 3rd Generation.
৯। GSM এর পূর্ণরূপ — Global System for Mobile
Communication.
১০। CDMA এর পূর্ণরূপ — Code Divison Multiple Access.
১১। UMTS এর পূর্ণরূপ — Universal Mobile Telecommunication System.
১২। RTS এর পূর্ণরূপ — Real Time Streaming
১৩। AVI এর পূর্ণরূপ — Audio Video Interleave
১৪। SIS এর পূর্ণরূপ — Symbian Installer System
১৫। AMR এর পূর্ণরূপ — Adaptive Multi-Rate Codec
১৬। JAD এর পূর্ণরূপ — Java Application Descriptor
১৭। JAR এর পূর্ণরূপ — Java Archive
১৮। MP3 এর পূর্ণরূপ — MPEG player lll
১৯। 3GPP এর পূর্ণরূপ — 3rd Generation Partnership Project
২০। 3GP এর পূর্ণরূপ — 3rd Generation Project
২১। MP4 এর পূর্ণরূপ — MPEG-4 video file
২২। AAC এর পূর্ণরূপ — Advanced Audio Coding
২৩। GIF এর পূর্ণরূপ — Graphic Interchangeable Format
২৪। BMP এর পূর্ণরূপ — Bitmap
২৫। JPEG এর পূর্ণরূপ — Joint Photographic Expert Group
২৬। SWF এর পূর্ণরূপ — Shock Wave Flash
২৭। WMV এর পূর্ণরূপ — Windows MediaVideo
২৮। WMA এর পূর্ণরূপ — Windows Media Audio
২৯। WAV এর পূর্ণরূপ — Waveform Audio
৩০। PNG এর পূর্ণরূপ — Portable Network Graphics
৩১। DOC এর পূর্ণরূপ — Document (Microsoft Corporation)
৩২। PDF এর পূর্ণরূপ — Portable Document Format
৩৩। M3G এর পূর্ণরূপ — Mobile 3DGraphics
৩৪। M4A এর পূর্ণরূপ — MPEG-4 Audio File
৩৫। NTH এর পূর্ণরূপ — Nokia Theme (series 40)
৩৬। THM এর পূর্ণরূপ — Themes (SonyEricsson)
৩৭। MMF এর পূর্ণরূপ — Synthetic Music Mobile
Application File
৩৮। NRT এর পূর্ণরূপ — Nokia Ringtone
৩৯। XMF এর পূর্ণরূপ — Extensible Music File
৪০। WBMP এর পূর্ণরূপ — Wireless BitmapImage
৪১। DVX এর পূর্ণরূপ — DivX Video
৪২। HTML এর পূর্ণরূপ — Hyper Text Markup Language
৪৩। WML এর পূর্ণরূপ — Wireless Markup Language
৪৪। CD এর পূর্ণরূপ — Compact Disk.
৪৫। DVD এর পূর্ণরূপ — Digital Versatile Disk.
৪৬। CRT — Cathode Ray Tube.
৪৭। DAT এর পূর্ণরূপ — Digital AudioTape.
৪৮। DOS এর পূর্ণরূপ — Disk Operating System.
৪৯। GUI এর পূর্ণরূপ — Graphical User Interface.
৫০। ISP এর পূর্ণরূপ — Internet Service Provider.
৫১। TCP এর পূর্ণরূপ — Transmission Control Protocol.
৫২। UPS এর পূর্ণরূপ — Uninterruptible Power Supply.
৫৩। HSDPA এর পূর্ণরূপ — High Speed Downlink
Packet Access.
৫৪। EDGE এর পূর্ণরূপ — Enhanced Data Rate for
GSM [Global System for Mobile Communication]
৫৫। VHF এর পূর্ণরূপ — Very High Frequency.
৫৬। UHF এর পূর্ণরূপ — Ultra High Frequency.
৫৭। GPRS এর পূর্ণরূপ — General Packet Radio Service.
৫৮। WAP এর পূর্ণরূপ — Wireless Application Protocol.
৫৯। ARPANET এর পূর্ণরূপ — Advanced Research
Project Agency Network.
৬০। IBM এর পূর্ণরূপ — International Business Machines.
৬১। HP এর পূর্ণরূপ — Hewlett Packard.
৬২। AM/FM এর পূর্ণরূপ — Amplitude/
Frequency Modulation.
৬৩। WLAN এর পূর্ণরূপ — Wireless Local Area Network
৬৪। USB এর পূর্ণরূপ —Universal Serial Bus
৬৫।IMEI=International Mobile Equipment Identity

Tuesday, January 21, 2020

দুর্নীতি দমন কমিশনের সাজেশন



#বিষয়ভিত্তিক মানবন্টনঃ
১. বাংলা- ২০ টি- ২০ নম্বর
২. ইংরেজি- ২০ টি- ২০ নম্বর
৩. গণিত- ২০ টি- ২০ নম্বর
৪. সাধারণ জ্ঞান- ২০ টি- ২০ নম্বর
৫. সাধারণ বিজ্ঞান- ১৫ টি- ১৫ নম্বর
৬. কম্পিউটার ও তথ্য প্রযুক্তি- ৫ টি- ৫ নম্বর (বিশেষ দ্রষ্টব্য: ২০১৩ সালে ১০০ টি প্রিলিতে করা হয়েছে ১০০ নম্বর বরাদ্দ ছিল, ২০১৫ সালে ৮০ টি প্রশ্ন করা হয়েছে, ১০০ নম্বর, প্রতি প্রশ্নে বরাদ্দ ছিল ১.২৫ নম্বর) বিষয়ভিত্তিক কোন কোন টপিকগুলো বিশেষ গুরুত্ব বহন করে? বাংলা (২০ নম্বর) প্রস্ততির ধরন: বিসিএস ধরণের(২০১৩ ও ১৫ সালের Question based)
#গুরুত্বপূর্ণ টপিক:
#বাংলা সাহিত্য (প্রাচীনযুগ, মধ্যযুগ-মঙ্গলকাব্য, পিএসসির ১১ জন লেখক: ১. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ২. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ৩. মাইকেল মধুসূদন দত্ত, ৪. মীর মশাররফ হোসেন, ৫. রবীন্দ্রনাথ ঠাকুর, ৬. দীনবন্ধুমিত্র, ৭. কাজী নজরুল ইসলাম, ৮. জসীম উদ্ দীন, ৯. বেগম রোকেয়া, ১০. ফররুখ আহমেদ এবং
১১. কায়কোবাদ)
#বাংলা ব্যাকরণ (ধ্বনি, শব্দ, বাক্য, বাচ্য, সন্ধি, সমাস, সমার্থক শব্দ, প্রকৃতি প্রত্যয়, উপসর্গ, বাংলা বানান)
═►সহায়ক  বইঃ বাংলা অগ্রদূত/MP3 জর্জ সিরিজ।
#ইংরেজি (২০ নম্বর)প্রস্তুতির ধরণ: ব্যাংক প্রস্তুতি ধরণের
#গুরুত্বপূর্ণ টপিক:
1. Comprehension
2. Spelling
3. Sentence Correction
4. Phrase & Idioms 5. Appropriate Preposition
6. Subject Verb Agreement
7. Synonym-Antonym
(বিশেষ দ্রষ্টব্য: English Literature থেকে কোনো প্রশ্ন দুদকে আসে না)
═►সহায়ক  বইঃ English Tutor by Kabia Noor এবং saifur's vocabulary.
#গণিত (২০ নম্বর)
১. ঐকিক নিয়ম (Unitary Method)
২. ভগ্নাংশ ও দশমিক (Fraction & Decimal)
৩. নল ও চৌবাচ্চা (Pipes & Cisterns)
৪. নৌকা ও স্রোত (Boat & Stream)
৫. সময়-দূরত্ব-গতিবেগ (Time-Distance-Speed)
৬. ধারা (Series)
৭. শতকরা (Percentage)
৮. লাভ-ক্ষতি (Profit)
৯. অনুপাত-সমানুপাত (Ratio-Proportion) ১০. বয়স (Age)
১১. সমীকরণ (Equation)
১২. পরিমিতি (গণিতের প্রশ্ন বাংলা বা ইংরেজি যেকোনো একভাবে আসতে পারে। কারণ ২০১৩ সালে গণিত প্রশ্ন ইংরেজিতে এসেছিল এবং ২০১৫ সালে প্রশ্ন বাংলাতে এসেছে)
═►সহায়ক  বইঃ জর্জের Math Review.
#সাধারণ জ্ঞান (২০ নম্বর) আন্তজার্তিক
১. জাতিসংঘ ও বৈশ্বিক সংগঠন
২. পরিবেশ সংগঠন
৩. দেশ ও স্থানের উপনাম
৪. ভৌগলিক গুরুত্বপূর্ণ
৫. বিরোধপূর্ণ স্থান
৬. যুদ্ধ-চুক্তি-সম্মেলন
৭. সাম্প্রতিক বিশ্ব
৮. আন্তর্জাতিক নানা জরিপ
#বাংলাদেশ
১. ভৌগলিক অবস্থান ২. প্রাকৃতিক সম্পদ
৩. শিল্প ও অর্থনীতি
৪. জাতীয় দিবস
৫. ক্রীড়া ও খেলাধূলা
৬. মুক্তিযুদ্ধ
৭. সংবিধান
৮. বাংলাদেশের ইতিহাস
৯. জনসংখ্যা ও নৃগোষ্ঠী
১০. ঐতিহাসিক স্থান ও স্থাপনা
১১. সাম্প্রতিক বাংলাদেশ
═►সহায়ক  বইঃ আলাল’স GK/Basic View/MP3.
#কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি (৫ নম্বর)
১. কম্পিউটারের পেলিফেরালস (ইনপুট ও আউটপুট পেরিফেরালস)
২. অপারেটিং সিস্টেমস
৩. সফটওয়্যার
৪. কম্পিউটারের নেটওয়ার্কিং
৫. কম্পিউটারের সংগঠন
৬. কম্পিউটারের ভাইরাস
৭. ইন্টারনেট
৮. মোবাইল প্রযুক্তি
═►সহায়ক  বইঃ Easy computer.
#বি:দ্র: বিগত সালের প্রশ্ন ব্যাংকটা সাথে রাখতে পারেন।
(সংগৃহীত)

Sunday, January 19, 2020

সাম্প্রতিক দর্পণ


হাইভোল্টেজ সাম্প্রতিক তথ্য

১॥ভারতের রাজ্য সংখ্যা ২৮ টি এবং কেন্দ্রশাসিত অঞ্চল ৯ টি
২॥ বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশ - যুক্তরাষ্ট্র ! বাংলাদেশ ৪১তম ! এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় এলাকায় ১৩ তম বৃহৎ অর্থনীতির দেশ বাংলাদেশ!
৩॥বুকার সাহিত্য পুরস্কার -২০১৯
 - বার্নাডিন এভারিস্তো(উপন্যাস - গার্ল, উইমেন, অাদার)
মার্গারেট অ্যাটউড (উপন্যাস - দ্য হ্যান্ডমেইডস টেল)
৪॥ সম্প্রতি  যে দেশটি পুলিশি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেয়েছে
 - তিউনিসিয়া
৫॥ খেলাধুলায় চ্যাম্পিয়ন:
বঙ্গবন্ধু বিপিএল -২০১৯-২০ : রাজশাহী রয়্যালস
কোপা আমেরিকা ২০১৯ চ্যাম্পিয়ন - ব্রাজিল;
উয়েফা নেশনস লিগ ২০১৯ চ্যাম্পিয়ন - পর্তুগাল,
 মেয়েদের বিশ্বকাপ ফুটবল২০১৯ চ্যাম্পিয়ন - যুক্তরাষ্ট্র
৬॥নতুন মুখ
রাশিয়ার বর্তমান (নতুন) প্রধানমন্ত্রীর নাম কী?
মিখাইল মিসুস্তিন।
শ্রীলংকার নবনির্বাচিত প্রেসিডেন্ট
- গোতাবায়া রাজাপক্ষে
৭॥ নারী-পুরুষ সমতায় দক্ষিণ এশিয়ায় শীর্ষ দেশ
= বাংলাদেশ
৮॥ OPEC এর বর্তমান সদস্য -১৩ ( সম্প্রতি পদত্যাগ - ইকুয়েডর )
৯॥ ২০২০সালকে জাতিসংঘ কী হিসেবে ঘোষিত   করে ?
- International Year of Plant Health
১০॥২য় নারী এবং বাংলাদেশের ১৪ তম কূটনৈতিক হিসাবে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হলেন কে ?
=রাবাব ফাতেমা
বর্তমানে চাল উৎপাদনে বাংলাদেশ চতুর্থ। ১ম, ২য় ও ৩য় তে যথাক্রমে চীন, ভারত, ইন্দোনেশিয়া।
♦ জাহাজভাঙ্গা শিল্পে শীর্ষে, অভিবাসনে ৬ষ্ঠ এবং মৎস সম্পদ উৎপাদনে বিশ্বে অষ্টম বাংলাদেশ।
♦ এখন এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় এলাকায় ১৩ তম বৃহৎ অর্থনীতির দেশ বাংলাদেশ। উল্লেখ্য, সিঙ্গাপুর ও হংকংকে ছাড়িয়ে এ অবস্থানে উঠল বাংলাদেশ।
♦ বাংলা একাডেমীরর বর্তমান মহাপরিচালক - কবি হাবীবুল্লাহ্ সিরাজী
♦ জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৪ তম অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশুদের টিকাদান কর্মসূচিতে অনন্য অবদানের জন্য "ভেকসিন হিরো" সম্মাননা পান।
প্রথমবারের মতো ষষ্ট প্রজন্মের (6 - G) মুঠোফোন নেটওয়ার্ক নিয়ে কাজ শুরু করেছে - চীন
♦ সদ্য জন্ম নেওয়া রাষ্ট্র বুগেনভিল এর রাজধানী - বুকা
♦ সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর নির্বাচনী প্রচারণায় যে সংবাদমাধ্যমকে নিষিদ্ধ করা হয় - ব্লুমবার্গ নিউজ
♦"ব্লসম এভরিহোয়ার" কর্মসূচি যে বিক্ষোভের সাথে জড়িত - হংকং বিক্ষোভ
♦ সম্প্রতি ভারতের যে রাজ্য স্বাধীনতার ঘোষণা দিয়ে লন্ডনে প্রবাসী সরকার গঠন করেছে - মনিপুর রাজ্য
♦ "আরামকো" হচ্ছে বর্তমানে বিশ্বের বৃহত্তম আইপিও ( সৌদিআরবের রাষ্ট্রীয় তেল কম্পানি)
♦ করতারপুর করিডোর হচ্ছে - ভারত ও পাকিস্তানের সংযোগকারী করিডোর
♦২০১৯ সালের বিবিসির বর্ষ সেরা ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন - বেন স্টোকস (ইংল্যান্ড)
♦ প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্র বের হয়ে যাবে - ৪ নভেম্বর, ২০২০
♦ ২০১৯ সালের অক্সফোর্ড বর্ষসেরা শব্দ - "Climate Emergency"
♦যুক্তরাষ্ট্রের টাইম মেগাজিনে ঘোষিত ২০১৯ সালের 'পারসম অব দ্যা ইয়ার' হয়েছেন - সুইডেনের কিশোরী, পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ
বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী অনূদিত হয়েছে ১৩ টি ভাষায়, সর্বশেষ ইতালি ভাষায় করেছেন - আন্না কোক্কিয়ারেল্লা
♦CBERS-4A নামক স্যাটেলাইট যৌথ উদ্যোগে উৎক্ষেপন করেন - চীন ও ব্রাজিল
♦কূটনৈতিক মিশনে সংখ্যার দিক দিয়ে শীর্ষ দেশ- চীন
♦ জাতিসংঘ ঘোষিত ২০২০ সাল কোন বর্ষ - International Year of Plant Health
♦ ৬৯ তম মিস ওয়ার্ল্ড ২০১৯ - টনি অ্যান সিং এবং ৬৮ তম মিস ইউনিভার্স -২০১৯ জোজিবিনি তুনজি
♦১ ফেব্রুআরি, ২০২০ এ ICC (International criminal court) এর ১২৩ তম
সদস্য হবে- কিরিবাতি
♦ ১ জানুয়ারি, ২০২০ এ ইকুয়েডর এর পদত্যাগের মধ্যদিয়ে OPEC এর বর্তমান সদস্য -১৩
♦COP -26 হবে - গ্লাসগো, স্কটল্যান্ডে; COP-25 হয়েছে স্পেন, মাদ্রিদে।
♦ ২০১৯ সালের বৈশ্বিক লিঙ্গ সমতা সূচকে শীর্ষদেশ - আইসল্যান্ড, সর্বনিম্ন - ইয়েমেন, বাংলাদেশ ৫০ তম।
♦ ২০১৯ সালের বৈশ্বিক খাদ্য নিরাপত্তা সূচকে শীর্ষদেশ - সিঙ্গাপুর, সর্বনিম্ন - ভেনিজুয়েলা, বাংলাদেশ - ৮৩ তম
♦ ২০১৯ সালের মানব উন্নয়ন প্রতিবেদনে শীর্ষদেশ - নরওয়ে, সর্বনিম্ন - নাইজার, বাংলাদেশ -১৩৫ তম
♦ ২০১৯ সালের মানব উন্নয়ন প্রতিবেদনে গড় আয়ুতে শীর্ষদেশ - হংকং, মাথাপিছু আয়ে শীর্ষদেশ- কাতার
♦ ২০১৯ এর Ballon D'or বিজয়ী - লিওনেল মেসি
♦ বাংলাদেশ এর প্রথম মহিলা ফিফা রেফারি - জয়া চাকমা
 সম্প্রতি "বাংলা" কে দ্বিতীয় ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে লন্ডন (যুক্তরাজ্য)
♦সম্প্রতি ভারতের যে রাজ্যের সঙ্গে বাংলাদেশের LPG রপ্তানি চুক্তি স্বাক্ষরিত হয়েছে - ত্রিপুরা
♦ সম্প্রতি চালু হওয়া বাংলাদেশ পুলিশের এন্টিটেরোরিজম ইউনিট অ্যাপের নাম - "Inform ATU"
♦বাংলাদেশের প্রথম অমনিবাস চলচিত্রের নাম - "ইতি, তোমারই ঢাকা"
♦ দেশে প্রথমবারের মতো স্নাতকে শিক্ষার্থী ভার্তিতে "ডোপ টেস্ট" চালু করেছে - শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
♦ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের অস্ত্র কেনা বেচা বিষয়ক চুক্তি - আসকা ( Acquisition and Cross Serving Agreement)
♦ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের অস্ত্র বিষয়ক গোপন তথ্যনিনিময় ও সুরক্ষা সংক্রান্ত যুক্তি - জিসোমিয়া
♦ দেশে প্রবাসী আয় আহরণে শীর্ষ ব্যাংক - ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড
♦ দেশে সম্প্রতি প্রথম বারের মতো "ব্যাংক জাদুঘর" তৈরী করেছে - Mitual Trust Bank, MTB- museum নামে
♦ নতুন ভ্যাট আইন অনুযায়ী e - BIN ( রেজিস্ট্রেশন) নাম্বার হবে - ১৩ ডিজিটের
♦ দেশের ভাওয়াইয়া ইনস্টিটিউট অবস্থিত - চিলমারী, কুড়িগ্রাম
♦ জাতীয় মানবাধিকার কমিশনের বর্তমান চেয়ারম্যান - নাসিমা বেগম
বর্তমানে স্বীকৃতি পাওয়া মুক্তিযোদ্ধা বীরাঙ্গনার সংখ্যা - ৩৩৯ জন
দেশের প্রথম মিল্ক ব্যাংক অবস্থিত হয় ১ ডিসেম্বর ২০২০ এ - ঢাকা জেলার মাতুয়াইলে
সম্প্রতি ৩০ তম NATO সম্মেলন অনুষ্ঠিত হয় - যুক্তরাজ্যের ওয়াটফোর্ডে
♦ সম্প্রতি ৪০ তম GCC সম্মেলন অনুষ্ঠিত হয় - রিয়াদ/জেদ্দা, সৌদিআরব
♦ ৮-১১ জুন, ২০২০ এ WTO এর মন্ত্রী পর্যায়ের ১২ তম সম্মেলন অনুষ্ঠিত হবে - কাজাখিস্তানের নুরসুলতানে
♦১৫ তম G-20 সম্মেলন অনুষ্ঠিত হবে ২১-২২ নভেম্বর, ২০২০ এ - সৌদিআরব এর রিয়াদে
♦২২ তম আন্তর্জাতিক AIDS সম্মেলন হবে - ৬-১০ জুলাই, ২০২০ এ - যুক্তরাজ্যে
♦ আর্চার ইতি খাতুনকে মনে রাখতে হবে কারণ সদ্য সমাপ্ত হওয়া SA Games এর ৩৫ বছরের ইতিহাসে এক ডিসিপ্লিনের(আর্চারি) সব কটি (৩টি) তেই স্বর্ণপদক লাভ করেন তিনি।
♦৪৭ তম কোপা আমেরিকান যৌথভাবে ১২ জুন - ১২ জুলাই, ২০২০ আয়োজন করতে যাচ্ছে - ব্রাজিল ও আর্জেন্টিনা
♦জাতিসংঘে বাংলাদেশের ১৫ তম স্থায়ী নারী প্রতিনিধি - রাবাব ফাতিমা
♦ বাঙ্গালির অহংকার, অনুপ্রেরণার বাতিঘর, বিশ্বের অন্যতম বৃহৎ বেসরকারি সংস্থা ব্র্যাক এর প্রতিষ্ঠাতা আমাদের ছেড়ে যান স্যার ফজলে হাসান আবেদ - ২০ ডিসেম্বর, ২০২০।
- উল্লেখ্য দারিদ্র্য বিমোচনে অসাধারণ অবদানের জন্য যুক্তরাজ্য থেকে সম্মানজনক "স্যার" উপাধি পান ২০১০ এ।
♦ ১২ ডিসেম্বর - ৩য় ডিজিটাল বাংলাদেশ দিবস - প্রতিপাদ্য -" সত্য মিথ্যা যাচাই আগে ইনটারনেটে শেয়ার পরে।"
♦ ১৮ ডিসেম্বর - আন্তর্জাতিক অভিবাসী দিবস -প্রতিপাদ্য - "দক্ষ হয়ে বিদেশ গেলে অর্থ - সম্মান দুই-ই মিলে"
♦ সম্প্রতি শিশু অধিকার নিয়ে কাজ করার জন্য UNICEF এর বিশেষ সম্মাননা পুরস্কার লাভ করেন - বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া
♦ ২০১৯ সালের ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা লাভ করে - ইংলিশ ক্লাব লিভারপুল
♦CAB (Citizen Amendment Bill) ভারতের পার্লামেন্টে লোকসভায় পাস হয় - ০৯.১২.১৯
♦সম্প্রতি WADA ( World Anti Doping Agency) রাশিয়াকে ৪ (চার) বছরের জন্য সব ধরণের আন্তর্জাতিক ক্রীড়া থেকে নিষিদ্ধ ঘোষণা করে।
♦ অতি সম্প্রতি (১০.১২.২০১৯) NAFTA - North American Free Trade Agreement কে ঢেলে সাজাতে USMCA ( United State, Mexico, Canae) চুক্তি স্বাক্ষর করে ৩ দেশের শীর্ষ কর্মকর্তারা।
♦ RISAT - 2BR1 হচ্ছে পৃথিবীর কক্ষপথে পাঠানো ভারতের সর্বাধুনিক গোয়েন্দা উপগ্রহ।
♦ ১৮.১২.২০১৯ তে, পদ্মা সেতুর ২১ ও ২২ নম্বর পিলারে ১৯ তম স্প্যান বসানো হয়।
♦ The European Bill (Withdrawal Agreement) House of Commons এ পাস হয় ৩৫৮-২৩৪ ভোটে।
♦বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে সর্বশেষ ৫ম ও ৬ষ্ঠ ড্রিমলাইনার - 'সোনার তরী' ও 'অচিন পাখি'
♦দেশি কাপড় তৈরীতে শীর্ষ জেলা - নরসিংদী
♦জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক চা দিবস - ৪ ডিসেম্বর
♦ আন্তর্জাতিক গণিত দিবস - ১৪ মার্চ
♦২০১৯ সালের বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে শীর্ষ দেশ - আফগানিস্তান,
বাংলাদেশ - ৩১ তম
#Recent_Abbreviations
NPR - National Population Register
NRC - National Register of Citizens
CAA - Citizenship Amendment Act.
CAB- Citizen Amendment Bill
॥॥॥॥॥॥॥॥॥
সৌজন্য : জুলফিকার আলী

Saturday, January 18, 2020

সমন্বিত ব্যাংক সিনিয়র অফিসার

সমন্বিত ব্যাংক সিনিয়র অফিসার
নিয়োগ প্রস্তুতি
বিগত ১৫ বছরের সকল প্রকার Exam এর 1000
VOCABULRY.
1: Fortuitous -আকস্মিক
2: Inherent – স্বাভাবিক
3: Legible -সহজপাঠ্য
4: Indelible -অমোচোনীয়
5: Endurable -সহনীয়/টেকসই
6: gregarious -মিশুক /সামাজিক
7: Introverted -অন্তর্মুখী ব্যক্তি
(আত্মকেন্দ্রিক চিন্তা
চেতনা )
8: Alleviate -উপশম করা
9: Aggravate -অধিক গুরুতর/ শোচনীয় করে
তোলা
10: Elevate -উত্তোলন করা,উন্নীত করা
11: Desultory -নিয়মশৃংখলাহীন
12: Methodical -সুশৃংখল
13: Integral -অপরিহার্য অংশ
14: Dissipate – দূর করা/অপচয় করা
15: Exempt -রেহাই /অব্যহতি দেয়া
17: Obliged -বাধিত বা ঋণী হয়েছে এমন
18: Steadfast -অবিচলিত
19: Valiant -সাহসী
20: Repute -সুখ্যাতি
21: Susceptible -স্পর্শকাতর
22: opaque- অস্বচ্ছ
24: Tepid -অল্প গরম বা কুসুম কুসুম গরম
25: Seething -ফুটে উপচে পড়া এমন
26: Intimate -অন্তরঙ্গ
27: Turbid – ঘোলাটে
28: Swollen – ফোলা বা ফুলে যাওয়া
29: Accretion -সংযোজনের মাধ্যমেবৃদ্ধি
30: Procession : মিছিল বা শোভাযাত্রা
31: Applaud -প্রশংসা
32: Evasion -এড়িয়ে যাওয়া
33: Transmit -প্রেরণ বা হস্তান্তর করা
34: Obscure -অন্ধকার
35: Withhold -পেছনে টেনে রাখা বা
আটকিয়ে রাখা
36: Generous -উদার
37: Craven -কাপুরুষ
38: Ulterior – গোপন বা অপ্রকাশিত
39: Stated -প্রকাশিত হওয়া
40: Rampage -উত্তেজিত অবস্থা
41: Strident-কর্কশ
42: Euphonious -সুমধুর
43: Laconic -স্বল্পভাষী
44: Verbose -বাকসর্বস্ব
45: Wicked -দুশ্চরিত্র
46: Bureaucrat -সরকারী কর্মকর্তা
47: Reinstate -পুনর্বহাল করা
48: Indict -অভিযুক্ত করা
49: Scam -জালিয়াতি করা
50: Extempore -পূর্বপ্রস্তুতি ছাড়া কোন
বক্তব্য দেয়া
51: Elocution – বাচনভঙ্গি
52: Cupid -ধনসম্পত্তির জন্য লোভাতুর
53: Sneer – বিদ্রুপ করা
54: Cynic – যে সর্বদা অপরের ভূল ধরে
55: Tipped – একপাশ বা প্রান্তে উঠানো
56: Sparkle -জ্বলজ্বল করা
57: Lethargic -অলস
58: Distasteful-অপছন্দনীয়
59: Fragrance -সুগন্ধী
60: Restless-অস্থির
61: Crone – বিগত যৌবনা (ঘৃণা অর্থে)
62: Kleptomania -চৌর্য উন্মাদ
63: Anemometer- বাতাসের বেগ
নির্ণায়ক যন্ত্র
64: Jaunt : লঘু প্রমোদ ভ্রমণ
65: voyage :সমুদ্র যাত্রা
66: Philatelist -ডাকটিকেট সংগ্রহকারী
67: Vendor -বিক্রেতা
68: Philanthropist -মানবহিতৈষী ব্যক্তি
(বিশ্বপ্রেমিক)
69: Misanthrope -মানববিদ্বেষ
70: Highbrow -বড়াইকারী
71: Aristocrat -অভিজাত
72: Expand -আয়তনে বৃদ্ধি করা
73: Proliferate -সংখ্যায় বৃদ্ধি পাওয়া
74: Deflect -ঘুরে যাওয়া
75: Cynical -নৈরাশ্যবাদী
76:Traitor -বিশ্বাসঘাতক
77: Unequivocal -সুস্পষ্ট
78: Gloss -উজ্জ্বল তল
79: Barrier -প্রতিবন্ধক
80: Agile -তৎপর
81: Frisky -চঞ্চল
82: Parallelism -সমান্তরাল
83: Obliquity -বক্রতা
84: Divergence -কেন্দ্রচ্যুতি
85: Disparity -বৈসাদৃশ্য
86: Contrast -বৈপরিত্য
87: Debonair -সদা হাসি খুশি
88: Balmy -স্নিগ্ধ
88: Awkward -বেমানান
89: Windy -ঝড়ো
90: Landscape -প্রাকৃতিক ভূ -দৃশ্য
91: Intellectual -বুদ্বিবৃত্তিক সংস্কৃতিবান
92: Lexicographer -অভিধান রচয়িতা
93: Venerate -সম্মান করা
94: Severe -প্রকট
95: Condemn -তিরস্কার
96: Inculcate -চিত্তনিষ্ঠ
97: Ascend -আরোহণ করা
98: Stern – কঠোর
99: Bend -বাঁকানো
100: Eulogistic -উচ্চ প্রশংসাযোগ্য
101: Deleterious -ক্ষতিকর/অনিষ্টকর
102: Impulsive -আবেগপ্রবণ
103: Salubrious -স্বাস্থ্যকর
104: Inclusive -অন্তর্ভুক্তিমূলক
105: Usurp -জবরদখল
106: Discordant – শ্রুতিকটু
107: Harsh -কর্কশ
108: Insouciance -ঔদাসীন্য
109:Composure -ধৈর্য্য
110: Slumber -তন্দ্রা
111: Pretentious -দাম্ভিক
112: Egoistic -স্বার্থপর
113: Grandiose -জমকালো/সুবিশাল
114: Indolent/Lethargic -অলস
115: Disinterested -নির্লিপ্ত
116: Halcyon -শান্ত/শান্তিপূর্ণ
117: Motionless -নিশ্চল
118: Casual -আকস্মিক
119: Harmonious -সুরেলা
120: Venerate -শ্রদ্ধা করা
121: Defame -মানহানি
122: Accuse -অভিযুক্ত
123: Obdurate -অনমনীয়
124: Contrary -বিপরীত
125: Stubborn -একগুঁয়ে
126: Callous -অনুভূতিহীন
127: Pathetic -করুন/মর্মস্পর্শী
128: Rise rapidly -দ্রুততার সাথে বৃদ্ধি
129: Modest -বিনয়ী
130: Rightfully -বৈধ ভাবে
131: Abuse -অপব্যবহার
132: Pithy – সংক্ষিপ্ত
133: Illusive -মায়াময়
134: Luminous -উজ্জ্বল
135: Enigmatic/Puzzling -বিভ্রান্তিকর
136: Notion -ধারণা
137: Congenial -বন্ধুভাবাপন্ন
138: Intrinsic -স্বকীয়/জন্মগত
139: Reprimand /Rebuke -তিরস্কার
140: Humble -বিনীত
141: Obsolete -পুরাতন/অপ্রচলিত
142: Legitimate -আইনসম্মত
143: Fragile – দুর্বল
144: Bona-fide – খাঁটি
145: Spurious -ভেজাল
146: Bondage -বন্দিদশা
147: Debacle -ধ্বংস হওয়া/পতন হয়ে যাওয়া
148: Occupy -দখলে রাখা
149: Amalgamate -একসাথে করা
150: Materialize -দৃষ্টি গোচর হওয়া /
বাস্তবে পরিণত হওয়া
151: Generate -উৎপাদন করা
152: Equip -প্রস্তুত করা /সজ্জিত করা
153: Mercury -পারদ/বুধগ্রহ/
দেবরাজের দেবতা
154: Humidity -আদ্রতা
155: Entrepreneur -উদ্যোক্তা
156: Conflict -সংগ্রাম করা
157: Communism -সাম্যবাদ
158: Capitalist -পূঁজিতান্ত্রিক
159: Conduit -পয়ঃপ্রণালী
160: Scissors -কাঁচি
161: Wagon -মালবাহী গাড়ি
162: Saw -করাত
163: Exclusion -বর্জন
164: Condone -উপেক্ষা করা (অপরাধ )
165: Isolation -বিচ্ছিন্নতা
166: Discover -আবিষ্কার করা
167: Suppress -চেপে রাখা
168: Redirect -পুননির্দেশ
169: Belittle -ছোট করা
170: Exhort -উত্সাহিত করা /প্রণোদিত
করা /আহ্বান করা
171: Magnanimous : দয়ালু
172: Genesis -শুরু
173: Adapt -খাপ খাওয়ানো
174: Innovate -আবিষ্কার করা
175: Ponder -গভীরভাবে চিন্তা করা
176: Vacillate -দ্বিধা করা
177: Revert -ফিরে আসা
178: Upheld -উপরের দিকে নেওয়া
179: Resist -প্রতিরোধ করা
180: Publicize -প্রচার করা
181: Subvert -ক্ষমতা ধ্বংস করা
182: Refinery -পরিশোধনাগার
183: Ore -আকরিক
184: Merchandise -মালপত্র
185: Mine -খনি
186: Warehouse -মালপত্র রাখার স্থান
187: Lumber -খুব কষ্ট করে হাঁটা
188: Grain -শস্য
189: Gargantuan -খুব বড়
190: Tiny in size -খুব ছোট
191: Irritate -বিরক্ত করা
192: Amplification -ভাবসম্প্রসারণ করা
1 Loaf -পাউরুটি
194: Stale -টাটকা নয় (বাসি )
195:Butter -মাখন
196: Forecast -পূর্বাভাস
197: Override -অগ্রাহ্য করা
198: Diagnosis -রোগ নির্ণয়
199: Estimate -হিসাব
200: Appraisal -কোন কিছুর মূল্য পরিমাপ
করা.
201: Trivial – নগণ্য /তুচ্ছ
202: Fade -বিবর্ণ হওয়া
203: Inscribe -অন্তর্লিখিত
204: Epitaph -সমাধিস্তম্ভ লিপি
205: Epithet – ডাকনাম/উপাধি
206: Epitome – সংক্ষিপ্ত
207: Scenic -দৃশ্যময়
208: Melancholy -দুঃখ
209: Barren -অনুর্বর
210: Skepticism – সংশয়বাদ
211: Audacity -দুঃসাহস
212: Plausibility -বিশ্বাসযোগ্যতা
213: Conviction-দৃঢ় বিশ্বাস
214: Harmony -সাদৃশ্য
215: Glow -খুশিতে ঝলমল করা
216: Mild -শান্ত
217: Untamed -অশান্ত/বন্য
218: Feeble -দুর্বল
219: Unruly -অবাধ্য
220: Compliance -সম্মতি/প্রতিপালন
221: Adverse -প্রতিকূল
222: In deep water -বিপদে থাকা
223: Hostile -প্রতিকূল/
বিরোধী
224: Brevity – সংক্ষিপ্ত ভাবে
225: Wallet -মানি ব্যাগ
226: Tomb -কবর
227: Flexible -নমনীয়
228: Obese -মোটা /স্থূলকায়
229: Tough/Rigid -শক্ত
230: Breakable -ভঙ্গুর
231: Complacency -আত্মতৃপ্তি
232: Conger -সামুদ্রিক বানমাছ
233: Dispatch -কারো উদ্দেশে কোন কিছু
পাঠানো
234: Postulate -স্বীকার্য
235: Invisible -অদৃশ্য
236: Inevitable -অনিবার্য
237: Inaudible -যা শোনা যায় না
238: Irresistible -অপ্রতিরোধ্য
239: Expose/Reveal/Uncover/Unearth-প্রকাশ
করা
240: Inadvertent/Unintended -অনিচ্ছাকৃত
241: Intentional /Deliberately -ইচ্ছাকৃতভাবে
242: Accidental -আকষ্মিক
243: Gratifying -তৃপ্তিদায়ক
244: Gracious -সদয়
245: Splendid/Glorious -জমকালো
246: Disgraceful -বাজে/অসুন্দর
247: Conceal -গোপন করা
248: Conciliate -শান্ত করা
249: Benevolent -হিতৈষী
250: Curious -অদ্ভুত
251: Flashy -লোক দেখানো
252: Velocity -বেগ
253: Doctrine -মতবাদ
254: Expound -ব্যাখ্যা করা
254: Confound -বিভ্রান্ত করা
255: Perplex -জটিল করা
256: Multiple -বহুবিধ
257: Composite -যৌগিক
258: Barter -বিনিময় করা
259: Transient -অস্থায়ী
260: Relevant -প্রাসঙ্গিক
261: Enlarge -দীর্ঘায়িত করা
262: Shrink -সংকুচিত করা
263: Slip -পলায়ন/এড়িয়ে যাওয়া
264: Pact -চুক্তি
265: Expand -বিস্তৃত করা
266: Repercussion -প্রতিক্রিয়া
267: Aftermath -পরিণাম /ফলাফল
268: Influence -প্রভাব
269: Scatter -ছড়িয়ে যাওয়া
270: Accumulate -একত্রিত করা বা
জমানো
271: Tentative -অনিশ্চিত/দোদুল্যমান
272: Hyperbolic -অতিরঞ্জিত করে বলা
273: Argumentative -তর্ক বিতর্ক
274: Reasoning -যুক্তিতর্ক
275: Astute -জ্ঞানী/বিচক্ষণ
276: Cogent -প্রবল/অকাট্য
277: Deceived -প্রতারিত হওয়া বা করা
278: Coherent -সামঞ্জস্যপূর্ণ
279: Ailment -ছোট খাটো অসুস্থতা
280: Indigent -অত্যন্ত গরীব
281: Assiduous -অধ্যবসায়ী
282: Harbinger -অগ্রদূত
283: Autocrat -একনায়ক/স্বৈরশাসক
284: Inauspicious -অশুভ /অকল্যাণসূচক
285: Untenable -টিকিয়ে রাখা যায়না
এমন
286: Defensible -টিকানো বা টিকিয়ে
রাখা যায় এমন
287: Hypothetical -অনুমান কৃত /প্রকল্পিত
288: Precise -সংক্ষিপ্ত করা
289: Recidivist -অপরাধপ্রবণ
290: Depart -স্থান ত্যাগ করা
291: Recuperative-আরোগ্য হয় এমন/পুনরুদ্ধার
হয় এমন
292: Evasive/Elusive -এড়িয়ে যায় এমন বা
ধরা যায়না এমন
293: Pensive -চিন্তানিমগ্ন
294: Plethora -আধিক্য বা প্রচুর পরিমাণ
295: Despair -হতাশ
296: Aversion -অনিহা
297: Scarcity -স্বল্প
298: Put up with -সহ্য করা
299: Overt -প্রকাশ্য
300: Erratic -ত্রুটিপূর্ণ/উল্টাপাল্টা
301: Appall/Dismay -আতঙ্কিত করা,মর্মাহত
করা
302: Dearth -অভাব
303: Abundance -আধিক্য
304: Superannuate -কাজ বা ব্যবহারের জন্য
অতি
প্রাচীন /বয়স উত্তীর্ন
305: Innate -সহজাত
306: Solace -সান্ত্বনা
307: Engross -সবসময় কাজে লেগে থাকা
308: Garrulous -বাচাল
309: Punctilious -খুঁটিনাটি ব্যাপারে
অতি সতর্ক
310: Observant -দৃষ্টিশীল,মনোযোগী
311: Buried -সমাহিত বা কবর দেয়া
হয়েছে এমন
312: Tender -কোমল ,পেশা ,প্রস্তাব
313: Preamble -প্রস্তাবনা
314: Commencement -শুরু
315: Preface -প্রস্তাবনা
316: Postscript -অতিরিক্ত বা সর্বশেষ তথ্য
316:
Sycophancy -তোষামুদি
317: Escape -পালিয়ে যাওয়া
318: Abscond -আত্মগোপন করা
319: Eternal -চিরন্তন
320: Exult -অত্যন্ত আনন্দিত
321: Jubilate -আনন্দ করা
322: Imprudent -অবিবেচক
323: Sagacity -প্রখর জ্ঞান
324: Reverential -শ্রদ্ধামিশ্রিত
325: Redundant-বাড়তি, অনাবশ্যক
326: Incautious -অবিবেচক
327: Synopsis -সারাংশ
328: Encumber -পথরোধ করা
329: Recapitulate -আলোচনা করা
330: Gourmet -পান ও ভোজন রসিক ব্যক্তি
331: Omnipotent -সর্বশক্তিমান (আল্লাহ )
332: Asylum -আশ্রয় ,নিরপত্তা
333: Sanatorium -স্বাস্থ্যনিবাস
334: Impostor- ভন্ড
335: Mountebank -যে ব্যক্তি চটকদার কথা
বলে মানুষকে
ঠকানোর চেষ্টা করে
336: Acrimonious -তিক্ত
337: Severe -মারাত্মক
338: Cursive -টানা টানা হাতের লেখা
(জড়ানো )
339: Anomalous -ব্যতিক্রম
340: Vicious -ঘৃণ্য
341: Capacious -সুপ্রশস্ত
342: Intractable -অবাধ্য
343: Wayward -স্বেচ্ছাচারী
344: Easygoing – বাধ্য
345: Bleak -নিরানন্দ,মলিন
346: Abstinent -সংযমী
347: Segregate -পৃথক করা
348: Abolish -বিলুপ্তকরা
349: Darken -অন্ধকার করা
350: Compile -একত্র করা
351: Reclusive -সন্ন্যাসী
352: Urban -শহুরে
353: A bone to pick -রাগান্বিত হওয়া
354: Knotty -ঝামেলাযুক্ত
355: Errant -ভ্রমণরত
356: Bucolic -গ্রাম্য
357: Castigate -নিন্দা করা
358: Hidebound -সংকীর্ণমনা
359: Evaluate -মূল্যায়ন করা
360: Corroborate -দৃঢ় করা
361: Refute -যুক্তি/তর্ক খন্ডন করা
362: Contradict -অস্বীকার করা
363: Contravene -আইন বা রীতি লংঘন
করা
364: Profane -অপবিত্র করা
365: Vulgarity -অশ্লীলতা
366: Compensate -ক্ষতিপূরন দেয়া
367: Deprecate -নিন্দা করা
368: Enhance -বৃদ্ধি করা
369: Bait- টোপ
370: Disparage -কাউকে ছোট /তুচ্ছ করা
371: Heckle -প্রশ্নবানে জর্জরিত করা
372: Adequate -পর্যাপ্ত
373: Muddle – বিহ্বলতা
374: Abatement -কমানো
375: Incapacitate -অযোগ্য করা
376: Stout -শক্তিশালী,নির্ভীক
377: Hook -ফাঁদ
378: Crook -বাঁকা
379: Biased/Partial/Partisan/Prejudiced -
পক্ষপাতী
380: Axle -অক্ষ
381: Build in -অন্তর্গত
382: leaning -ঝোঁক
383: Yield -বশ্যতা স্বীকার করা
384: Gloomy -অন্ধকারাচ্ছন্ন
385: Provincial -সীমাবদ্ধ
386: Cosmopolitan -সার্বজনীন
387: Extol -প্রশংসা
388: Monotonous -একঘেয়ে
389: Rite -রীতিনীতি,প্রথা
390: Writ- কোন বিষয় সম্পর্কে কোর্টের
লিখিত অর্ডার
391: Laid back -অলস
392: Inflated -অত্যধিক
393: Reasonable -যৌক্তিক
394: Ingenuous -অকপট
395: Sophisticated -কৃত্রিম
396: Exorbitant -অতিরিক্ত
397: Devious -আঁকাবাঁকা
398: Cunning -দক্ষ
399: Debacle -মহাবিপর্যয়
400: Friction -বিরোধ
401: Disputation /Argument -বিতর্ক
402: Counterfeit-ভেজাল,কৃত্রিম
403: Shaky -দুর্বল
404: Expedite -অগ্রগতি ত্বরান্বিত করা
405: Impede – ব্যাহত করা
406: Torpor/Lassitude/Languor -অলস
407: Apathetic/Lukewarm -উদাসীন
408: Rush -দ্রুত ধাবন
409: Hexagon -ষড়ভূজ
410: Subtraction -বিয়োগ
411: Fathom -গভীরতা নির্ণয় করা
412: Truant -যে ব্যক্তি তার কর্মস্থল হতে
পালায়
413: Malingerer -যে ব্যক্তি কর্তব্য
এড়ানোর জন্য
অসুস্থতার ভান করে
414: Hypocrite -ভন্ড
415: Concubine -উপস্ত্রী
416: Telepathy -অন্যের চিন্তার অনুভূতি
দ্রুত বুঝে নেয়ার
ক্ষমতা
417: Elegy -শোকগাঁথা
418: Utopia -কল্পরাজ্য
419: Statesman -কূটনীতিজ্ঞ ব্যক্তি
420: Demagogue -জননেতা
421: Dictator -একনায়ক
422: Martinet -নিয়মনিষ্ঠ
423: Malign -ক্ষতিকর
424: Meager/Scanty -স্বল্প
425: proportionate -আনুপাতিক
426: Ancillary -আনুষঙ্গিক
427: Unstable -অস্থির
428: Conventional -প্রচলিত
429: Potty -তুচ্ছ
430: Reparation -ক্ষতিপূরণ
431: Decay -ক্ষয় হওয়া
432: Transmission -ছড়ানো,প্রচার
434: Frugal/ Parsimonious -মিতব্যয়ী
435: Bigot -অন্ধ বিশ্বাসী
436: Indispensable -অপরিহার্য
437: Inconsiderate -অবিবেচক
438: Hasty -দ্রুতগতি
439: Conceited -আত্মভিমানী
440: Wrath -রাগ
441: Prompt -দ্রুত
442: Divine -স্বর্গীয়
443: Malign -ক্ষতিকর
444: Meager/Scanty -স্বল্প
445: proportionate -আনুপাতিক
446: Hindrance/Barrier -বাঁধা
447: Discontented -অসন্তুষ্ট,অতৃপ্ত
448: Miserable -শোচনীয়
449: Myopic -ক্ষীনদৃষ্টি/সংকীর্ণমনা
450: Intolerant -অসহনীয়
451: Affirm/Assert -দৃঢ়ভাবে কোন কিছু বলা
452: Deny -দৃঢ়ভাবে কোন কিছু অস্বীকার
করা
453: Panic -ভয় পাওয়া
454: Abandon/Desert -ছেড়ে যাওয়া
455: Waive -মওকুফ করা
456: Evenhanded -নিরপেক্ষ
457: Enunciate -উচ্চারন করা
458: Consolidation -ঐক্যবদ্ধ/
একসাথে
459: Instigation -উত্তেজনা
460: Provocation -প্ররোচনা
461: Painstaking/
Persevering -পরিশ্রমী
462: Stimulus/
Impetus -আবেগ,প্রেরণা
463: Revulsion/Abhorrence/
Aversion/Repugnance -প্রতিক্রিয়া
464: Evanescent/Fleeting -ক্ষনস্থায়ী
465: Limpid -স্পষ্ট466: Evident -স্পষ্ট
467: Subtlety -অস্পষ্ট
468: Prima facie -প্রথম দর্শনে
469: Subterfuge /Trickery -প্রতারনা
470: Simplicity -সরল
471: Applause -সাধুবাদ
472: Impinge -আঘাত হানা
473: Facilitate -সহজতর
474: Trespass -পাপ/সীমালঙ্গন
475: Profligate -লম্পট
476: Intermittent- অনিয়মিতভাবে
477: Broker -দালাল
478: Merchant prince -মহা ধনবান বণিক
479: Persistent -নাছোড়বান্দা
480: Destitute -দরিদ্র
481: Teller -ব্যাংকের ক্যাশিয়ার
482: Intense -তীব্র
483: Abrasive -ঘর্ষণের মাধ্যমে তুলে
ফেলা
484: Attempts -চেষ্টা করা
485: Screams -আর্তনাদ করা
486: Admits -স্বীকার করা
487: Lucrative -লাভজনক
488: Ridiculous -হাস্যকর
489: Continuation -ধারাবাহিকতা
490: Offshore -সাগরমুখী
491: Solemn -আনুষ্ঠানিক
492: Wholesale -পাইকারী
493: Retail -খুচরা
494: Push sale -জোর করে বিক্রি করা
495: Slothful -নিষ্ক্রিয়
496: Quarrelsome -ঝগড়াটে
497: Flat out -সোজা
498: Backtrack -প্রত্যাখ্যান করা
499: Curved -বক্ররেখা
500: To do away with /
To drive off -পরিহার করা
501: Hastening -দ্রুত চলা
502: Braking -গতিরোধ
503: Slackening -ঝিমুনি
504: Vigorous -সবল
505: Sluggish -আলস্যপরায়ণ,কুড়ে
506: Infuriate -ক্রোধে ক্ষিপ্ত হওয়া
507: Commend -প্রশংসা করা
508: Manifest -স্পষ্ট
509: Apparent -দৃশ্যমান
510: Circulation -প্রচার,প্রচলন,মুদ্রণ 511:
Surreal -
পরাবাস্তব
512: Appeal -আবেদন
513: Repression -দমন,নিপীড়ন
514: Greeting -অভিবাদন
515: Notorious/Ominous -ভয়ংকর
516: Robbery -ডাকাতি
517: Cursory -দ্রুত নিষ্পন্ন
518: Demur -আপত্তি/আশংকা প্রকাশ
করা
519: Convicted -দোষী/অপরাধী
520: Culpable -শাস্তি পাবার যোগ্য
521: Pay off old scores -প্রতিশোধ নেয়া
522: Worth yours -দক্ষ
523: Host in himself -আয়োজক
524: Hang in balance -সাফল্যের জন্য কোন
কিছুর উপর
নির্ভর
করা
525: Pusillanimous -ভীতু
526: Venturesome/Valorous/plucky/
Spunky -সাহসী
527: Reproach/Chide/
Rebuke/Scold -তিরস্কার করা
528: Bustling -হৈ চৈ পূর্ণ
529: Tranquil -শান্ত
530: Prodigal -বেহিসাবী ভাবে ব্যয়
করা
531: Thrifty/Parsimonious/
Niggardly/Skinflint -মিতব্যয়ী,কিপটে
532: Sage -জ্ঞানী
533: Cretin/
Imbecile/Dullard/Ninny -বোকা জাতীয়
534: Pretty Penny -অত্যন্ত ব্যয় বহুল
535: On their toes -সজাগ সতর্ক হওয়া
536: Step on somebody’s toes -অনুভূতি বা
সংস্কারে
আঘাত
হানা
537: Toot your own horn -গর্ব করা
538: Possess -করায়ত্ব করা
539: Destruction -ধ্বংস
540: Intimacy -গভীর সুসম্পর্ক
541: Alluring -লোভনীয়
542: Arouse -জাগানো
543: Tenacity -কোন কিছুর প্রতি আগ্রহ,জিদ
544: Elusiveness -বুঝতে বা স্মরণ করতে
কষ্টকর এমন
545: Adornment -অলংকরণ
546: Anonymous -নামহীন/বেনামী 547:
Namesake -
মিতা,অন্যের নামের সাথে মিল
548: Pseudonym -ছদ্মনাম
549: Cannibal -নরখাদক
550: Holocaust -ব্যাপক হত্যাকাণ্ড
551: Nugatory -বাদ দেয়া
552: Judiciary -আইন বিভাগ
553: Jurisdiction -আইনগত অধিকার 554:
Famish -প্রচন্ড
ক্ষুধায় মৃতপ্রায় হওয়া
555: Keen -তীব্র
556: Amenable -ব্ন্ধুভাবাপন্ন
557: Covenant -আইনসম্মত চুক্তিপত্র 558:
Summons -ডেকে
পাঠানো
559: Subpoena -আদালতে ডাকা
560: Tract -ধর্ম বা নৈতিকতা বিষয়ে
পুস্তিকা
561: Treatise -গবেষণামূলক আলোচনা গ্রন্থ
562: Chronic -নিয়মিত ঘটা
563: Impute -আরোপ করা
564: Honorary -বিনাবেতনে
565: Interpret -ব্যাখ্যা করা
566: Memento -স্মারকচিহ্ন,অভিজ্ঞ
567: Elegy -বিষাদসঙ্গীত
568: Cosmos -নিসর্গ
569: Duffer -নির্বোধ লোক
570 : Snob -উন্নাসিক লোক (যে ব্যক্তি
নিম্নতর
সামাজিক
শ্রেণীর মানুষকে অবজ্ঞার চোঁখে
দেখে)
571: Licentious -দুশ্চরিত্র লোক
572: Suspect – সন্দেহভাজন
573: Trick/Deceit -প্রতারনা
574: Hazardous -বিপজ্জনক
575: Represent- চিত্রিত করা
576: Superior -শ্রেষ্ঠ
577: Revealing -প্রকাশ করা
578: Complexity -জটিলতা
579: Vigilant -সজাগ
580: Diversion -গতিপরিবর্তন,অপসারণ 581:
Alienation -
বিচ্ছেদ,বিচ্ছিন্নতা 582: Worthy of -
যোগ্য
583: Emulation -অনুকরণীয়
584: Exploration -অনুসন্ধান
585: Trial -চেষ্টা
586: Demise -মৃত্যু
587: Unimaginable -অকল্পনীয়
588: Inexplicable -বর্ণনাতীত
589: Entertain -আপ্যায়ন
590: Enamoured -প্রেমমুগ্ধ
591: Possessed -অধিকারী
592: Fanciful schemes -কাল্পনিক
পরিকল্পনা
593: Unforeseen -অপ্রত্যাশিত
594: To blow hot and cold -অসামঞ্জস্যপূর্ণ
হওয়া
595: Initiate -সূচনা করা
596: Blaze -আলোকচ্ছটা
597: Horn -শিঙা
598: visionary -কাল্পনিক
599: Newborn -নবজাত
600: Trustworthy -বিশ্বস্ত
601: Gratitude -কৃতজ্ঞবোধ
602: Thankless -অকৃতজ্ঞ
603: Indebted/Grateful -কৃতজ্ঞ
604: Owe -ঋণী থাকা
605: Ingest -গলাধঃকরণ করা
607: Inertia -জড়তা
608: Inadvertent -অনিচ্ছাকৃত
609: Inundate -প্লাবিত হওয়া
610: Trapped -আটকা পরা
611: Coherent -সুসজ্জিত,যৌক্তিত
612: Amity -মিত্রতা
613: Vague -অস্পষ্ট
614: Vocation -বৃত্তি,ব্যবসায়
615: Vital -অত্যাবশ্যক ,সজীব
616: Faculty -অনুষদ ,কর্মদক্ষতা
617: Vehemently -তীব্রভাবে
618: Meticulous /Precise /fussy -অতিসতর্ক
619: Colossal /Enormous /Mammoth /Massive /
Titanic -
বিশাল
620: Homogeneous /Uniform /Identical -
সমজাতীয়
621: Allay /Mitigate /Ameliorate -প্রশমিত করা
(কষ্ট,যন্ত্রণা )
622: Worsen /Exacerbate -শোচনীয় হওয়া
623: Inquisitive -সন্ধানী
624: Proximate -নিকটতম
625: Idyllic -শান্ত
626: Contemplative /brooding /Cogitating /
Ruminative -
চিন্তানিমগ্ন
628: Affinity /Kinship/
Rapport -ঘনিষ্ট সম্পর্ক
629: Suffrage -ভোটাধিকার
630: Dearth -স্বল্পতা
631: Amass -পুঞ্জীভূত করা
632: Accrue -বৃদ্ধি
633: Disperse -ছত্রভঙ্গ
634: Plenty -প্রচুর
635: Animate /Lively -প্রশান্ত,সজীব
636: Squalor -নোংরা,অস্বস্তিকর অবস্থা
637: Pressurizing -চাপ প্রয়োগ
638: Arouse -জাগ্রত করা
639: Pressing/Urgency -জরুরী
640: Odds and ends -ছোটখাট জিনিস
641: Exhausted -নিঃশেষ হওয়া
642: Dead and buried -পুরোপুরি থেমে
যাওয়া
643: At bottom -প্রকৃতপক্ষে
644: Offended -বিক্ষুব্ধ
645: Cut and dried -রুক্ষ
646: Dealings -আচরণ
647: Above board /Frank -অকপট,খোলাখুলি
648: Abate /Soothe -প্রশমিত করা,কমানো
649: Grant -অনুদান
650: Frown -তিরস্কার করা
651: Regret -অনুশোচনা করা
652: Head and Ears -পুরোপুরি
653: Interrupt /Eat into vitals -ছিন্ন করা
,ব্যাঘাত করা
654: Square meal -সুষম খাদ্য
655: Rank and file -সাধারণ জনগণ
656: Plainness -সরলতা
657: Adequacy -সাদৃশ্য
658: Drowsiness -আলস্য
659: Vigor -শারীরিক বা মানসিক শক্তি
660: Mild -হালকা ,কোমল
661: Artistic -শৈল্পিক
662: Shortcoming -ত্রুটি,সীমাবদ্ধতা
663: Extravagance -অমিতব্যয়ি,সীম
ালঙ্ঘন
664: Enduring -স্থায়ী
665: Ball to the wall -পুরোদমে
666: Pitfall -ফাঁদ
667: Toppling -ডিগবাজি খাইয়ে পড়া
668: Regime -শাসন
669: Tantamount -সমপরিমাণ
670: Arbitrary -বিধিবহির্ভূত,স
্বৈরচারী
671: Worship -পূজা
672: Bibliography -গ্রন্থপুঞ্জি
673: Amicable person -বন্ধুভাবাপন্ন
674: Naive/
Candour -সাধাসিধা,বিশ্বাসপ্রবণ
675: Lenient -দয়ামায়া প্রবণ
676: Obstinate /Adamant -একগুঁয়ে
677: Exaggeration -বাড়িয়ে বলা
678: Hegemony/Predominance -আধিপত্য
679: Subordination -অধীনস্থ
680: Fiasco -বড় ধরনের ব্যর্থতা
681: Fruitful -ফলপ্রসূ
682: Triumph -বিজয়
683: Adopted -গ্রহণ করা
684: Forsaken -পরিত্যক্ত করা
685: Discarded -বাদ দেয়া
686: Vociferous -শব্দবহুল ,গোলমালকারী
687: Courageous -সাহসী
688: Mockery -উপহাস
689: Mean -নীচ
690: Negotiation -আলাপালোচনা
691: Shallow -ভাসাভাসা
692: Excessive -অতিরিক্ত
693: Wear out -ব্যবহারের ধারা ক্ষয় হওয়া
694: Brittle -ভঙ্গুর
695: Negligible -অবহেলার যোগ্য
696: Uninfluenced -প্রভাবমুক্ত
697: Thorough -পুঙ্খানুপুঙ্খ
698: Imprison -শৃঙ্খলাবদ্ধ করা
699: Expel -বহিষ্কার করা
700: Exonerate /Exculpate /
Acquit -অভিযোগ হতে মুক্তি দেয়া
701: Castigate -তিরস্কার করা
702: Fastidious -খুঁতখুঁতে
703: Aloof -একাকী ,নির্লিপ্ত
704: Lawn -বনভূমি
705: Stream -জলপ্রবাহ
706: Petrology -শিলাতত্ব
707: Shore -তীরভূমি,কূল
708: Flatten -সমতল হয়ে যাওয়া
709: Valley -উপত্যকা
710: Interminable -থামেনা এমন ,অন্তহীন
711: Easygoing -সহজে মেনে নেয়া
712: Indictment -অভিযোগ
713: Tirade -তিরস্কারপূর্ণ দীর্ঘ বক্তৃতা
714: Taciturn -স্বল্পভাষী
715: Placatory -আপোস
716: Espy -পর্যবেক্ষণ করা
717: Cogitate -বুঝতে পারা
718: Attribute -আরোপ করা
719: Reassurance -পুনরায় নিশ্চিত করা
720: Dilemma -উভয়সংকট
721: Constraint -বাঁধা
722: Agitation -অশান্ত
723: Stir -আলোড়িত করা
724: Void -বাতিল
725: Refute -অস্বীকার করা
726: Optimist-আশাবাদী
727: Idealistic -আদর্শবাদী
728: Pessimist -হতাশাবাদী
729: Peak -সর্বোচ্চ চূড়া
730: Extreme -চরম
731: Get along -দুজনের মাঝে চমৎকার
বন্ধুত্বপূর্ণ সম্পর্ক
732: Pragmatic -বাস্তবধর্মী প্রয়োগবাদী
733: Insectivorous-পতঙ্গভূক
734: Electorate -নির্বাচকমন্ডলী
735: Exigency -জরুরী প্রয়োজন
736: Complacent -সন্তুষ্টি
737: Austere -উগ্র,কঠোর
738: Artillery -কামান
739: Docile -ভদ্র
740: Biased -পক্ষপাতদুষ্ট
741: Salient -প্রধান বৈশিষ্ট
742: Shove -ধাক্কা মারা
743: Visible -দৃশ্যমান
744: Omission -ভ্রান্তি
745: Inamorata -প্রণয়ী
746: Come round -আরোগ্য লাভ করা
747: Hit Upon -খুঁজে পাওয়া
748: Depart -গমন করা
749: Conclude -শেষ করা
750: Elective -নির্বাচক
751: Craft -দক্ষতা
752: Impede -ব্যাহত করা
753: Mutation -পরিবর্তন
754: Commence -শুরু করা
756: Episodic -অনিয়মিত
757: Conventional -গতানুগতিক
758: Recapture -পুনরুদ্ধার করা
759: Conducive -সহায়ক
760: Facile -সাবলীল
761: Crank -বাঁকা
762: Formless -আকৃতিহীন
763: Equitable -ন্যায়সঙ্গত
764: Cereal /grain -খাদ্যশস্য
765: Queue -লাইন
766: Inimical -শত্রুভাবাপন্ন
767: Impel /
Goad -অনুপ্রাণিত করা
768: Orchestrate -সুসমন্বিত করা (সঙ্গীত)
769: Repent -অনুশোচনা করা
770: Braggart -দাম্ভিক
771: Dilettante -অপটুকর্মী
772: Pilferer -ছিঁচকে চোর
773: Prevaricator -সত্যের আলাপকারী
774: Raconteur -গল্পকথক
775: Scurrilous -অমার্জিত,অপমান করা
776: Compassionate -করুণাময়
777: Servile -ক্রীতদাস সুলভ
778: Strict -কঠোর
779: Outshine/Steal a march -ঔজ্বল্যে
ছাপিয়ে যাওয়া
780: Hole and Corner -গোপনীয়
781: Defy -বাধা দেয়া
782: State of Shock -কিংকর্তব্যবিমূঢ়
784: Amateur -অপেশাদার
785: Anticipated -অনুমান বা বুঝতে পারা
786: Antagonism -প্রতিদ্বন্দীতা 787:
Delirious -
বিকারগ্রস্থ
788: Hefty -প্রবল,তাগড়া
789: Delusive -ভ্রান্তি
790: Heinous -জগন্য
791: Inveigle -চাটুকারিতায় মুগ্ধ করা
792: Monopoly -একচেটিয়া অধিকার
793: Rational -যুক্তিসঙ্গত
794: Demolish -চূর্ণ করা
795: Understatement -কমিয়ে বলা
796: Tenure -কার্যকাল
797: Protract -দীর্ঘায়িত করা
798: Distract -বিভ্রান্ত করা
799: Currency -প্রচলিত
800: Obsolescence -অপ্রচলিত
801: Propensity -প্রবণতা
802: Inebriated /Intoxicated -মদ্যপ
803: Befuddled -বিভ্রান্ত
804: Sane /Rational -বিবেকী ,যুক্তিসম্মত
805: Arrogant -অহংকারী
806: Vicissitudes -উথানপতন
807: Bohemian -ভবঘুরে ধরনের লোক
808: Sinister -অপকারী ,অশুভ
809: Meditative -চিন্তাশীল
810: Categorical -নিরপেক্ষ
811: Sermon -নৈতিক বক্তৃতা
812: Fire and brimstone -জাহান্নামের
অনুমিত শাস্তি
813: Agnostic -অজ্ঞানবাদী
814: Oracular -জ্ঞানবিশিষ্ট
815: Sacrilegious -পবিত্র ব্যক্তির
অসম্মানকারী
816: Empirical -গবেষণামূলক
817: Puerile -তুচ্ছ
820: Nonchalant -উদাসীন
821: Sardonic -ঘৃণাপূর্ণ
822: Voluptuous -আনন্দবাদী
823: Rotund -গোলাকার
824: Gourmand -পেটুক
825: Condiment -আচার ,মশলা
826: Piquant -তীব্র,কটু
827: Repast -আহার
828: Nourishing -পুষ্টিকর
829: Gifted -প্রতিভাধর
830: Prolific -উর্বর
831: Revolution -বিপ্লব
832: Warlock -মায়াবী
833: Adopt -গ্রহণ করা
834: Pose -জাহির করা
835: Infrared -অবলোহিত
836: Finagle/
Swindle -প্রতারণা করা
837: Supplant -স্থানচ্যুত
838: Incite -উৎসাহিত করা
839: Abyss -গহ্বর
840: Alabaster -সাদা পাথর
841: Boaster -অহংকারী ব্যক্তি
843: Fatalist -অদৃষ্টবাদী
844: Tenterhooks -উদ্বেগপূর্ণ অনিশ্চিত
অবস্থা
845: Reproof -অসমর্থন
846: Impertinence -অপ্রাসঙ্গিকতা
847: Denigration -দুর্নাম
848: Imbecility -মূর্খতা
849: Senility -বার্ধক্য
850: Dotage -ভীমরতি
851: Notwithstanding -তথাপি,যদিও
852: Adoring -প্রেমপূর্ণ
853: Myriad -অসংখ্য
854: Shortcomings -ত্রুটি
855: Idolatrous -পরম ভক্তিশীল
856: Exaltation -পদমর্যাদায় উন্নতিসাধন
857: Venture -উদ্যোগ
858: Conspire -চক্রান্ত করা
859: Reimburse -পরিশোধ করা
860: Pretend -সাজা ,মিথ্যা বর্ণনা করা
861: Incongruous -বেমানান
862: Hedge -প্রতিবন্ধক
863: Derrick -ভার উত্তোলন যন্ত্র
864: Sacrosanct -অলঙ্ঘনীয়
865: Resentment -আক্রোশ
866: Equanimity -প্রশান্তি
867: Dubiousness -অনিশ্চয়তা
868: Supercilious -অহংকৃত,গর্বিত
869: Flagitious -নিষ্ঠুর
870: Frivolous -ছেলেমানুষীপূর্
ণ,নগণ্য
871: Impair -দুর্বল করা
872: Spool/Reel -নাটাই
873: Thread -সুতা
874: Convolution -কুণ্ডলী
875: Queer -অদ্ভুত
876: Orderly -গোছালো
877: Murky -আবছা,অস্পষ্ট
878: Archives -নথিপত্র
879: Pedestal -স্তম্ভের পাদভূমি
880: Regicide -রাজহত্যা
881: Belittlement -হীনতা,খর্বতা
882: Zest -রুচি,প্রানবন্ততা
883: Fiddling -তুচ্ছ
884: Linguistic -ভাষাবিজ্ঞান
885: Polyglot -বহুভাষী
886: Green eye -ঈর্ষান্বিত
887: Taunting -বিদ্রুপ
888: Deter -নিরুৎসাহিত করা
889: Blight -ক্ষয় করা
890: Theist -আস্তিক
891: Theologist -ধর্মতত্ত্ববিৎ
892: Pantheist -সর্বেশ্বরবাদী
893: Monotheist -একেশ্বরবাদী
894: Debris -ধ্বংসাবশেষ
895: Relics -পুরাতাত্ত্বিক নিদর্শন
896: Prick – ছিদ্র করা
897: Paleontology -জীবাশ্ম বিজ্ঞান
898: Encyclopedia -বিশ্বকোষ
899: Bygone -বিগত
900: Polity -রাষ্ট্র ব্যবস্থা
901: Muster -সমবেশ
902: Demobilize -সামরিক দায়িত্ব থেকে
অব্যাহতি দেয়া
903: Troops -দল বা পাল
904: Jury -নির্ণায়ক সভা
905: Laggard -পিছিয়ে পড়া ব্যক্তি
906: Haggler -যে ব্যক্তি দরকষাকষি করে
907: Perjury -শপথভাঙ্গ
908: Embezzlement -অর্থ আত্মসাৎ
909: Oath /Vow -শপথ করা
910: Encomium -উচ্চ প্রশংসা
911: Aphorism -সংক্ষিপ্ত জ্ঞানগর্ব
912: Insolent -অপমানজনক
913: Delicate -কোমল,উপাদেয়
914: Effusive -উচ্ছ্বাস প্রবণ
915: Mercenary -ভাড়াটে সৈনিক
916: Altruistic -পরের জন্য মঙ্গলজনক
917: Deceptive -প্রতারণামূলক
918: Far-fetched -অস্বাভাবিক,সন্
দেহজনক
919: Paucity -অভাব
920: Plaintiff -বাদী
921: Preponderance -ভারাধিক্য
922: Indulgent -প্রশ্রয়,ক্ষমাশীল
923: Pampered -অত্যাধিক প্রশ্রয়
924: Pout -বিরক্তিভাব,ঠোঁট ফুলিয়ে
রাগ দেখানো
925: Sullen -চাপা ক্রোধযুক্ত
926: Elated -অত্যন্ত আনন্দিত
927: Desolation -নির্জন
928: Pittance -সামান্য বেতন
929: Enthralling -বিমুগ্ধ
930: Pedestrian -পথচারী
931: Ravages -ধ্বংস বা নষ্ট করা
932: Masterful -দক্ষ
933: Critique -সমালোচনামূলক নিবন্ধ
934: Towered high -মাথা উঁচু করে
দাড়ানো
935: Electrify -উত্তেজিত করা
936: Bankrupt -দেওলিয়া
937: Solvent -দেনা পরিশোধে সক্ষম
938: Unwitting -অনিচ্ছাকৃত
939: Zenith -চূড়া
940: Nadir/lowest point -সর্বনিম্ন বিন্দু
941: Poignant -গ্লানিকর/দুঃখ
উদ্রেককারী
942: Freak -খামখেয়াল
943: Prodigy -দৈত্য
944: Resemble -অনুরূপ
945: Renowned -বিখ্যাত
946: Revamp -পুনর্গঠন
947: Esteem -সম্মান করা
948: Furtive -চুপিচুপি
949: Cud chew -জাবর কাটা স্তন্যপায়ী
প্রাণী
950: Grasp accurately -বুঝতে পারা
951: Misconstrue -ভূল বোঝা
952: Effeminacy -মেয়েলী স্বভাব
953: Boorishness -রুক্ষতা
954: Celibacy /Chastity -সতীত্ব
955: Misogyny -নারীদের ঘৃণা করে যে
956: Matrimony -বিবাহিত
957: Eat drink and be merry -খাও,দাও ফুর্তি
করা জাতীয়
ব্যক্তি
958: Epicurean -ইন্দ্রিয় সুখে বিশ্বাসী
959: Versatility -বহুমুখী
960: Extradition -আসামী হস্তান্তর
961: Patronage -সহযোগিতা
962: Correspond -মিল
963: Manliness -সাহসিকতা
964: Instability -অস্থায়ীত্ব
965: Materialistic -প্রকৃতিবাদী
966: Remnants -ধ্বংসাবশেষ
967: Abeyance -স্থগিতাবস্থা
968:Chagrin/Irk -বিরক্তি
969: Distraught -অত্যধিক বিমর্ষ
970: Lodge a complaint -অফিসিয়ালি
অভিযোগ করা
971: Tenant -ভাড়াটিয়া
972: Recluse -সন্নাসী
973: Prevalent -প্রচলিত
974: Implacable -নির্দয়,ক্ষমাশীল
975: Sober -গাম্ভীর্যপূর্ণ
976: Frantic -নিয়ন্ত্রণহীন
977: Ambiguous -অস্পষ্ট
978: Admonish -সতর্ক করা
979: Reconcile -মিলনসাধন করা
980: Equilibrate -ভারসাম্য
981: Undertake -দায়িত্বভার গ্রহণকরা
982: Intake -পানাহার
983: Ambivalent -বিপরীত
984: Ambidextrous -সব্যসাচী
985: Retractable -সংকোচনীয়
986: Conscript/Recruit/Novice/Rookie-নতুন
নিয়োগপ্রাপ্ত
অনভিজ্ঞ কর্মী
987: Devoid -বর্জিত
988: Repeal/Quash/
Rescind/Annul-বাতিল করা
989: Arduous/Onerous/Grueling/
Laborious-কষ্টসাধ্য বা পরিশ্রমসাধ্য কিছু
990: Hoard -মজুতদারি
991: Unfathomable -অতল/গভীর
992: Traduce/Disparage/Denigrate/
Vilify -নিন্দা করা,অপবাদ দেয়া
993: Emigrant -দেশান্তরী
994: Immigrant -অভিবাসী
995: Wander -উদ্দেশ্যহীনভাবে ভ্রমণ করা
996: Meddle -হস্তক্ষেপ করা
997: Discern -দৃশ্যমান হওয়া
998: Refugees -শরণার্থী

Tuesday, January 14, 2020

অনলাইন ব্যাংকিং ও এর সুবিধা অসুবিধা

অনলাইন ব্যাংকিং বর্তমানে প্রতিস্ঠিত ব্যাংকিং ব্যবস্থা। এর নানাবিধ সুবিধার কারণে দিন দিন এর জনপ্রিয়তা ও ব্যবহার বেড়ে চলছে।  আজকাল সব ব্যাংকেই অনলঅইন ব্যাংকিং এর আওতায় চলে এসেছে। ইন্টারনেটের মাধ্যমে যে  ব্যাংকিং কার্যক্রম, তাকে ইন্টারনেট ব্যাংকিং বা অনলাইন ব্যাংকিং বলে। এক্ষেত্রে অনলঅইনে এ যুক্ত হয়ে ব্যাংকের নির্দিষ্ট সুরক্ষিত পোর্টাল এর মাধ্যমে একজন গ্রাহক তার পছন্দের ব্যাংকের নেটওয়ার্ক ব্যবহার করে একাউন্টে প্রবেশ করে। এভাবেই অনলাইন ব্যাংকিং হয়ে থাকে।
অনলাইন ব্যাংকিং এমন একটি আর্থিক প্রক্রিয়াবে বোঝায় যেখানে কম্পিউটার সিস্টেম এর মাধ্যমে অনেকগুলো আন্তঃসংযোগকৃত কম্পিউটার নেটওয়ার্ক প্রয়োজনীয় কার্যাবলী সম্পাদন করে। সহজ কথায় ইন্টারনেট বা অন্তজাল। অনলাইন ব্যাংকিং এর প্রধান উপাদান নিরবিচ্ছিন্ন কম্পিউটার নেটওয়ার্ক। কোন ব্যাংক শাখার অনেকগুলো কম্পিউটার ল্যান এর মাধ্যমে একটি আরেকটির সাথে সংযুক্ত থাকে। আবার একটি ব্যাংকের প্রধান কার্যালয় এবং এর শাখাগুলোর ল্যান এর মধ্যে বেতার তরঙ্গ, অপটিক্যাল ফাইবার বা অন্য কোন মাধ্যমের সাহায্যে গোটা দেশের মধ্যে সমস্ত কম্পিউটার গুলোর সাথে আন্তঃসংযোগ হতে পারে। ব্যাংকে অনলাইনের মাধ্যমে বিদ্যমান এই গোটা ব্যবস্থাটিকে ব্যাপক অর্থে অনলাইন ব্যাংকিং বলা হয়।  ব্যাংকে ল্যান এবং ওয়ান এর সাহায্যে যে সমস্ত ব্যাংকিং সেবা প্রদান করা হয় তাকে অনলাইন ব্যাংকিং বলে। অনলাইন ব্যাংকিং এর এমন কতগুলো উদাহরণ হচ্ছে- এটিএম, অটোমেটেড ফান্ড ট্রান্সফার, ই-চেক, ইলেকট্রনিক মানি ইত্যাদি। কম্পিউটার ও নেটওয়ার্ক এর সমন্বয়ে ‍অনলাইন ব্যাংকিং।

সুবিধা:
ক) চব্বিশ ঘন্টা অর্থাৎ যে কোন সময়ে ব্যাংকিং করা যায়।
খ) স্বল্প সময়ে যেকোন স্থানে অর্থ প্রেরণ করা সম্ভব।
গ)  লেনদেণ ছাড়াও নানারকম তথ্য যেকোনো স্থান থেকে পাওয়া যায়।
ঘ) ইলেকট্রনিক ফান্ড ও ইলেকট্রনিক মানি ব্যবহারের ফলে গ্রাহকের ব্যবসায়িক লেনদেন দিন দিন সহজ হয়।
ঙ) অনলাইন ব্যাংকিং চালুর ফলে গ্রাহকের অযথা হয়রানি বন্ধ হয় সেবা উন্নত হয়।

অসুবিধা:
ক) যেহেতু এটি অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত একটি ব্যবস্থা তাই এর সংস্থাপন ও রক্ষণাবেক্ষণ খরচও অনেক বেশি
খ) এই অত্যাধুনিক প্রযুক্তি পরিচালনার জন্য অত্যন্ত আইটিতে দক্ষ কর্মীর সাহায্য প্রয়োজন হবে।
গ) অনলাইন ব্যাংকিং নেটওয়ার্ক ইন্টারনেট নির্ভরশীল তাই হ্যাকারদের আক্রমনের আশংকা থাকে। এতে বড়ো ধরনের বিপর্যয়ের সম্ভাবনা থাকে।
ঘ) প্রাকৃতিক দূর্যোগ বা কোনো দূর্ঘটনার কারনে নেটওয়ার্ক সমস্যা দেখা দিলে লেনদেন বিগ্নিত হতে পারে।
ঙ) গ্রাহকরা যদি অনলাইন ব্যাংকিং না বোঝে তাহলে নানা জটিলতায় পড়তে হয়।
সার্বিকভাবে অনলাইন ব্যাংকিং জনপ্রিয়, কার্যকর ও প্রভাবশালী পদ্ধতি। ফলে দিন দিন এটা জনপ্রিয় হয়ে উঠবে। বিশ্বজুড়ে মাল্টিন্যাশনাল কোম্পানীগুলো দিনে দিনে অনলাইন ব্যাংকিং ব্যবস্থাকে উন্নত করে তুলছে। একসময় ব্যাংকিং বলতে অনলাইন ব্যাংকিংকেই বোঝাবে। প্রথাগত ব্যাংকিং এর কার্যত বিলুপ্তি ঘটতে চলেছে।
জাহাঙ্গীর আলম শোভন

Thursday, January 9, 2020

পারিভাষিক শব্দ

পারিভাষিক শব্দ(২৫৬টি) কমন পড়বেই এখান থেকে।
.
মূলশব্দ ও অর্থ:
১ A.C (Ante Christien) খ্রিস্টপূর্ব
২ A.D (Anno Domini) খ্রিস্টাব্দ
৩ Abbreviation সংক্ষেপণ
৪ Abstract সার, সংক্ষিপ্ত
৫ Academic অধিবিদ্যা / শিক্ষায়তনিক
৬ Academic year শিক্ষাবর্ষ
৭ Academy বিদ্যাপীঠ
৮ Accessories সরঞ্জাম
৯ Accused অভিযুক্ত
১০ Acknowledgement প্রাপ্তিস্বীকার
১১ Acting ভারপ্রাপ্ত
১২ Acting editor ভারপ্রাপ্ত সম্পাদক
১৩ Address of welcome অভিনন্দন পত্র বা সংবর্ধনা ভাষণ
১৪ Ad-hoc অনানুষ্ঠানিক / তদর্থক
১৫ Administrator প্রশাসক
১৬ Admit card প্রবেশ পত্র
১৭ Adult education বয়স্ক শিক্ষা
১৮ Adviser উপদেষ্টা
১৯ Affidavit শপথনামা / হলফনামা
২০ Agenda আলোচ্য-সূচি
২১ Agreement চুক্তি / সম্মতি / মতৈক্য
২২ Aid সাহায্য
২৩ Air-conditioned শীতাতপনিয়ন্ত্রিত
২৪ Air-mail বিমান-ডাক
২৫ Allotment বরাদ্দ
২৬ Appendix পরিশিষ্ট
২৭ Article অনুচ্ছেদ
২৮ Articles নিয়মাবলি / ধারা
২৯ Assembly পরিষদ, সভা
৩০ Assembly house সংসদ ভবন
৩১ Auditor হিসাবনিরীক্ষক
৩২ Author লেখক / গ্রন্থকার
৩৩ Autonomous স্বায়ত্তশাসিত
৩৪ Background পটভূমি
৩৫ Bail জামিন
৩৬ Ballot paper ভোটপত্র
৩৭ Bankrupt দেওলিয়া
৩৮ Basic মৌলিক, মৌল
৩৯ Basic pay মূল বেতন
৪০ Bearer বাহক
৪১ Bidder নিলাম ডাকিয়ে
৪২ Bidding নিলাম ডাক
৪৩ Biodata জীবনবৃত্তান্ত
৪৪ Biography জীবনচরিত, জীবনী
৪৫ Book post খোলাডাক
৪৬ Boyscout ব্রতী বালক
৪৭ Brand ছাপ, মার্কা
৪৮ Break of study অধ্যয়ন-বিরতি, শিক্ষা বিরতি
৪৯ Broker দালাল

৫০ Budget আয়ব্যয়ক
৫১ Bureau সংস্থা
৫২ Bureaucracy আমলাতন্ত্র
৫৩ Cabinet মন্ত্রিপরিষদ
৫৪ Cable তার
৫৫ Calendar পঞ্জিকা
৫৬ Calender ইস্ত্রি
৫৭ Campaign প্রচারাভিযান
৫৮ Campus অঙ্গন / ক্যাম্পাস
৫৯ Canon নীতি
৬০ Capital পুঁজি, মূলধন
৬১ Caption শিরোনাম, পরিচিতি
৬২ Carbohydrate শ্বেতসার
৬৩ Carbon di-oxide অঙ্গারাম্লজান
৬৪ Care-taker তত্ত্বাবধায়ক
৬৫ Cargo মালবাহী জাহাজ
৬৬ Cartoon ব্যঙ্গচিত্র
৬৭ Catalogue তালিকা, গ্রন্থতালিকা
৬৮ Census আদমশুমারি
৬৯ Chancellor আচার্য
৭০ Cheque হুণ্ডি
৭১ Civil বেসামরিক
৭২ Civil war গৃহযুদ্ধ
৭৩ Code বিধি, সংকেত
৭৪ Co-education সহ-শিক্ষা
৭৫ Coldstorage হিমাগার
৭৬ Colony উপনিবেশ
৭৭ Compliment সৌজন্য
৭৮ Conduct আচরণ
৭৯ Conference সম্মেলন
৮০ Constitution সংবিধান
৮১ Contemporary সমকালীন
এমন আরো পোস্ট পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন
Join
৮২ Copy প্রতিলিপি
৮৩ Copyright লেখকস্বত্ব
৮৪ Cordon বেষ্টনী
৮৫ Council পরিষদ
৮৬ Crown মুকুট
৮৭ Data উপাত্ত
৮৮ Dbenture ঋণপত্র
৮৯ Deed দলিল
৯০ Deed of gift দানপত্র
৯১ Defence প্রতিরক্ষা
৯২ Democracy গণতন্ত্র
৯৩ Demonstrator প্রদর্শক

৯৪ Deputation প্রেষণ
৯৫ Deputy উপ-প্রতিনিধি
৯৬ Deputy Secretary উপ-সচিব
৯৭ Devaluation অবমূল্যায়ন
৯৮ Diagnosis নিদান / রোগনির্ণয়
৯৯ Diagram নকশা
১০০ Dialect উপভাষা
১০১ Diploma উপাধিপত্র
১০২ Diplomacy কূটনীতি
১০৩ Diplomat কূটনীতিক
১০৪ Donation দান, অনুদান
১০৫ Donor দাতা
১০৬ Dowry যৌতুক
১০৭ Dynamic গতিশীল, গভীর
১০৮ Edition সংস্করণ
১০৯ Editor সম্পাদক
১১০ Editorial সম্পাদকীয়
১১১ Element উপাদান
১১২ Embargo অবরোধ, নিষেধাজ্ঞা
১১৩ Emigration অভিভাসন
১১৪ Engineer প্রকৌশলী
১১৫ Enquiry অনুসন্ধান, তদন্ত
১১৬ Enterprise উদ্যোক্তা
১১৭ Equality সমতা
১১৮ Equation সমীকরণ
১১৯ Exchange বিনিময়
১২০ Excise আবগারিশুল্ক
১২১ Ex-officio পদাধিকার বলে
১২২ Faculty অনুষদ
১২৩ Farm খামার
১২৪ Federal যুক্তরাষ্ট্রীয়
১২৫ Fiction কথাসাহিত্য
১২৬ file নথি
১২৭ final সমাপ্তি
১২৮ Follow-up অনুসরণ করা
১২৯ Forecast পূর্বাভাস
১৩০ Fund তহবিল
১৩১ Fundamental মৌলিক / মৌল / মূল
১৩২ Galaxy ছায়াপথ
১৩৩ Gazette ঘোষণাপত্র
১৩৪ Gazetted ঘোষিত
১৩৫ general manager মহাব্যবস্থাপক
১৩৬ Geology ভূতত্ত্ব
১৩৭ Global বৈশ্বিক
১৩৮ Godown গুদাম
১৩৯ Goods পণ্য, মাল

১৪০ Goodwill সুনাম
১৪১ Govering Body পরিচালনা পর্ষদ
১৪২ graduate স্নাতক
১৪৩ Gratuity আনুতোষিক
১৪৪ Green house সবুজ বলয় / গ্রিন হাউস
১৪৫ Green Room সবুজ বলয়
১৪৬ Green-room সাজঘর
১৪৭ Guide পথপ্রদর্শক
১৪৮ Gunny চট
১৪৯ Hand bill প্রচারপত্র
১৫০ Hand-book তথ্যপুস্তিকা
১৫১ Harbor পোতাশ্রয়
১৫২ Headline শিরোনাম
১৫৩ Home Minstry স্বরাষ্ট্র মন্ত্রণালয়
১৫৪ Hood বোরখা, বোরকা
১৫৫ Hospitality আতিথেয়তা
১৫৬ Hostage জিম্মি
১৫৭ Hostile বৈরী, প্রতিকূল
১৫৮ hydrogen উদযান
১৫৯ Hygiene স্বাস্থ্যবিদ্যা
১৬০ Hypocrisy কপটতা, ভণ্ডামি
১৬১ Immigrant অভিবাসী
১৬২ Index নির্ঘণ্ট, নির্দেশক
১৬৩ Interim অন্তর্বর্তীকালীন
১৬৪ Internal অভ্যন্তরীণ
১৬৫ Interpreter দোভাষী
১৬৬ Interview সাক্ষাৎকার
১৬৭ Investigation অনুসন্ধান
১৬৮ Invisilstor পরিদর্শক
১৬৯ Irrigation সেচ
১৭০ Judge বিচারক
১৭১ Justice বিচারপতি
১৭২ Key note মূল ভাব, মূল সুর
১৭৩ Keyman অপরিহার্য কর্মী
১৭৪ Key-word মূল-শব্দ
১৭৫ Kingdom রাজ্য
১৭৬ Knight বংশীয়
১৭৭ Leap- Year অধি-বর্ষ
১৭৮ Leap-year অধিবর্ষ
১৭৯ Legend কিংবদন্তি
১৮০ Leisure অবকাশ
১৮১ Liability দায়
১৮২ Lien পূর্বস্বত্ব / লিয়েন
১৮৩ Limited সীমিত, সীমাবদ্ধ
১৮৪ Literal আক্ষরিক
১৮৫ Literature সাহিত্য
১৮৬ Lock-up হাজত
১৮৭ manager ব্যবস্থাপক
১৮৮ Manifesto ইশতেহার
১৮৯ Manuscript পাণ্ডুলিপি
১৯০ Mayor মেয়র, পুরকর্তা
১৯১ Memorandum স্মারকলিপি
১৯২ Mercury পারদ
১৯৩ Method প্রণালি
১৯৪ Millennium সহস্রাব্দ
১৯৫ National Assembly জাতীয় পরিষদ
১৯৬ Nationalisation জাতীয়করণ / রাষ্ট্রীয়করণ
১৯৭ Nationality জাতীয়তা
১৯৮ Nitrogen যবক্ষারজান
১৯৯ Note মন্তব্য
২০০ Notice Board বিজ্ঞপ্তি ফলক
২০১ Nursery শিশুমালা / তরুশালা
২০২ Obedient অনুগত, বাধ্য
২০৩ Occupation বৃত্তি / পেশা / দখল
২০৪ Office-bearer কর্মচারী
২০৫ Option ইচ্ছা
২০৬ Optional ঐচ্ছিক
২০৭ Out-post ফাঁড়ি
২০৮ oxygen অম্লজান
২০৯ Para অনুচ্ছেদ
২১০ Parliament সংসদ
২১১ Passport ছাড়পত্র / পাসপোর্ট
২১২ Pay-bill বেতন-বিল / বেতন-পত্র
২১৩ Payee প্রাপক
২১৪ periodical সাময়িকী
২১৫ Philanthropist লোকহিতৈষী
২১৬ Pollution দূষণ
২১৭ post graduate স্নাতকোত্তর
২১৮ Principal অধ্যক্ষ / প্রধান
২১৯ Principle তত্ত্ব / সূত্র / নীতি
২২০ Public সরকারি লোক / জনসাধারণ
২২১ Public works গণপূর্ত
২২২ Publication প্রকাশনা
২২৩ Quarantine সঙ্গরোধ
২২৪ radio বেতার
২২৫ Rank পদমর্যাদা
২২৬ Ratio অনুপাত
২২৭ Regiment সৈন্যদল
২২৮ Registration নিবন্ধন
২২৯ Relation সম্পর্ক
২৩০ Republic প্রজাতন্ত্র
২৩১ Routine রুটিন / নিত্যক্রম
২৩২ Sabotage অন্তর্ঘাত
২৩৩ Salary বেতন
২৩৪ Sanction অনুমোদন / মঞ্জুরি
২৩৫ Scale মাপনী / স্কেল / ক্রম

২৩৬ Secondary মাধ্যমিক
২৩৭ Secretary সচিব
২৩৮ Specialist বিশেষজ্ঞ
২৩৯ Telecommunication টেলিযোগাযোগ
২৪০ Termination অবসান
২৪১ Theory তত্ত্ব / সিদ্ধান্ত / সূত্র
২৪২ training প্রশিক্ষণ
২৪৩ Union সংঘ / ইউনিয়ন; সংযোগ
২৪৪ Up-to-date হালনাগাদ
২৪৫ Urbanization নগরায়ন
২৪৬ Vacation অবকাশ / ছুটি
২৪৭ Valid বৈধ / সিদ্ধ / চালু
২৪৮ Vehicle যান / গাড়ি
২৪৯ Venue স্থান
২৫০ Viva-voce মৌখিক পরীক্ষা
২৫১ Vocation বৃত্তি
২৫২ Walk-out সভাবর্জন / ওয়াক আউট
২৫৩ White paper শ্বেতপত্র
২৫৪ Worship পূজা
২৫৫ Year-Book বর্ষপঞ্জি
#sanowarmathclub
২৫৬ Zone অঞ্চল; বলয় / মণ্ডল

Fullname of International Organization

1. SAARC - South Asian Association for Regional Cooperation

2. BIMSTEC - Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation


OrganizationAbbreviationHeadquartersYear of Establishment
United Nations OrganizationUNONew York (USA)1945
United Nations Children’s’ FundUNICEFNew York (USA)1946
United Nations Conference on Trade and DevelopmentUNCTADGeneva (Switzerland)1964
World Health OrganizationWHOGeneva (Switzerland)1948
International Labor OrganizationILOGeneva (Switzerland)1919
International Committee of the Red CrossICRCGeneva (Switzerland)1863
World Trade OrganizationWTOGeneva (Switzerland)1995
United Nations Educational Scientific and Cultural OrganizationUNESCOParis (France)1945
World Meteorological OrganizationWMOGeneva (Switzerland)1950
World Intellectual Property OrganizationWIPOGeneva (Switzerland)1967
International Organization for StandardizationIOSGeneva (Switzerland)1947
International Atomic Energy AgencyIAEAVienna (Austria)1957
Organization of Petroleum Exporting CountriesOPECVienna (Austria)1960
International Monetary FundIMFWashington DC (USA)1945
World BankWBWashington DC (USA)1945
International Maritime OrganizationIMOLondon (UK)1959
Amnesty InternationalAILondon (UK)1961
International Court of JusticeICJThe Hague (Netherlands)1945
Food and Agricultural OrganizationFAORome (Italy)1945
North Atlantic Treaty OrganizationNATOBrussels (Belgium)1949
International Renewable Energy AgencyIRENAAbu Dhabi (UAE)2009
South Asian Association for Regional CooperationSAARCKathmandu (Nepal)1985
Association of South East Asian NationsASEANJakarta (Indonesia)1967
Asia Pacific Economic CooperationAPECSingapore1989
Organization of Islamic CooperationOICJeddah (Saudi Arabia)1969
Organization for the Prohibition of Chemical WeaponsOPCWThe Hague, (Netherlands)1997
Worldwide Fund for NatureWWFGland, Vaud (Switzerland)1961
World Economic ForumWEFCologny, (Switzerland)1971
International Hydrographic OrganizationIHOMonaco1921
International Cricket CouncilICCDubai, (UAE)1909
International Union for Conservation of NatureIUCNGland, (Switzerland)1948
International Council on Monuments and SitesICOMOSParis, (France)1965
United Nations World Tourism OrganizationUNWTOMadrid, (Spain)1974

সদর দপ্তর

#গুরুত্বপূর্ণ সংস্থাগুলোর সদর দপ্তর দেশ ভিত্তিক: ফ্রি থাকলে পড়ে ফেল

#আমেরিকাঃ
১।জাতিসংঘের সদর দপ্তর= নিউইয়র্ক

২। UNDP এর সদর দপ্তর= নিউইয়র্ক

৩ UNICEF এর সদর দপ্তর= নিউইয়র্কে

৪। ইউএন উইমেন (UN Women) এর সদর দপ্তর=নিউইয়র্ক

৫। AP এর সদর দফতর= নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।

৬। World Bank এর সদর দপ্তর=ওয়াশিংটন ডিসি

৭।IMF এর সদর দপ্তর= ওয়াশিংটন ডিসি

৮!IDA ( Int’l Development Association) এর সদর দপ্তর= ওয়াশিংটন ডিসি . –

#বৃটেনঃ

৯।কমনওয়েলথ এর সদর দফতর=লন্ডন

১০ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে বলা হয় – হোয়াইট হল, লন্ডন

১১। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল-এর সদর দপ্তর= লন্ডন

১২। রয়টার্সের সদর দপ্তর= লন্ডন, ব্রিটেন।. . .

#সুইজারল্যান্ড

১৩।আন্তজার্তিক রেডক্রস এর সদর দপ্তর= জেনেভা।

১৪। ২১। WHO এর সদর দপ্তর=জেনেভা

১৫।WTO এর সদর দপ্তর= জেনেভা।

১৬। WLO এর সদর দপ্তর= জেনেভা

১৭।ILO-এর সদর দফতর= জেনেভা।

১৮।WIPO এর সদর দপ্তর=জেনেভা

১৯ ।UNCTD এর সদর দপ্তর= জেনেভা

২০।ITU (Int’l Telecommunication Union) এর সদর দপ্তর= জেনেভা . .

#বেলজিয়াম

২১।ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর= ব্রাসেলস, বেলজিয়াম

২২। NATO এর সদর দপ্তর= ব্রাসেলস, বেলজিয়াম . .

#অস্ট্রিয়া

২৩। IAEA এর সদর দপ্তর=ভিয়েনা, অস্ট্রিয়া

২৪।OPEC এর সদর দপ্তর= ভিয়েনা,অস্ট্রিয়া

২৫। UNIDO এর সদর দপ্তর=ভিয়েনা,অস্ট্রিয়া . .

#হেগ_নেদারল্যান্ড

২৬।ICJ ( International Court of Justice) এর সদর দপ্তর=হেগ

২৭।OPCW (Organisation for the Prohibition of ChemicalWeapons) এর সদর দপ্তর= হেগ

২৮।আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর= হেগ . .

#ফ্র্যান্স

২৯।ইন্টারপোল সংস্থার সদর দপ্তর= লিও, ফ্র্যান্স

৩০। AFP এর সদর দপ্তর= প্যারিস, ফ্রান্স।

৩১।UNESCO’ এর সদর দপ্তর= প্যারিসে

#ইতালি

৩২। জাতিসংঘের বিশেষ সংস্থা ইফাদ (IFAD) এর সদর দপ্তর= রোম,ইতালি

৩৩।FAO এর সদর দপ্তর=রোম , ইতালি . .

#চীন

৩৪।NDB সদর দপ্তর- সাংহাই , চীন

৩৫।AIIB সদর দপ্তর- বেইজিং, চীন –

৩৬। IRRI-এর সদর দপ্তর= লস ব্যানোস,ফিলিপাইন

৩৭।এশীয় উন্নয়ন ব্যাংকের সদর দফতর=ম্যানিলা,ফিলিপাইন

৩৮।ইসলামী উন্নয়ন ব্যাংকের সদর দফতর= জেদ্দা, সৌদি আরব

৩৯।OIC এর সদর দফতর= জেদ্দা,সৌদি আরব

৪০।BIMSTEC এর সদর দপ্তর= ঢাকা

৪১।‘সিরডাপ’ (CIRDAP) এর সদর দপ্তর =ঢাকা

৪২। সার্কের সদর দপ্তর=নেপাল (কাঠমুন্ডু)

৪৩।D-8 (Developing 8) এর সদর দফতর=ইস্তাম্বুল, তুরস্ক

৪৪।UNU (United Nation University)= টোকিও, জাপান।

৪৫।ফিফার (FIFA) সদর দপ্তর= জুরিখ, সুইজারল্যান্ড

৪৬। আইসিসি এর সদর দপ্তর=দুবাই, (ইউনাইটেড আরব আমিরাত)

৪৭। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালে র সদর দপ্তর=বার্লিন,জার্মানি।

৪৮।PLO এর সদর দপ্তর= রামাল্লা, ফিলিস্তিন

৪৯।NAM এর সদর দপ্তর=সদর দপ্তরবিহীন

৫০।G-8 এর সদর দপ্তর=সদর দপ্তরবিহীন

৫১।G-77সদর দপ্তর=সদর দপ্তরবিহীন
#sanowarmathclub

Wednesday, January 8, 2020

জনক

✪ ফেসবুকের জনক → মার্ক জুকারবার্গ।
✪ মোবাইল ফোনের জনক → মার্টিন কুপার।
✪ কম্পিউটারের জনক → চার্লস ব্যাবেজ।
✪ ই-মেইলের জনক →রেমন্ড স্যামুয়েল টমলিনসন।
✪ ওয়াল্ড ওয়াইড ওয়েবের জনক → টিম বার্নাস-লি।
✪ ক্যামেরা জনক → জর্জ ইস্টম্যান।
✪ ল্যাবটপ জনক → বিল মোগারিজ।
✪ আইফোন জনক →স্টিভ জবস।
✪ ক্যালকুলেটর জনক →বেইসি প্যাসকেল।
✪ ঘড়ির জনক → সি হাইজেন্স।
✪ রেডিও জনক →জি মার্কনি।
✪ চশমা জনক → ডেলা স্পিনা।
✪ HIV জনক → এল. মন্টোগনিয়ার।
✪ কলম জনক → জন লাউড।
✪ রোবট জনক → জর্জ চার্লস ডেভল।
✪ মটরসাইকেল জনক →গটলির ডেলমার।
✪ পিস্তলের জনক→স্যামুয়েল কোল্ট।
✪ হেলিকপ্টার জনক →ইগর সিকরস্কি।
✪ বিদ্যুৎতের জনক→মাইকেল ফ্যারাডে।
✪ রকেট জনক →রবার্ট গডার্ড।
✪ মাইক্রোফোন জনক → আলেকজান্ডার গ্রাহামবেল।
✪ ইলেকট্রন জনক → জন থম্পসন।
✪ জৈব রসায়নের জনক → ফ্রেডারিক উহলার।
✪ আলো সাতটি বর্ণের সমষ্টি " জনক → আইজ্যাক নিউটন।
✪ আলোর গতির জনক →এ মাইকেলসন।
✪ এটম বোমা জনক →অটোহ্যান।
✪ টাচ স্ক্রিন মোবাইল জনক → স্টিভ জবস।
✪ ইন্টারনেট প্রযুক্তি জনক → লিওনারড ক্লেইনরক।
✪ গুগলের জনক →সার্জেই বিন।
✪ টুইটারের জনক → জ্যাক ডোরসেই।
✪ মার্কেটিং জনক →ফিলিপ কোটলার।
✪ ফিনান্সের জনক →এ্যারোরা।
✪ হিসাব বিজ্ঞানের জনক → লুকা প্যাসিওলি।
✪ এনাটমির জনক →আঁদ্রে ভেসালিয়াস।
✪ ATM-এর জনক →জন শেফার্ড ব্যারন।
✪ আধুনিক শিক্ষার জনক → সক্রেটিস।
✪ পারমাণবিক বোমার জনক → ওপেন হেইমার।
✪ বাংলা গদ্যের জনক→ ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর।
✪ পদার্থ বিজ্ঞানের জনক → আইজ্যাক নিউটন।
✪ সমাজ বিজ্ঞানের জনক → অগাষ্ট কোঁৎ।
✪ হিসাব বিজ্ঞানের জনক→লুকাপ্যাসিওলি।
✪ চিকিৎসা বিজ্ঞানের জনক → ইবনে সিনা।
✪ দর্শন শাস্ত্রের জনক → সক্রেটিস।
✪ রসায়ন বিজ্ঞানের জনক → জাবির ইবনে হাইয়ান।
✪ ইতিহাসের জনক → হেরোডোটাস।
✪ বিজ্ঞানের জনক→থ্যালিস।
✪ মেডিসিনের জনক → হিপোক্রটিস।
✪ জ্যামিতির জনক→ইউক্লিড।
✪ বীজ গণিতের জনক →আল খাওয়াজমী।
✪ জীবাণু বিদ্যার জনক → লুইস পাস্তুর।
✪ রাষ্ট্রবিজ্ঞানের জনক → এরিস্টটল।
✪ অর্থনীতির জনক →এডাম স্মিথ।
✪ অংকের জনক →আর্কিমিডিস।
✪ বিবর্তনবাদ তত্ত্বের জনক → চার্লস ডারউইন।
✪ সনেটের জনক→পের্ত্রাক।
✪ ক্যালকুলাসের জনক → আইজ্যাক নিউটন।
✪ বাংলা গদ্যের জনক → ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
✪ বাংলা কবিতার জনক → মাইকেল মধুসুদন দত্ত।
✪ বাংলা উপন্যাসের জনক →বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
✪ ইংরেজী কবিতার জনক →জিউফ্রে চসার।
✪ মনোবিজ্ঞানের জনক → উইলহেম উন্ড।
✪ প্রাণী বিজ্ঞানের জনক →এরিস্টটল।
✪ বাংলা মুক্তক ছন্দের জনক → কাজী নজরুল ইসলাম।
✪ বাংলা চলচিত্রের জনক জনক → হীরালাল সেন।
✪ বাংলা গদ্য ছন্দের জনক → রবীন্দ্রনাথ ঠাকুর।
✪ জীব বিজ্ঞানের জনক → এরিস্টটল।
✪ ভূগোলের জনক →ইরাটস থেনিস।
✪ ইংরেজি নাটকের জনক → শেক্সপিয়র।
✪ সামাজিক বিবর্তনবাদের জনক → হার্বাট স্পেন্সর।
✪ বংশগতি বিদ্যার জনক → গ্রেডার জোহান মেনডেল।
✪ শ্রেণীকরণ বিদ্যার জনক → কারোলাস লিনিয়াস।
✪ শরীর বিদ্যার জনক → উইলিয়াম হার্ভে।
✪ বাংলা নাটকের জনক → দীন বন্ধু মিত্র।
✪ বাংলা সনেটের জনক → মাইকেল মধুসুদন দত্ত।
✪ আধুনিক রসায়নের জনক → জন ডাল্টন।
✪ আধুনিক গণতন্ত্রের জনক → জন লক।
✪ আধুনিক অর্থনীতির জনক → পল স্যমুয়েলসন।
✪ আধুনিক বিজ্ঞানের জনক → রজার বেকন।
✪ আধুনিক বাংলা সাহিত্যের জনক→মাইকেল মধুসূদন দত্ত।
✪ বাংলা গদ্যের জনক→ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
✪ বিরাম চিন্হের জনক →ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
✪ আধুনিক বাংলা চলিত রীতির জনক →প্রমথ চোধুরী।
✪ বাংলা চ্যানেলের জনক→ কাজী হামিদুল হক।
#sanowarmathclub
এই পোস্ট টা পড়ার জন্য ধন্যবাদ

Sunday, January 5, 2020

NU AP preparation 2019

Assistant Programmer--50 Marks

1.a) Integrity rules in db

b) SQL Query: commission greater than 10%

c) remove duplicate data from table

2.a) 172.20.0.0/27 how many subnets and hosts per subnet

b) network topologies with features

3.a) FCFS, SJF and RR (Quantum=1)

b) Turnaround time of FCFS and SJF

4.Short question (2*10=20)

i) ++a vs a++

ii) overloading vs overriding

iii) polymorphism

iv) string variable

V) control structure in programming

vi) stack

vii) debugging

viii) increment and decrement process in c

ix) object in c++

x) data encapsulation


সিলিকন ভ্যালি কোথায় অবস্থিত ?
সিলিকন ভ্যালি (যুক্তরাষ্ট্র) হল ৩০০ বর্গমাইল এলাকা জুড়ে বিস্তৃত একটি জায়গা যা উত্তর ক্যালিফোর্নিয়া তে অবস্থিত। সান্‌ফ্রান্সিস্কো এবং স্যান হোসে এই দুই শহরের মাঝামাঝি এই সিলিকন ভ্যালি। ১৯৯৫ সালের পর সিলিকন ভ্যালি হয়ে উঠে ইন্টারনেট অর্থনীতি এবং উচ্চ প্রযুক্তি সঙ্ক্রান্ত বাণিজ্যিক কেন্দ্র।এখানেই জন্ম লাভ করেছে ইয়াহু!, গুগল, ইবে এর মত বড় ইন্টারনেট ডট কম কোম্পানি গুলো। ২০০০ সালে এখানে গড়ে ওঠা প্রায় ৪০০০ উচ্চ প্রযুক্তি কোম্পানি গুলো প্রায় ২০০ বিলিয়ন ডলারের বাণিজ্য করেছে আর এর সিংহভাগ হচ্ছে তথ্য প্রযুক্তি সম্পর্কিত বিনিয়োগের মাধ্যমে।

গাছের যে প্রাণ আছে, সেই কথাটা সর্বপ্রথম কে আবিষ্কার করেন?
বাঙ্গালী বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু সর্বপ্রথম আবিস্কার করেন যে গাছের ও প্রাণ আছে।

চীন, বাংলাদেশকে স্বীকৃতি দেয় কখন?
৩১ আগস্ট, ১৯৭৫

অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে.?
হোসেন শহীদ সোহরাওয়ার্দী

বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে?
 ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর।

মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র 'Stop Genocide' -এর পরিচালক কে ছিলেন?

জহির রায়হান


পূর্ব-পশ্চিম বিখ্যাত ভারতীয় বাঙালি সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের বাংলা ভাষায় লেখা একটি বৃহৎ উপন্যাস

 চিরস্থায়ী বন্দোবস্ত ১৭৯৩ সালে কর্নওয়ালিস প্রশাসন কর্তৃক ইস্ট ইন্ডিয়া কোম্পানি সরকার ও বাংলার ভূমি মালিকদের

the cruel birth of bangladesh
Archer Blood

মুক্তিযুদ্ধ চলাকালীন বাংলাদেশের অস্থায়ী সরকার বা মুজিবনগর সরকার গঠিত হয় ১৯৭১ খ্রিস্টাব্দের ১০ই এপ্রিল তারিখে।

man is born free and everywhere he is in chains
Rousseau

আগরতলা ষড়যন্ত্র মামলা পাকিস্তান আমলে পূর্ব পাকিস্তানে দায়ের করা একটি রাষ্ট্রদ্রোহের মামলা। পাকিস্তান সরকার আওয়ামী লীগ নেতা শেখ মুজিবুর রহমানসহ ৩৫ জন ব্যক্তির বিরুদ্ধে এই মামলা দায়ের করে।১৯৬৮ সালের
the wealth of nations

Adam smith