Wednesday, September 30, 2020
Monday, September 28, 2020
Computer part for BCS
#আশা_করি_সকল_পরিক্ষায়_কাজে_আসবে।
★ বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার চালু হয় ==> ১৯৯৩ সালে।
★ বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার সবার জন্য উন্মুক্ত হয় ==> ১৯৯৬ সালে।
★ বাংলাদেশে 3g চালু হয় ==> ১৪ অক্টোবর, ২০১২
★ বাংলাদেশে 4G চালু হয় ==> ১৯ ফেব্রুয়ারি,২০১৯
★ বাংলাদেশে স্থাপিত প্রথম কম্পিউটার ‘‘ IBM-1620 ‘ যা স্থাপিত হয় বাংলাদেশ পরমানু শক্তি কমিশনে ১৯৬৪ সালে!
★ ২১মে ২০০৬ সালে কক্সবাজারের ঝিলং জা তে ল্যান্ডিং স্টেশন স্থাপনের মাধ্যমে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলে যুক্ত হয়।
★ বাংলাদেশর বিজ্ঞানীরা প্রথমাবারের মতো ‘জীবনরহস্য‘ উন্মোচন করেছেন ==> মহিষের
★ ২০১৩সালে দেশি পাটের জীবন রহস্য উন্মোচনে নেতৃত্ব দেন ==> ড. মাকসুদুল আলম
★ ১৯৮১ এপসন কোম্পানি সর্বপ্রথম ল্যাপটপ কম্পিউটার প্রচলন করেন। নাম => অসবর্ন-১
★ বিশ্বের একমাত্র কম্পিউটার জাদুঘরটি অবস্থিত
=> যুক্তরাষ্ট্রের আটলান্টায়
২৮ ফেব্রুয়ারি ২০১৩
★ বাংলাদেশের ‘টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড(টেশিস) কর্তৃক তৈরী প্রথম ল্যাপটপ এর নাম==> দোয়েল
★ জাতিসংঘ রেডিও বাংলা যাত্রা শুরু করে =>
২১ ফ্রেব্রুয়ারি ২০১৩
★বাংলাদেশে দ্রুত গতির ইন্টারনেট ‘‘ওয়াইম্যাক্স‘ চালু হয় ==> June, 2009, Banglalion
★বাংলাদেশের প্রথম মোবাইল ফোন কোম্পানীর নাম ==> সিটিসেল ডিজিটাল, ১৯৯৩ সাল।
★বাংলাদেশে কখন থেকে কার্ড ফোন চালূ হয়=== ১৯৯২ সালে।
★প্রথম ওয়াই ফাই নগর => সিলেট
★সাইবার সিটি => সিলেট
★প্রথম ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জ => মিঠাপুকুর ,রংপুর
=Brian Acton and Jan Koum। ২০০৯ সালে শুরু
২।Li-Fi ( light fidelity) এর জনক কে ?
-by Harald Haas(২০১১ সালে)।Using light to transmit data allows Li-Fi to offer several advantages like working across higher bandwidth
৩।Wi-fi এর জনক কে ?
=ডাচ কম্পিউটার বিজ্ঞানী ভিক্টর ভিক হেরেস।Wi-Fi uses radio frequency
৪।ন্যানো প্রযুক্তির জনক কে ?
=রিচার্ড ফাইনম্যান
৫।Messenger এর ইনিশিয়াল রিলিজ
= ২০১১।
৬।Skype-এর জনক - Niklas Zennstrom and Janus Friis
১। SHARE it এর উদ্ভাবক প্রতিষ্ঠান হচ্ছে Lenovo.
২। 2G network সর্বপ্রথম ১৯৯১ সালে ফিনল্যান্ডে প্রবর্তিত হয়।
৩। ন্যানো টেকনোলজির জনক বলা হয় রিচার্ড ফাইম্যানকে।
৪। মোবাইল ফোনে যোগাযোগ, ভিডিও কনফারেন্সিং ইত্যাদি ফুল ডুপ্লেক্স এর উদাহরণ।
৫। Cloud Computing সর্বপ্রথম ২০০৬ সালে চালু হয়।
৬। Yahoo প্রতিষ্ঠিত হয় ১৯৯৫সালে।
৭। G-mail চালু হয় ১৯৯৮ সালে।
৮। IP (Internet Protocol) অ্যাড্রেস প্রদানকারী সংস্থার নাম IANA (Internet Assigned Numbers Authority).
৯। বিশ্বের ১ম ই-কমার্স সাইট আমাজন ডট কম।
১০। ১ ন্যানোমিটার= ১০^-৯ মিটার
উঃ চীন।
☛ বিশ্বের সবচেয়ে বড় ই-কমার্স প্রতিষ্ঠানের নাম কি?
উঃ অ্যামাজন।
☛ ‘অ্যামাজন’ এর ক্লাউড কম্পিউটিং সেবার নাম কি?
উঃ Amazon Web Services (AWS).
প্রতিষ্ঠাতা David filo & Jerry yang
প্রতিষ্ঠাতা : বেস জোসেফ
প্রতিষ্ঠাতা Sergey brin & Larry page
প্রতিষ্ঠাতা Jimmy Wales & Larry Sanger
প্রতিষ্ঠাতা Mark Zucherberg, Chris Hughes
প্রতিষ্ঠাতা Jawed karid, Steve chen & Chad Harley
প্রতিষ্ঠাতা Evan Williams Biz Stone & Jack Dorsey.
2.#টাস্কবার কাকে বল?Ans: ডেক্সটপের নিচের দিকে start লেখা সম্ফলিত বারকে টাক্স বার বলে।
3.#রিসাইকেলবিন কি?Ans: রিসাইকেলবিন হচ্ছে একটি ট্রন্সজিট মেমোরি লোকেশন।
4.#Defragmentation কি?Ans: যে ইউটিলিটি প্রোগ্রাম একটি ডিস্কের গতি বৃদ্ধি করে তা হল defragmentation.
5.#ফরমেট কাকে বলে?Ans:ডিস্ককে তথ্য ধারণের উপযোগী করাকে ফরমেট বলে।
=চীনের মালিকাধীন ক্রেডিট কার্ড যা দিয়ে বিশ্বব্যাপী লেনদেন করা যায় ।
ইন্সটাগ্রাম এর প্রতিষ্ঠাতা কে?
=কেভিন সিসট্রোম
আলিবাবা.কম এর নির্বাহী প্রধান
=জ্যাকমা
আমাজন.কম এর নির্বাহী প্রধান
=জেফ বেজোস
২।ইনটেল এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
= ক্যালিফোর্নিয়া
৩।স্মার্টফোন অপারেটিং সিস্টেমটি ওপেন সোর্স প্ল্যাটফর্ম কোনটি ?
= অ্যান্ড্রয়েড
৪।CSS এর পূর্ণরূপ-
=Cascading Style Sheets
৫।টুইটারে সর্বোচ্চ কত অক্ষরের টুইট করা যায়?
=২৮০
৬।বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ক্যামেরার নাম কী?
=টি-কাপ
৭।তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী- ওয়াইম্যাক্স;
৯) IC আবিষ্কৃত হয় → ১৯৫৮ সালে
১০) ভাইরাস নামকরণ করেন → → গবেষক ফ্রেডরিক কোহেন
১১) বিশ্বের কোন দেশ প্রথম 3-G প্রযুক্তি চালু করে – জাপান।
১২) বিশ্বের কোন দেশ প্রথম 4-G প্রযুক্তি চালু করে– দক্ষিণ কোরিয়া; ২০০৬ সালে।
১৩) বর্তমানে ইন্টারনেট ব্যবহারে শীর্ষ দেশ – চীন।
১৪) তারবিহীন টেলিফোন ব্যবহারে শীর্ষ দেশ – চীন।
১৫) তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী – ওয়াইম্যাক্স।
১৬) বিশ্বের দ্রুতগতি সুপার কম্পিউটার– তিয়ানহে.(চীন)
=১৯৬৯ সালে।
২৷ বাংলাদেশে ইন্টারনেট চালু হয় কখন?
=১৯৯৩ সালে। সবার জন্য উন্মুক্ত করা হয় ১৯৯৬ সালে।
৩৷ ইন্টারনেটের জনক কে?
=ভিনটন জি কার্ফ।
৪৷ WWW এর অর্থ কি?
=World Wide Web.
৫৷ WWW এর জনক কে?
=টিম বার্নাস লি ।
৬৷ ই-মেইল এর জনক কে?
=রে টমলি সন।
৭৷ ইন্টারনেট সার্চইঞ্জিনের জনক কে?
=এলান এমটাজ।
৮৷ Internet Corporation For Assiged Names And Number– ICANN এর প্রতিষ্টা কবে?
=১৮ সেপ্টেম্বর ১৯৮৮ সালে।
৯৷ ইন্টারনেট জগতের প্রথম ডোমেইনের নাম কি?
=ডট কম।
১০৷ কম্পিউটার নির্মাতা প্রতিষ্টান সিম্বোলিকস ইন্টারনেট জগতের প্রথম ডোমেইন ডট কম রেজিস্ট্রেশন করে কবে?
=১৫ মার্চ ১৯৮৫ সালে।
১১৷ ইন্টারনেট ব্যাবহারকারী শীর্ষদেশ কোনটি ?
=প্রথম-চীন, দ্বিতীয় যুক্তরাষ্ট্র।
১২৷ বহু জনপ্রিয় ওয়েব ব্রাউজার(Web Browser)কি কি?
=Opera, Mozilla, Internet Explorer, Rock Melt, Google Chrome.
১৩৷ বিখ্যাত সার্চ ইঞ্জিন Google এর প্রতিষ্টাতা কে?
=সার্জে এম বেরিন ও লেরি পেজ।
১৪৷ জনপ্রিয় সামাজিক নেটওর্য়াকিং সাইট কি কি?
=Twitter, Facebook, Diaspora, MySpace, Orkut.
১৫৷ জনপ্রিয় সামাজিক নেটওর্য়াকিং সাইট টুইটার কবে প্রতিষ্টিত হয় ?
=২০০৬ সালে।
১৬৷ টুইটারের প্রতিষ্টাতা কে?
=জ্যাক উর্সে ,ইভান উইলিয়াম, বিজ স্টোর্ন।
১৭৷ ফেসবুকের প্রতিষ্টাতা কে?
=মার্ক জুকারবার্গ, ক্রিস হেগস,ডাসটিন মোক্রোভিজ, এডুয়ার্জে সাভেরিনা
১৮৷ জনপ্রিয় সামাজিক নেটওর্য়াকিং সাইট ফেসবুকের কবে প্রতিষ্টিত হয়?
=২০০৪ সালে।
১৯৷ ইন্টারনেটের মাধ্যমে প্রদত্ত চিকিৎসা পদ্ধিতিকে কি বলে?
=টেলি মেডিসিন।
২০৷ উইকিপিডিয়া কি?
=অনলাইনভিত্তিক ফ্রি বিশ্বকোষ।
২১৷ উইকিপিডিয়া কে প্রতিষ্টা কে?
= জিমি ওয়েলস(যুক্তরাষ্ট)
২২৷ উইকিপিডিয়া কবে প্রতিষ্ঠিত হয়?
= ২০০১ সালে ।
২৩৷ উইকিপিডিয়া ফাউন্ডেশন কি?
=অনলাইনভিত্তিক বিশ্বকোষ উইকিপিডিয়ার মালিক প্রতিষ্ঠান।
২৪৷ উইকিলিকস(wikileaks) কি?
=সুইডেন ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ।
২৫৷ উইকিলিকস(Wikileaks) এর কাজ কি?
= বিশ্বের বিভিন্ন ক্ষেত্রের গুরুত্বপূর্ন এমন একটি গোপন সংবাদ সংগ্রহ করে প্রকাশ করা ।
২৬৷ উইকিলিকস(Wikileaks) কে প্রতিষ্টা করেন?
=জুলিয়ান আসেঞ্জ(অস্ট্রেলিয়া)।
২৭৷ বিশ্বে প্রথম ইন্টারনেট নেটওয়ার্কিংয়ের নাম কি?
= ARPANET(Advanced Research Projects Agency Network)।
২৮৷ ফ্লিকার কি?
=ছবি শেয়ারিং সাইট Flickr.
২৯৷ ইউটউব কি?
= ভিডিও শেয়ারিং সাইট YouTube.
৩০৷ YouTube এর প্রতিষ্টাতা কে?
=স্টিভ চ্যান, জাভেদ করিম ।
৩১৷ স্প্যাম কি?
=অনাকাঙ্কিত ই-মেইল।
------------------------------------------------
1) আধুনিক যোগাযোগ প্রযুক্তি
⇨ সাইরাস ফিল্ড
2) কম্পিউটার বিজ্ঞান
⇨ জর্জ বোল ( George Boole ) ও অ্যালান টুরিং ( Alan Turing )
3) ভিডিও গেমসের জনক কে?
--- রাল্ফ এইচ বেয়ার।
-- শিজেরু মিয়ামোটো।
5) কম্পিউটার ভিডিও গেমস
⇨ নোলেন বুশনেল
6) ব্লগিং এর জনক কে?
-- ইভান উইলিয়ামস
7) ডেল কম্পিউটারের প্রতিষ্ঠাতাকে?
- মাইকেল ডেল।
8) এইচপি কম্পিউটারের জনক কে?
-- উইলিয়াম হিউলেট ও ডেভিড প্যাকার্ড।
9) জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ
⇨ জেমস গসলিং
10) ভিজুয়্যাল বেসিক (প্রোগ্রাম)
⇨ এলান কুপার
12) পারমাণবিক তত্ত্ব
⇨ ডেমোক্রিটাস ( Democritus )
13) পার্সোনাল কম্পিউটার (পিসি)
⇨ অ্যানড্রে থাই টুরং
14) বিশ্বে প্রথম কম্পিউটার প্রোগ্রামার কে?
-- অ্যাডা লাভলেস (ব্রিটেন)।
15) কম্পিউটার প্রোগ্রামিং এর জনক কে?
--গ্রেস হুপার (মার্কিন যুক্তরাষ্ট্র)।
16) লেজার প্রিন্টারের জনক কে?
--গেরি স্ট্রাকওয়েদার (মার্কিন যুক্তরাষ্ট্র)।
17) বায়ুগতিবিদ্যা ⇨ নিকোলাই ( Nikolai Zhukovsky )
18) ভূ তত্ত্ব ⇨ নিকোলাস স্টেনোর ( Nicholas Steno )
19) বাংলাদেশে ই-বুকের যাত্রা শুরু কবে?
-- ২৪ এপ্রিল ২০১১।
20) সিডি এর জনক কে?
-- নোরিও ওহগা (জাপান)।
21) মুক্ত সফটওয়্যার আন্দোলন করেন কে?
-- রিচার্ড ম্যাথিউ স্টলম্যান।
22) আধুনিক টেলিভিশন
⇨ অ্যালেন বি ডুমেন্ট
23) সেমি কন্ডাক্টর
⇨ জ্যাক কিলবি
24) বর্তমান বিশ্বে প্রথম স্বয়ংক্রিয় কম্পিউটারের নাম কি?
-- আইবিএম মার্ক-১।
25) লিনাক্স অপারেটিং সিস্টেমের জনক কে?
-- ট্যাভেলড লিনাক্স।
26) বিশ্বের প্রাচীনতম ডিজিটাল গ্রন্থাগার হিসেবে পরিচিত কোনটি?
-- গুটেনবার্গ প্রকল্প।
27) ছাপার অক্ষরে ডিজিটাল লাইব্রেরি শব্দটি প্রথম ব্যবহার করা হয় কবে?
-- ১৯৮৮ সালে।
28) ই-বুকের জনক কে?
--মাইকেল র্স্টান হার্ট (যুক্তরাষ্ট্র)।
29) মজিলা ফাউন্ডেশন প্রতিষ্ঠা কবে?
-- ১৫ জুলাই ২০০৩।
30) মজিলা কর্পোরেশন প্রতিষ্ঠা কবে?
-- ৩ আগস্ট ২০০৫।
31) মজিলা ফায়ারফক্সের জনক কে?
-- ব্লেইক রস ও ডেভ হায়াট।
32) নোকিয়ার জনক কে?
-- ফ্লেডিক আইডেসটাম।
33) নোকিয়া কোম্পানি প্রতিষ্ঠা কবে?
-- ১৮৬৫ সালে।
উত্তর: B2G
২. প্রশ্ন: COD এর পূর্ণরূপ-
উত্তর: Cash on Delivery
৩. প্রশ্ন: Oracle Corporation – এর প্রতিষ্ঠাতা কে?
উত্তর: Lawrence J. Ellison
৪. প্রশ্ন: কমিউনিকেশন সিস্টেমে গেটওয়ে কি কাজে ব্যবহার করা হয়?
উত্তর: দুই বা তার অধিক ভিন্ন ধরনের নেটওয়ার্ককে সংযুক্ত করার কাজে
৫. প্রশ্ন: সাধারণত ইনফ্রারেড ডিভাইস ব্যবহার করা হয়–উত্তর: WAN-এ
৬. প্রশ্ন: WiMAX এর পূর্ণরূপ কি?
উত্তর: Worldwide Interoperability for Microwave Access
৭. প্রশ্ন: কোনটি 3G Language নয়–
উত্তর: Machine Language/Assembly Language
৮. প্রশ্ন: wi-fi কোন স্ট্যান্ডার্ড-এর উপর ভিত্তি করে কাজ করে?
উত্তর: IEEE 802.11
৯. প্রশ্ন: LinkedIn কি ধরনের সার্ভিস?
উত্তর: এটি একটি বিজনেস অরিয়েন্টেড সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস
১০. প্রশ্ন: আইনের ৭ম ধারায় তথ্য প্রযুক্তির কতটি বিষয়কে আইনের আওতায় রাখা হয়েছে?
উত্তর: ২০
১১. প্রশ্ন: বাংলাদেশ তথ্য ডিজিটাল করনের ফলে সিদ্ধান্ত গ্রহণে কত ভাগ কম সময় লাগছে?
উত্তর: ৮০-৯০
১২. প্রশ্ন: দেশের ১৫টি চিনিকলের চাষি একযোগে তথ্য পাচ্ছে কোথা থেকে?
উত্তর: ই- পুর্জি
১৩. প্রশ্ন: COD এর পূর্ণরূপ-
উত্তর: Cash on Delivery
১৪. প্রশ্ন: বাংলাদেশে কত সালের পরপর ই-কমার্সের প্রসার হয়?
উত্তর: ২০১১-১২
১৫. প্রশ্ন: Twitter -এ সর্বোচ্চ কত অক্ষরের বার্তা প্রকাশ করা যায়?
উত্তর: ১৪০
১৬. প্রশ্ন: কোনো দেশ প্রযুক্তিতে পিছিয়ে থাকলে কিভাবে অন্য দেশের সমান হতে পারে?
উত্তর: Leap Frog এর মাধ্যমে
১৭. প্রশ্ন: রেজিস্ট্রি ক্লিন আপ ব্যবহার না করলে কি হয়?
উত্তর: কম্পিউটার ঠিক ভাবে কাজ করে না
১৮. প্রশ্ন: BSA পূর্ণরূপ-
উত্তর: Business Software Alliance
১৯. প্রশ্ন: তথ্য প্রযুক্তিতে দক্ষ লোকের চাহিদা আগামী ২-৩ বছরে কীরূপ হবে?
উত্তর: দ্বিগুন
২০. প্রশ্ন: GPS এর পূর্ণরূপ–
উত্তর: Global Positioning System
উত্তর: HTC
২২. প্রশ্ন: প্রতি সেকেন্ডে যে বিট টান্সমিট করা হয় তাকে বলে –
উত্তর: Bandwith
২৩. প্রশ্ন: Coaxial Cable এর সাহায্যে ডিজিটাল প্রেরণ করা যায়_____ কিলোমিটার পর্যন্ত।
উত্তর: ১
২৪. প্রশ্ন: বাংলাদেশের সাবমেরিন ল্যান্ডিং স্টেশন অবস্থিত –
উত্তর: কক্সবাজার
২৫. প্রশ্ন: কম্পিউটার নেটওয়ার্ক কত প্রকার ?
উত্তর: ৫
২৬. প্রশ্ন: Man এর উৎকৃষ্ট উদাহরন –
উত্তর: ক্যাবল টিভি নেটওয়ার্ক
২৭. প্রশ্ন: ক্রাউড কম্পিউটার এর সেবা দেয়া শুরু হয় –
উত্তর: ২০০৫ সালে
২৮. প্রশ্ন: দূরত্ব বেশি হলে বেস স্টেশনের সংখ্যা –
উত্তর: বাড়াতে হয়
২৯. প্রশ্ন: সংরক্ষিত ডেটাবেজকে বলে –
উত্তর: Back end
৩০. প্রশ্ন: ইন্টারনেট একাউন্ট গ্রহণকারীদের বলা হয় –
উত্তর: নেটিজেন
৩১. প্রশ্ন: বর্তমানে ইন্টারনেট ব্যবহারে শীর্ষে কোন দেশ?
উত্তর: চীন
৩২. প্রশ্ন: বিশ্বের প্রথম কম্পিউটার নেটওয়ার্কের নাম –
উত্তর: ARPANET
৩৩. প্রশ্ন: বাংলাদেশে প্রথম অফ-লাইন ইন্টারনেট চালু হয় –
উত্তর: ১৯৯৪ সালে
৩৪. প্রশ্ন: ইন্টারনেটের জনক বলা হয় –
উত্তর: VintonGray Cert কে
৩৫. প্রশ্ন: বাংলাদেশের প্রথম অনলাইন পত্রিকা –
উত্তর: bdnews24. com
৩৬. প্রশ্ন: প্রত্যন্ত অঞ্চল থেকে ইন্টানেট ব্যবহার করতে চাইলে প্রয়োজন–
উত্তর: মডেম
৩৭. প্রশ্ন: ইন্টারনেট সংযোগ সাধারণত কত প্রকার?
উত্তর: ২
৩৮. প্রশ্ন: IP Address এর বর্তমান প্রচলিত ভার্সন–
উত্তর: IPV 4
৩৯. প্রশ্ন: E-mail ঠিকানায় কয়টি অংশ থাকে?
উত্তর: ২
৪০. প্রশ্ন: Cyber Crime রোধে ১৯৯২ সালে কয়টি নির্দেশনা দেয়া হয়?
উত্তর: দশ
৪১. প্রশ্ন: Bar Code সাধারণত কোথায় ব্যবহার করা হয়?
উত্তর: Supermarkets
উত্তর: NIC
৪৩. প্রশ্ন: গুগলের অপ্রতিষ্ঠানিক মূলমন্ত্র-
উত্তর: Don’t be evil
৪৪. প্রশ্ন: ’অ্যাপল’ কম্পিউটার বাজারে আসে –
উত্তর: ১৯৭৬ সালে
৪৫. প্রশ্ন: ইন্টেলের জন্ম _____ সালে।
উত্তর: ১৯৬৮
৪৬. প্রশ্ন: ইন্টেল প্রথম বানিজ্যিক প্রসেসর তৈরী করে কত সালে?
উত্তর: ১৯৭১
৪৭. প্রশ্ন: টুইটার চালু হয় কত সালে?
উত্তর: ২০০৬
৪৮. প্রশ্ন: ইনস্টাগ্রাম চালু হয় কত সালের অক্টোবরে?
উত্তর: ২০১০
৪৯. প্রশ্ন: সর্বপ্রথম “রোবট” শব্দটি ব্যবহৃত হয় কত সালে?
উত্তর: ১৯২০ Raisul Islam Hridoy
৫০. প্রশ্ন: একটি মোবাইল ইউনিটে কতটি অংক থাকে?
উত্তর: ৩
৫১. প্রশ্ন: মোবাইল ফোনে GSM প্রযুক্তি চালু হয় কত সালে?
উত্তর: ১৯৯১
৫২. প্রশ্ন: মোবাইল ফোনের তৃতীয় প্রজন্ম চালু হয়-
উত্তর: ২০০০ সালে
৫৩. প্রশ্ন: সিম্বিয়ান অপারেটিং সিস্টেমে ব্যবহৃত প্রথম মোবাইল ফোন-
উত্তর: এরিকসন আর ৩০৮
৫৪. প্রশ্ন: Mozilla Firefox OS উদ্ভাবন হয় কত সালে?
উত্তর: ২০১২
৫৫. প্রশ্ন: ডেটা ট্রান্সমিশন পদ্ধতি কয় ধরনের?
উত্তর: ৪
৫৬. প্রশ্ন: ইনফ্রারেডের ডেটা ট্রান্সফার রেট কত?
উত্তর: 1-4Mbps
৫৭. প্রশ্ন: একটি LAN এ সর্বোচ্চ রিপিটার স্টেশন-
উত্তর: ৪ টি
৫৮. প্রশ্ন: হটস্পট প্রযুক্তি নয়-
উত্তর: Broadband
৫৯. প্রশ্ন: ব্লুটুথের একটি পিকোনেটে সর্বোচ্চ কতটি স্ল্যাভ থাকতে পারে?
উত্তর: ৭
৬০. প্রশ্ন: কম্পিউটার নেটওয়ার্ক নয়–
উত্তর: WAN
৬১. প্রশ্ন: ক্লাউড কম্পিউটিং প্রথম সেবা দেয়া শুরু করে-
উত্তর: Amazon
৬২. প্রশ্ন: ইন্টারনেট সোসাইটি প্রতিষ্ঠিত হয়-
উত্তর: ১৯৯২ সালে
৬৩. প্রশ্ন: Internet শব্দটির উৎপত্তি-
উত্তর: Internet connected Network থেকে
৬৪. প্রশ্ন: Tcp/IP প্রটোকলের উদ্ভাবন হয়-
উত্তর: ১৯৮২ সালে
৬৫. প্রশ্ন: European Laboratory For Particle Physics কোথায় অবস্থিত?
উত্তর: জেনেভা
৬৬. প্রশ্ন: Opera-mini’র জনক-
উত্তর: স্টিফেন্সন
৬৭. প্রশ্ন: Google e-book সেবা চালু হয়-
উত্তর: ২০১০ সালে
৬৮. প্রশ্ন: বিশ্বগ্রাম ধারণার জনক–
উত্তর: মার্শাল ম্যাক্লুহান
৬৯. প্রশ্ন: বর্তমানে মাইক্রোসফট এর প্রধান নির্বাহী কর্মকর্তা-
উত্তর: সত্য নাদেলা
৭০. প্রশ্ন: ই-কমার্সকে সাধারণত কয় ভাগে ভাগ করা যায়?
উত্তর: ৪
৭১. প্রশ্ন: বৈদ্যুতিক টেলিগ্রাফ আবিষ্কৃত হয় কত সালে?
উত্তর: ১৮৩৭
৭২. প্রশ্ন: ব্লগিং এর জনক-
উত্তর: ইভান উইলিয়াম
৭৩. প্রশ্ন: উইকিলিক্স কত সনে যাত্রা শুরু করে?
উত্তর: ২০০৬
৭৪. প্রশ্ন: বিশ্বের প্রথম মোবাইল ব্যাংকিং চালু হয় কখন?
উত্তর: ১৯৯৭
৭৫. প্রশ্ন: বাংলাদেশের কোন ব্যাংক সর্বপ্রথম মোবাইল ব্যাংকিং সেবা চালু করে?
উত্তর: ডাচ বাংলা ব্যাংক
৭৬. প্রশ্ন: বুলেটিন বোর্ড ব্যবহৃত হয় কি কাজের জন্য?
উত্তর: ইন্টারনেটে বিজ্ঞান প্রদানের জন্য
৭৭. প্রশ্ন: GSM মোবাইল ফোনের জন্য থাকে–
উত্তর: SIM
৭৮. প্রশ্ন: Fire fox OS কে সংক্ষেপে কি বলা হয়?
উত্তর: B2G
৭৯. প্রশ্ন: স্বচ্ছ টাচস্ক্রিন কত সালে উদ্ভাবন হয়?
উত্তর: ১৯৭৪ সালে
৮০. প্রশ্ন: বাংলাদেশের একমাত্র অপটিক্যাল ফাইবার প্রস্তুতকারী প্রতিষ্ঠান কোথায় অবস্থিত?
উত্তর: খুলনা
উত্তর: সেট-টপ বক্স
৮২. প্রশ্ন: আইবিএম গবেষকবৃন্দ এযাবতকালে কতটি নোবেল পুরস্কার পেয়েছেন?
উত্তর: ৫
৮৩. প্রশ্ন: “অটোমেটেড টেলার মেশিন” কি কাজে ব্যবহৃত হয়?
উত্তর: ব্যাংকিং কার্যক্রমের জন্য ব্যবহৃত হয়
৮৪. প্রশ্ন: ২০১৩ সালের রোবটিক্স প্রোগ্রামে বাংলাদেশের মধ্যে কোন বিশ্ববিদ্যালয় প্রথম হয়?
উত্তর: MIST
উত্তর: ১২৮
৮৬. প্রশ্ন: আরপানেট বন্ধ হয়ে যায় কত সালে?
উত্তর: ১৯৯০
৮৭. প্রশ্ন: ব্লু-টুথ ফ্রিকোয়েন্সি রেঞ্জ কত পর্যন্ত?
উত্তর: 2.4 GHz
৮৮. প্রশ্ন: কোন মোবাইল কোম্পানি বাংলাদেশে প্রথম আসে?
উত্তর: সিটিসেল
৮৯. প্রশ্ন: মোবাইল ডিভাইসের প্রাণ বলা হয় কোনটিকে?
উত্তর: অ্যাপকে
৯০. প্রশ্ন: মোবাইল ফোনের প্রথম প্রজন্মের সময়সীমা কত ছিল?
উত্তর: ১৯৮০-১৯৯১ সাল পর্যন্ত
৯১. প্রশ্ন: GSM কি ধরণের চ্যানেল একসেস পদ্ধতি?
উত্তর: সম্মিলিত
৯২. প্রশ্ন: বর্তমানে একমাত্র কোন দেশ 4G ব্যবহার করছে?
উত্তর: দক্ষিণ কোরিয়া
৯৩. প্রশ্ন: সাবমেরিন কেবল কোথায় স্থাপন করা হয়?
উত্তর: সাগরের তলদেশে
৯৪. প্রশ্ন: কোনটি খুবই দ্রুত গতির?
উত্তর: SPX
৯৫. প্রশ্ন: IPV4 ভার্সনের IP Address এর পরের দুটি অকটেট কি প্রকাশ করে?
উত্তর: Host ID
৯৬. প্রশ্ন: ইন্টারনেট যে প্রোটোকলের অধীনে HTML আদান প্রদান করে–
উত্তর: http
৯৭. প্রশ্ন: কোনটি ছাড়া ইন্টারনেটে প্রবেশ করা সহজ নয়?
উত্তর: Web browser
৯৮. প্রশ্ন: E-mail ঠিকানায় @ সর্বপ্রথম কত সালে ব্যবহৃত হয়?
উত্তর: ১৯৭২ সালে
৯৯. প্রশ্ন: ২০১৩ সালে সারা বিশ্বে ৫০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের কতটি বিশ্ববিদ্যালয় রোবটিক্স প্রতিযোগীতায় অংশগ্রহণ করে?
উত্তর: ৫
উত্তর: ১২তম
১০১. প্রশ্ন: কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান- প্রদানের প্রযুক্তিকে বলা হয়—
উত্তর: ইন্টারনেট
১০২. প্রশ্ন: একটি রোবটের আশেপাশের বস্তুগুলোর অবস্থান পরিবর্তন বা বস্তুটির পরিবর্তন করার পদ্ধতিকে কি বলে?
উত্তর: Manipulation
১০৩. প্রশ্ন: ক্রায়োথেরাপি চিকিৎসায় আক্রান্ত টিস্যু ধ্বংস করা যায় কত ভাগ?
উত্তর: ৯০ ভাগ
১০৪. প্রশ্ন: বায়োমেট্রিক সিস্টেম শনাক্তকরণে কি ধরণের বায়োলজিক্যাল ডেটা ব্যবহৃত হয়?
উত্তর: শারীরবৃত্ত
১০৫. প্রশ্ন: একটি সাধারণ রোবটে কয়টি উপাদান থাকে?
উত্তর: ৪
১০৬. প্রশ্ন: মঙ্গলগ্রহে প্রথম মহাশূন্যযান প্রেরণ করা হয় কত সালে?
উত্তর: ১৯৭৬ সালে
১০৭. প্রশ্ন: Robot শব্দটির উৎপত্তি কোন দেশী শব্দ থেকে?
উত্তর: চেক
১০৮. প্রশ্ন: IBM প্রতিষ্ঠিত হয় কত সালে?
উত্তর: ১৯১১ সালে
১০৯. প্রশ্ন: Unauthentic এবং Unwanted মেইল কোথায় জমা হয়?
উত্তর: Spam
১১০. প্রশ্ন: BTRC- এর ইংরেজি পূর্ণরূপ কোনটি?
উত্তর: Bangladesh Telecommunication Regulatory Commission.
______________________________
২। HTTPS এর পূর্ণরূপ — Hyper Text Transfer Protocol Secure.
৩। IP এর পূর্ণরূপ— Internet Protocol.
৪। URL এর পূর্ণরূপ — Uniform Resource Locator.
৫। USB এর পূর্ণরূপ — Universal Serial Bus.
৬। VIRUS এর পূর্ণরূপ — Vital Information Resource Under Seized .
৭। SIM এর পূর্ণরূপ — Subscriber Identity Module.
৮। 3G এর পূর্ণরূপ — 3rd Generation.
৯। GSM এর পূর্ণরূপ — Global System for Mobile Communication
১০। CDMA এর পূর্ণরূপ — Code Division Multiple Access.
১১। UMTS এর পূর্ণরূপ — Universal Mobile Telecommunication System.
১২। RTS এর পূর্ণরূপ — Real Time Streaming
১৩। AVI এর পূর্ণরূপ — Audio Video Interleave
১৪। SIS এর পূর্ণরূপ — Symbian OS Installer File
১৫। AMR এর পূর্ণরূপ — Adaptive Multi-Rate Codec
১৬। JAD এর পূর্ণরূপ — Java Application Descriptor
১৭। JAR এর পূর্ণরূপ — Java Archive
১৮। MP3 এর পূর্ণরূপ — MPEG player
১৯। 3GPP এর পূর্ণরূপ — 3rd Generation Partnership Project
২০। 3GP এর পূর্ণরূপ — 3rd Generation Project
২১। MP4 এর পূর্ণরূপ — MPEG-4 video file
২২। AAC এর পূর্ণরূপ — Advanced Audio Coding
২৩। GIF এর পূর্ণরূপ — Graphic Interchangeable Format
২৪। BMP এর পূর্ণরূপ — Bitmap
২৫। JPEG এর পূর্ণরূপ — Joint Photographic Expert Group
২৬। SWF এর পূর্ণরূপ — Shock Wave Flash
২৭। WMV এর পূর্ণরূপ — Windows Media Video
২৮। WMA এর পূর্ণরূপ — Windows Media Audio
২৯। WAV এর পূর্ণরূপ — Waveform Audio
৩০। PNG এর পূর্ণরূপ — Portable Network Graphics
৩১। DOC এর পূর্ণরূপ — Document (Microsoft Corporation)
৩২। PDF এর পূর্ণরূপ — Portable Document Format
৩৩। M3G এর পূর্ণরূপ — Mobile 3D Graphics
৩৪। M4A এর পূর্ণরূপ —
MPEG-4 Audio File
৩৫। NTH এর পূর্ণরূপ — Nokia
Theme (series 40)
৩৬। THM এর পূর্ণরূপ —
Themes (Sony Ericsson)
৩৭। MMF এর পূর্ণরূপ —
Synthetic Music Mobile
Application File
৩৮। NRT এর পূর্ণরূপ — Nokia
Ringtone
৩৯। XMF এর পূর্ণরূপ —
Extensible Music File
৪০। WBMP এর পূর্ণরূপ —
Wireless Bitmap Image
৪১। DVX এর পূর্ণরূপ — DivX
Video
৪২। HTML এর পূর্ণরূপ —
Hyper Text Markup
Language
৪৩। WML এর পূর্ণরূপ —
Wireless Markup Language
৪৪। CD এর পূর্ণরূপ —
Compact Disk.
৪৫। DVD এর পূর্ণরূপ — Digital
Versatile Disk.
৪৬। CRT — Cathode Ray
Tube.
৪৭। DAT এর পূর্ণরূপ — Digital
Audio Tape.
৪৮। DOS এর পূর্ণরূপ — Disk
Operating System
৪৯। GUI এর পূর্ণরূপ —
Graphical User Interface.
৫০। ISP এর পূর্ণরূপ —
Internet Service Provider.
৫১। TCP এর পূর্ণরূপ —
Transmission Control
Protocol.
৫২। UPS এর পূর্ণরূপ —
Uninterruptible Power
Supply.
৫৩। HSDPA এর পূর্ণরূপ —
High Speed Downlink
Packet Access.
৫৪। EDGE এর পূর্ণরূপ —
Enhanced Data Rate for
GSM [Global System for
Mobile
Communication]
৫৫। VHF এর পূর্ণরূপ — Very
High Frequency.
৫৬। UHF এর পূর্ণরূপ — Ultra
High Frequency.
৫৭। GPRS এর পূর্ণরূপ —
General Packet Radio
Service.
৫৮। WAP এর পূর্ণরূপ —
Wireless Application
Protocol.
৫৯। ARPANET এর পূর্ণরূপ —
Advanced Research
Project Agency Network.
৬০। IBM এর পূর্ণরূপ —
International Business
Machines.
৬১। HP এর পূর্ণরূপ — Hewlett
Packard.
৬২। AM/FM এর পূর্ণরূপ —
Amplitude/Frequency
Modulation.
৬৩। WLAN এর পূর্ণরূপ —
Wireless Local Area
Network,
শেয়ার করে টাইমলাইনে রেখে দিন। যাতে পরবর্তীতে আবার পড়তে পারেন।
Friday, September 25, 2020
Software Testing
The difference between Alpha and Beta Testing is as follow:
ALPHA TESTING | BETA TESTING |
---|---|
Alpha testing involves both the white box and black box testing. | Beta testing commonly uses black box testing. |
Alpha testing is performed by testers who are usually internal employees of the organization. | Beta testing is performed by clients who are not part of the organization. |
Alpha testing is performed at developer’s site. | Beta testing is performed at end-user of the product. |
Reliability and security testing are not checked in alpha testing. | Reliability, security and robustness are checked during beta testing. |
Alpha testing ensures the quality of the product before forwarding to beta testing. | Beta testing also concentrates on the quality of the product but collects users input on the product and ensures that the product is ready for real time users. |
Alpha testing requires a testing environment or a lab. | Beta testing doesn’t require a testing environment or lab. |
Alpha testing may require long execution cycle. | Beta testing requires only a few weeks of execution. |
Developers can immediately address the critical issues or fixes in alpha testing. | Most of the issues or feedback collected from beta testing will be implemented in future versions of the product. |
Sr. No. | Key | Unit Testing | Sandwich Testing |
---|---|---|---|
1 | Definition | Unit testing is a testing in which tester tests only single module at a time and not the integrated version of the application. | On other hand Sandwich testing is the type of testing where each module is treated as separate target for testing and these modules are getting integrate one by one after testing completed on them. |
2 | Approach | In case of unit testing single module testing approach is taken in practice. | While in case of Sandwich testing it comprise the bottom-up approach testing and top-down approach testing. |
3 | Defects | As single module is tested in Unit testing so defects get easily identified and are locked as per module. | On other hand in case of sandwich testing modules are getting integrated after testing so defects are not easily identified as modules get dependent on each other up to some extent. |
4 | Practice and Preference | Unit testing is generally doing not depend on the size of project so can be performed in both small and large size of projects. | On other hand Sandwich testing mostly preferred for the large size projects as they have more number of modules. |
5 | Parallel Testing | Parallel testing is not supported in case of Unit testing as single module plays role in case of Unit testing. | On other hand in case of Sandwich testing parallel testing is supported as multiple modules can be get tested in parallel. |
6 | Cost effective | Unit testing have less cost as compare to Sandwich testing as less number of resources are required in this type of testing. | On other hand in case of sandwich testing cost is comparatively higher as more number of resources is required in this type of testing. |
7 | Performance | Performance of unit testing is high as compare to Sandwich testing as single module is get tested at a time. | On other hand sandwich testing has lower performance as compare to Unit testing as multiple and integrated modules get tested at same time. |
Interface VS inheritance
Description | Inheritance is the mechanism in java by which one class is allowed to inherit the features of another class. | Interface is the blueprint of the class. It specifies what a class must do and not how. Like a class, an interface can have methods and variables, but the methods declared in an interface are by default abstract (only method signature, no body). |
Use | It is used to get the features of another class. | It is used to provide total abstraction. |
Syntax | class subclass_name extends superclass_name { } | interface <interface_name>{ } |
Number of Inheritance | It is used to provide 4 types of inheritance. (multi-level, simple, hybrid and hierarchical inheritance) | It is used to provide 1 types of inheritance (multiple). |
Keywords | It uses extends keyword. | It uses implements keyword. |
Inheritance | We can inherit lesser classes than Interface if we use Inheritance. | We can inherit enormously more classes than Inheritance, if we use Interface. |
Method Definition | Methods can be defined inside the class in case of Inheritance. | Methods cannot be defined inside the class in case of Interface (except by using static and default keywords). |
Overloading | It overloads the system if we try to extend a lot of classes. | System is not overloaded, no matter how many classes we implement. |
Functionality Provided | It does not provide the functionality of loose coupling | It provides the functionality of loose coupling. |
Multiple Inheritance | We cannot do multiple inheritance (causes compile time error). | We can do multiple inheritance using interfaces. |
Saturday, September 19, 2020
Latest GK 2020
The Royal Swedish Academy of Sciences awards the Nobel Prize in Physics, the Nobel Prize in Chemistry and Sveriges Riksbank Prize in Economic Sciences in Memory of Alfred Nobel. It is an independent organisation that aims to promote the sciences and enhance their influence in society. Founded in 1739, it has about 460 Swedish and 175 foreign members.
The Swedish Academy awards the Nobel Prize in Literature. The academy was founded in 1786 and consists of 18 chairs.
The Nobel Assembly at Karolinska Institutet awards the Nobel Prize in Physiology or Medicine. Dating from 1977 in its current form, the assembly consists of 50 professors at Karolinska Institutet.
The Norwegian Nobel Committee awards the Nobel Peace Prize. The committee was founded in 1897 and consists of five members appointed by the Norwegian parliament.
২০২০ সালে শান্তিতে নোবেল পেয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি