Wednesday, September 5, 2018

সাধারণ জ্ঞান ব্যাংকের জন্যে

১ম নারী ব্যালন ডি'অর
-----------------------------------
১ম নারী ব্যালন ডি'অর জিতলেন "অ্যাডা হেগেরবার্গ" (নরওয়ে)। এবারই (২০১৮) প্রথমবারের মতো দেওয়া হয়েছে নারী ফুটবলের ব্যালন ডি’অর। ফুটবলে নারীদের সমান সুযোগ দেওয়ার লক্ষ্যে এই পুরস্কারটি চালু করা হয়েছে।
১.বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি কততম? = ২১ তম
২.বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী কততম.? = ১৪ তম
৩.বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতি
কে এবং কত তম?= সৈয়দ মাহমুদ হোসেন ২২ তম
৪.বর্তমানে বাংলাদেশের নির্বাচন কমিশনার কে এবং কত তম.? =কে এম নুরুল হুদা ১২ তম
৫.বাংলাদেশের বর্তমান স্পিকারের নাম
কি.? = শিরীন শারমিন চৌধুরী , ১০ম সংসদ
৬.বর্তমানে বাংলাদেশের ব্যাংকের গর্ভনর কে, কত তম.? =ফজলে কবির , ১১ তম
৭.বর্তমানে বাংলাদেশের এনবিআর এর
চেয়ারম্যান কে? = মোশাররফ হোসেন ভূঁইয়া
৮.নতুন আইজিপির নাম কি? = মোহাম্মদ জাবেদ পাটোয়ারী
৯.বর্তমানে বাংলাদেশের অর্থ সচিব কে?= মুসলিম চৌধুরী
১০.বর্তমানে ঢাবির উপাচার্য কে? = অধ্যাপক মো. আখতারুজ্জামান ২৮ তম

চাকুরীর পরীক্ষায় বারবার আসে:-
বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন করা হয়.? ২ মার্চ ১৯৭১
বঙ্গবন্ধুকে জাতির জনক ঘোষণা করা হয়.? ৩ মার্চ ১৯৭১ সালে
স্বাধীন বাংলাদেশর বেতার কেন্দ্র স্থাপিত করা হয়.? ২৬ মার্চ ১৯৭১ সালে
ভারত বাংলাদেশ যৌথ বাহিনী গঠিত হয়.? ২১_নভেম্বর_১৯৭১_সালে
মুক্তিযুদ্ধে প্রথম শত্রুমুক্ত হয় যশোর জেলা.? ৭_ডিসেম্বর_১৯৭১_সালে
বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠা লাভ করে.? ১৬_ডিসেম্বর_১৯৭১
অপারেশন জ্যাকপট পরিচালনা করা হয়.? ১৫_আগস্ট_১৯৭১_সালে

উৎস
র্গ
বসন্ত — রবীন্দ্রনাথ ঠাকুর উৎসর্গ করের কাজী নজরুল ইসলামকে।
তাসের দেশ — রবীন্দ্রনাথ ঠাকুর উৎসর্গ করেন নেতাজি সুভাষ চন্দ্রকে।
কালের যাত্রা — রবীন্দ্রনাথ ঠাকুর উৎসর্গ করেন শরৎচন্দ্র চট্টোপ্যাধায়কে।
চার অধ্যায় — রবীন্দ্রনাথ ঠাকুর উৎসর্গ করেন কারাবন্দীদের।
সঞ্চিতা — কাজী নজরুল ইসলাম উৎসর্গ করেন রবীন্দ্রনাথ ঠাকুরকে।
ছায়ানট — কাজী নজরুল ইসলাম উৎসর্গ করেন মুজাফফর আহম্মদকে।
অগ্নিবীণা — কাজী নজরুল ইসলাম উৎসর্গ করেন বারীন ঘোষকে।
চিত্তনামা — কাজী নজরুল ইসলাম উৎসর্গ করেন বাসন্তী দেবীকে।
সর্বহারা — কাজী নজরুল ইসলাম উৎসর্গ করেন বিরজা সুন্দরীকে।
সন্ধ্যা — কাজী নজরুল ইসলাম উৎসর্গ করেন মাদারীপুরের শান্তি সেনা ও বীর সেনাদের

# সাধারণ জ্ঞান (৫০): বাংলাদেশ
নদী ও চর :
1. বাংলাদেশে ছোট বড় নদী রয়েছে - ৭০০ টি
2. পদ্মা নদী ভারতে পরিচিত – গঙ্গা নামে
3. পদ্মা নদীর উৎপত্তিস্থল – হিমালয়ের গাঙ্গোত্রী হিমবাহে
4. গঙ্গা বাংলাদেশে প্রবেশ করে –রাজশাহী জেলা দিয়ে
5. পদ্মা নদী যমুনার সাথে মিলিত হয় – গোয়ালন্দে
6. ব্রক্ষপুত্রের প্রধান ধারা – যমুনা নদী
7. পদ্মা নদী মেঘনার নাথে মিলিত হয় – চাঁদপুরে
8. পদ্মার শাখা নদী সমূহ – ভাগীরথী, হুগলি, মাথাভাঙ্গা, ইছামতি, ভৈরব, কুমার, কপোতাক্ষ, নবগঙ্গা, চিত্রা, মধুমতী, আড়িয়াল খাঁ
9. ব্রক্ষপুত্রের উৎপত্তি – তিব্বতের মানস সরোবর
10. বক্ষপুত্র নদী বাংলাদেশে প্রবেশ করেছে – কুড়িগ্রাম জেলার মধ্য দিয়ে
11. ১৭৮৭ সালের আগে ব্রক্ষপুত্রের প্রধান ধারাটি প্রবাহিত হতো – ময়মনসিংহের মধ্যে দিয়ে উত্তর পশ্চিম থেকে দক্ষিণ পূর্বে
12. ব্রক্ষপুত্র নদের গতি পরিবর্তিত হয় – ১৭৮৭ সালের ভূমিকম্পে
13. যমুনা নদীর শাখা নদী – ধলেশ্বরী
14. ধলেশ্বরী নদীর শাখা নদী – বুড়িগঙ্গা
15. যমুনা নদীর উপনদী সমূহ – ধরলা, তিস্তা, করতোয়া, আত্রাই
16. সুরমা ও কুশিয়ারা নদী মিলনে উৎপত্তি –মেঘনা নদী
17. সুরমা ও কুশিয়ার উৎপত্তি- আসামের বরাক নদী নাগা- মণিপুর অঞ্চলে
18. সুরমা ও কুশিয়ারা নদী বাংলাদেশে প্রবেশ করে – সিলেট জেলা দিয়ে
19. সুরমা ও কুশিয়ারা নদী মিলিত হয় –সুনামগঞ্জের আজমিরিগঞ্জে এবং কালনী নামে দক্ষিণ পশ্চিমে অগ্রসর হয়ে মেঘনা নাম ধারন করে
20. মেঘনা ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয় – ভৈরব বাজারের কাছে
21. বুড়িগঙ্গা, ধলেশ্বরী, ও শীতলক্ষ্যা মেঘনার সাথে মিলিত হয় – মুন্সিগঞ্জে
22. মেঘনার শাখা নদী – মুন, তিতাস, গোমতী, বাউলাই।
23. বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের প্রধান নদী – কর্ণফুলী
24. কর্ণফুলি নদীর উৎপত্তি – লুসাই পাহাড়ে
25. কর্ণফুলির দৈর্ঘ্য – ৩২০ কি.মি
26. কর্ণফুলির প্রধান উপনদী – কাপ্তাই, হালদা, কাসালাং, রাঙখিয়াং
27. বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর – চট্টগ্রাম কর্ণফুলির তীরে অবস্থিত
28. তিস্তা নদীর উৎপত্তি – সিকিমের পার্বত্য অঞ্চল
29. তিস্তা নদী – ভারতের জলপাইগুড়ি ও দার্জিলিং হয়ে ডিমলা অঞ্চল দিয়ে বাংলাদেশে
প্রবেশ করে
30. তিস্তা নদীরর গতিপথ পরিবর্তিত হয় – ১৯৮৭ সালের বন্যায়
31. তিস্তা নদী মিলিত হয় – ব্রক্ষপুত্রের সাথে
32. তিস্তা নদীর দৈর্ঘ্য ও প্রস্থ – ১৭৭ কি.মি ও ৩০০ থেকে ৫৫০ মি.
33. বাংলাদেশের উত্তরাঞ্চলের পানি নিষ্কাশনের প্রধান উৎস – তিস্তা নদী
34. তিস্তা ব্যারেজ প্রকল্পটি নির্মিত হয় –১৯৯৭-৯৮ সালে
35. মংলা বন্দরের দক্ষিণে – পশুর নদী
36. সাঙ্গু নদীর উৎপত্তি – আরাকান পাহাড়ে
37. সাঙ্গু নদী প্রবেশ করেছে – পার্বত্য
চট্টগ্রামের মধ্য দিয়ে
38. সাঙ্গু নদীর দৈর্ঘ্য – ২০৮ কি.মি
39. ফেনী নদীর উৎপত্তি – পার্বত্য ত্রিপুরায়
40. ফেনী নদী বঙ্গোপসাগরের পতিত হয় – সন্দ্বীপের উত্তরে
41. বাংলাদেশ মায়ানমার সীমান্তে অবস্থিত – নাফ নদী
42. নাফ নদীর দৈর্ঘ্য – ৫৬ কি.মি
43. মাতামুহুরী নদীর উৎপত্তি – লামার মাইভার পর্বতে
44. মাতামুহুরী প্রবেশ করে – কক্সবাজারের চকোরিয়ার পশ্চিম পাশ দিয়ে
45. মাতামুহুরী নদীর দৈর্ঘ্য – ১২০ কি.মি
46. ঢাকা – বুড়িগঙ্গার তীরে
47. চট্টগ্রাম – কর্ণফুলির তীরে
48. নারায়ণগঞ্জ – শীতলক্ষ্যার তীরে
49. সিলেট – সুরমা নদীর তীরে
50. কুমিল্লা – গোমতী নদীর তীরে অবস্থিত
51. কর্ণফুলি বহুমুখী পরিকল্পনা থেকে – ৬৪৪ কি.মি নৌ চলাচল করে
52. কর্ণফুলির পানি দিয়ে চাষাবাদ হচ্ছে – ১০ লক্ষ একর জমিতে।
53. ভোলা জেলায় অবস্থিত- চর মানিক, চর জব্বার, চর নিউটন, চর কুকুড়ি মুকড়ি, চর নিজাম, চর জংলী, চর মনপুরা, চর ফয়েজ উদ্দিন।
54. ফেনী জেলায় অবস্থিত- মুহুরীর চর।
55. নোয়াখালী জেলায় অবস্থিত- চর শ্রীজনি, চর শাহাবানী।
56. লক্ষ্মীপুর জেলায় অবস্থিত- চর আলেকজান্ডার, চর গজারিয়অ।
57. চট্টগ্রাম জেলায় অবস্থিত- উড়িরর চর।
58. রাজশাহী জেলায় অবস্থিত- নির্মল চর

বিদেশি শব্দ মনে রাখার টেকনিকঃ--
জাপানি শব্দঃ

জাপানিরা জুডো, কম্ফু, কারাতে খেলে
হারিকেনসহ রিক্সায় করে হাসনাহেনা ফুল
নিয়ে প্যাগোডায় যায়, সুনামির ভয়ে সামপানে চড়ে হারিকিরি করে।
জাপানি শব্দঃ জুডো, কম্ফু, কারাতে,
হারিকেন, রিক্সা, হাসনাহেনা, প্যাগোডা,
সুনামি,সামপান, হারিকিরি।
গুজরাটি শব্দঃ গুজরাটিরা হরতাল এর দিন কোন জয়ন্তী হলে
খদ্দর পরে।
গুজরাটি শব্দঃ হরতাল,জয়ন্তী, খদ্দর।

তুর্কি শব্দ:
এক তুর্কি উজবুক দারোগা তোপের বসে তার কুলি ও চাকরকে মুচলেকা দিয়ে বলল যদি
জঙ্গলে গিয়ে চাকু ও কাচি দিয়ে লাশ
কাটতে পার তবে আমার বাবুর্চি তোমাদের
চকমক কোর্মা রেধে খাওয়াবে।
তুর্কি শব্দঃ উজবুক, দারোগা, তোপ, কুলি, চাকর, মুচলেকা, জঙ্গল, চাকু, কাচি, লাশ,
বাবুর্চি, চকমক, কোর্মা।

ফরাসি শব্দ:
ফরাসি বুর্জোয়ারা আঁতাত করলেও কুপন ছাড়া
ফিরিঙ্গির মত কার্তুজ নিয়ে রেস্তোরা, ক্যাফে ডিপোতে প্রবেশ করে না।
ফরাসি শব্দঃ বুর্জোয়া, আঁতাত, কুপন,
ফিরিঙ্গি, কার্তুজ, রেস্তোরা, ক্যাফে,
ডিপো।

ওলন্দাজ শব্দ: ওলন্দাজরা হরতন রুইতন ইস্কাপন ও টেক্কাদিয়ে
তাসে তুরুপ মারে।
ওলন্দাজ শব্দঃ হরতন, রুইতন, ইস্কাপন, ও
টেক্কা,তাস, তুরুপ।

General Knowledge.
১। বাংলাদেশের বর্তমান মাথাপিছু আয় - ১৭৫২ মার্কিন ডলার
২। বাংলাদেশের বর্তমান জিডিপি প্রবৃদ্ধি হার - ৭.৬৫%
৩। বঙ্গবন্ধু -১ স্যাটেলাইট কবে উৎক্ষেপন হবে? 11 মে, ২০১৮
৪। বাংলাদেশকে কবে উন্নয়ন শীল দেশের ক্যাটাগরির শর্ত পূরণ করে ? ১৬ মার্চ ,২০১৮।
 ৫। ডাক বিভাগের আর্থিক লেনদেনের জন্য চালু টাকার নাম কী ? = ডাকটাকা।
৬।দেশের ১ম ফিশ ওয়ার্ল্ড একুরিয়াম কোথায় ? = কক্সবাজারে।
7। বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের বাসস্থান, শিক্ষা সহায়তা ও অন্যান্য ঝুঁকি মোকাবেলায় ১০ মাসের জন্য জাতিসংঘের নেয়া প্ল্যানের নাম কি? # উঃ- জয়েন্ট রেসপন্স প্ল্যান।
৮.শেখ হাসিনা সেনানিবাস কোথায় অবস্থিত? = লেবুখালী, পটুয়াখালী
৯। পাকিস্তানের পার্লামেন্টের উচ্চ কক্ষে প্রথম হিন্দু দলিত নারী সিনেটর - =কৃষ্ণা কুমারি কোহলি
১০। পাটের তৈরি পলি ব্যাগ / সোনালী ব্যাগ তৈরীর আবিষ্কিরক কে? = ডঃ মুবারক আহমদ খান
11। সম্প্রতি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের ই-ডেটাবেজ তৈরির জন্য কী
নামে পরিচয়পত্র প্রদান করা হবে? # উঃ - ইউনিক স্মার্টকার্ড
১২। দেশের ১২ তম বা সর্বশেষ সিটি কর্পোরেশন কোনটি ? = ময়মনসিংহ
১৩। বাংলা সন কত? = ১৪২৫
১৪। দেশের বর্তমান মুদ্রাস্ফীতির হার কত ? 5.68%
১৫। মুন্সি গন্জে ২ মার্চ উন্মোচন করা ''পতাকা ৭১'' ভাস্কর্যটির ভাস্কর কে?
= রুপম রায়।
১৬।দেশের প্রথম নারী প্রোগ্রামার কে ?= শাহেদা মুস্তাফিজ
১৭।জাতীয় ভোটার দিবস কবে ? =১ মার্চ
১৮।মালদ্বীপের বর্তমান প্রেসিডেন্টের নাম কী ? =Abdulla Yamin.
১৯।পূর্ব গৌতা ও ডুমা শহরটি অবস্থিত কোথায় ? = সিরিয়া।
20) বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্ণরের নাম কী?
 #উঃ- আহমেদ জামাল
২১। কমনওয়েলথ এর বর্তমান সদস্য কত? = ৫৩ ( নতুন গাম্বিয়া )
২২।সম্প্রতি মঙ্গল গ্রহে পৌছানো ''মঙ্গলযান'' প্রেরনকারী দেশের নাম কী ? =ভারত
২৩।বিশ্ব অটিজম দিবস কবে ? = ২রা এপ্রিল
২৪।স্বাধীনতা পদক কত জনকে দেওয়া হয়? = ১৮
২৫।বাংলাদেশের কোনটিকে ২০১৮ সালের product of the year ঘোষণা করা হয়? =ওষুধ
২৬.কাঁকন বিবি কখন মৃত্যু বরণ করেন? =২১ মার্চ ২০১৮।
২৭।কাঁকন বিবি কে কোন সালে "বীর প্রতীক" উপাধি দেয়া হয়? উঃ১৯৯৭.
২৮।কাঁকনবিবি কোন সম্প্রদায়ের ছিলেন? উঃখাঁসিয়া।
২৯। ৯০ তম আস্কারে সেরা অভিনেএীর পুরষ্কার কে পান? উঃFrances McDormand
30। স্টিফেন হকিং মারা যান কবে, কত বছর বয়সে? # ১৪মার্চ , ২০১৮। (৭৬ বছর)
31। নেপালে বিদ্ধস্ত বিমানটি কোন মডেলের, বিমানের কোড নম্বর কত?
# US Bangla Airline, মডেলঃ- ড্যাশ ৮- কিউ-৪০০ (কোড নাম্বারঃ-এস-২ এজিইউ), ফ্লাইট নাম্বার-২১১
32। সর্বশেষ ওয়ানডে স্ট্যাটাস প্রাপ্ত দেশের নাম কি? # নেপাল
33। সুখি দেশের তালিকায় বাংলাদেশ কততম? # ১১৫তম
34। দক্ষিণ আফ্রিকার নতুন প্রেসিডেন্টের নাম কী? # সিরিল রামাফোসা
35। ২০১৮ সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন কতজন? # ১৮জন
36। শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি? # সোমালিয়া
37। আগামী কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হবে কোথায়? # গোলকোষ্ট , অস্ট্রেলিয়া
38। স্টিফেন হকিং কোন রোগে আক্রান্ত
ছিলেন? # Motor Neurone
39। বর্তমান প্রধান বিচারপতি কে এবং কত তম? # সৈয়দ মাহমুদ হাসান, ২২ তম।
40। আন্তর্জাতিক ক্রিকেটের সর্বকনিষ্ঠ অধিনায়ক কে হলেন? # রাশিদ খান (আফগানিস্তান)
41। প্রথম কোন শহর শীতকালীন ও গরমকালীন
অলিম্পিক আয়োজন করবে? # বেজিং
42। সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প কোন জিনিসকে ব্যান করলেন?
# bumb-stock devices
43। সম্প্রতি কোন মুসলিম দেশ মহিলাদের
মিলিটারিতে নিয়োগের সম্মতি দিলো? # সৌদি আরব
44। চতুর্থ প্রজন্মের (ফোর-জি) টেলিযোগাযোগ সেবা চালু হয় কবে # ১৯ফেব্রুয়ারি (২০১৮)
45। সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ - # নিউজিল্যান্ড
46। অস্ট্রেলিয়ার প্রথম নারী প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে?
# সুসান কাইফেল
47। দেশের ইতিহাসের সর্বনিম্ন তাপমাত্রা #২.৬ ডিগ্রী,পঞ্চগড়ের তেঁতুলিয়ায়।
48। বাংলাদেশের কোনটিকে ২০১৮ সালের product of the year ঘোষণা করা হয়? # ওষুধ
49। বাংলাদেশ পুলিশের নতুন আইজিপির নাম কি? # ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। তিনি
দেশের ২৯তম আইজিপি।
50। বাংলাদেশের সর্বোচ্চ ওয়াচ টাওয়ারের
নাম কি? # জ্যাকব টাওয়ার, এর উচ্চতা ২২৫ ফুট। এটি ভোলা জেলার চরফ্যাশনে অবস্থিত।
51। বাংলাদেশের প্রথম ছয় লেনের ফ্লাইওভার কোথায় অবস্থিত? # ফেনীর মহিপালে। এর মুল দৈর্ঘ্য ৬৯০ মিটার। উদ্বোধন করা হয় ৪ জানুয়ারি ২০১৮।
52। বিশ্বের সর্বশেষ প্রচলিত মুদ্রার নাম কি?
# South Sdanese Pound(SSP)।
53। বর্তমানে জাতিসংঘ কর্তৃক স্বীকৃত প্রচলিত মুদ্রার সংখ্যা : # ১৮০টি।
54। বিশ্বের বৃহত্তম উভচর উড়োজাহাজ,এটি চীনের তৈরি। তার নাম কি? # AG600
55। 2022 সালের শীতকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে? # বেজিং, চীন
56। বর্তমানে বাংলাদেশের মন্ত্রিসভায় টেকনোক্র্যাট মন্ত্রী কতজন? # ৪জন
57। মহাগ্রন্থ আল কুরআনের আদলে দেশের প্রথম কুরআন ভাস্কর্য কোথায় তৈরি করা হয়?
# কসবা,ব্রাহ্মণবাড়িয়া। ভাস্কর্যটির উচ্চতা ১৬ ফুট এবং প্রস্থ ৮ ফুট। ঢাবির কামরুল হাসান
শিপন এটির ডিজাইন করেন।
58। SpaceX এর প্রতিষ্ঠাতার নাম কি? # এলন মাস্ক
59। ২০১৮ বিশ্ব ধর্ম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হলো? # বিহার
60। বাংলাদেশে কোন তারিখে প্রথম মুদ্রার
প্রচলন হয়? # ৪মার্চ, ১৯৭২
61। বাংলাদেশের Smart Card কোন দেশে তৈরি হয়? # ফ্রান্স
62। বিশ্বের প্রথম জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছিলো # মিসরের আলেকজান্দ্রিয়াতে
63। বর্তমান অর্থ সচিব- # মোহাম্মদ মুসলিম চৌধুরী
64)বাংলাদেশের বর্তমান FIFA Ranking? উঃ১৯৭।
65)পৃথিবীর সবচেয়ে সুখী দেশ কোনটি এবং বাংলাদেশের অবস্থান কতো?
উঃফিনল্যান্ড(বাংলাদেশ-১১৫)।
66) World's biggest flag unveils by? উঃবলিভিয়া।
67) International Earth Hour was observed on? উঃ২৪ মার্চ ২০১৮
68)স্টিফেন হকিন্স কত বছর বয়সে 'মটর নিউরন' রোগে আক্রান্ত হন? উঃ ২১ বছর।
# সাম্প্রতিক_প্রশ্ন
# বাংলাদেশ_ব্যাংক এ # অফিসার_পদের_প্রস্তুতির_জন্যঃ
69)সম্প্রতি আলোচিত " তুমব্রু " সীমান্তবর্তী অঞ্চলটি কোথায় অবস্থিত?
#উঃ- বান্দরবানের নাইক্ষ্যংছড়ি
70)সিডিপির তথ্যানুসারে ২০১৭ সালের অর্থনৈতিক ভঙ্গুরতা সূচকে বাংলাদেশ কত
পয়েন্ট পেয়েছে? #উঃ- ২৪.৯ পয়েন্ট
71)দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের নির্বাচিত নতুন পরিচালকের নাম কি?
#উঃ- মিনহাজ মান্নান
72)বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাসম্পন্ন আয়োজন কান চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছে
বাংলাদেশের কোন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র? #উঃ- মেঘে ঢাকা
73) প্রথমবারের মতো বাংলাদেশের যে কিশোরী ' বাংলা চ্যানেল ' জয় করেন- #উঃ- মিতু আখতার
74) জাতিসংঘের সাধারন অধিবেশনে আনুষ্ঠানিকভাবে উন্নয়নশীল দেশ হিসেবে
বাংলাদেশের স্বীকৃতি মিলবে কত সালে? #উঃ- ২০২৪
75)সম্প্রতি দেশে প্রথমবারের মতো চালু হওয়া 'বাংলাদেশের পেপাল সেবা ' হিসেবে
পরিচিত ব্যাংকের বাইরে ব্যাংকের অর্থ লেনদেন ব্যবস্থার নাম কি? #উঃ- আইপে।

# আপডেট_তথ্য
76)UNESCO -র তত্ত্বাবধানে বাংলা ভাষাকে
"Sweetest language in the World" হিসেবে
নির্বাচিত করা হয়েছে। স্প্যানিশ ও ডাচ যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয়।
*******************************************************
১। পাহাড়ী কন্যা বলা হয় কোন জেলাকে? উঃ বান্দরবনকে।
২। বাংলাদেশের একমাত্র পাহাড়ী দ্বীপ — মহেশখালী, কক্সবাজার ।
৩। কোন জেলাকে হিমালয়ের কন্যা বলা হয়? উঃ পঞ্চগড়কে।
৪। 'সূর্য কন্যা' বলা হয় কোন সমুদ্র সৈকতকে? উঃ কুয়াকাটাকে।
৫। 'পৃথিবীর ফুসফুস' বলা হয় কাকে? উঃ আমাজনকে।
৬। বাংলাদেশের পর্যটন রাজধানী বলা হয় কাকে? উঃ কক্সবাজার।
৭। কোন জাতীয় গাছ সবচেয়ে বেশি বৃদ্ধি পায়?
উঃ বাঁশ জাতীয় গাছ ।
৮। বাংলাদেশের কোন বিভাগে সবচেয়ে বন আছে? উঃ চট্টগ্রামে।
৯। বাংলাদেশ রেলওয়ে সর্ববৃহৎ কারখানা — সৈয়দপুরে অবস্থিত ।
১০। দেশের প্রথম ঔষুধ পার্ক — গজারিয়াতে ।
১১। ক্রিকেটে বাংলাদেশ টেস্ট মর্যাদা পায় — ২০০০ সালে ।
১২। সোমপুর বিহার নির্মাণ করেন — ধর্মপাল ।
১৩। বাংলার রাজধানী হিসেবে সোনারগাঁও প্রতিষ্ঠিত হয় — ঈশা খান ।
১৪। দ্বৈতশাসন ব্যাবস্থার অবসান করেন — ১৭৭২ সালে ।
১৫। পূর্ববাংলার নাম ‘পূর্ব পাকিস্তান ‘করা হয় — ২৩ শে মার্চ ১৯৫৬ সালে
১৬। বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের কবর — চাঁপাইনবাবগঞ্জ জেলায় অবস্থিত
১৭। আয়তনে দেশের বৃহত্তম বিভাগ — চট্রগ্রাম ।
১৮। বেরুবাড়ী বাংলাদেশের পঞ্চগড় জেলায় অবস্থিত ।
১৯। জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় — ১৯৯২ সালে ।
২০। ভারতে কাগজের মুদ্রা চালু করেন — লর্ড ক্যানিং ।
২১। জাতীয় প্রতীকের ডিজাইনার — কামরুল হাসান ।
২২। দীর্ঘ ,প্রস্থ এবং গভীরতায় দেশের বৃহত্তম নদী — মেঘনা ।
২৩। তামাবিল অবস্থিত — সিলেটে
২৪। 'কম্পিউটারের পূর্বপুরুষ' বলা হয় কাকে? উঃ আবাকাস নামক গণনাকারী যন্ত্রকে।
২৫। কৃষি উন্নয়নে ‘ রাষ্টপতি পুরষ্কার ‘ পদক প্রদান শুরু হয়— ১৯৭৩ সালে ।
২৬। চিংড়ি গবেষনা কেন্দ্র অবস্থিত — বাগেরহাটে ।
 ২৭। হরিপুর তেলক্ষেত্র আবিষ্কৃত হয় — ১৯৮৫ সালে ।
২৮। আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি ‘এই গানটির সুরকার — আলতাফ মাহমুদ
২৯। জাতীয় পতাকার মাপ — ১০:৬ ।
৩০। তিস্তা বাধ বাংলাদেশের যে জেলায় অবস্থিত — লালমনিরহাট ।
৩১। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী — তাজউদ্দিন আহমেদ ।
৩২। দিনাজপুরের বড় পুকুরিয়া খনি যে কারনে বিখ্যাত — প্রথম কয়লা চালিতবিদ্যুতকেন্দ্র।

-----------------------------------------------------------------------
১। বাংলাদেশের একমাত্র পাহাড়ী দ্বীপ মহেশখালীর আয়তন – ৩৬২.১৮ বর্গ কি.মি.
২। বাংলাদেশে প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণ – ৯৫-৯৯%
৩। সাঙ্গু গ্যাসক্ষেত্রটি যে জেলায় অবস্থিত – চট্টগ্রাম
৪। বাংলাদেশ ও বঙ্গবন্ধু গ্রন্থটির লেখক – মোনায়েম সরকার
৫। সাতছড়ি জাতীয় উদ্যান যে জেলায় অবস্থিত – হবিগঞ্জ
৬। জ্ঞান হল – প্রমাণ সমর্থিত সত্য বিশ্বাস
৭। ১৯৬৬ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রদত্ত ছয়দফা সংক্রান্ত পুস্তিকাটির নাম – ছয়দফা: আমাদের বাঁচার দাবি
৮। আগরতলা মামলা প্রত্যাহার করা হয় – ২২ ফ্রেব্রুয়ারি, ১৯৬৯ সালে
৯। অস্কার পুরস্কারের অপর নাম – একাডেমি পুরস্কার
১০। এনটোমোলজি যে বিষয়ের অধ্যয়ন – পোকা
১১। জাগ্রত চৌরাঙ্গি ভাষ্কর্যের স্থপতি – আব্দুর রাজ্জাক
১২। আবু গারিব যে দেশের কারাগার – ইরাক
১৩। মালদ্বীপ যে মহাসাগরে অবস্থিত – ভারত মহাসাগরে
১৪। আন্তর্জাতিক আদালতের বিচারক সংখ্যা – ১৫ জন
১৫। পৃথিবীর দীর্ঘতম সুড়ঙ্গ যে দেশে অবস্থিত – সুইজারল্যান্ডে
১৬। সমুদ্র আইন অনুসারে রাষ্ট্রীয় সমুদ্রসীমা – ১২ নটিক্যাল মাইল
১৭। আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালিত হয় – ২৬ জুন
১৮। পরিবেশের সাথে খাপ খাইয়ে চলাকে বলে – অভিযোজন
১৯। মতামত প্রকাশের অধিকার যে ধরনের অধিকার – সামাজিক অধিকার
২০। স্নায়ুকোষের অপর নাম – নিউরোন
২১। গন্ডোয়ানাল্যান্ড যে স্থানের পুরাতন নাম – দিনাজপুর
২২। কর আদায় এর কাজ যে মন্ত্রণালয়ের অধীন – অর্থ মন্ত্রণালয়
২৩। বাংলাদেশে ভ্যাট চালু হয় – ১ জুলাই, ১৯৯১ সালে
২৪। ‘রায়বেঁশে নৃত্য’ শিল্পকর্মটি যার – কামরুল হাসান
২৫। তত্ত্বাবধায়ক সরকারের অধীন বাংলাদেশে সর্বপ্রথম নির্বাচন হয় – ১৯৯১ সালে
২৬। সুর সম্রাট ওস্তাদ আঁলাউদ্দীন যে জেলায় জন্মগ্রহন করেন – ব্রাক্ষণবাড়িয়া
২৭। রাইন নদী যে দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে – নেদারল্যান্ডস
২৮। যে দেশে কোন নদী নাই – ভ্যাটিক্যান
২৯। ভূ-আকৃতি বিদ্যার জনক – টলেমি
৩০। ওয়াল স্ট্রিট যে স্থানে অবস্থিত – নিউইয়র্কে
৩১। আবেস্তা – পারসিক ধর্ম
৩২। যে স্থানে ফারসি ভাষা ও সাহিত্যের উৎপত্তি ও বিকাশ ঘটে – ইরানে
৩৩। জৈনধর্মের প্রধান ও সর্বাধিক পরিচিত বৈশিষ্ট্য – অহিংসা
৩৪। “ধর্মনিরপেক্ষতা বা সেকুলারিজম” শব্দটি প্রথম ব্যবহার করেন – ১৮৫১ সালে ব্রিটিশ লেখক জর্জ জ্যাকব

৩৫। ''Diplomacy" বা কূটনীতি শব্দটি যে ভাষা হতে সৃষ্টি হয়েছে – গ্রীক

------------------------------------------------------------------------




No comments:

Post a Comment