Sunday, December 29, 2019

BCC Exam 29 12 2019

written part ২৫

1. how to find max price from price of 20 items.


#include <stdio.h>

int main()

{

    int n,i,arr[100],max;

    printf("Enter the number of items: ");

    scanf("%d", &n);

 

  printf("Enter the elemnets: ");
for(i=0;i<n;i++){
    scanf("%d", &arr[i]);
}
  max = arr[0];

  for(i=1;i<n;i++){

     if(arr[i]>max){

         max = arr[i];

     }

  }

   printf("max number is %d",max);

    return 0;

}

2. half pyramid pattern
#include <stdio.h>

int main()

{

    int row,col;
  for(row=5;row>=1;row--){
    for(col=1;col<=row;col++){
         printf("%d ",col);
    }
    printf("\n");
 }
    return 0;

}

3. prime number 1 to 100?
#include<stdio.h>
#include<conio.h>
int main()
{
    int n,i,fact,j;
    for(i=1; i<=100; i++)
    {   fact =0;
        for(j=1; j<=100; j++)
        {
            if(i%j==0)
                fact++;
        }
        if(fact==2)
            printf("%d " ,i);
    }
    return 0;
}

Why are page sizes always powers of 2? 
Answer: Paging is implemented by breaking up an address into a page and offset number. The most efficient method is to break the address into X page bits and Y offset bits. This is done rather than performing calculations on the address to calculate the page number and offset. Splitting an address between bits results in a page size that is a power of 2 because each bit position represents a power of 2

5. what is Piggybacking? 
This technique of temporarily delaying the acknowledgement so that it can be hooked with next outgoing data frame is known as piggybacking.
difference among hub, switch, router?

mcq Part
bangla ৫ 4
1. অভিজ্ঞতার অভাব আছে যার অনভিজ্ঞ।
২। অহংকার নেই যার নিরহংকার।
৩। 
অক্কা পাওয়া (মরে যাওয়া):যে কোন দিনই থুত্থুড়ে বুড়োটা অক্কা পেতে পারে।
৪।
অগ্নিপরীক্ষা (কঠিন পরীক্ষা):২০০৭ সালে বংলাদেশ ক্রিকেট দলের শ্রীলংকা সফর ছিল অগ্নিপরীক্ষা।
৫। বিদ্যালয়’ – এর সন্ধি বিচ্ছেদ কোনটি? বিদ্যা + আলয়

সাধারন জ্ঞান  ৫ 3
১। আয়তনে সবচেয়ে বড় বিভাগ কোনটি?
---চট্টগ্রাম
২। বেশি বৈদেশিক মুদ্রা আয় হয় গার্মেন্টস সেক্টর থেকে
৩ ।প্রশ্ন: বিশ্বের কতটি দেশে বাংলাদেশের দূতাবাস রয়েছে ?
উত্তর: ৫৭টি (মিশন ৭৩টি)
৪।  কোন দেশের সাথে বাংলাদেশের কূটনৈতিক বা বাণিজ‌্যিক সম্পর্ক নেই ?
শীলঙ্কা
মালদ্বীপ
ভুটান
নেপাল
৫। কত জন মন্ত্রী নির্বাচিত হয়েছেন
ইংলিশ ৫ 5
১। he is good ----- mathmatics . ans: at
২। work hard ........ you should fail your examination at: lest
৩। 
৪।
৫. 

গনিত ১০ 10
১  son and father
২ basher length
৩ cost and profit onupat
৪ x2+y2 er value?
৫ ab er value?
IT 40  25 22+25
1. Assuming int is of 4bytes, what is the size of int arr[15];?
a) 15
b) 19
c) 11
d) 60
Answer: d
Explanation: Since there are 15 int elements and each int is of 4bytes, we get 15*4 = 60bytes.
2. Elements in an array are accessed _____________
a) randomly
b) sequentially
c) exponentially
d) logarithmically

Answer: a
Explanation: Elements in an array are accessed randomly. In Linked lists, elements are accessed sequentially.

3. An array elements are always stored in ________ memory locations.
A. Sequential

B. Random

C. Sequential and Random

D. None of the above

Answer: Option A

4.  A queue follows __________
a) FIFO (First In First Out) principle
b) LIFO (Last In First Out) principle
c) Ordered array
d) Linear tree

Answer: a
Explanation: Element first added in queue will be deleted first which is FIFO principle.

5. Network topology in which you connect each node to network along a single piece of network cable is called
bus topology
ring topology
star topology
mesh topology
Ans: bus topology
6.. Which of the following protocols uses both TCP and UDP?
a) FTP
b) SMTP
c) Telnet
d) DNS
View Answer

Answer: d
Explanation: DNS and some other services work on both TCP and the UDP protocols. DNS uses TCP for zone exchanges between servers and UDP when a client is trying to resolve a hostname to an IP address
7. What is/are the main component / components of user interface ?
ans: Presentation language and action language

Monday, December 16, 2019

Computer Shortcut key

https://medium.com/@july.huang666/gateway-vs-router-whats-the-difference-fb010ee3b5cc
CTRL+A. . . . . . . . . . . . . . . . . Select All
CTRL+C. . . . . . . . . . . . . . . . . Copy
CTRL+X. . . . . . . . . . . . . . . . . Cut
CTRL+V. . . . . . . . . . . . . . . . . Paste
CTRL+Z. . . . . . . . . . . . . . . . . Undo
CTRL+B. . . . . . . . . . . . . . . . . Bold
CTRL+U. . . . . . . . . . . . . . . . . Underline
CTRL+I . . . . . . . . . . . . . . . . . Italic
F1 . . . . . . . . . . . . . . . . . . . . . . Help
F2 . . . . . . . . . . . . . . . . . . . . . Rename selected object
F3 . . . . . . . . . . . . . . . . . . . . . Find all files
F4 . . . . . . . . . . . . . . . . . . . . . Opens file list drop-down in dialogs
F5 . . . . . . . . . . . . . . . . . . . . . Refresh current window
F6 . . . . . . . . . . . . . . . . . . . . . Shifts focus in Windows Explorer
F10 . . . . . . . . . . . . . . . . . . . . Activates menu bar options
ALT+TAB . . . . . . . . . . . . . . . . Cycles between open applications
ALT+F4 . . . . . . . . . . . . . . . . . Quit program, close current window
ALT+F6 . . . . . . . . . . . . . . . . . Switch between current program windows
ALT+ENTER. . . . . . . . . . . . . . Opens properties dialog
ALT+SPACE . . . . . . . . . . . . . . System menu for current window
ALT+¢ . . . . . . . . . . . . . . . . . . opens drop-down lists in dialog boxes
BACKSPACE . . . . . . . . . . . . . Switch to parent folder
CTRL+ESC . . . . . . . . . . . . . . Opens Start menu
CTRL+ALT+DEL . . . . . . . . . . Opens task manager, reboots the computer
CTRL+TAB . . . . . . . . . . . . . . Move through property tabs
CTRL+SHIFT+DRAG . . . . . . . Create shortcut (also right-click, drag)
CTRL+DRAG . . . . . . . . . . . . . Copy File
ESC . . . . . . . . . . . . . . . . . . . Cancel last function
SHIFT . . . . . . . . . . . . . . . . . . Press/hold SHIFT, insert CD-ROM to bypass auto-play
SHIFT+DRAG . . . . . . . . . . . . Move file
SHIFT+F10. . . . . . . . . . . . . . . Opens context menu (same as right-click)
SHIFT+DELETE . . . . . . . . . . . Full wipe delete (bypasses Recycle Bin)
ALT+underlined letter . . . . Opens the corresponding menu
PC Keyboard Shortcuts
Document Cursor Controls
HOME . . . . . . . . . . . . . . to beginning of line or far left of field or screen
END . . . . . . . . . . . . . . . . to end of line, or far right of field or screen
CTRL+HOME . . . . . . . . to the top
CTRL+END . . . . . . . . . . to the bottom
PAGE UP . . . . . . . . . . . . moves document or dialog box up one page
PAGE DOWN . . . . . . . . moves document or dialog down one page
ARROW KEYS . . . . . . . move focus in documents, dialogs, etc.
CTRL+ > . . . . . . . . . . . . next word
CTRL+SHIFT+ > . . . . . . selects word
Windows Explorer Tree Control
Numeric Keypad * . . . Expand all under current selection
Numeric Keypad + . . . Expands current selection
Numeric Keypad – . . . Collapses current selection

Wednesday, December 4, 2019

পত্রিকা থেকে সংগৃহীত বাংলাদেশ বিষয়াবলী

#আজকের সাধারণ জ্ঞান
পত্রিকা থেকে সংগৃহীত (০৪ ডিসেম্বর, ২০১৯)
#বাংলাদেশ বিষয়াবলী
০১. ‘জাতীয় পাট দিবস’ কবে পালিত হয়?
উত্তরঃ ৬ মার্চ।
০২. দেশে প্রথমবারের মতো ‘জাতীয় বস্ত্র দিবস’ কবে পালিত হয়?
উত্তরঃ ৪ ডিসেম্বর, ২০১৯. (তবে দিবসের মূল অনুষ্ঠান হবে ৯ জানুয়ারি, ২০২০)।
০৩. স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে সরকার কি পরিমাণ পোশাক ও বস্ত্র রপ্তানির লক্ষ্য নির্ধারণ করেছে?
উত্তরঃ ৫০ বিলিয়ন ডলার।
০৪. বাংলাদেশের বর্তমান বস্ত্র ও পাটমন্ত্রী কে?
উত্তরঃ গোলাম দোস্তগীর গাজী।
০৫. বাংলাদেশের প্রথম অমনিবাস চলচ্চিত্রের নাম কি?
উত্তরঃ ‘ইতি, তোমারই ঢাকা (Sincerely Yours, Dhaka)’।
০৬. দ্য ব্যাংকারের ‘ব্যাংক অব দ্য ইয়ার -২০১৯’ পুরস্কার পেয়েছে কোন ব্যাংক?
উত্তরঃ স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, বাংলাদেশ।
০৭. UNCTAD এর প্রকাশিত ‘ব্যবসায়ী থেকে গ্রাহক ই-কমার্স সূচক -২০১৯’ অনুযায়ী বাংলাদেশের অবস্থান কত তম?
উত্তরঃ ১০৩তম।
#নোটঃ গত বছর ছিল ৮৮তম অবস্থানে, এবার পিছিয়েছে। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান তৃতীয়, ভারত আছে দ্বিতীয় অবস্থানে।
০৮. বাংলাদেশের জনসংখ্যার কত শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করে?
উত্তরঃ ১৫ শতাংশ। (গত বছর এই হার ছিল ১৮ শতাংশ)
০৯. বাংলাদেশে ২০১৮ সালে অনলাইনে কেনাকাটার পরিমাণ কত ছিল?
উত্তরঃ ৩ হাজার কোটি টাকা।
১০. বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির বর্তমান সভাপতি কে?
উত্তরঃ নাজমুল হাসান পাপন, সভাপতি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
১১. বাংলাদেশের একমাত্র ‘Active Pharmaceutical Ingredient (API) বা ‘ওষুধ শিল্প পার্ক’ কোথায় অবস্থিত?
উত্তরঃ গজারিয়া, মুন্সিগঞ্জ।
১২. কত সালে ওষুধ শিল্প পার্কে ওষুধ উৎপাদন শুরু হবে?
উত্তরঃ ২০২৩ সালে।
১৩. বাংলাদেশ পুলিশের জন্য বিশেষায়িত ব্যাংকের নাম কি?
উত্তরঃ কমিউনিটি ব্যাংক।
১৪. ঘূর্ণিঝড় ‘আইলা’ কবে বাংলাদেশে আঘাত হানে?
উত্তরঃ ২৫ মে, ২০০৯ (সিডর – ১৫ নভেম্বর, ২০০৭)।
১৫. সম্প্রতি কোথায় বাংলা ভাষাকে ‘দ্বিতীয় সরকারি ভাষা’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে?
উত্তরঃ লন্ডন, যুক্তরাজ্য। (দ্বিতীয় সরকারি ভাষার তালিকায় বাংলার পরেই আছে পোলিশ ও তুর্কি ভাষা)।
১৬. কত সাল থেকে ২১ ফেব্রুয়ারি ‘শহিদ দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে?
উত্তরঃ ১৯৫৩ সাল থেকে।
১৭. ১৯৭০ সালের ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত প্রাদেশিক পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ কতটি আসনে জয়লাভ করে?
উত্তরঃ ২৮৮টি (৩০০ আসনের মধ্যে)।
#আন্তর্জাতিক বিষয়াবলী
০১. ন্যাটোর ৭০ বছর পূর্তি উপলক্ষে কোথায় সম্মেলন শুরু হয়েছে?
উত্তরঃ লন্ডন, ইংল্যান্ড।
০২. ন্যাটোর বর্তমান সদস্য সংখ্যা কত?
উত্তরঃ ২৯ টি। (সর্বশেষ সদস্যরাষ্ট্র – মন্টেনেগ্রো)।
০৩. তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট কে?
উত্তরঃ রিসেপ তাইয়েপ এরদোয়ান।
০৪. জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি?
উত্তরঃ অ্যান্তোনিও গুতেরেস, পর্তুগাল।
০৫. Conference of the Parties (COP) এর ২৬তম সম্মেলন (COP26) কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তরঃ গ্লাসগো, স্কটল্যান্ড, যুক্তরাজ্য (৯-২০ নভেম্বর, ২০২০)।
০৬. কোন সময়কালকে প্রাক-শিল্প যুগ বলা হয়?
উত্তরঃ ১৮৫০-১৯০০ সাল।
০৭. প্যারিস চুক্তি -২০১৫ অনুযায়ী কার্বন নিঃসরণ কত শতাংশ কমানোর পরিকল্পনা করা হয়েছে?
উত্তরঃ ৫০ শতাংশ।
০৮. সম্প্রতি কোন দুই দেশ নতুন করে বাণিজ্য যুদ্ধে জড়িয়ে পড়ে?
উত্তরঃ যুক্তরাষ্ট্র ও ফ্রান্স।
০৯. ফ্রান্সের বর্তমান বাণিজ্যমন্ত্রীর নাম কি?
উত্তরঃ ব্রুনো লা মাইরে।
১০. রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিপক্ষে গাম্বিয়ার করা মামলার বিচার কবে শুরু হবে?
উত্তরঃ ১০ ডিসেম্বর, ২০১৯.
১১. UNCTAD এর প্রকাশিত ‘ব্যবসায়ী থেকে গ্রাহক ই-কমার্স সূচক -২০১৯’ অনুযায়ী প্রথম অবস্থানে কোন দেশ?
উত্তরঃ নেদারল্যান্ডস (দ্বিতীয় – সুইজারল্যান্ড, তৃতীয় – সিঙ্গাপুর)।
১২. এই সূচকে সর্বনিম্ন অবস্থানে কোন দেশ?
উত্তরঃ নাইজার।
১৩. ‘চায়না ড্রিম’ নামক বিদ্রুপাত্মক উপন্যাসটি কার লেখা?
উত্তরঃ মা জিয়ান, চায়না।
১৪. হংকংয়ে সম্প্রতি কবে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হয়?
উত্তরঃ ২৪ নভেম্বর, ২০১৯.
১৫. হংকংয়ে নিয়োজিত সর্বশেষ ব্রিটিশ গভর্নর কে ছিলেন?
উত্তরঃ ক্রিস প্যাটেন।
১৬. ‘এস-৪০০ ক্ষেপণাস্ত্র’ কোন দেশের তৈরি?
উত্তরঃ রাশিয়া।
১৭. ‘ন্যাশনাল মনুমেন্ট পার্ক’ কোথায় অবস্থিত?
উত্তরঃ জাকার্তা, ইন্দোনেশিয়া।
১৮. কোন দেশে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম বাস করে?
উত্তরঃ ইন্দোনেশিয়া।
১৯. ‘জামাহ আনশারুত দৌলাহ’ কোন দেশের জঙ্গিগোষ্ঠী?
উত্তরঃ ইন্দোনেশিয়া।
২০. ‘লুজন দ্বীপ’ কোথায় অবস্থিত?
উত্তরঃ ফিলিপাইন।
২১. সম্প্রতি উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের ‘আধুনিক সভ্যতার অন্যতম নিদর্শন’ বলে উল্লেখ করে উদ্বোধন করা শহরের নাম কি?
উত্তরঃ সামজিওন।
#বিজ্ঞান ও প্রযুক্তি
০১. ‘ডেঙ্গু জ্বর’ সৃষ্টিকারী অনুজীবের (Pathogen) এর নাম কি?
উত্তরঃ ফ্ল্যাভি ভাইরাস। (বাহক – স্ত্রী এডিস মশা)।
০২. ‘অর্কিয়া’ কি?
উত্তরঃ প্রতিকূল পরিবেশে বাস করা ব্যাকটেরিয়া গোষ্ঠী।
০৩. ‘প্রমোন’ কোন দেশের মোবাইল নিরাপত্তাবিষয়ক প্রতিষ্ঠান?
উত্তরঃ নরওয়ে।
০১. সবচেয়ে বেশি (মোট ৬ বার) ব্যালন ডি’অর জিতেছেন কে?
উত্তরঃ লিওনেল মেসি, আর্জেন্টিনা (ক্লাব – বার্সেলোনা, স্পেন)।
০২. কোন দলের (ক্লাবের) খেলোয়াড় সবচেয়ে বেশিবার ব্যালন ডি’অর জিতেছেন?
উত্তরঃ রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা, স্পেন (দুদলের খেলোয়াড়রা ১১ বার জিতেছেন এই পুরস্কার)।
০৩. ব্যালন ডি’অর -২০১৯ জয়ী নারী খেলোয়াড়ের নাম কি?
উত্তরঃ মেগান র‌্যাপিনো, যুক্তরাষ্ট্র।
০৪. ব্যালন ডি’অর -২০১৯ জয়ী পুরুষ খেলোয়াড়ের নাম কি?
উত্তরঃ লিওনেল মেসি, আর্জেন্টিনা (ক্লাব – বার্সেলোনা, স্পেন)।
০৫. ব্যালন ডি’অর পুরস্কার কোন প্রতিষ্ঠান প্রদান করে?
উত্তরঃ ফ্রান্স ফুটবল।
০৬. ব্যালন ডি’অর পুরস্কারে প্রথমবারের মতো গোলরক্ষকদের জন্য দেওয়া ‘ইয়াসিন ট্রফি -২০১৯’ জিতেছেন কে?
উত্তরঃ অ্যালিসন বেকার, ব্রাজিল (ক্লাব – লিভারপুল, ইংল্যান্ড)।
০৭. বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান কবে আয়োজিত হবে?
উত্তরঃ ৮ ডিসেম্বর, ২০১৯. (ম্যাচ শুরু ১১ ডিসেম্বর, ২০১৯)।
০৮. বাংলাদেশ কারাতে দলের বর্তমান কোচ কে?
উত্তরঃ তেসুরো কিতামুরা, জাপান। (এসএ গেমসে কারাতেতে বাংলাদেশ ৩টি স্বর্ণ জেতায় এটা এখন আলোচিত)।
#সেরা উক্তি
“অসৎ পথে থেকে বিরিয়ানি খাওয়ার চেয়ে সৎ পথে থেকে নুন-ভাত খাওয়া অনেক ভালো”।
- মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। (দৈনিক ইত্তেফাক, ৩ ডিসেম্বর, ২০১৯)।