টেকনিক :1
বাংলাদেশে সর্বমোট নিরক্ষর মুক্ত
জেলা-৭টি।
প্রথম নিরক্ষর মুক্ত জেলা-মাগুরা।
সিরাজ চুমা লাগা
১। সি - সিরাজগন্জ
২। রা - রাজশাহী
৩। জ - জয়পুরহাট
৪। চু - চুয়াডাঙ্গা
৫। মা - মাগুরা (১ম)
৬। লা - লালমনিরহাট
৭। গা - গাইবান্ধা
♪টেকনিক :2
sin, cos, tan এর মাঝে গোলযোগ পাকিয়ে
যায়।
টেকনিক:
সাগরে লবণ আছে ;sin = লম্ব/অতিভুজ
কবরে ভূত আছে ; cos= ভূমি/অতিভুজ
ট্যারা লম্বা ভূত ; tan= লম্ব/ ভূমি
♪টেকনিক : 3
মুঘল সম্রাটদের ক্রম :
টেকনিক : বাবার হয়েছিল একবার জ্বর সাড়িল,
ঔষধে
বাবার = বাবর।
হয়েছিল =হুমায়ুন।
একবার = আকবর।
জ্বর = জাহাঙ্গীর।
সাড়িল = শাহাজাহান।
ঔষধ = আওরঙ্গজেব।
♪ টেকনিক : 4
বিজ্ঞানীদের মধ্যে কার পরে কে এসেছে?
প্লেটো/সক্রেটিস/এরিস্টটল নাকি
আলেকজান্ডার?
টেকনিকঃ
শালার পোলা আইসক্রি ওআলা
শালার = সক্রেটিস
পোলা = প্লেটো
আইসক্রিম = আরিস্টোটল
ওআলা= আলেকজান্ডার
♪ টেকনিক :5
ভারতের ছিটমহল গুলো (১১১) বাংলদেশের যে
সকল জেলায় অবস্থিত :
টেকনিক : কুলাপনী
কু --- কুড়িগ্রাম (১২টি)
লা --- লালমনিরহাট (৫৯টি)
প --- পঞ্চগড় (৩৬টি)
নী --- নীলফামারী (৪টি)
♪ টেকনিক : 6D-8
(Developing Eight)-এর সদস্য:
বাপ মা নাই তুমিই সব
বা= বাংলাদেশ
প=পাকিস্তান
মা= মালয়েশিয়া
না= নাইজেরিয়া
ই= ইরান
তু= তুরস্ক
মি= মিশর
ই= ইন্দোনেশিয়া
♪ টেকনিক :৭
মৌলিক রঙ মনে রাখার কৌশল: আসল
আ = আসমানী (নীল)
স = সবুজ
ল = লা
অারো বেশি টেকনিক পেতে পেজে লাইক দিন এবং পোস্ট গুলি শেয়ার করে সবার মাঝে ছরিয়ে দিন।
--------------------------------------------------------
বাংলাদেশে সর্বমোট নিরক্ষর মুক্ত
জেলা-৭টি।
প্রথম নিরক্ষর মুক্ত জেলা-মাগুরা।
সিরাজ চুমা লাগা
১। সি - সিরাজগন্জ
২। রা - রাজশাহী
৩। জ - জয়পুরহাট
৪। চু - চুয়াডাঙ্গা
৫। মা - মাগুরা (১ম)
৬। লা - লালমনিরহাট
৭। গা - গাইবান্ধা
♪টেকনিক :2
sin, cos, tan এর মাঝে গোলযোগ পাকিয়ে
যায়।
টেকনিক:
সাগরে লবণ আছে ;sin = লম্ব/অতিভুজ
কবরে ভূত আছে ; cos= ভূমি/অতিভুজ
ট্যারা লম্বা ভূত ; tan= লম্ব/ ভূমি
♪টেকনিক : 3
মুঘল সম্রাটদের ক্রম :
টেকনিক : বাবার হয়েছিল একবার জ্বর সাড়িল,
ঔষধে
বাবার = বাবর।
হয়েছিল =হুমায়ুন।
একবার = আকবর।
জ্বর = জাহাঙ্গীর।
সাড়িল = শাহাজাহান।
ঔষধ = আওরঙ্গজেব।
♪ টেকনিক : 4
বিজ্ঞানীদের মধ্যে কার পরে কে এসেছে?
প্লেটো/সক্রেটিস/এরিস্টটল নাকি
আলেকজান্ডার?
টেকনিকঃ
শালার পোলা আইসক্রি ওআলা
শালার = সক্রেটিস
পোলা = প্লেটো
আইসক্রিম = আরিস্টোটল
ওআলা= আলেকজান্ডার
♪ টেকনিক :5
ভারতের ছিটমহল গুলো (১১১) বাংলদেশের যে
সকল জেলায় অবস্থিত :
টেকনিক : কুলাপনী
কু --- কুড়িগ্রাম (১২টি)
লা --- লালমনিরহাট (৫৯টি)
প --- পঞ্চগড় (৩৬টি)
নী --- নীলফামারী (৪টি)
♪ টেকনিক : 6D-8
(Developing Eight)-এর সদস্য:
বাপ মা নাই তুমিই সব
বা= বাংলাদেশ
প=পাকিস্তান
মা= মালয়েশিয়া
না= নাইজেরিয়া
ই= ইরান
তু= তুরস্ক
মি= মিশর
ই= ইন্দোনেশিয়া
♪ টেকনিক :৭
মৌলিক রঙ মনে রাখার কৌশল: আসল
আ = আসমানী (নীল)
স = সবুজ
ল = লা
অারো বেশি টেকনিক পেতে পেজে লাইক দিন এবং পোস্ট গুলি শেয়ার করে সবার মাঝে ছরিয়ে দিন।
--------------------------------------------------------
বিভিন্ন দেশের মুদ্রা মনে রাখার টেকনিক-
যে দেশের মুদ্রার নাম “পাউন্ড”
টেকনিক :- যুক্তরাজ্যে সিসা মিলে।
যুক্তরাজ্য- যুক্তরাজ্য
সি- সিরিয়া
সা- সাইপ্রাস
মি- মিশর
লে- লেবানন
যে দেশের মুদ্রার নাম “শিলিং”
#টেকনিক:- সোমবারে কেউ তাস খেলো?
সোম- সোমালিয়া
কে- কেনিয়া
উ- উগান্ডা
তাস- তাঞ্জানিয়া
যে দেশের মুদ্রার নাম “ক্রোনার”
#টেকনিক:- নর-নারি আইছে সুইডেন হয়ে ডেনমার্কে।
নর- নরওয়ে
আইছে- আইসল্যান্ড
সুইডেন- সুইডেন
ডেনমার্ক- ডেনমার্ক
যে দেশের মুদ্রার নাম “লিরা”
#টেকনিক:- তোর বেটি??
তোর- তুরস্ক
বেটি- ভ্যাটিকান
যে দেশগুলার মুদ্রার নাম “দিনার”
#টেকনিক:-আকুতি, বাহ!!!
আ- আলজেরিয়া
কু- কুয়েত
তি- তিউনিশিয়া
বাহ- বাহরাইন
---------------------------------------------------------
নদী সম্পর্রকীত টেকনিক
**পদ্মা নদীর পুর্বনাম:- কীর্তীনাশা।
**যমুনা নদীর পুর্বনাম:- জোনাই নদী।
**বুড়িগঙ্গা নদীর পুর্বনাম:- দোলাই নদী।
**
ব্রক্ষ্মপুত্র নদীর পুর্বনাম:- লৌহিত্য।
টেকনিকঃ (১)
#পদ্মার # কীর্তি দেখে #যমুনাবিবির কন্যা #জোনাকিকে # বুড়ি
হওয়ার পুর্বেই #ধোলাইখালের # ব্রাহ্মণ
পুত্র #
লোহিতের নিকট
সপে দিল।
#টেকনিক(০২):-
তিস্তা সিকিম থেকে #লাল ,
#নীল, #রং
হয়ে বাংলাদেশে এসেছে।
অথাৎ, তিস্তা নদী
সিকিমের পার্বত অঞ্চল হয়ে #লালমনিরহাট ,
#নীলফামারী ,
#রাংপুর অঞ্চল হয়ে বাংলাদেশে এসেছে।
টেকনিক(০৩):-
ব্রক্ষ্মপুত্র হিমালয়ে জন্ম নিয়ে #কুড়ি বছর
বয়সে বাংলাদেশে এসেছে।
অথাৎ, ব্রক্ষ্মপুত্র
নদ হিমালয় থেকে ঊৎপত্তি হয়ে #কুঁড়িগ্রাম
জেলা দিয়ে বাংলাদেশে এসেছে।
-------------------------------------------------
#বাংলা সাহিত্য নিয়ে বিশেষ আয়োজনে
প্রশ্নঃ.কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয়
দিয়েছেন ?
উত্তরঃ ভুসুকুপা
প্রশ্নঃ .জীবনানন্দ দাশের প্রবন্ধগ্রন্থ কোনটি ?
উত্তরঃ কবিতার কথা
প্রশ্নঃ .নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা কোনটি ?
উত্তরঃ ধূমকেতু
প্রশ্নঃ.বাংলা কথ্যভাষার আদি গ্রন্থ কোনটি?
উত্তরঃ কৃপার শাস্ত্রের অর্থভেদ
প্রশ্নঃ .বিদ্যাপতি কোথাকার কবি ছিলেন ?
উত্তরঃ মিথিলার
প্রশ্নঃ .রবীন্দ্রনাথের\’সোনার তরী\’কবিতা কোন ছন্দে
রচিত ?
উত্তরঃ মাএাবৃও
প্রশ্নঃ .‘শ্রীকৃষ্ণকীর্তনের’ রচয়িতা কে?
উত্তরঃবডু চণ্ডিদাস
প্রশ্নঃ \’আধ্যাত্মিক\’উপন্যাসের লেখক কে?
উত্তরঃপ্যারীচাঁদ মিএ
প্রশ্নঃ: \’আরণ্যক\’ উপন্যাসটি লিখেছেন_
উত্তরঃ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
প্রশ্নঃ \’কেন পান্থ হও
ক্ষান্ত হেরি দীর্ঘ পথ?\’ কার লেখা?
উত্তরঃ কৃষ্ণ চন্দ্র মজুমদার
প্রশ্নঃ \’ঠাকুরমার ঝুলি\’কী জাতীয় রচনার সংকলন ?
উত্তরঃ রুপকথা
প্রশ্নঃ\’পাহাড়তলী\’গ্রামে জন্মগ্রহণ করেন
উত্তরঃ উপরের কোনটি সঠিক নয়
প্রশ্নঃ \’বনফুল\’ কার ছদ্মনাম ?
উত্তরঃবলাইচাঁদ মুখোপাধ্যায়
প্রশ্নঃ \’ভানুসিংহ
ঠাকুরের পদাবলী\’-এর রচয়িতা কে ?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
প্রশ্নঃ \’সাত সাগরের
মাঝি\’
কাব্যগ্রন্থের রচয়িতা কে ?
উত্তরঃ ফররুখ আহমদ
প্রশ্নঃ stakeholder- এর বাংলা পরিভাষা কি?
উত্তরঃ অংশীজন
প্রশ্নঃ The Origin and Development of Bengali Language
গ্রন্থটি রচনা করেন?
উত্তরঃ ড. সুনীতি কুমার চট্টোপাধ্যায়
প্রশ্নঃ «ডেকেছে কি সে
আমারে?শুনি নাই,রাখিনি
সন্ধান।
“——
চরণটি কোন কবিতার?
উত্তরঃ তাহারেই পড়ে মনে
প্রশ্নঃ অগ্নিবাণী কাব্যের প্রথম কবিতা কোনটি
উত্তরঃ প্রলয়োল্লাস
প্রশ্নঃ অতুল প্রসাদ সেন- কোন সালে মারা যান?
উত্তরঃ 1934
প্রশ্নঃ অদ্বৈত মল্লবর্মণ কোন বংশে জন্মগ্রহন করেন?
উত্তরঃ মালো
প্রশ্নঃ অধ্যাপক আহমদ শরীফের মৃত্যু সন কোনটি?
উত্তরঃ ১৯৯৯
প্রশ্নঃ অনল প্রবাহ রচনা করেন
উত্তরঃ সৈয়দ ইসমাইল সিরাজি
প্রশ্নঃ অনেক আকাশ -কার রচনা?
উত্তরঃ সৈয়দ আলী আহসান
প্রশ্নঃ অন্ধকারটা সপ্ন ,অলীক। আলোটাই সত্য আলোটাই
স্থায়ী।- কার উক্তি?
উত্তরঃ জোহরা
প্রশ্নঃ অপু, মার্টিনোর কোন বইয়ের পৃষ্ঠায় নীল পেন্সিরের
লাঙল চালিয়েছিল?
উত্তরঃ চরিত্রতত্ত্ব
প্রশ্নঃঅভাগা যদ্যাপি যায় সাগর শুকায়ে যায় “এটা কার
উক্তি?
উত্তরঃ মুকুন্দরাম
প্রশ্নঃ অমিয় চক্রবর্তী কার সান্নিধ্যে বেশি ছিলেন?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
প্রশ্নঃ অমিয় চক্রবর্তী জন্মসাল কত?
উত্তরঃ ১৯০১
প্রশ্নঃ অমিয় চক্রবর্তী পাশ্চাত্যের কোন বিশ্ববিদ্যালয়ে
পড়াশোনা করেন?
উত্তরঃ অক্সফোর্ড
প্রশ্নঃ অর্ধাঙ্গী প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি
কবিতার নাম আছে। কবিতাটির নাম?
উত্তরঃনবদম্পতির প্রেমালাপ
প্রশ্নঃঅর্ধাঙ্গী প্রবন্ধে সীতার সাথে রামচন্দ্রের
সম্পর্ককে বেগম রকেয়া কিভাবে উল্লেখ করেছেন?
উত্তরঃ পুতুলের সঙ্গে বালকের
প্রশ্নঃ অর্ধাঙ্গী প্রবন্ধে ‘নাকের দড়ি’ শব্দ দুটি কি
অর্থে
ব্যবহার করা হয়েছে?
উত্তরঃ নাকাল ও বাধ্য করার অস্ত্র
প্রশ্নঃ অর্ধাঙ্গী প্রবন্ধের মূল বক্তব্য-
উত্তরঃনারীর পশ্চাদপদতা
প্রশ্নঃ আঠারো বছর বয়সে কি কানে আসে?
উত্তরঃ মন্ত্রণা
প্রশ্নঃআধুনিক বাংলা গীতি কবিতার সূত্রপাত?
উত্তরঃ টপ্পাগান
প্রশ্নঃ আধুনিক যুগ কোন সময় পর্যন্তু বিসত্মৃত?
উত্তরঃ ১৮০১ সাল থেকে বর্তমান
প্রশ্নঃ আধুনিক যুগের শ্রেষ্ঠ প্রতিভু কে?
উত্তরঃ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর
প্রশ্নঃআধুনিকের পন্ডিতগণের মতে, নেপালে প্রাপ্ত
চর্যাপদের পুঁথির নাম কি ?
উত্তরঃ চর্যাগীতি কোষ
প্রশ্নঃ আনন্দময়ীর আগমনে কবিতাটি প্রথম কোন পত্রিকায়
প্রকাশিত হয়?
উত্তরঃ ধূমকেতু
প্রশ্নঃ আনোয়ার পাশা কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তরঃ ১৯২৮ সালে
প্রশ্নঃআবদুল্লাহ উপন্যসের রচয়িতা কে?
উত্তরঃকাজী ইমদাদুল হক
প্রশ্নঃ আবু ইসহাক রচিত ‘সূর্যদীঘল বাড়ি’ একটি –
উত্তরঃ উপন্যাস
প্রশ্নঃ আবু জাফর শামসুদ্দীন কত সময় ধরে সাহিত্য সাধনায়
ব্রত ছিলেন?
উত্তরঃ৫০ বছরের বেশি
------------------------------------------------------------
প্রশ্নঃ জাতিসংঘের পূর্বে ’লীগ অব নেশনস’ এর জন্ম কোন সালে?
উত্তরঃ ১৯২০ সালে।
প্রশ্নঃ‘লীগ অব নেশনস’ এর বিলুপ্তি হয় কোন সালে?
উত্তরঃ ১৯৪৬ সালে।
প্রশ্নঃজাতিসংঘ গঠনের প্রস্তাব প্রথম কে করেন?
উত্তরঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ফ্রাংকলিন রুজভেল্ট।
প্রশ্নঃজাতিসংঘ (United Nation) নাম করণ কে করেন?
উত্তরঃ ফ্রাংকলিন রুজভেল্ট, জানুয়ারী, ১৯৪২।
প্রশ্নঃজাতিসংঘ গঠনের জন্য আটলান্টিক চার্টার কবে গৃহীত হয়?
উত্তরঃ১৯৪১ সালে।
প্রশ্নঃজাতিসংঘ গঠনের লক্ষ্যে প্রথম কোথায় সম্মেলন হয়?
উত্তরঃ তেহরানে, ১৯৪৩ সালে।
প্রশ্নঃজাতিসংঘ সনদ প্রনয়ণ করা হয় কোন সালে?
উত্তরঃ১৯৪৪ সালে।
প্রশ্নঃজাতিসংঘ সনদের লেখক কে?
উত্তরঃArchibald Macleish
প্রশ্নঃজাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ২৪ অক্টোবর, ১৯৪৫।
প্রশ্নঃজাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত?
উত্তরঃ কোস্টারিকার রাজধানী সানজোসে, ১৯৮০।
প্রশ্নঃজাতিসংঘের সনদ কবে প্রথম স্বাক্ষরিত হয়?
উত্তরঃ ২৬ জুন, ১৯৪৫ (৫০ টি দেশ)
প্রশ্নঃজাতিসংঘ সনদ কোথায় স্বাক্ষরিত হয়?
উত্তরঃ যুক্তরাষ্ট্রের সানফ্রানসিস্কোতে।
প্রশ্নঃকোন দেশ সনদে স্বাক্ষর না করে প্রাথমিক ৫১টি সদস্য
রাষ্ট্রের অর্ন্তভূক্ত হয়? উত্তরঃপোল্যান্ড।
প্রশ্নঃজাতিসংঘের সদস্য নয় কোন কোন দেশ?
উত্তরঃতাইওয়ান, ভ্যাটিকান ও ফিলিস্তিনী।
প্রশ্নঃজাতিসংঘের স্থায়ী সদস্য কয়টি ও কি কি?
উত্তরঃ ৫টি, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স, চীন, যুক্তরাজ্য।
প্রশ্নঃকোন দেশ পূর্বে জাতিসংঘের সদস্য ছিল কিন্তু বর্তমানে
নেই?
উত্তরঃ তাইওয়ান।
প্রশ্নঃবর্নবাদী নীতির কারণে কোন দেশকে জাতিসংঘ থেকে
বহিস্কার করা হয়েছিল? উত্তরঃ দক্ষিণ
আফ্রিকা।
প্রশ্নঃকবে আবার দক্ষিণ আফ্রিকাকে জাতিসংঘের সদস্যপদ
ফিরিয়ে দেয়া হয়? উত্তরঃ১৯৯১
সালে।
প্রশ্নঃতাইওয়ান কার কাছে জাতিসংঘের সদস্য পদ হারায়?
উত্তরঃ চীন।
প্রশ্নঃ তাইওয়ান কবে জাতিসংঘের সদস্য পদ হারায়? উঃ ১৯৭১ সালে।
প্রশ্নঃ জাতিসংঘের অফিসিয়াল ভাষা কতটি? উঃ ৬টি, চীনা, ইংরেজি, ফরাসি, রুশ, স্প্যানিশ ও
আরবি।
প্রশ্নঃ জাতিসংঘের কার্যকরী ভাষা কতটি? উঃ ২ টি, ইংরেজি ও
ফরাসি।
প্রশ্নঃ জাতিসংঘের মহাসচিবের কার্যকাল কত বছর? উঃ ৫ বছর।
প্রশ্নঃ জাতিসংঘের বর্তমান মহাসচিব কে? উঃ বান কি মুন (দক্ষিণ কোরিয়া)
প্রশ্নঃ জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন? উঃ ট্রিগভেলী (নরওয়ে)।
প্রশ্নঃ জাতিসংঘের প্রথম নন ইউরোপিয়ন মহাসচিব কে ছিলেন? উঃ উ থান্ট (মায়ানমার)।
ভজাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় মারা যান? উঃ দ্যাগ হেমারশোল্ড (১৯৬১ সালে।)
প্রশ্নঃ জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক দেশ কয়টি? উঃ দুইটি, ভ্যাটিকান ও
ফিলিস্তিনী
প্রশ্নঃ এসকাপ এর প্রধান কার্যালয় কোথায়? উঃ ব্যাংকক।
প্রশ্নঃ জাতিসংঘের ইউরোপীয় সদর দপ্তর কোথায় অবস্থিত? উঃ জেনেভায়।
প্রশ্নঃ যুক্তরাষ্ট্র ইউনোস্ক ত্যাগ কবে করে? উঃ ১৯৮৫ সালে।
প্রশ্নঃ জাতিসংঘের সর্বশেষ সদস্য দেশ কোনটি? উঃ মন্টিনেগ্রো (২৮/০৬/২০০৬)।
প্রশ্নঃ আয়তনও জনসংখ্যায় পৃথিবীর ক্ষুদ্রতম রাষ্ট্র কোনটি? উঃ ভ্যাটিকান সিটি, ০.৪৪ বর্গ কি. মি., ৮০০ জন।
প্রশ্নঃ আয়তনে জাতিসংঘের ক্ষুদ্রতম সদস্য রাষ্ট্র কোনটি? উঃ মেনাকো, ১.৯৫ বর্গ কি
মি
প্রশ্নঃ জাতিসংঘের কাছে সবচেয়ে বড় ঋনগ্রস্থ দেশ কোনটি? উঃ যুক্তরাষ্ট্র।
প্রশ্নঃ নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা কতটি? উঃ ১৫ টি, (৫ টি স্থায়ী
এবং ১০ অস্থায়ী।)
প্রশ্নঃ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয় কত
বছরের জন্য? উঃ ২ বছর।
প্রশ্নঃ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হন? উঃ ১ বছরের জন্য।
প্রশ্নঃ আর্ন্তজাতিক আদালতের সদর দপ্তর কোথায় অবস্থিত? উঃ হেগ, নেদারল্যান্ড।
প্রশ্নঃ আর্ন্তজাতিক আদালতের বিচারক কতজন? উঃ ১৫ জন।
প্রশ্নঃ আর্ন্তজাতিক আদালতের বিচারক নির্বাচিত হন কত বছরের
জন্য?
উঃ ৯ বছর।
প্রশ্নঃ আর্ন্তজাতিক আদালতের প্রথম মহিলা বিচারপতি কে? উঃ রোজানিল হিগিন্স (বৃটেন)।
প্রশ্নঃ বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে? উঃ ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪।
প্রশ্নঃ বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? উঃ ১৩৬ তম।
প্রশ্নঃ বাংলাদেশ জাতিসংঘের কততম অধিবেশনে সদস্যপদ লাভ করে? উঃ ২৯ তম।
প্রশ্নঃ বঙ্গবন্ধু জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলায় ভাষণ
প্রদান করেন? উঃ ২৫ সেপ্টেম্বর, ১৯৭৪ (২৯ তম অধিবেশনে)
প্রশ্নঃ বাংলাদেশ জাতিসংঘের সাধারণ পরিষদে সভাপতিত্ব করে
কবে?
উঃ ১৯৮৬ সালে (৪১ তম অধিবেশনে)।
প্রশ্নঃ বাংলাদেশের পক্ষে কে সাধারণ পরিষদে সভাপতিত্ব করেন? উঃ হুমায়ুন রশীদ চৌধুরী।
প্রশ্নঃ জাতিসংঘের প্রথম ন্যায়পাল কে? উঃ জ্যামাইকার রাষ্ট্রদূত প্যাট্রিসিয়া ডুরাই।
প্রশ্নঃ কবে থেকে জাতিসংঘের সদর দপ্তরে ধুমপান নিষেধাজ্ঞা
কার্যকর হয়? উঃ ১ সেপ্টেম্বর, ২০০৩।
প্রশ্নঃ আর্ন্তজাতিক অপরাধ আদালতের সদস্য সংখ্যা কত? উঃ ১০৫।
প্রশ্নঃ তিমুর লেসেথে কবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? উঃ ২৮ জুন, ২০০৬।
প্রশ্নঃ কোন আর্ন্তজাতিক সংস্থার লিখিত সংবিধান নাই? উঃ কমনওয়েলথ।
প্রশ্নঃ কমনওয়েলথের সচিবালয় কোথায় অবস্থিত? উঃ লন্ডন (মার্লবরো হাউজ)।
প্রশ্নঃ আরবলীগের প্রতিষ্ঠাকালীন সদস্য রাষ্ট্র কতটি? উঃ ৭ টি। (ইরাক, সিরিয়া, মিশর, লেবানন, জর্ডান,
ইয়েসেন ও সৌদি আরব।)
প্রশ্নঃ ন্যটোর একমাত্র মুসলিম দেশ কোনটি? উঃ তুরস্ক।
প্রশ্নঃ সার্কের প্রথম মহাসচিব কে ছিলেন? উঃ বাংলাদেশের আবুল আহসান।
প্রশ্নঃ ইইউ পূর্বে কি নামে ছিল? উঃ ইইসি।
প্রশ্নঃ কোন দেশে এখনো সার্ক সম্মেলন হয়নি? উঃ ভুটান।
প্রশ্নঃ ইউরোপীয় পার্লামেন্টের আসন সংখ্যা কত? উঃ ৭৮৫ টি।
প্রশ্নঃ ইউরোপীয় ইউনিয়নের বর্তমান সদস্য সংখ্যা কত? উঃ ২৭ টি।
প্রশ্নঃ আফ্রিকান ইউনিয়ন সংস্থা কবে স্থাপিত হয়? উঃ ১৯৬৩ সালে।
প্রশ্নঃ আফ্রিকান ইউনিয়ন সংস্থা বর্তমান সদস্য সংখ্যা কত? উঃ ৫৩ টি।
প্রশ্নঃ ওয়ারশ জোট কার পাল্টা ব্যবস্থা হিসেবে তৈরী
হয়েছিল?
উঃ ন্যাটো।
প্রশ্নঃ রেড ক্রসের প্রতিষ্ঠাতা কে? উঃ হেনরী ডুনান্ট (১৯৬৩ সালে।)
--------------------------------------------------------
টেকনিক:- জাতিসংঘের যে সকল সংস্থার প্রথমে W ও শেষে O আছে ওই গুলোর
সদর দপ্তর ‘জেনেভা’।
যেমন: * WTO => জেনেভা । * WHO => জেনেভা
। * WMO
=> জেনেভা । * WIPO => জেনেভা । * ILO=> জেনেভা।
বাকি গুলো…
*
FAO=> রোম। * IMCO=> লন্ডন। * IMO=> লন্ডন। * ICAO=> মন্ট্রিল। * UNESCO=>
প্যারিস। * NATO=> ব্রাসেলস। * UNIDO=> ভিয়েনা।
টিপসঃ অর্থ ও টাকা সংক্রান্ত সকল সংস্থার সদর দপ্তর
‘ওয়াশিংটন ডিসি’।
টিপসঃ খাদ্য ও কৃষি সংস্থার সদর দপ্তর ‘রোম’। (WFP, FAO)।
-----------------------------------------------
প্রশ্নঃ প্রত্যক্ষ উক্তির কালসূচক পদকে পরোক্ষ উক্তিতে কি
অনুযায়ী করতে হয়? Ans: অর্থ অনুসারে
প্রশ্নঃ বাক্যের অর্থ সংগতি রক্ষার জন্য পরোক্ষ উক্তিতে কোন
পদের পরিবর্তন করতে হয়? Ans: সর্বনাম পদের
প্রশ্নঃ উক্তি কয় ভাগে বিভক্ত? Ans: ২
প্রশ্নঃ প্রত্যক্ষ উক্তিতে কোন চিরন্তন সত্য থাকলে পরোক্ষ
উক্তিতে কিসের পরিবর্তন হয় না? Ans: কালের
প্রশ্নঃ প্রশ্নবোধক, অনুজ্ঞাসূচক ও আবেগসূচক প্রত্যক্ষ উক্তিকে পরোক্ষ উক্তিতে পরিবর্তন করলে
প্রধান খণ্ডবাক্যের ক্রিয়াকে কি অনুসারে পরিবর্তন করতে হয়? Ans: ভাব অনুসারে
প্রশ্নঃ অর্থের সংগতি বজায় রাখার জন্য পরোক্ষ উক্তিতে
পরিবর্তন করতে হয়– Ans: ক্রিয়া ও
সর্মনাম পদের
প্রশ্নঃ কোনটি পরোক্ষ উক্তি? Ans: শিক্ষক বললেন, পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে।
প্রশ্নঃ আশ্রিত খণ্ডবাক্যের ক্রিয়ার কাল পরোক্ষ উক্তিতে সব
সময় মূল বাক্যাংশের কিসের উপর নির্ভর করে না? Ans: ক্রিয়ার কালের উপর
প্রশ্নঃ প্রত্যক্ষ উক্তিতে গতকাল্য থাকলে পরোক্ষ উক্তিতে কি
হবে?
Ans: পূর্বদিন
প্রশ্নঃ প্রত্যক্ষ উক্তিতে গতকাল থাকলে পরোক্ষ উক্তিতে কি
হবে?
Ans: আগের দিন
প্রশ্নঃ প্রত্যক্ষ উক্তিতে আগামীকাল থাকলে পরোক্ষ উক্তিতে
কি হবে?
Ans: পরদিন
প্রশ্নঃ ‘তিনি বললেন যে, বইটি তার দরকার। বাক্য কিসের উদাহরণ? Ans: পরোক্ষ উক্তির
প্রশ্নঃ উক্তি পরিবর্তন ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? Ans: রূপতত্ত্বে
প্রশ্নঃ প্রত্যক্ষ উক্তিতে বক্তার বক্তব্যটুকু থাকে– Ans: উদ্ধরণ চিহ্নের ভিতরে
প্রশ্নঃ বক্তার মূলভাব ঠিক রেখে বক্তব্য পরিবর্তন করাকে কি
বলে?
Ans: উক্তি পরিবর্তন
প্রশ্নঃ কোন কথকের বাক্কর্মের নামই– Ans: উক্তি
প্রশ্নঃ শিক্ষক বললেন, “তোমরা কি ছুটি চাও?” Ans: আমাদের ছুটি
চাই কিনা শিক্ষক তা জিজ্ঞাসা করলে
-----------------------------------------------------
No comments:
Post a Comment