Monday, December 10, 2018

Algorithm


Write an algorithm to add two numbers entered by user.

Step 1: Start
Step 2: Declare variables num1, num2 and sum.
Step 3: Read values num1 and num2.
Step 4: Add num1 and num2 and assign the result to sum.
        sum←num1+num2
Step 5: Display sum
Step 6: Stop
Write an algorithm to find the largest among three different numbers entered by user.

Step 1: Start
Step 2: Declare variables a,b and c.
Step 3: Read variables a,b and c.
Step 4: If a>b
           If a>c
              Display a is the largest number.
           Else
              Display c is the largest number.
        Else
           If b>c
              Display b is the largest number.
           Else
              Display c is the greatest number. 
Step 5: Stop
Write an algorithm to find the factorial of a number entered by user.

Step 1: Start
Step 2: Declare variables n,factorial and i.
Step 3: Initialize variables
          factorial←1
          i←1
Step 4: Read value of n
Step 5: Repeat the steps until i=n
     5.1: factorial←factorial*i
     5.2: i←i+1
Step 6: Display factorial
Step 7: Stop
Write an algorithm to find all roots of a quadratic equation ax2+bx+c=0.

Step 1: Start
Step 2: Declare variables a, b, c, D, x1, x2, rp and ip;
Step 3: Calculate discriminant
         D←b2-4ac
Step 4: If D≥0
              r1←(-b+√D)/2a
              r2←(-b-√D)/2a
              Display r1 and r2 as roots.
        Else    
              Calculate real part and imaginary part
              rp←b/2a
              ip←√(-D)/2a
              Display rp+j(ip) and rp-j(ip) as roots
Step 5: Stop

Aust Exam list


1. Sonali Bank - Assistant Programmer - 2016
.
2. Sonali Bank - Assistant Engineer [IT] - 2016
.
3. Sonali Bank - Sub Assistant Engineer [EEE, Civil, Mechanical] - 2016
.
4. Bangladesh Bank - AD [Stat] - 2017
.
5. Janata Bank - EO [Engineer - EEE, Civil] - 2017
.
6. Probashi Kallyan Bank - SEO - 2018
.
7. Probashi Kallyan Bank - EO [Cash] - 2018
.
8. Basic Bank - Assistant Manager - 2018
.
9. Sonali Bank - Officer - 2018
.
10. Investment Corporation - Assistant Programmer - 2018
.
11. Combined BHBFC+KBL - Assistant Programmer - 2018
.
12. Probashi Kallyan Bank -  Assistant Programmer - 2018
.
13. Combined SBL+JBL - Senior Officer [IT] - 2018
.
14. Combined 3 Bank - Senior Officer - 2018
.
15. Combined 8 Bank - Senior Officer - 2018
.
16. Combined 2 Bank - Officer - 2018
.
17. Combined 3 Bank - Officer [Cash] - 2018
.
18. Combined 5 Bank - AME/Hardware Engineer/Assistant Engineer [IT] - 2018



1. Sonali Bank Assistant Programmer –2016
2. Sonali Bank Assistant Engineer (IT)- 2016
3. Sonali Bank (Sub Assistant Engineer/Mechanical/Architect/Electrical)-2016
4. Bangladesh Bank Assistant Director (Statistics)-2017
5. Bangladesh Krishi Bank DEO-2018
6. Karmasangsthan Bank DEO-2018
7. PKB Assistant Programmer-2018
8.  Probashi Kallyan Bank (PKB) EO Cash-2018
9.  Probashi Kallyan Bank (PKB) SEO-2018
10.  Basic Bank Assistant Manager- 2018
11 ICB Assistant programmer-2018
12. Sonali Bank Officer (Cash)-2018
13. Combined 3 Bank Senior Officer-2018
14. Combined 8 bank Senior officer-2018

Technical Part

01. Sonali Bank - Assistant Programmer - 2016
02. Sonali Bank - Assistant Engineer [IT] - 2016
03. Sonali Bank - Sub Assistant Engineer [EEE, Civil, Mechanical] - 2016
04. Janata Bank - EO [Engineer - EEE, Civil] - 2017
05. Agrani Bank - Senior Officer [ICT] - 2017
06. Investment Corporation - Assistant Programmer - 2018.
07. Combined BHBFC+KBL - Assistant Programmer – 2018
08. Probashi Kallyan Bank - Assistant Programmer - 201811
09. Combined SBL+JBL - Senior Officer [IT] - 2018
10. Combined 4 Bank & 1 Financial Institution - AME/AHE/AE [IT] - 2018
11. Janata Bank- AME – 2012

IBA Taker Exam
বহুদিন ধরেই আপনারা IBA এর নেয়া পরীক্ষাগুলোর প্রশ্ন খুজছেন। পুরোটা দিতে পারছিনা কিন্তু যা পেয়েছি তা আজ আপনাদের দিয়ে দিলাম। ফাইলটিতে পাচ্ছেন.........
1.Islami Bank Ltd - Field Officer (RDS) - 2016
2. Standard Bank Ltd - MTO - 2016
3. United Commercial Bank Ltd - PO - 2017
4. Mutual Trust Bank ltd – MTO -2014
5. Dhaka Bank Ltd - MTO - 2016
6. Dhaka Bank Ltd - TO - 2016
7. Dutch-Bangla Bank Ltd - PO - 2015
8. First Security Islami Bank Ltd – PO - 2014
9. Bangladesh Tourism Board Accounts – 2017
10. BAPEX – 2017
11. Bangladesh Krishi Bank Officer(cash) – 2015
12. Bangladesh Krishi Bank – SO – 2015
13. Exim Bank Ltd – TO – 2015
14. Mercantile Bank Ltd – MTO – 2015
15. Jibon Bima Corporation – AM – 2016
16. GTCL – AM – 2016
17. NCC bank Ltd – MTO - 2018
মোট ১৭ টি প্রশ্নের সমাধান। 
DESCO https://jobstestbd.com/desco-previous-exam-question-solution/?fbclid=IwAR1mTcnNWMQHHHyoamNBGNf9E3thCrOQd72BB6RMS6ScE6ztoBrJERUHKY4

Bank Job Website

Art of Problem Solving : 

https://artofproblemsolving.com/

Thursday, December 6, 2018

Ms Word Shortcut


1. Ctrl + A = সিলেক্ট অল। (All Select)
2. Ctrl + B = টেক্সট বোল্ড। (Bold)
3. Ctrl + C = কোন কিছু কপি করা। (Copy)
4. Ctrl + D = ফন্ট পরিবর্তনের ডায়ালগ বক্স প্রদর্শন করা।
5. Ctrl + E = সেন্টার এলাইনমেন্ট করা।
6. Ctrl + F = কোন শব্দ খোঁজা বা প্রতিস্থাপন করা। (Find World)
7. Ctrl + G = গো টু কমান্ড।
8. Ctrl + H = রিপ্লেস কমান্ড। (Replace)
9. Ctrl + I = টেক্সট ইটালিক। (Italic)
10. Ctrl + J = টেক্সট জাস্টিফাইড এলাইনমেন্ট করা। (Justify)
11. Ctrl + K = হাইপারলিংক তৈরী করা। (Hyperlink)
12. Ctrl + L = টেক্সট লেফট এলাইনমেন্ট করা। (Left Align)
13. Ctrl + M = ইনভেন্ট দেয়ার জন্য।
14. Ctrl + N = নতুন কোন ডকুমেন্ট খোলার জন্য। (New File)
15. Ctrl + O = পূর্বে তৈরী করা কোন ফাইল খোলার জন্য। (File Open)
16. Ctrl + P = ডকুমেন্ট প্রিন্ট। (Print)
17. Ctrl + Q = প্যারাগ্রাফের মাঝে স্পেসিং করার জন্য।
18. Ctrl + R = টেক্সটকে রাইট এলাইনমেন্ট করা। (Right Align)
19. Ctrl + S = ফাইল সেভ। (Save)
20. Ctrl + T = ইনডেন্ট পরিবর্তন করার জন্য।
21. Ctrl + U = টেক্সট আন্ডারলাইন।(Underline)
22. Ctrl + V = টেক্সট পেষ্ট করার জন্য।(Paste)
23. Ctrl + W = ফাইল বন্ধ করার জন্য। (Close File)
24. Ctrl + X = ডকুমেন্ট থেকে কিছু কাট করার জন্য। (Cut)
25. Ctrl + Y = রিপিট করার জন্য। (Redo)
26. Ctrl + Z = আন্ডু বা পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা। (Undo)
---
restart
Ctrl+Alt+Delete
Shutdown
All+F4
Enter
® ফাংশন Key এর ব্যাবহারঃ
---------------------------------------------
------------------
F1: প্রায় সব প্রোগ্রামেরই হেল্প স্ক্রিন খুলে যায় এই Key টিপলে। অর্থাৎ, ধরুন আপনি কোনও একটি প্রোগ্রাম সম্পর্কে জানেন না। F1 টিপলেই সংশ্লিষ্ট প্রোগ্রাম
সম্পর্কে বিস্তারিত তথ্য ও প্রশ্নোত্তর সমেত একটি স্ক্রিন খুলে যাবে আপনার ডেস্কটপে।
F2: কোনও একটি ফাইল বা ফোল্ডারের rename দিতে গেলে, অনেকেই মাউজের সাহায্য নেন। শর্টকাটটা হল F2মাউজের প্রয়োজনই পড়বে না।
F3: কোনও একটি অ্যাপ্লিকেশনের (সেই মুহূর্তে যে অ্যাপ্লিকেশনটি ব্যবহার করছেন) সার্চ ফিচার খুলে যায় এই Key টিপলে।
F4: উইন্ডো বন্ধ করার জন্য F4 দারুণ শর্টকাট। Alt+F4 টিপলে অ্যাক্টিভ উইন্ডো বন্ধ হয়ে যাবে।
F5: কোনও একটি পেজ রিফ্রেশ বা রিলোড করতে গেলে খামোখা মাউজ নাড়াচাড়ায় সময় নষ্ট না করে F5 টিপে দিন।
F6: এই Key টিপলে ইন্টারনেট ব্রাউজারে কারসার সোজা চলে যায় অ্যাডড্রেস বার-এ।
F7: মাইক্রোসফট ওয়ার্ড বা কোনও অ্যাপ্লিকেশনে কিছু লেখার পর বানান ও ব্যাকরণগত কোনও ভুল থাকলে ধরিয়ে দেবে F7
F8: উইন্ডোজের বুট মেনুকে ব্যবহার করতে পারবেন এই Key-এর মাধ্যমে।
F9: মাইক্রোসফট ওয়ার্ডে কোনও ডকুমেন্ট রিফ্রেশ করতে চাইলে ও
মাইক্রোসফট আউটলুকে ই-মেল পাঠানো ও রিসিভের কাজ মিটে যায় এই শর্টকাট Key-এর সাহায্যে।
F10: কোনও একটি অ্যাপ্লিকেশনে মেনু বার আনতে গেলে বেশির ভাগ মানুষই রাইট ক্লিক করেন মাউজে। দরকারই পড়ে না যদি আপনি shift+F10 ব্যবহার করেন। রাইট ক্লিকেরই কাজ করে।
F11: ইন্টারনেট ব্রাউজারে ফুলস্ক্রিন মোডে ঢুকতে ও বেরতে কাজ করে F11 Key
F12: মাইক্রোসফট ওয়ার্ডে ডকুমেন্ট Save as করতে গেলে মাউজের সাহায্য না নিয়ে এই Key-এ শর্টকাটে সেরে ফেলুন।



Sunday, December 2, 2018

Most Important program list


  1. Factorial by Recursion
  2. Fibonacci by Recursion
  3. Reverse by Recursion
  4. Sum of digit by Recursion
  5. GCD by Recursion
  6. Matrix Multiplication
  7. Matrix Transpose
  8. Sum of two Matrix
  9. Insertion Sort
  10. Selection Sort
  11. Bubble Sort
  12. Binary Search
  13. Linear Search in Array
  14. Minimum value of Array
  15. Maximum value of Array
  16. Sum of Array
  17. Swap two values without using third variable
  18. Sum of two numbers
  19. Swap values of two Variables
  20. Find largest value among three variable - conditional operator
  21. Largest value among three variables
  22. Largest among 3 variables using nested if
  23. Largest value of two variables - Conditional Operator
  24. Find larger value between two variable
  25. Swap values of two variables using XOR
  26. Even Odd Number
  27. Even Odd Number series up to nth position
  28. Leap Year
  29. Sort array of 10 strings
  30. Locate a word in String - STRSTR
  31. Locate a character in String - STRCHR
  32. String Concatenation - STRCAT
  33. String Reverse - STRREV
  34. String Compare Ignore Case - STRICMP
  35. String Compare - STRCMP
  36. Toggle case of string
  37. String to lower case - STRLWR
  38. String to Upper Case - STRUPR
  39. String Length - STRLEN
  40. Pascal Triangle
  41. Armstrong Numbers upto N
  42. Armstrong Number
  43. Compound Interest
  44. Prime Number 
  45. Fibonacci Series
  46. Sum of digits
  47. Reverse Number
  48. Power
  49. Factorial
  50. Print 1 to 10
  51. Palindrome number using for loop
  52. Palindrome number using while loop
  53. Prime number using for loop
  54. Prime Number using while loop
  55. Fibonacci series using for loop
  56. Fibonacci Series using while loop
  57. Reverse number using for loop
  58. Reverse number using while loop
  59. Sum of digits using for loop
  60. Alphabet Patterns
  61. Series Program
  62. Number Patterns
  63. Star Patterns
  64. File Copy using command line arguments
  65. File to upper case using command line arguments
  66. Count characters of file
  67. Write to text file
  68. Read text file
  69. Binary by recursion
  70. Towers of Hanoi by recursion
  71. Convert feet to meter
  72. Convert farenheit to celcius
  73. Calculate Simple Interest
  74. Convert Km to Meter, Centimeter or Millimeter

Saturday, December 1, 2018

তারামন বিবি

"তারামন বিবি ১১ নং সেক্টরে নিজ গ্রাম কুড়িগ্রাম জেলার শংকর মাধবপুরে ছিলেন। তখন ১১ নং সেক্টরের নেতৃত্বে ছিলেন সেক্টর কমান্ডার আবু তাহের। তিনি ‘বীর উত্তম’ প্রতীক প্রাপ্ত।
মুহিব হাবিলদার নামে এক মুক্তিযোদ্ধা তারামন বিবিকে মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার জন্য উৎসাহিত করেন। যিনি তারামনের গ্রামের পাশের একটি ক্যাম্পের দায়িত্বে ছিলেন। তিনি তারামনকে ক্যাম্পে রান্নাবান্নার জন্য নিয়ে আসেন। তখন তারামনের বয়স ছিলো মাত্র ১৩ কিংবা ১৪ বছর। কিন্তু পরবর্তিতে তারামনের সাহস ও শক্তির পরিচয় পেয়ে মুহিব হাবিলদার তাঁকে অস্ত্র চালনা শেখান।
একদিন দুপুরের খাবার খাওয়ার সময় তারামন ও তার সহযোদ্ধারা জানতে পারলেন পাকবাহিনীর একটি গানবোট তাদের দিকে আসছে। তারামন তার সহযোদ্ধাদের সাথে যুদ্ধে অংশ নেন এবং তারা শত্রুদের পরাস্ত করতে সক্ষম হন। এরপর তারামন অনেক যুদ্ধে পুরুষ মুক্তিযোদ্ধাদের সাথে অংশ নেন। অনেক বার তাদের ক্যাম্প পাকবাহিনী আক্রমণ করেছে,তবে ভাগ্যের জোরে তিনি প্রতিবার বেঁচে যান।
যুদ্ধে শেষে ১৯৭৩ সালে তৎকালীন সরকার মুক্তিযুদ্ধে তারামন বিবিকে তার সাহসীকতা ও বীরত্বপূর্ণ অবদানের জন্য “বীর প্রতীক” উপাধিতে ভূষিত করেন। কিন্তু ১৯৯৫ সাল পর্যন্ত তাঁকে খুঁজে বের করা সম্ভব হয়নি। ১৯৯৫ সালে ময়মনসিংহের একজন গবেষক প্রথম তাঁকে খুঁজে বের করেন এবং নারী সংগঠন গুলো তাঁকে ঢাকায় নিয়ে আসেন। সেই সময় তাকে নিয়ে পত্রিকায় প্রচুর লেখালেখি হয়। অবশেষে ১৯৯৫ সালের ১৯শে ডিসেম্বর তৎকালীন সরকার এক অনাড়ম্বর পরিবেশে আনুষ্ঠানিক ভাবে তারামন বিবিকে বীরত্বের পুরস্কার তাঁর হাতে তুলে দেন।"
তারামন বিবিকে খুঁজে পেতে দীর্ঘ ২২ বছর অপেক্ষা করতে হয়েছে! আসলে প্রকৃত বীরতো তারাই যারা নীজের কাজটা ঠিকই করবেন কিন্তু কোন সন্মান/প্রতিদানের আশায় বসে থাকবেন না। বরং মানুষই তাকে সন্মান দিয়ে যাবে।
ওপারে ভালো থাকবেন মা। আপনার জন্য অন্তরের অন্তস্থল থেকে বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা...