Thursday, August 9, 2018

রাষ্ট্র বিষয়ক

১।  সবচেয়ে বড় রাষ্ট্র ---?
রাশিয়া
২।  সবচেয়ে ছোট রাষ্ট্র ---?
ভ্যাটিকান
৩। পৃথিবীতে মহাদেশ কয়টি?
৭টি
৪। পৃথিবীতে বৃহত্তম মহাদেশ কোনটি?
এশিয়া
৫। আয়তনের দিক থেকে বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম মহাদেশ কোনটি?
অস্ট্রেলিয়া
৬। এশিয়ার সবচেয়ে বড় রাষ্ট্র ---?
চীন
৭। এশিয়ার সবচেয়ে ছোটো রাষ্ট্র---?
মালদ্বীপ
৮। আয়তনে পৃথিবীর ৩য় রাষ্ট্র ---?
মার্কিন যুক্তরাষ্ট্র
৯। এশিয়াতে দেশের সংখ্যা ----?
৪৪টি
১০। ভুটানের রাজধানী---?
থিম্পু
১১। কম্বোডিয়ার রাজধানী---?
নমপেন
১২। মালয়শিয়ার রাজধানী---?
কুয়ালালামপুর
১৩। আলমা-আটা কোন দেশের রাজধানী?
কাজাখিস্তান
১৪। তাজিকিস্তান এর রাজধানী---?
দুশানবে
১৫। কিরগিজস্তানের রাজধানীর নাম---?
বিশকেক
১৬। মঙ্গোলিয়ার রাজধানীর নাম কি?
উলানবাটোর
১৭। দোহা কোন দেশের রাজধানী?
কাতার
১৮। কতগুলো রাষ্ট্র নিয়ে মধ্যপ্রাচ্য গঠিত?
১৮টি
১৯। জাপানের সবচেয়ে বড় দ্বীপ ---?
হনসু
২০। লোক সংখ্যানুসারে পৃথিবীর সবচেয়ে বড় শহর কোনটি?
টৌকিও
২১। জাপানের পুরাতন নাম কি?
নিপ্পন
২২। কোন দেশের সংবিধানকে 'শান্তির সংবিধানবলা হয়?
জাপান
২৩। রেড আর্মি কোন দেশের গেরিলা সংগঠন?
জাপান
২৪। জাপানের আইনসভার নাম কি?
ডায়েট
২৫। জাপানের জাতীয় প্রতীক ---?
ক্রিয়েশেনথিয়াম মরিফোলিয়াম
২৬। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোরিয়া কোন দেশের অধীনে ছিলো?
জাপান
২৭। কোন সংকটকে কেন্দ্র করে ১৯৫০সালে 'শান্তির জন্য ঐক্য প্রস্তাবজাতিসংঘের মাধ্যমে পেশ করা হয়?
কোরিয়া সংকট
২৮। উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার সীমারেখা কোনটি?
৩৮ ডিগ্রী অক্ষরেখা
২৯। পানমুনজাম কি?
দুই কোরিয়ার মধ্যে একটি শান্তির গ্রাম
৩০। উত্তর কোরিয়ার পার্লামেন্ট এর নাম কি?
সুপ্রিম পিপলস অ্যাসেম্বলি
৩১। 'ব্লু হাউজকি?
দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতির বাসভবন

ভৌগলিক উপনাম


ভৌগলিক উপনাম
-----------------------------------------------------------------------------

 সূর্যোদয়ের দেশ – জাপান
 ভূ-স্বর্গ – কাশ্মীর
 নিষিদ্ধ দেশ – তিব্বত
 নিষিদ্ধ নগরী – লাসা
 মুক্তার দ্বীপ – বাহরাইন
 সমুদ্রের বধু – গ্রেট বিটেন
 নিশীথ সূর্য্যের দেশ – নরওয়ে
 সাদা হাতির দেশ – থাইল্যান্ড
 বাজারের শহর – কায়রো
 নীল নদের দেশ – মিশর
 আগুনের দ্বীপ – আইসল্যান্ড
 প্রাচ্যের ডান্ডি – নারায়ণগঞ্জ
 বজ্রপাতের দেশ – ভূটান
 সোনালী তোরণের শহর – সানফ্রান্সিসকো
 ইউরোপের ককপিট – বেলজিয়াম
 স্কাই স্ক্রাপার্সের শহর – নিউইয়র্ক
 ব্রিটেনের বাগান – কেন্ট (ইংল্যান্ড)
 মসজিদের শহর – ঢাকা
 সাদা শহর – বেলগ্রেড (যুগোস্লাভিয়া)
 মুক্তার দেশ – কিউবা
 বাতাসের শহর – শিকাগো
 হাজার দ্বীপের দেশ – ফিনল্যান্ড
 মন্দিরের শহর – বেনারস
 মরুভুমির দেশ – আফ্রিকা
 নীরব শহর – রোম
 পবিত্র ভুমি – প্যালেস্টাইন
 ভূমিকম্পের দেশ – জাপান
 সাত পাহাড়ের শহর – রোম
 দক্ষিণের গ্রেট ব্রিটেন – নিউজিল্যান্ড
 প্রাচ্যের গ্রেট ব্রিটেন – জাপান
 শ্বেতাঙ্গদের কবরস্থান – গিনিকোস্ট
 পান্না দ্বীপ – আয়ারল্যান্ড
 চির সবুজের দেশ – নাটাল
 পোপের শহর – রোম
 উত্তরের ভেনিস – স্টকহোম
 স্বর্ণ নগরী – জোহনেসবার্গ
 ল্যান্ড অব মার্বেল – ইটালি
 পবিত্র পাহাড় - ফুজিয়ামা (জাপান)
 গোলাপি শহর – রাজস্থান (ভারত)
 দ্বীপের নগরী – ভেনিস
 আফ্রিকার সিংহ – ইথিওপিয়া
 সকাল বেলার শান্তি – কোরিয়া
 ইউরোপের রণক্ষেত্র – বেলজিয়াম
 চির বসন্তের নগরী – কিটো (দ. আমেরিকা)
 চীনের দুঃখ – হোয়াংহো নদী
 ভূ-মধ্য সাগরের প্রবেশদ্বার – জিব্রাল্টার
 ম্যাপল পাতার দেশ – কানাডা
 দক্ষিণের রাণী – সিডনি
 প্রাচ্যের ভেনিস – ব্যাংকক...

Saturday, August 4, 2018

39 BCS Preliminary Question 2018

39 BCS Preliminary Question 2018 (Special)

১. যদি, ৯×৭ = ৩৫৪৫ এবং ৪x৩ = ১৫২০ হয় তৰে, ৬x৮=?
(ক) ৫০৪
(খ) ৪০৩০
(গ) ৬০৫০
(ঘ) ৩০৪o
Answer: ৩০৪o
The pattern followed in the given equations is:
9 × 7 = 7 × 9 → (7×5)(9×5) = 3545
4 × 3 = 3 × 4 → (3×5)(4×5) = 1520
Similarly, 6 × 8 = 8 × 6 → (8×5)(6×5) = 4030
২. ট্রাম্প-কিম বৈঠকটি সিংগাপুরের কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
(ক) সেনার জল্যান্ড
(খ) ম্যারিনা বে
(গ) সেন্তোষা
(ঘ) না জাইল্যায়
Answer: সেন্তোষা
৩. লেফটেন্যান্ট জেনারেল শব্দের সঠিক ইংরেজী বানান কোনটি?
(ক) Leaftenant
(খ) Leiftenant
(গ) Lieutenant
(ঘ) Lieaftenant
Answer: (গ) Lieutenant
৪. When we want to mean a government by the richest class we use the term
(ক) Cryptocracy
(খ) Aristocracy
(গ) Oligarchy
(ঘ) Plutocracy
Answer: Aristocracy
Cryptocracy is a form of government where the real leaders are hidden, or merely unknown.
Oligarchy is a form of power structure in which power rests with a small number of people.
Plutocracy is a state or society governed by the wealthy.
৫. বিভক্তিহীন নাম-শব্দকে কী বলে?
(ক) নাম-পদ
(খ) মৌলিক শব্দ
(গ) কৃদন্ত শব্দ
(ঘ) প্রাতিপাদিক
Answer: প্রাতিপাদিক
৬. select the word with right spelling_
(ক) Seizophrania
(খ) scizophrenia
(গ) Schizophranin
(ঘ) Schizophrenia
Answer: (ঘ) Schizophrenia
 ৭, শিশু মৃত্যুর হার হ্রাসে সাফল্যের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি এ্যাওয়ার্ড অর্জন করেছেন?
(ক) Planet 50-50
(খ) এমডিজি এ্যাওয়ার্ড- ২০১০
(গ) জাতিসংঘ শান্তি পুরস্কার
(ঘ) সম্মানসূচক ভক্টরেট ডিগ্রী
Answer: এমডিজি এ্যাওয়ার্ড- ২০১০
২০১০ বাংলাদেশের তথ্য-প্রযুক্তি খাতকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ এশিয়ান-ওশেনিয়া কম্পিউটিং ইন্ডাস্ট্রি অর্গানাইজেশন প্রদত্ত আইটি পুরস্কার লাভ। একই বছর শিশুমৃত্যু হ্রাস সংক্রান্ত এমডিজি-৪ অর্জনের স্বীকৃতিস্বরূপ জাতিসংঘ কর্তৃক এমডিজি অ্যাওয়ার্ড-২০১০ পুরস্কার পেয়েছেন।
৮. একটি দ্রব্য 180 টাকায় বিক্রয় করায় 10% ক্ষতি হলাে। দ্রব্যটির ক্রয়মূল্য-
(ক) 162 টাকা
(খ) 198 টাকা
(গ) 200 টাকা
(খ) 210 টাকা
Answer: 200 টাকা
৯. c = {x:x ধণাত্মক পূর্ণসংখ্যা এবং x2 < 18 }; c সেটের উপাদানগুলো হবে-
(ক) 1,2,3,5
(খ) I,3,5,7
(গ) 2,4,5,8
(ঘ) 1,2,3,4
Answer: 1,2,3,4
১০. ০.৪×০.০২×০.০৮=?
(ক) ৬.৪০০০০
(খ) ০.৬৪০০০
(গ) ০.০৬৪০০
(ঘ) ০.০০০৬৪
Answer: (ঘ) ০.০০০৬৪
১১. ন্যাটোর সর্বশেষ সদস্য রাষ্ট্র কোনটি?
(ক) লিথুয়ানিয়া
(খ) আলবেনিয়া
(গ) ক্রোয়েশিয়া
(ঘ) মন্টেনিগ্রো
Answer: মন্টেনিগ্রো
ন্যাটো একটি সম্মিলিত প্রতিরক্ষা গোষ্ঠী। এর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত। ন্যাটোর বর্তমান সদস্য-দেশের সংখ্যা ২৯। সর্বশেষ যোগ দেয় মন্টিনেগ্রো।
১২. জিরােসাম গেম(Zero-Sum Game)আন্তর্জাতিক সম্পর্কে কোন তত্বের সঙ্গে সংশ্লিষ্ট?
(ক) মার্কসবাদ
(খ) গঠনবাদ
(গ) উদারতাবাদ
(ঘ) বাস্তববাদ
Answer:
১৩. Cricket is a kind of play. It is also a kind of
(ক) food
(খ) bird
(গ) flower
(ঘ) insect
Answer: insect
১৪. মায়া সভ্যতা বিশ্বের কোন অঞ্চলে বিরাজমান ছিল?
(ক) মধ্য আমেরিকা
(খ) মধ্যপ্রাচ্য
(গ) পূর্ব আফ্রিকা
(ঘ) পূর্ব এশিয়া
Answer: মধ্য আমেরিকা
মায়া জনগোষ্ঠীর অন্তর্গত হচ্ছেন সেইসব মানুষ যারা প্রত্নতাত্ত্বিক সংস্কৃতির এবং আধুনিক জনগণ, যারা মেক্সিকোর দক্ষিণে এবং উত্তর-মধ্য আমেরিকাতে বসবাস করতো এবং তারা মায়াভাষী় পরিবারের মানুষ। প্রথমদিকে এর সময় কাল প্রতিষ্ঠিত করা হয়েছে খ্রিস্টপূর্ব ২০০০-২৫০ অব্দ পর্যন্ত।
১৫. To be, or not to be _______ that is the question,’_ is a famous soliloquy from
(ক) King Lear
(খ) Othello
(গ) Hamlet
(ঘ) Macbeth
Answer: Hamlet
১৬. Complete the following sentence: ‘Had I known you were waiting outside, I ______
(ক) would invite you to cone in
(খ) would be inviting you to come in
(গ) would have invited you to come in
(ঘ) had invited you to come in
Answer: (গ) would have invited you to come in
১৭. ‘তাম্বুলিক’ শব্দের সমার্থক নয় কোনটি?
(ক) রুই
(খ) পান-ব্যবসায়ী
(গ) পর্ণকা
(ঘ) তামসিক
Answer: তামসিক
১৮. কোন বিদেশী পত্রিকা বঙ্গবন্ধুকে ‘রাজনীতির কৰি’(Poet of Politics)উপাধি দিয়েছিলেন?
(ক) দি ইকনমিস্ট
(খ) টাইম
(গ) গার্ডিয়ান
(ঘ) নিউজ উইকস
Answer: নিউজ উইকস
১৯৭১ সালে স্বনামধন্য বিদেশি সংবাদ মাধ্যম নিউজউইক শেখ মুজিবুর রহমান সম্পর্কে যথার্থ মূল্যায়ন করেছে। ম্যাগাজিনটি শেখ মুজিবকে ‘poet of politics’ উপাধি দেয়।
১৯. ৯২ বছর বয়সী মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মােহাম্মদ-এর রাজনৈতিক জোট হবে?
(ক) বারিসান ন্যাশনাল
(খ) পাটি পেটিকাতান
(গ) পাকাতান-হারুপান
(ঘ) ইউএমএসও
Answer: পাকাতান-হারুপান
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ার সপ্তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন ৯২ বছর বয়সী ড. মাহাথির মোহাম্মদ। শপথের পরই পাকাতান হারাপানের (পিএইচ) চেয়ারম্যান মাহাথির আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।
২০. |1-2x| <1 এর সমাধান –
(ক)-2< x<l
(খ) -1<x<0
(গ) 0< x<l
(ঘ) -1<x<1
Answer: 0< x<l
২১. কোনটি ব্যতিহার বহুব্রীহির উদাহরণ?
(ক) দোতলা
(খ) আশীবিষ
(গ) কানাকানি
(ঘ) অজানা
Answer: কানাকানি
২২. কোন দেশের জাতীয় সংসদ দ্বি-কক্ষ বিশিষ্ট?
(ক) মিয়ানমার
(খ) চীন
(গ) সিঙ্গাপুর
(ঘ) ব্রুনাই
Answer: মিয়ানমার
২৩. সাধু ও চলিত ভাষাৰ মূল পার্থক্য কোন পদে বেশি বেশি দেখা যায়?
(ক) বিশেষণ ও ক্রিয়া
(খ) বিশেষ্য ও বিশেষণ পদে
(গ) ক্রিয়া ও সর্বনাম
(ঘ) বিশেষ্য ও ক্রিয়া
Answer: ক্রিয়া ও সর্বনাম
২৪. প্রতাপ আদিত্য কে ছিলেন?
(ক) রাজপুত রাজা
(খ) বাংলার শাসক
(গ) মােগল সেনাপতি
(ঘ) বাংলার বারো ভূইঞাদের একজন
Answer:  রাজপুত রাজা
২৫. ‘জীবন থেকে নেয়া’ চলচিত্রটির পরিচালক কে?
(ক) আলমগীর
(খ) জহির রায়হান
(গ) সুভাষ দত্ত
(ঘ) আমজাদ হোসেন
Answer: জহির রায়হান
২৬. ঘড়িতে যখন ৮ টা বাজে তখন ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোন কত ডিগ্রী হবে?
(ক) ৯০°
(খ) ৯৫°
(গ)’১০৫°
(ঘ) ১১০°
Answer: ১২০°
২৭. ‘There was a small reception following the wedding’. The word ‘following’ in the sentence above is a/an_
(ক) adjective
(খ) adverb
(গ) noun
(ঘ) preposition
Answer: adjective
২৮. ফলকেটিং (Folketing)কোন দেশের আইন সভা?
(ক) বেলজিয়াম
(খ) নরওয়ে
(গ) ফিনল্যান্ড
(ঘ) ডেনমার্ক
Answer: ডেনমার্ক
২৯. বাংলাদেশের প্রধানমন্ত্রী হবার ন্যূনতম বয়স কত?
(ক) ২৫ বছর
(খ) ২০ বছর
(গ) ৩০ বছর
(ঘ) ৩৫ বছর
Answer: ২৫ বছর
৩০. রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কৌতুক নাটক হচ্ছে:
(ক) জামাই ৰারিক
(খ) বিবাহ-বিভ্রাট
(গ) হিতে বিপরীত
(ঘ) বৈকুণ্ঠের খাতা
Answer: বৈকুণ্ঠের খাতা
৩১. আধুনিক রাষ্ট্রৰ উদ্ভবের সময়কাল কোনটি?
(ক) প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তীকাল
(খ) ১৬০০-১৮০০ সাল
(গ) প্রাচীন রোম শাসনকাল
(ঘ) প্রাচীন গ্রীস সময়কাল
Answer:
৩২. He went to_____ hospital because he had _____heart attack.
(ক) a, an
(খ) the, no article
(গ) no article, a
(ঘ) no article, an
Answer: no article, a
৩৩. ‘দুরবস্থা’ শব্দটি সন্ধি বিচ্ছেদ করা হলে নীচের কোনটি পাওয়া যায়?
(ক) দুর+বস্থা
(খ) দুর+বস্থা
(গ) দুর+অবস্থা
(ঘ) দুঃ+ অবস্থা
Answer: দুঃ+ অবস্থা
৩৪. সমুদ্রতীরে কোনটির প্রাচুর্য থাকে?
(ক) হাইড্রোজেন (Hydrogen)
(খ) অক্সিজেন (Oxygen)
(গ) ওজোন (Hydrogen)
(ঘ) নাইট্রোজেন (Nitrogen)
Answer:
৩৫. ‘আগুন’- এর সমার্থক শব্দ কোনটি?
(ক) অনল
(খ) অংশু
(গ) জ্যোতি
(ঘ) ভাতি
Answer: অনল
৩৬. ন্যাশনাল লীগ ফর ডেমােক্রেসি কোন দেশের রাজনৈতিক দল?
(ক) মিয়ানমার
(খ) ভারত
(গ) থাইল্যান্ড
(ঘ) মালয়েশিয়া
Answer: মালয়েশিয়া
৩৭. জীবনানন্দ দাশকে নির্জনতার কৰি’ বলে আখ্যায়িত করেন কে?
(ক) বুদ্ধদেব বসু
(খ) নবীন্দ্রনাথ ঠাকুর
(গ) সৈয়দ শামসুল হক
(ঘ) বিষ্ণু দে
Answer: বুদ্ধদেব বসু
৩৮. স্বাধীনতা পদক প্রাপ্ত ব্যাক্তিত্ব হলেন-
(ক) সৈয়দ আলী আহসান
(খ) সৈয়দ শামসুল হক
(গ) শামসুর রহমান
(ঘ) যতীন সরকার
Answer: যতীন সরকার
৩৯. ১৯৪৫ সালে প্রতিষ্ঠাকালীন সময়ে জাতিসংঘের মােট কতটি সদস্য রায় ছিল?
(ক) ৫১
(খ) ৪৮
(গ) ৪১
(ঘ) ৫০
Answer:৫১
৪০. দুইটি সংখ্যার অনুপাত7:5 এবং তাদের ল.সা.গু 140 হলে সংখ্যা দুইটির ল.সা.গু কত?
(ক) 12
(খ) 6
(গ) 9
(ঘ) 4
Answer: 4
৪১. কোন শব্দযুগলটি ভিন্ন?
(ক) Sharp, Blunt
(খ) Love, Affection
(গ) Abundance, Scarcity
(ঘ) False, ‘True
Answer: Love, Affection
৪২. ‘A Christmas Carol’ is a _______ by Charles Dickens.
(ক) historical novel
(খ) short novel
(গ) ballad
(ঘ) sketch story
Answer: historical novel
Dickens wrote A Christmas Carol at a time when the British were examining and exploring Christmas traditions from the past, such as carols, as well as new customs such as Christmas trees. He was influenced by experiences from his own past, and from the Christmas stories of other authors, including Washington Irving and Douglas Jerrold.
৪৩. Hospitals _________ the sick.
(ক) treat
(খ) admit
(গ) nurse
(ঘ) operate
Answer: nurse
৪৪. The word ‘culinary is related to
(ক) cooking
(খ) dress
(গ) musical instruments
(ঘ) printing
Answer: cooking
৪৫. বার্ষিক শতক 10% হারে 1000 টাকার 2 বছর পর সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত?
(ক) ১০ টাকা
(খ) ১১ টাকা
(গ) ১১.৫ টাকা
(ঘ) ১২ টাকা
Answer: ১০ টাকা
৪৬. ‘বেদান্ত গ্রন্থ’ ও ‘বেদান্ত সার’ কার রচনা?
(ক) গােলকনাথ শৰ্মা
(খ) রামরাম বসু
(গ) মৃত্যঞ্জয় বিদ্যালঙ্কার
(ঘ) রাজা রামমোহন রায়
Answer: রাজা রামমোহন রায়
৪৭. ‘সরল’ শব্দের বিপরীতার্থক নয় নিচের কোনটি?
(ক) গরল
(খ) কুটিল
(গ) জটিল
(ঘ) বক্র
Answer: গরল
৪৮. ‘Panacea’ means _
(ক) pancreatic
(খ) widespread disease
(গ) gland
(ঘ) cure-all
Answer: cure-all
৪৯. মেসােপটেমীয় সভ্যতা গড়ে উঠেছিল কোথায়?
(ক) ইয়াংসিকিয়াং নদীর তীরে
(খ) নীলনদের তীরে
(গ) টাইগ্রীস ও ইউফ্রেটিস নদীর তীর
(ঘ) হোয়াংহো নদীর তীরে
Answer: টাইগ্রীস ও ইউফ্রেটিস নদীর তীর
৫০. কোনটি (অপাদান) উপাদান কারক?
(ক) জিজ্ঞাসিব জনে জনে
(খ) ট্রেন স্টেশন ছেড়েছে
(গ) বনে বাঘ আছে
(ঘ) গৃহহীনে গৃহ দাও
Answer: ট্রেন স্টেশন ছেড়েছে
৫১. nc12= nc6 হলে n এর মান কত?
(ক) 12
(খ) 14
(গ) 16
(ঘ) 18
Answer:
৫২. ‘Hand out’- এর শুদ্ধ বাংলা পরিভাষা হলো:
(ক) জ্ঞাপনপত্র
(খ) তথাপত্র
(গ) প্রচারপত্র
(ঘ) হস্তপত্র
Answer: জ্ঞাপনপত্র
সূত্র: উচ্চতর স্বনির্ভর বিশুদ্ধ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ, পৃষ্ঠা- ২৮৪। 
৫৩ . একজন লােক A অবস্থান থেকে হেটে ডান দিকে ১০ ফুট, অত:পর বামদিকে ২০ফুট, তারপর বামদিকে ২০ ফুট, এবং সবশেষে বামদিকে ২০ ফুট গিয়ে B অবস্থানে পৌছিল। A ও B এর মধ্যকার দুরত্ব কত ফুট?
(ক) ৪০ ফুট
(খ) ১০ ফুট
(গ) ২০ ফুট
(ঘ) ৩০
Answer: ১০ ফুট
৫৪. বেগম রোকেয়া সাখাওয়াত হােসেন রচিত গ্রন্থ কোনটি?
(ক) পদ্মাবতী
(খ) পদ্মগোখরা
(গ) পদ্মরাগ
(ঘ) পদ্মমণি
Answer: পদ্মরাগ
৫৫. নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করার বিষয়টি সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ রয়েছে?
(ক) অনুচ্ছেদ ২৪
(খ) অনুচ্ছেদ ২১
(গ) অনুচ্ছেদ ২২
(ঘ) অনুচ্ছেদ ২৩
Answer: অনুচ্ছেদ ২২
অনুচ্ছেদ ২২: রাষ্ট্রের নির্বাহী অঙ্গসমূহ হইতে বিচারবিভাগের পৃথকীকরণ রাষ্ট্র নিশ্চিত করিবেন৷
৫৬. বাংলাদেশের ২০১৮-১৯ অর্থ বছরে বাজেটে জিডিপির প্রক্ষেপিত প্রবৃদ্ধির হার কত?
(ক) ৮.০০ শতাংশ
(খ) ৭.২৮ শতাংশ
(গ) ৭.৬৫ শতাংশ
(ঘ) ৭.৮০ শতাংশ
Answer: ৭.৮০ শতাংশ
৫৭. পলাশির যুদ্ধ কবে সংঘঠিত হয়েছিল?
(ক) জুন ২৪, ১৭৫৭
(খ) জুন ২৩, ১৭৫৭
(গ) জুন ২৫, ১৭৫৭
(ঘ) জুন ২২, ১৭৫৭
Answer: জুন ২৩, ১৭৫৭
৫৮. Cozy Bear একটি কি?
(ক) হ্যাকার গ্রুপ
(খ) বিনােদনকেন্দ্র
(গ) নদী
(ঘ) চুক্তি
Answer: হ্যাকার গ্রুপ
Cozy Bear, classified as advanced persistent threat APT29, is a Russian hacker group believed to be associated with Russian intelligence.
৫৯. সর্বপ্রথম কোথায় ওপেক এর সদর দফতর স্থাপিত হয়?
(ক) ভিয়েনা
(খ) জেন্দা
(গ) বাগদাদ
(ঘ) জেনেভা
Answer: বাগদাদ
The Organization of the Petroleum Exporting Countries (OPEC) was founded in Baghdad, Iraq, with the signing of an agreement in September 1960 by five countries namely Islamic Republic of Iran, Iraq, Kuwait, Saudi Arabia and Venezuela. They were to become the Founder Members of the Organization.
৬০. মীর মশাররফ হােসেন রচিত গ্রন্থ হচ্ছে:
(ক) আলালের ঘরের দুলাল
(খ) হতােম প্যাঁচার নক্সা
(গ) কলিকাতা কমলালয়
(ঘ) গাজী মিয়ার বস্তানী
Answer: গাজী মিয়ার বস্তানী
৬১. A person who believes that laws and governments are not necessary is known as ____ .
(ক) An anarchist
(খ) A terrorist
(গ) An extremist
(ঘ) A militant
Answer: An anarchist
৬২. কোন শব্দটি উপসর্গ নিয়ে গঠিত হয়েছে?
(ক) আষাঢ়
(খ) আঘাটা
(গ) আয়না
(ঘ) আনন
Answer: আঘাটা
৬৩. The warning of the authority falls on deaf ears. Here warning does the function of______.
(ক) Adjective
(খ) Verb
(গ) Noun
(ঘ) Adverb
Answer: Noun
The+Verb+ing+of = Verbal Noun
৬৪. যুক্তরাষ্ট্রে রপ্তানী বাণিজ্যের বৃহত্তম বাজার কোথায়?
(ক) ভারত
(খ) কানাডা
(গ) চীন
(ঘ) ইইউ
Answer:
৬৫. নিচের কোনটি যৌগিক কালের উদাহরণ নয়?
(ক) করেছি
(খ) করছি
(গ) করব
(ঘ) করছিলাম
Answer:
৬৬. বাংলাদেশের ২০১৮-১৯ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির জন্য কত বরাদ্দ আছে?
(ক) ১৭৩,০০০ কোটি টাকা
(খ) ১৭০,০০০ কোটি টাকা
(গ) ১৭১,০০০ কোটি টাকা
(ঘ) ১৭২,০০০ কোটি টাকা
Answer: ১৭৩,০০০ কোটি টাকা
৬৭. সাম্প্রতিক কাতার সংকটের সময় কোন দেশটি কাতারের সাথে কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করে নাই।
(ক) সংযুক্ত আরব আমিরাত
(খ) মিশর
(গ) কুয়েত
(ঘ) বাহরাইন
Answer: কুয়েত
কাতারের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে ছয়টি দেশ। এই দেশগুলো হলো: সৌদি আরব, মিসর, বাহরাইন, লিবিয়া, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন।
৬৮. খনার বচন’- এর মূলভাব কি?
(ক) শুদ্ধ জীবনযাপন রীতি
(খ) সামাজিক মঙ্গলবােধ
(গ) রাষ্ট্র পরিচালনা নীতি
(ঘ) লৌকিক প্রণয়সঙ্গীত
Answer: সামাজিক মঙ্গলবােধ
৬৯. বাইজেনটাইন (Byzantine)সাম্রাজের রাজধানী ছিল কোন নগরী?
(ক) লিসবন
(খ) কনস্টান্টিনােপল
(গ) প্যারিস
(ঘ) ভিয়েনা
Answer: কনস্টান্টিনােপল
The Byzantine Empire, also referred to as the Eastern Roman Empire and Byzantium, was the continuation of the Roman Empirein its eastern provinces during Late Antiquity and the Middle Ages, when its capital city was Constantinople (modern-day Istanbul, which had been founded as Byzantium).
৭০. নিচের কোনটি মৌলিক সংখ্যা?
(ক) ৮৭
(খ) ৯১
(গ) ১৪৩
(ঘ) ৪৭
Answer: ৪৭
৭১. The word ‘florid’ indicates
(ক) foliage
(খ) floor
(গ) flower
(ঘ) flour
Answer: flower
When it first entered English “florid” was used with the literal meaning “covered with flowers.
৭২. প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা কার কর্তৃত্বে প্রযুক্ত হয়?
(ক) রাষ্ট্রপতি
(খ) মন্ত্রী
(গ) সচিব
(ঘ) প্রধানমন্ত্রী
Answer: প্রধানমন্ত্রী
৭৩. নিচের কোন ভগ্নাংশটি বৃহত্তম?
(ক) ৮/১৪
(খ) ৩/৫
(গ) ৫/৮
(ঘ) ৬/১১
Answer: ৫/৮
৭৪. ২০১৮ সালের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য বিষয় কোনটি?
(ক) প্লাস্টিক (plastic) দূষণকে পরাজিত করি
(খ) সবুজ বিশ্ব গড়ে তুলি
(গ) জলবায়ু উষ্ণতাকে রুখে দেই
(ঘ) জলবায়ু উষ্ণতা প্রতিরােধ তহবিল গড়ি
Answer: প্লাস্টিক (plastic) দূষণকে পরাজিত করি
৭৫. বঙ্গভঙ্গ রদ হয় কোন সালে?
(ক) ১৯১২ সালে
(খ) ১৯০৮ সালে
(গ) ১৯০৯ সালে
(ঘ) ১৯১১ সালে
Answer: ১৯১১ সালে
৭৬. Love for the whole world is called______ .
(ক) misogyny
(খ) benevolence
(গ) misanthropy
(ঘ) philanthropy
Answer: philanthropy
  1. ‘Geriatrics’ is the branch of medicine concerned with the diseases and care of
(ক) old women
(খ) new born babies
(গ) Old people
(ঘ) newly-weds
Answer: Old people
Geriatrics, or geriatric medicine, is a specialty that focuses on health care of elderly people.
৭৮. মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস আগুনের পরশমণি কার রচনা?
(ক) হুমায়ুন আহমেদ
(খ) শওকত ওসমান
(গ) সৈয়দ শামসুল হক
(ঘ) আমজাদ হােসেন
Answer: হুমায়ুন আহমেদ
৭৯. বাংলাদেশের সংবিধানে মােট কয়টি তফসিল আছে?
(ক) ৮ টি
(খ) ৫ টি
(গ) ৬ টি
(ঘ) ৭ টি
Answer: ৭ টি
৮০. যদি 2×3 =812, 4×5 =1620 হয় তবে 6×7=?
(ক) 2442
(খ) 42
(গ) 1214
(ঘ) 2428
Answer: 2428
2×4=8,3×4=12; 812
4×4=16,5×4=20; 1620
6×4=24,7×4=28; 2428
৮১. মুজিব নগর সরকার কখন গঠিত হয়?
(ক) ১০ ই এপ্রিল, ১৯৭১
(খ) ১৪ ই এপ্রিল, ১৯৭১
(গ) ১৭ ই এপ্রিল, ১১৯৭১
(ঘ) ১২ ই এপ্রিল, ১৯৭১
Answer: ১০ ই এপ্রিল, ১৯৭১
৮২. বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়ােগ দেন কে?
(ক) জাতীয় সংসদ
(খ) প্রধানমন্ত্রী
(গ) স্পীকার
(ঘ) রাষ্ট্রপতি
Answer: রাষ্ট্রপতি
৮৩. What is the plural number of ‘ovum’
(ক) ovumes
(খ) ovums
(গ) ova
(ঘ) ovams
Answer: ova
৮৪. ২০১৮ সালে অনুষ্ঠিত জি-সেভেন শীর্ষ সেম্মেলনের পর যৌথ ঘােষনার স্বাক্ষর প্রদানে কোন দেশ বিরত ছিল?
(ক) ফ্রান্স
(খ) জার্মেনী
(গ) ইতালী
(ঘ) যুক্তরাষ্ট্র
Answer:
  1. 1/√2, 1, √2.. ধারাটির কোন পদ 8√2 হবে?
(ক) ৯ তম পদ
(খ) ১০ তম পদ
(গ) ১১ তম পদ
(ঘ) ১২ তম পদ
Answer: ৯ তম পদ
৮৬. 2x2 + 5x + 3 < 0 এর সমাধান কোনটি?
(ক) -3/2<x<-1
(খ) -3/2<x<1
(গ) -3/2≤x≤1
(ঘ) -3/2<x≤1
Answer: -3/2<x<-1
৮৭. বাংলাদেশের জিডিপিতে (GDP) কৃষি খাতের (ফসল, বন, প্রাণিসম্পদ,মৎস্যসহ)অবদান কত শতাংশ?
(ক) ১৬ শতাংশ
(খ) ১২ শতাংশ
(গ) ১৮ শতাংশ
(ঘ) ১৪.৭৯ শতাংশ
Answer: ১৪.৭৯ শতাংশ
অর্থনৈতিক সমীক্ষা-২০১৮ তে আছে ১৪.১০%
৮৮. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 18 সেমি. এবং প্রস্থ 10 সেমি.। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য বৃদ্ধি করে 25 সেমি. করা হলাে। আয়তক্ষেত্রটির প্রস্থ কত হলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে?
(ক) 7.3 সেমি
(খ) 7 সেমি
(গ) 7.1 সেমি
(ঘ) 7.2 সেমি
Answer: 7.2 সেমি
৮৯. A soporific speech is likely to _______ .
(ক) appeal primarily to emotions
(খ) put one to sleep
(গ) stimulate action
(ঘ) be incomprehensible
Answer: put one to sleep
৯০. তুমি তাে ভারি সুন্দর ছবি আঁক!’- বাক্যটিতে কোন প্রকারের অব্যয় পদ ব্যবহৃত হয়েছে?
(ক) অনুকার অব্যয়
(খ) পদান্বয়ী অব্যয়
(গ) অনুসর্গ অব্যয়
(ঘ) অনন্বয়ী অব্যয়
Answer: অনন্বয়ী অব্যয়
৯১. কোন উপসর্গটি ভিন্নার্থে প্রযুক্ত?
(ক) উপভােগ
(খ) উপগ্রহ
(গ) উপসাগর
(ঘ) উপনেতা
Answer: উপভােগ
৯২. বিখ্যাত ওয়াশিংটন কনসেনসাস’ (Washington Consensus) কোন বিষয়ের সঙ্গে জড়িত?
(ক) নয়া উদারতাবাদী অর্থনৈতিক নীতি বাস্তবায়ন
(খ) অন্ত্র নিয়ন্ত্রণ
(গ) আন্তর্জাতিক সন্ত্রাসবাদ দমন
(ঘ) আন্তর্জাতিক অভিবাসন নীতি
Answer: নয়া উদারতাবাদী অর্থনৈতিক নীতি বাস্তবায়ন
Washington Consensus, a set of economic policy recommendations for developing countries, and Latin America in particular, that became popular during the 1980s.
৯৩. Identify the correct passive form of the sentence below: ‘Do you know them?’
(ক) Would they be known by you?
(খ) Are they known with you?
(গ) Are they known to you?
(ঘ) Are they known by you?
Answer: Are they known to you?
৯৪. নিচের উপমাটি পূর্ণকারী শব্দ কোনটি? Finger: Hand :: Leaf:
(ক) Twig
(খ) Tree
(গ) Branch
(ঘ) Flower
Answer: Branch
৯৫, ‘বাধন হারা’ কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা?
(ক) উপন্যাস
(খ) নাটক
(গ) কবিতা
(ঘ) ভ্রমণ কাহিণী
Answer: উপন্যাস
৯৬. কোন সালে হিটলার জার্মান চ্যান্সেলর নিযুক্ত হন?
(ক) ১৯৩৪
(খ) ১৯৩১
(গ) ১৯৩২
(ঘ) ১৯৩৩
Answer: ১৯৩৩
হিটলার ১৯৩৩ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত জার্মানির চ্যান্সেলর এবং ১৯৩৪ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত সে দেশের ফিউরার ছিলেন।
৯৭. 125(√5)2x = 1 হলে x এর মান কত?
(ক) 3
(খ) -3
(গ) 7
(ঘ) 9
Answer:  -3
৯৮. Which of the following words has been formed with a prefix?
(ক) authentic
(খ) amnesia
(গ) aspersions
(ঘ) amoral
Answer: amoral
৯৯. জাতিসংঘের “Champion of the Earth” খেতাবপ্রাপ্ত কে?
(ক) থেরেসা মে
(খ) এঞ্জেলা মার্কেল
(গ) শেখ হাসিনা
(ঘ) হিলারি ক্লিনটন
Answer: শেখ হাসিনা
২০১৫ সালে শেখ হাসিনা জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ সম্মান ‘Champion of the Earth’ পুরস্কার লাভ করেন।
১০০. মুক্তিযুদ্ধের সময় নৌ কমান্ড গঠিত হয় কোন সেক্টর নিয়ে?
(ক) ১১ নং সেক্টর
(খ) ৮ নং সেক্টর
(গ) ৯ নং সেক্টর
(ঘ) ১০ নং সেক্টর
Answer: ১০ নং সেক্টর

Combine 3 bank solution.

Combined 3 Bank Senior Officer Exam Question 2018: ‍Solution

Combined 3 Bank Senior Officer Exam Question: SECTION-A : English Proficiency
Questions (01-05) : Fill in the blank with right option
  1. She usually _______ the baby down for sleep at this time
(a) lies
(b) lied
(c) lay
(d) lays
Answer: lays
  1. I promise to _________ you in all circumstances.
(a) stand up to
(b) stand with
(c) stand off
(d) stand by
Answer: stand with
  1. I __________ caught the bus if I had hurried.
(a) could have
(b) can have
(c) cannot have
(d) could not have
Answer: could have
  1. Voting took place peacefully __________ most of the country,
(a) across
(b) besides
(c) into
(d) for
Answer: across
  1. His name rings a ________ but I am unable to remember him
(a) toll
(b) bell
(C) cymbal
(d) chime
Answer: bell
Questions (06-10): Select the pair that best expresses a relationship similar to that expressed in the original pair:
  1. ARTICULATE : UNCLEAR
(a) Explain : Lucid
(b) Elaborate : Sketchy
(c) Grieve: Somber
(d) Assign: Agile
Answer: Elaborate : Sketchy
  1. QUARRY : MARBLE
(a) Metal : Silver
(b) Ore: Gold
(c) Mine : Coal
(d) None of these
Answer: Mine : Coal
  1. HARM: DAMAGE
(a) Sweet : Sour
(b) Stout: Weak
(c) Hook: Crook
(d) Injure: Incapacitate
Answer: Injure: Incapacitate
  1. HACK: CARVE
(a) Gouge : Engrave
(b) Snip : Mince
(c) Hew: Fell
(d) Grind : Polish
Answer: Gouge : Engrave
  1. VINDICTIVE: MERCY
(a) Insightful: Hope
(b) Modest : Dignity
(c) Avaricious: Greed
(d) Skeptical: Credulity
Answer: Skeptical: Credulity
Questions (11-15). Select the word or phrase that best completes the sentence
  1. Computer has revolutionized office procedures more than any machine of modern time.
(a) has any machine
(b) any other machine
(c) other machine
(d) none of these
Answer: any other machine
12 Writing a beautiful sonnet is as much an achievement as to finish a 400-page novel.
(a) finishing
(b) it is to finish
(c) to have finished
(d) if to finish
Answer: finishing
  1. My mother takes the responsibility for running the household.
(a) moving quickly
(b) going
(c) managing
(d) none of these
Answer: managing
  1. People of diverse backgrounds now go to different places for pleasure, business or education.
(a) distinctive
(b) isolated
(c) distant
(d) different
Answer: different
  1. Organizing some extra-curricula activities has occupied a lot of my time recently
(a) taken in
(b) taken up
(c) taken over
(d) taken after
Answer: taken up
Questions (16-20): Choose the correct spelling from the given options
16.
(a) Transeint
(b) Transient
(c) Trancient
(d) Transent
Answer: Transient
(a) Collosal
(b) Collossal
(c) Colosal
(d) Colossal
Answer: Colossal
(a) Presinct
(b) Precinct
(c) Pricinet
(d) Prescint
Answer: Precinct
19.
(a) Faxsimile
(b) Fachsimile
(c) Facsimile
(d) Factsimile
Answer: Facsimile
(a) Acquaintance
(b) Aqunintance
(c) Aquantence
(d) Aquaintence
Answer: Acquaintance

Combined 3 Bank Senior Officer Exam Question: SECTION-B : Bangla

Question (21-35): Choose the correct answer
  1. সমার্থক শব্দযোগে দ্বিরুক্তি কোনটি?
(a) ধনী-গরির
(b) টাকা-পয়সা
(c) লেন-দেন
(d) দেনা-পাওনা
Answer: টাকা-পয়সা
  1. কোনটি সঠিক সন্ধি বিচ্ছেদ?
(a) উৎ + শাস = উচ্ছাস
(b) উৎ + ডীণ = উড্ডীণ
(c) বৃহৎ + ঢাকা = বৃহড্‌ডক্কা
(d) লহ + ধ =লব্ধ
Answer: বৃহৎ + ঢাকা = বৃহড্‌ডক্কা
  1. স্বর সংগতির উদাহরণ কোনটি?
(a) দেশী > দিশী
(b) রাত্রি >রাইত
(c) হইবে> হবে
(d) কোনটিই নয়
Answer: দেশী > দিশী
  1. ‘খনার বচন কি সংক্রান্ত?
(a) কৃষি
(b) রাজনীতি
(c) ব্যবসা
(d) শিল্প
Answer: কৃষি
  1. নিচের কোন বাগধারাটি ভিন্নার্থক
(a) আদায়-কাচকলায়
(b) দা-কুমড়া
(c) রুই-কাতলা
(d) অহি-নকুল
Answer: রুই-কাতলা
  1. ‘এপিটাফ’ শব্দের অর্থ
(a) শোক কবিতা
(b) গীতিকা
(c) সমাধি-লিপি
(d) মানপত্র
Answer: সমাধি-লিপি
  1. কোনটি নিত্য সমাসের সমস্ত পl?
(a) দরপত
(b) মনমাঝি
(c) গ্রামান্তর
(d) উপনদী
Answer: গ্রামান্তর
  1. পরস্পর কাছাকাছি ধ্বনি বা বর্ণের মিলনকে বলে ?
(a) কারক
(b) প্রত্যয়
(c) সন্ধি
(d) সমাস
Answer: সন্ধি
  1. “জ্যান্ত শব্দটির প্রকৃতি-প্রত্যয় কী?
(a) জ্যান + ত
(b)জান + তচ
(c) জ + এ্যান্ত
(d) জী + অন্ত
Answer: জী + অন্ত
  1. যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটিকে কি পদ বলে?
(a) পূর্ব পদ
(b) সমস্ত পদ
(c) উত্তর পদ
(d) সমস্যামান পদ
Answer: সমস্যামান পদ
  1. কোনটি সঠিক?
(a) ভদ্রতাচিত
(b) ভদ্রতচিত
(c) ভদ্রচিত
(d) ভদ্রাচিত
Exp: সঠিক উত্তর নেই।ভদ্রোচিত হবে।
  1. সংশয়-এর বিপরীতার্থক শব্দ কোনটি?
(a) দ্বিধা
(b) নির্ভয়
(c) বিষ্ময়
(d) প্রত্যয়
Answer: প্রত্যয়
  1. ‘কাক নিদ্রা- এর সঠিক অর্থ কোনটি ?
(a) কপট চিন্তা
(b) অগভীর নিদ্রা
(c) পরের অনিষ্ট চিন্তা
(d) নিদ্রার ভান করা
Answer: অগভীর নিদ্রা
  1. সমার্থক শব্দযোগে দ্বিরুক্তি হয়েছে কোনটিতে?
(a) ভাল মন্দ
(b) তােড় = জোড়
(c) ধন – দৌলত
(d) আমীর – ফকির
Answer: ধন – দৌলত
  1. ‘সৌম্য” এর বিপরীত শব্দ কি
(a) অসুন্দর
(b) কুৎসিত
(c) কাপুরুষ
(d) কোনটিই নয়
Answer: কোনটিই নয়

Combined 3 Bank Senior Officer Exam Question: SECTION-C : General Mathematics

Questions (36-60) : Choose the correct answer
  1. A garden of 100 m length and 60m width has a walkway of 2 m width on every side. What is the area of the garden, in square meter, excluding the walkway?
(a) 5684
(b) 6000
(c) 5376
(d) 5123
Answer: 5376
Solution:
Area of the garden excluding walkway = {(100-2×2) × (60-2×2)}= 96×56=5376m2
  1. Three angles of a triangle are in proportion 5:6:7. Then what is the difference in degrees between the biggest and the smallest angles?
(a) 10°
(b) 20°
(c) 25°
(d) 30°
Answer: 20°
Solution:
Sum of 3 angles of a triangle = 180°
Sum of ratio = 5+6+7 = 18
So, the larger angle = 180° × 7/18 = 70°
And, the smaller angle = 180° × 5/18 = 50°
Difference = 70° – 50° = 20°
  1. Triangle ABC has the following vertices: A (1,0), B (5,0) and C (3.4). Which of the following is true-
(a) AB=BC
(b) CA=CB
(c) AB=AC
(d) AC<BC
Answer: CA=CB
Solution:
Distance of  (x1,y1) & (x2,y2) = √{(x1 – x2)2 + (y1 – y2)2}
AB/BA = √{(1 – 5)2 + (0 – 0)2 }= √(-4)2 = √16 = 4
BC/CB = √{(5 – 3)2 + (0 – 4)2 }= √22 + 16 = √20 = 2√5
AC/CA=√{(1-3)2 + (0 – 4)2 }= √4 + 16 =√20 = 2√5
  1. If a>b>l, then which of the following is true?
(a) (a-b)<0
(b) a2<ab
(c) (b+a)>2a
(d) a2>b2
Answer: a2>b2
Solution:
Let,
a = 3 & b=2
Option a) a2> b2 = (3)2> (2)2 = 9 > 4 True
Option b) a2 < ab = (3)2 < 3 x 2 =9<6 false
Option c) a – b<0= 3-2<0 = 1< 0 false
Option d) b +a > 2a = 2+3> 2 x 3 = 5 > 6 false
  1. When 6 gallons of gasoline are put into a car, the indicator goes from 1/4 to 5/8. What is the total capacity of the gasoline tank?
(a) 12
(b) 14
(c) 16
(d) 18
Answer: 16
Solution:
(5/8 – ¼) = 3/8 means 6 gallons
So, Total capacity = 6×8/3 = 16 gallons
  1. A square carpet with an area of 169 cm2 must have 2 cm cut off one of its edges in order to be a perfect fit for a rectangular room. What is the area (in cm) of this rectangular room!
(a) 117
(b) 143
(C) 145
(d) 165
Answer: 143
Solution:
Let, the carpet length = x
x2 = 169
x = 13
width of the room = (13-2) cm = 11 cm
area of the room = (13×11)2 = 143 cm2
  1. A box contains 12 poles and 7 pieces of net. Each piece of net weighs 0.2 gm: each pole weighs 1.1gm. The box and its contents together weigh 16.25 gm. How much does the empty box weigh?
(a) 1.2 gm
(b) 1.65 gm
(c) 2.75 gm
(d) 6.15 gm
Answer: 1.65 gm
Solution:
Weight of 7 nets = (7×0.2)gm =1.4gm
Weight of 12 poles = (12×1.1)gm = 13.2gm
Total weight of net and pole = (1.4+13.2)gm = 14.6gm
Box weight is = (16.25 – 14.6) = 1.65gm
  1. If an inspector rejects 0.08% of a product as defective, how many units of the product will he examined in order to reject 2?
(a) 1500
(b) 500
(c) 2000
(d) 2500
Answer: 2500
Solution:
0.08 product is rejected from = 100
So, 2 product is rejected from = (100 × 2 × 100)/8 = 2500
  1. A box is made in the form of a cube. If a second cubical box has inside dimensions three times those of the first box, how many times as much does the second box contain?
(a) 12
(b) 27
(c) 9
(d) 6
Answer: 27
Solution:
Let,
one side of first cube = a
So, Volume of first cube = a3
ATQ,
One side of the 2nd cube = (3a)3 = 27a3
Times = 27a3 / a3  = 27
  1. The average of 6 numbers is 25. If 3 more numbers, with an average of 22 are added to these numbers, what will be the average of the combined 9 numbers?
(a) 20
(b) 24
(c) 26
(d) 32
Answer: 24
Solution:
Sum of 6 numbers = (6×25) = 150.
Sum of 3 additional numbers = (3 × 22) = 66.
Sum of (6 + 3) =9 numbers = (150+66)=216
.:. average of 9 numbers = 216/9 = 24
  1. In a container, there are 2 green marbles and 2 red marbles. You randomly pick the marbles. What is the probability that both of them are green?
(a) ½
(b) 1/4
(c) 1/6
(d) 1/3
Answer: 1/6
Solution:
green ball = 2
Red ball = 2
From 4 balls, possibility of 2 green = 4C2 = 6
From 2 balls, possibility of 1 green = 2C2 = 1.
From rest 2 balls, possibility of being green = 2C2=1
Possibility of 2 green = (2C2 x 2C2)/4C2= (1×1)/6= 1/6
  1. Three boys have marbles in the ratio of 19:5:3. If the boy with the least number has 9 marbles. how many marbles does the boy with the greatest number have?
(a) 57
(b) 33
(c) 27
(d) 81
Answer: 57
Solution:
Smaller ratio 3 = 9
So, Smaller ratio 1 = 9/3 = 3
Now,
Highest ratio 19 = 19×3 = 57
  1. A water tank has two taps (Tap-1 and Tap-2). Tap-1 can fill a tank in 8 hours and Tap.2.can empty the tank in 16 hours. How long will they take to fill the tank if both taps are opened simultaneously but Tap-2 is closed after 8 hours?
(a) 10
(b) 12
(c) 14
(d) 16
Answer: 12
Solution:
Tap-1, fills in 1 hr =  1/8
Tap-2, empties in 1 hr = 1/16
When both taps are open, the tank fills in 1 hr = (1/8 – 1/16) = 1/16
In 8 hrs, the tank fills =  1/16 ×৪ = ½
Remaining = 1 – ½ = ½
½ is filled by only Tap 1
1/8 is filled by Tap-1 in 1 hr
So, ½ is filled by = (1×8)/2= 4 hr
Total time = 8+4 = 12 hr
  1. An iron rod that weighs 24 kg is cut into two pieces so that one of these pieces weighs 16 kg and is 34 m long. If the weight of each piece is proportional to its length, how long is the other piece?
(a) 11 m
(b) 17 m
(c) 34 m
(d) 68 m
Answer: 17 m
Solution:
16 kg rod = 34m
24 kg rod = (34×24)/16 = 51m
Length of the other part is = 51-34 = 17m
  1. The price of a pen is 25% more than the price of a book. The price of a pen holder is 50% more than the price of the book. How much is the price of the pen holder more than the price of the pen?
(a) 50%
(b) 25%
(c) 20%
(d) 37.5%
Answer: 20%
Solution:
Let price of book = 100tk
Price of pen = 100+100×25% = 125 tk
Price of penholder = 100 + 100×50% = 150 tk
Difference is = 150 -125 = 25 tk
Percentage = (25×100)/125 = 20%
  1. A 10% monthly salary increase resulted in a Tk.9000 per year increase in salary for an employee. What was his monthly salary before the increase?
(a) Tk.7500
(b) Tk.8500
(c) Tk.5000
(d) Tk.9500
Answer: Tk. 7500
Solution:
Yearly increase = 9000 tk
Monthly increase = 9000/12 = 750 tk
10% of Salary is = 750 tk
100% of Salary is = (750×100)/10 = 7500 tk
  1. The sum of principal and simple interest of a certain amount of money would be Tk.460 after 3 years from now and Tk. 500 after 5 years from now. What is the total interest rate?
(a) 5%
(b) 12%
(c) 15%
(d) 20%
Answer: 5%
Solution:
(5 – 3) yr = 2 yrs interest = (500 – 460) = 40 tk
1 year interest = 40/2 = 20 tk.
3 year interest = (20 × 3) = 60 tk
Principal amount= (460 – 60) = 400 tk
Interest rate = 60/(400×3) = 0.05 = 5%
  1. The ratio between the perimeter and the breadth of a rectangular is 5:1. If the area of the rectangle is 216 cm2, what is the length of the rectangle?
(a) 16 cm
(b) 18 cm
(c) 20 cm
(d) 22 cm
Answer: 18 cm
Solution:
Let,
Length and breadth of the rectangle= x, y
So, area = xy
Perimeter = 2(x+y)
ATQ,
2(x+y)/y = 5
Or, 2x + 2y = 5y
Or, 2x = 3y
Or, y = 2x/3
Now,
xy = 216
Or, x  ×  2x/3  = 216
Or, 2x2 = 648
Or, x2 = 324
Or, x = 18
  1. An article when sold at a gain of 5% yields Tk. 15 more than when sold at a loss of 5%. Its cost price would be
(a) Tk. 100
(b) Tk 150
(c) Tk 200
(d) Tk 250
Answer: Tk. 150
Solution:
At 5% profit, selling price = 100+5=105 tk.
At 5% loss, selling price = 100-5= 95 tk.
Difference between selling price = 105-95=10 tk.
If difference 10, then cost = 100tk
If difference 1, then cost = 100/10 tk
If difference 15, then cost = (100×15)/10 tk = 150tk.
  1. If for integer x, 5<x<10 and y=x+5, what is the greatest possible value of x+y?
(a) 32
(b) 22
(c) 23
(d) 27
Answer: 23
Solution:
Given,
5 < x < 10 and y =x+5
Possible value of x = 6, 7, 8, 9
When x =9,
y =9+5 = 14
Now,
x + y = 9 + 14 = 23
  1. Increasing the original price of an item by 10%, then decreasing by 20% and then again increasing the price by 10% is equivalent:
(a) 4.4% increase
(b) 3.2% decrease
(c) 3.5% decrease
(d) None of these
Answer: 3.2% decrease
Solution:
Let,
Selling price = 100
After 10% increase = (100+10)=110
After 20% decrease = (110 – 20% of 110) = 88
After 10% increase = (88 + 10% of 88) = 96.8
Final decrease = (100-96.8)=3.2%
  1. The interest charged on a loan is p dollars per $1,000 for the first month and q dollars per $1000 for each month after the first month. How much interest will be charged during the first three months on a loan of $10,000?
(a) 10p+20q
(b) 30q
(C) 30p
(d) 20p+10q
Answer: 10p+20q
Solution:
Interest = 1st month + 2nd month + 3rd month
= p×(10000/1000) + q×(10000/1000)  + q×(10000/1000)
=10p +10q + 10q
= 10p + 20q
  1. In a club 50% of the male voters and 80% of the female voters voted for candidate A. If candida A received 70% of the total votes, what is the ratio of male to female voters?
(a) 1/3
(b) ¾
(c) 1/4
(d) 1/2
Answer: 1/2
Solution:
Male voter = x
Female voter = y
50% of x + 80% of y = 70% of (x+y)
50x/100 + 80y/100 = 70(x+y)/100
50x + 80y = 70x + 70y
80y – 70y= 70x – 50x
10y = 20x
x/y = 10/20 = ½
  1. In June a baseball team that played 60 games had won 30% of its games played. After a phenomenal winning streak this team raised its average to 50% How many games must the team have won in a row to attain this average?
(a) 30
(b) 45
(c) 20
(d) 24
Answer: 24
Solution:
Let, Additional match = x
Now,
30% of 60+ x = 50% of (60+x)
Or, 18+x = 30+0.5x
Or, x = 24
  1. A rectangular fish tank 25m by 9m has water in it to a level of 2m. This water is carefully poured into a cylindrical container with a diameter of 10m. How high will the water reach in the cylindrical container?
(a) 18π
(b) 18/π
(c) π/18
(d) 9/2π
Answer: 18/π
Solution:
The volume of the fish tank = 25×9×2 = 450 square inch
Let height of the cylindrical container is = h
πr2h = 450
h = 450/ πr2 = 450/π52 = 18/π

Combined 3 Bank Senior Officer Exam Question: SECTION-D : General Knowledge and Basic Computer Questions


(61-80) : Choose the correct answer
  1. The headquarter of International Atomic Energy Agency (IAEA) are situated at
(a) Vienna
(b) Geneva
(c) Rome
(d) Paris
Answer: Vienna
  1. Profits of a firm that are distributed or given out to its investors are called
(a) Bonds
(b) Equity
(c) Dividends
(d) None of these
Answer: Dividends
  1. Money market is a market for
(a) short-term fund
(b) long-term fund
(c) hedge fund
(d) Risk free assets
Answer: short-term fund
  1. Fathometer is used to measure
(a) Ocean depth
(b) Earthquakes
(c) Rainfall
(d) Sound intensity
Answer: Ocean depth
  1. India has largest deposits of ______ in the world.
(a) gold
(b) copper
(c) mica
(d) None of the above
Answer: mica
  1. In cricket, a run taken when the ball passes the batsman without touching his bat or body is called
(a) leg bye
(b) bye
(c) bosic
(d) drive
Answer: bye
  1. Of the various non-conventional energy sources that are being tapped, which has the largest potential?
(a) Water power
(b) Wind power
(c) Solar power
(d) Biomass power
Answer: Solar power
  1. The chief constituent of gobar (গোবর) gas is
(a) ethane
(b) methane
(C) hydrogen
(d) carbon dioxide
Answer: methane
  1. The longest mountain range in the world is
(a) The Alps
(b) The Himalayas
(c) The Andes
(d) The Rockies
Answer: The Andes
  1. The main object of which of the following UN agency is to help the underdeveloped countries in the task of raising their living standards?
(a) IMF
(b) UNICEF
(c) UNDP
(d) IDA
Answer: UNDP
  1. By default, your documents print in ________ mode.
(a) Page setup
(b) Landscape
(c) Portrait
(d) Print preview
Answer: Portrait
  1. Which of these toolbars allows changing of Fonts and their sizes?
(a) Formatting
(b) Standard
(c) Print Preview
(d) None of these
Answer: Formatting
  1. All of the following are examples of real security and privacy risks EXCEPT:
(a) Viruses
(b) Spam
(c) Hackers
(d) none of them
Answer: Spam
  1. The basic unit of a worksheet into which you enter data in Excel is called a
(a) column
(b) box
(c) table
(d) cell
Answer: cell
  1. You can detect spelling and grammar errors by
(a) Press Shift + F7
(b) Press Ctrl + F7
(c) Press Alt+ F7
(d) Press F7
Answer: Press F7
  1. Verification of a login name and password is known as:
(a) configuration
(b) authentication
(C) accessibility
(d) logging in
Answer: authentication
  1. A light sensitive device that converts drawing, printed text or other images into digital form is
(a) Keyboard
(b) Plotter
(c) Scanner
(d) None of these
Answer: Scanner
78. Graphical pictures that represent an object like file, folders etc. are:
(a) Icons
(b) Desktop
(c) Task bar
(d) Windows
Answer: Icons
  1. Computer Virus is a __________ .
(a) Hardware
(b) Software
(c) Bacteria
(d) Freeware
Answer: Software
  1. Which of the followings is word processing software?
(a) Perfect
(b) Wordpad
(c) MS Word
(d) All of these
Answer: All of these