বাংলাদেশের সর্ব উত্তরের জেলা কোনটি.?
—পঞ্চগড়।
বাংলাদেশের সর্ব দক্ষিণের জেলা কোনটি.?
—কক্সবাজার।
বাংলাদেশের সর্ব পূর্বের জেলা কোনটি.?
—বান্দরবান।
বাংলাদেশের সর্ব পশ্চিমের জেলা কোনটি.?
—চাঁপাইনবাগঞ্জ।
বাংলাদেশের সর্ব উত্তরের উপজেলা কোনটি.?
—তেঁতুলিয়া।
বাংলাদেশের সর্ব দক্ষিণের উপজেলা কোনটি.?
—টেকনাফ।
বাংলাদেশের সর্ব পূর্বের উপজেলা কোনটি.?
—থানচি।
বাংলাদেশের সর্ব পশ্চিমের উপজেলা কোনটি.?
—শিবগঞ্জ।
বাংলাদেশের সর্ব উত্তরের স্থান কোনটি.?
—বাংলাবান্ধা।
বাংলাদেশের সর্ব দক্ষিণের স্থান কোনটি.?
—ছেঁড়াদ্বীপ।
বাংলাদেশের সর্ব পূর্বের স্থান কোনটি.?
—আখাইনঠং।
বাংলাদেশের সর্ব পশ্চিমের স্থান কোনটি.?
—মনাকশা।
বাংলা সাহিত্যের প্রথম:
**নাটক:
১। প্রথম নাটক – তারাচরণ শিকদারের ‘ভদ্রার্জুন’ (১৮৫২)।
২। প্রথম মৌলিক/সামাজিক নাটক- রামনারায়ণ তর্করত্নের ‘কুলীনকুলসর্বস্ব’ (১৮৫৪)।
৩। প্রথম সার্থক/আধুনিক নাটক – মাইকেল মধুসূদন দত্তের ‘শর্মিষ্ঠা'(১৮৫৮)।
৪।প্রথম ট্র্যাজেডি নাটক – যোগেন্দ্রচন্দ্র গুপ্তের ‘কীর্তিবিলাস’ (১৮৫২)।
৫।প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক – মাইকেল মধুসূদন দত্তের ‘কৃষ্ণকুমারী’ (১৮৬১)।
**উপন্যাস:
৬।প্রথম উপন্যাস- প্যারীচাঁদ মিত্রের ‘আলালের ঘরের দুলাল’ (১৮৫৮)।
৭। প্রথম সার্থক উপন্যাস – বঙ্কিমচন্দ্রের ‘দুর্গেশনন্দিনী’ (১৮৬৫)।
৮। প্রথম রোমান্টিক উপন্যাস – বঙ্কিমচন্দ্রের ‘কপালকুণ্ডলা’ (১৮৬৬)।
৯। প্রথম প্রহসন – মাইকেল মধুসূদন দত্তের ‘একেই কি বলে সভ্যতা’ (১৮৬০)।
১০।প্রথম ছোটগল্প – রবীন্দ্রনাথের ‘ভিখারিণী’ (১৮৭৪)।
অন্যান্যঃ
* বাংলা সাহিত্যের আদি কবি – লুইপা।
*বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি- শাহ মুহম্মদ সগীর (ইউছুফ-জোলেখা)
*বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি – চন্দ্রাবতী (রামায়ণের বাংলা অনুবাদক)।
*বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক – স্বর্ণকুমারী দেবী (‘দীপনির্বাণ’ উপন্যাসের রচয়িতা,রবীন্দ্রনাথের বড় বোন)।
- ১. 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি।" এ গানের গীতিকার কে?
উত্তরঃ আব্দুল গাফফার চৌধুরী।
২.'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি।" এ গানের ১ম সুরকার কে?
উত্তরঃ আব্দুল লতিফ।
৩. "আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি।" গানটির বর্তমান সুরকার কে?
উত্তরঃ আলতাফ মাহমুদ।
৪. 'সালাম সালাম হাজার সালাম ' এই গানটির গীতিকার কে?
উত্তরঃ ফজল এ খোদা।
৫. 'সালাম সালাম হাজার সালাম ' এই গানটির সুরকার ও শিল্পী কে?
উত্তরঃ আব্দুর জাব্বার
#বিসিএস ও ব্যাংক জব প্রস্তুতি -
৬. “কবর ” নাটকটি প্রথম মঞ্চস্থ হয় কবে?
উত্তরঃ ২১ শে ফেব্রুয়ারি ১৯৫৪।
৭. স্বাধীনতার পর প্রথম ডাকটিকেটে কোন ছবি ছিল?
উত্তরঃ শহীদ মিনার।
৮. দেশের বাইরে প্রথম শহীদ মিনার নির্মিত হয্ কোথায্?
উত্তরঃ জাপান।
৯. ভাষা আন্দোলনের ফলে কোন প্রতিষ্ঠান সৃষ্টি হয়েছিল? উত্তরঃ বাংলা একাডেমী। ১০. ভাষা আন্দোলনের মুখপাত্র কোন পত্রিকা? উত্তরঃ সাপ্তাহিক সৈনিক।
#বিসিএস ও ব্যাংক জব প্রস্তুতি - ১১. ১৯৫২ সালের ভাষা আন্দোলনের পূর্ব বাংলার মূখ্যমন্ত্রী কে ছিলেন?
উত্তরঃ খাজা নাজিমউদ্দিন।
১২. ১ম কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্বোধন করেন কে?
উত্তরঃ শহীদ শফিউরের পিতা।
১৭. 'তমুদ্দিন মজলিস' কত সালে জন্ম লাভ করে?
উত্তরঃ ১৯৪৭ সালের সেপ্ট:।
১৮. বাংলা ভাষা তৎকালীন পাকিস্তান সংবিধানে কত সালে গৃহীত হয় ?
উত্তরঃ ১৯৫৬সালে।
১৯. একুশে পদকের কত সালে প্রবর্তন করা হয় ?
উত্তর - ১৯৭৭
২০.কেন্দ্রীয্ শহীদ মিনারের স্হপতি কে?
উত্তরঃ হামিদুর রহমান।
# বিসিএস ও ব্যাংক জব প্রস্তুতি
২১. ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ভাষার জন্য কতজন শহিদ হন ?
উত্তরঃ ৪ জন। =>
২১ ফেব্রুয়ারি : রফিক,বরকত,জব্বার এবং আব্দুল সালাম।
২২ ফেব্রুয়ারি : শফিউর,আব্দুল আউয়াল, অহিউল্লাহ এবং অজ্ঞাত একজন। সর্বমোট শহিদ হন ৮ জন
২২.রাষ্ট্র ভাষা বংলা চাই এর প্রথম প্রস্তাবক কে ?
উত্তরঃ ধীরেন্দ্র নাথ দত্ত।
২৩.জাতীয় শহীদ মিনারের প্রতিকটি কি প্রকাশ করে ?
উত্তরঃ মা তার সন্তানের মাতৃ ভাষার গল্প শুনাচ্ছে।
২৪. ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়' - এই গানটির গীতিকার কে?
উত্তরঃ আব্দুল লতিফ
#বিসিএস ও ব্যাংক জব প্রস্তুতি - ২৫. ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়' - এই গানটির সুরকার কে?
উত্তরঃ আব্দুল লতিফ। ২৬.১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি কি বার ছিল?
উত্তরঃ বৃহস্পতিবার।
২৭. "এখানে যারা প্রান দিয়াছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার নীচে সেখানে আমি কাঁদতে আসি নি" - এর রচিয়তা কে?
উত্তরঃ মাহবুব আলম চৌধুরী।
২৮. কাঁদতে আসি নি, ফাঁসির দাবি নিয়ে এসেছি” কবিতাটি লিখেছেন?
উত্তরঃ মাহবুব আলম চৌধুরী।
২৯. সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়?
উত্তরঃ ১৯৫২ সালে।
৩০.১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলা সনের কত তারিখ ছিল?
উত্তরঃ ৮ ফাল্গুন ১৩৫৯।
#বিসিএস ও ব্যাংক জব প্রস্তুতি
৩১. কোন দেশের দ্বিতীয় মাতৃভাষা বাংলা? উত্তরঃ সিয়েরা লিওন।
৩২.জাতীয় শহীদ মিনারের আয়তন ১৫০০ বর্গ ফিট বা ১৪০ বর্গ মিটার,উচ্চতা ৪৬ফিট বা ১৪ মিটার।
৩৩:জাতীয় শহীদ মিনার উদ্বোধন করেন বরকতের মা হাসিনা বেগম,১৯৬৩ সালের ২১ফেব্রুয়ারি।
৩৪. ইউনেস্কো কত তারিখে ২১শে ফেব্রুয়ারীকে আন্তরজাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়?
উত্তরঃ ১৭ নভেম্বর, ১৯৯৯।
৩৫. ২১শে ফেব্রুয়ারীকে আন্তরজাতিক মাতৃভাষা দিবস হিসেবে ১ম কয়টি দেশ পালন করে?
উত্তরঃ ১৮৮টি - বিসিএস ও ব্যাংক জব প্রস্তুতি - ৩৬.একুশের ১ম সংকলন করেন কে?
উত্তরঃ হাসান হাফিজুর রহমান
৩৭.“মোদের গরব মোদের আশা আ-মরি বাংলা ভাষা” - কবিতাটি কে লিখেছেন?
উত্তরঃ অতুল প্রসাদ সেন
৩৮. বাংলা একাডেমির চত্তরের মুরাল হল?
উত্তরঃ মোদের গরব।
৩৯. ১ম-এ বাংলাদেশের বাইরে কোথায় বাংলা ভাষা শিক্ষা দেয়া হয়?
উত্তরঃ কানাডার টরেন্টো ইউনিভার্সিটিতে।
৪০.কুমড়ো ফুলে নুয়ে পড়েছে লতাটা শীর্ষক কবিতাটি লিখেছেন?
উত্তরঃ সিকান্দার আবু জাফর।
No comments:
Post a Comment