১। সবচেয়ে বড় রাষ্ট্র ---?
* রাশিয়া
২। সবচেয়ে ছোট রাষ্ট্র ---?
* ভ্যাটিকান
৩। পৃথিবীতে মহাদেশ কয়টি?
* ৭টি
৪। পৃথিবীতে বৃহত্তম মহাদেশ কোনটি?
* এশিয়া
৫। আয়তনের দিক থেকে বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম মহাদেশ কোনটি?
* অস্ট্রেলিয়া
৬। এশিয়ার সবচেয়ে বড় রাষ্ট্র ---?
* চীন
৭। এশিয়ার সবচেয়ে ছোটো রাষ্ট্র---?
* মালদ্বীপ
৮। আয়তনে পৃথিবীর ৩য় রাষ্ট্র ---?
* মার্কিন যুক্তরাষ্ট্র
৯। এশিয়াতে দেশের সংখ্যা ----?
* ৪৪টি
১০। ভুটানের রাজধানী---?
* থিম্পু
১১। কম্বোডিয়ার রাজধানী---?
* নমপেন
১২। মালয়শিয়ার রাজধানী---?
* কুয়ালালামপুর
১৩। আলমা-আটা কোন দেশের রাজধানী?
* কাজাখিস্তান
১৪। তাজিকিস্তান এর রাজধানী---?
* দুশানবে
১৫। কিরগিজস্তানের রাজধানীর নাম---?
* বিশকেক
১৬। মঙ্গোলিয়ার রাজধানীর নাম কি?
* উলানবাটোর
১৭। দোহা কোন দেশের রাজধানী?
* কাতার
১৮। কতগুলো রাষ্ট্র নিয়ে মধ্যপ্রাচ্য গঠিত?
* ১৮টি
১৯। জাপানের সবচেয়ে বড় দ্বীপ ---?
* হনসু
২০। লোক সংখ্যানুসারে পৃথিবীর সবচেয়ে বড় শহর কোনটি?
* টৌকিও
২১। জাপানের পুরাতন নাম কি?
* নিপ্পন
২২। কোন দেশের সংবিধানকে 'শান্তির সংবিধান' বলা হয়?
* জাপান
২৩। রেড আর্মি কোন দেশের গেরিলা সংগঠন?
* জাপান
২৪। জাপানের আইনসভার নাম কি?
* ডায়েট
২৫। জাপানের জাতীয় প্রতীক ---?
* ক্রিয়েশেনথিয়াম মরিফোলিয়াম
২৬। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোরিয়া কোন দেশের অধীনে ছিলো?
* জাপান
২৭। কোন সংকটকে কেন্দ্র করে ১৯৫০সালে 'শান্তির জন্য ঐক্য প্রস্তাব' জাতিসংঘের মাধ্যমে পেশ করা হয়?
* কোরিয়া সংকট
২৮। উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার সীমারেখা কোনটি?
* ৩৮ ডিগ্রী অক্ষরেখা
২৯। পানমুনজাম কি?
* দুই কোরিয়ার মধ্যে একটি শান্তির গ্রাম
৩০। উত্তর কোরিয়ার পার্লামেন্ট এর নাম কি?
* সুপ্রিম পিপলস অ্যাসেম্বলি
৩১। 'ব্লু হাউজ' কি?
* দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতির বাসভবন
No comments:
Post a Comment