২০১৯ সালের নোবেল বিজয়ী যারা
আন্তর্জাতিক ডেস্ক
১৫ অক্টোবর ২০১৯,

নোবেল পুরস্কার। (ছবিসূত্র : নোবেল প্রাইজ)
অর্থনীতিতে নোবেল বিজয়ীদের নাম ঘোষণার মাধ্যমে শেষ হলো চলতি বছরের পুরস্কারটির ঘোষণা কার্যক্রম। সোমবার (১৪ অক্টোবর) বিকাল পৌনে চারটায় রয়াল সুইডিশ একাডেমি অব সায়েন্সে অর্থনীতিতে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
যেখানে বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচনে বিশেষ অবদানের জন্য পুরস্কারটিতে ভূষিত হন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, এস্থার ডুফলো এবং মাইকেল ক্রেমার। এদের মধ্যে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং এস্থার ডুফলো হচ্ছেন স্বামী-স্ত্রী।
এর আগে চিকিৎসা, পদার্থ, রসায়ন, সাহিত্য এবং শান্তিতে নোবেল প্রাপ্তদের নাম ঘোষণা করে কর্তৃপক্ষ। চলতি বছর চিকিৎসায় নোবেল পান উইলিয়াম জি কেইলিন জুনিয়র, স্যার পিটার জে র্যাটক্লিফ এবং গ্রেগ এল স্যামেনজা। পদার্থে নোবেল পান জেমস পিবলেস, মিশেল মেয়র এবং দিদিয়ের কোয়েলজ।
রসায়নে নোবেল পুরস্কার বিজয়ীরা হলেন- জন গুডেনাফ, স্ট্যানলি হোয়াইটিংহাম এবং আকিরা ইয়োসিনো।
এ দিকে ২০১৯ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন অস্ট্রিয়ার লেখক পিটার ল্যান্ডকে। অপর দিকে ২০১৮ সালে সাহিত্যে নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন পোল্যান্ডের লেখক অলগা তকারজুক।
আরও পড়ুন :- অর্থনীতিতে নোবেল পেলেন তিনজন
তাছাড়া বিশ্বব্যাপী শান্তি অর্জনে উদ্যোগ এবং আন্তর্জাতিক সহযোগিতার জন্য শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ।
২০১৯ সালের নোবেল বিজয়ী যারা
২০১৯ সালের নোবেল বিজয়ী যারা
আন্তর্জাতিক ডেস্ক
১৪ অক্টোবর ২০১৯, ১৬:৪২

নোবেল পুরস্কার। (ছবিসূত্র : নোবেল প্রাইজ)
অর্থনীতিতে নোবেল বিজয়ীদের নাম ঘোষণার মাধ্যমে শেষ হলো চলতি বছরের পুরস্কারটির ঘোষণা কার্যক্রম। সোমবার (১৪ অক্টোবর) বিকাল পৌনে চারটায় রয়াল সুইডিশ একাডেমি অব সায়েন্সে অর্থনীতিতে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
যেখানে বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচনে বিশেষ অবদানের জন্য পুরস্কারটিতে ভূষিত হন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, এস্থার ডুফলো এবং মাইকেল ক্রেমার। এদের মধ্যে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং এস্থার ডুফলো হচ্ছেন স্বামী-স্ত্রী।
এর আগে চিকিৎসা, পদার্থ, রসায়ন, সাহিত্য এবং শান্তিতে নোবেল প্রাপ্তদের নাম ঘোষণা করে কর্তৃপক্ষ। চলতি বছর চিকিৎসায় নোবেল পান উইলিয়াম জি কেইলিন জুনিয়র, স্যার পিটার জে র্যাটক্লিফ এবং গ্রেগ এল স্যামেনজা। পদার্থে নোবেল পান জেমস পিবলেস, মিশেল মেয়র এবং দিদিয়ের কোয়েলজ।
রসায়নে নোবেল পুরস্কার বিজয়ীরা হলেন- জন গুডেনাফ, স্ট্যানলি হোয়াইটিংহাম এবং আকিরা ইয়োসিনো।
এ দিকে ২০১৯ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন অস্ট্রিয়ার লেখক পিটার ল্যান্ডকে। অপর দিকে ২০১৮ সালে সাহিত্যে নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন পোল্যান্ডের লেখক অলগা তকারজুক।
আরও পড়ুন :- অর্থনীতিতে নোবেল পেলেন তিনজন
তাছাড়া বিশ্বব্যাপী শান্তি অর্জনে উদ্যোগ এবং আন্তর্জাতিক সহযোগিতার জন্য শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ।
No comments:
Post a Comment